আন্তর্জাতিক বিষয়াবলি – ডিসেম্বর ২০২৩

০১১২২৩

♦ বিশ্ব এইডস (AIDS) দিবস পালিত হয় কবে?

উত্তর: ০১ ডিসেম্বর।

♦ ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের ২০২৩ সালের জরিপ অনুযায়ী বসবাসের জন্য সবচেয়ে ব্যয়বহুল শহর-

উত্তর: সিঙ্গাপুর ও সুইজারল্যান্ডের জুরিখ।

♦ অ্যান্টি-রেট্রোভাইরাল থেরাপি (এআরটি) কোন ভাইরাসের নিয়ন্ত্রণকারী ওষুধ?

উত্তর: এইচআইভি ভাইরাস।

০২-১২-২৩

♦ কারেন ন্যাশনাল ইউনিয়ন (কেএনইউ) কোন দেশের জাতিগত বিদ্রোহী গোষ্ঠী?

উত্তর: মিয়ানমার।

♦ চলমান কপ-২৮ সম্মেলনে ইউএইর প্রেসিডেন্ট বিশ্বব্যাপী জলবায়ু সংকট সমাধানে কত ডলারের তহবিল গঠনের ঘোষণা দেন?

উত্তর: ৩ হাজার কোটি ডলার।

০৩-১২-২৩

♦ ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের বিপ্লবী ক্ষুদিরাম বসু জন্মগ্রহণ করেন-

উত্তর: ১৮৮৯ সালের ৩ ডিসেম্বর।

♦ বেলজিয়ামের প্রধানমন্ত্রীর নাম কী?

উত্তর: আলেকজান্ডার ডি ক্রো।

♦ প্যারাগুয়ের রাজধানীর নাম কী?

উত্তর: আসুনসিওন।

♦ দক্ষিণ কোরিয়ার সামরিক গোয়েন্দা স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয়-

উত্তর: SpaceX এর ‘Falcon-9’ রকেটের মাধ্যমে।

০৪-১২-২৩

♦ কত সালে সোভিয়েত ইউনিয়ন বিলুপ্ত ঘোষণা করা হয়?

উত্তর: ১৯৯১ সালে (৪ ডিসেম্বর)।

♦ কোন দেশে বিশ্বের সবচেয়ে বড় পরীক্ষামূলক পারমাণবিক ফিউশন চুল্লি চালু করা হয়?

উত্তর: জাপানে।

♦ সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজে কোন ক্রিকেটারের নামে স্মারক মুদ্রা প্রকাশ করা হয়?

উত্তর: ভিভ রিচার্ডস।

০৫-১২-২৩

♦ আন্তর্জাতিক এবং জাতীয় স্বেচ্ছাসেবক দিবস কবে?

উত্তর: ৫ ডিসেম্বর।

♦ কপ-২৮ এর প্রেসিডেন্ট এর নাম কী?

উত্তর: সুলতান আহমেদ আল-জাবের।

♦ বিশ্ব মৃত্তিকা দিবস পালিত হয়?

উত্তর: ৫ ডিসেম্বর।

♦ বর্ণবাদবিরোধী অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা কবে মৃত্যুবরণ করেন?

উত্তর: ২০১৩ সালের ৫ ডিসেম্বর।

০৬-১২-২৩

♦ বৈশ্বিক তাপমাত্রা আগামী ৭ বছরে কত ডিগ্রি ছাড়িয়ে যেতে পারে?

উত্তর: ১.৫ ডিগ্রী (কপ-২৮ এর প্রতিবেদন অনুযায়ী)।

♦ মূল্যস্ফীতি গণনায় এখন জাতিসংঘের কোন পদ্ধতি ব্যবহার করা হয়?

উত্তর: ‘ক্ল্যাসিফিকেশন অব ইন্ডিভিজ্যুয়াল কনজাম্পশন অ্যাকোর্ডিং পারপাস’ বা কইকপ।

০৭-১২-২৩

♦ ২০২৩ সালে Forbes-এর প্রভাবশালী ১০০ নারীর তালিকার শীর্ষে রয়েছেন-

উত্তর: উরসুলা ফন ডার লিয়েন। (ইউরোপিয়ান কমিশনের রাষ্ট্রপতি)।

০৮-১২-২৩

♦ মহকাশে প্রথম বাণিজ্যিক নভোযান পাঠানো হয় কবে?

উত্তর: ২০১০ সালের ৮ ডিসেম্বর (পাঠিয়েছে ইলন মাস্কের কোম্পানি স্পেসএক্স)।

♦ বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্টের উচ্চতা কত?

উত্তর: ৮,৮৪৮.৮৬ মিটার বা ২৯,০৩১.৬৯ ফুট।

♦ জাতিসংঘের মহাসচিব গাজায় সংঘাত বন্ধে জাতিসংঘ সনদের কত ধারা প্রয়োগ করেছেন?

উত্তর: ৯৯ ধারা।

♦ পরিবেশবান্ধব জাপানে চালু হওয়া বিশ্বের সবচেয়ে বড় পরীক্ষামূলক পারমাণবিক ফিউশন চুল্লির নাম কী?

উত্তর: ‘জেটি-৬০এসএ’।

♦ রাশিয়ার পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচন কবে অনুষ্ঠিত হবে?

উত্তর: ১৭ মার্চ, ২০২৪।

০৯-১২-২৩

♦ আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস কবে?

উত্তর: ৯ ডিসেম্বর।

♦ বিশ্ব গণহত্যা স্মরণ ও প্রতিরোধ দিবস কবে?

উত্তর: ৯ ডিসেম্বর।

♦ সম্প্রতি ইউনেস্কোর ঐতিহ্যের স্বীকৃতি পেয়েছে-

উত্তর: পবিত্র রমজান মাসের ইফতার।

♦ বিখ্যাত মহাকাব্য ‘Paradise Lost’ এর লেখক জন মিল্টন কবে জন্মগ্রহণ করেন?

উত্তর: ১৬০৮ সালের ৯ ডিসেম্বর।

১০-১২-২৩

♦ বিশ্ব মানধিকার দিবস পালিত হয় কবে?

উত্তর: ১০ ডিসেম্বর (১৯৪৮ সালে জাতিসংঘ কর্তৃক ঘোষিত হয়)।

♦ AIIB এর বর্তমান সদস্য সংখ্যা কত?

উত্তর: ১০৬।

♦ ২০২৪ সালে জি-৭ জোটের সভাপতিত্ব করবে কোন দেশ?

উত্তর: ইতালি।

♦ নোবেল পুরস্কার প্রবর্তক আলফ্রেড নোবেল কবে মৃত্যবরণ করেন?

উত্তর: ১৮৯৬ সালের ১০ ডিসেম্বর।

♦ ইতিহাসের প্রথম কম্পিউটার প্রোগ্রামার কে?

উত্তর: অ্যাডা ল্যাভলেস (জন্ম: ১৮১৫ সালের ১০ ডিসেম্বর)।

♦ বিশ্বের প্রথম ‘AI ল্যাপটপ’ নিয়ে আসছে কোন প্রতিষ্ঠান?

উত্তর: স্যামসাং (Galaxy Book-4)।

♦ কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ন্ত্রণে বিশ্বের প্রথম আইন প্রণয়নকারী সংস্থা-

উত্তর: ইউরোপীয় ইউনিয়ন।

১১-১২-২৩

♦ ইউনিসেফ প্রতিষ্ঠিত হয় কবে?

উত্তর: ১৯৪৬ সালের ১১ ডিসেম্বর।

♦ জাতিসংঘের দুর্নীতিবিরোধী সম্মেলন কবে থেকে শুরু হয়?

উত্তর: ১১ ডিসম্বের ২০২৩ (বাংলাদেশও এতে অংশগ্রহন করবে)।

১২-১২-২৩

♦ পোল্যান্ডের নবনির্বাচিত প্রধানমন্ত্রীর নাম কী?

উত্তর: ডোনাল্ড টাস্ক।

♦ বিখ্যাত ইংরেজ কবি রবার্ট ব্রাউনিং কবে মৃত্যুবরণ করেন?

উত্তর: ১৮৮৯ সালের ১২ ডিসেম্বর।

♦ মানবিক সহায়তার জন্য জাতিসংঘ ২০২৪ সালে কী পরিমাণ আর্থিক সহায়তা চেয়েছে?

উত্তর: ৪ হাজার ৬৪০ কোটি মার্কিন ডলার।

♦ ‘পিআরএসএম’ কোন দেশের তৈরি ক্ষেপণাস্ত্র?

উত্তর: মার্কিন যুক্তরাষ্ট্র।

১৩-১২-২৩

♦ সম্প্রতি জাতিসংঘের নিরাপত্তা পরিষদে আরব আমিরাতের করা ‘গাজায় দ্রুত যুদ্ধবিরতি’ প্রস্তাবের বিরুদ্ধে ভেটো দিয়েছে কোন দেশ?

উত্তর: যুক্তরাষ্ট্র।

♦ ‘দ্য আমেরিকা উই ডিজার্ভ বইটির লেখক কে?

উত্তর: ডোনাল্ড ট্রাম্প।

♦ বর্তমানে আফিম উৎপাদনে শীর্ষ দেশ কোনটি?

উত্তর: মিয়ানমার।

♦ ‘ওয়ার্ড ফুটবল সামিট-২০২৩’ অ্যাওয়ার্ড পেয়েছেন কে?

উত্তর: ড. মোহাম্মদ ইউনুস।

১৪-১২-২৩

♦ আন্তর্জাতিক শ্রম সংস্থা (ILO) কত সালে জাতিসংঘের সহায়ক সংস্থা হিসেবে স্বীকৃতি পায়?

উত্তর: ১৯৯৬ সালে।

♦ ২০২৪ সালে ‘কপ-২৯’ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে?

উত্তর: বাকু, আজারবাইজান।

♦ ‘কপ-২৮’ এ প্রথমবারের মতো জীবাশ্মা জ্বালানি থেকে সরে আসার চুক্তিতে সম্মতি দিয়েছে কতটি দেশ?

উত্তর: প্রায় ২০০টি।

১৫-১২-২৩

♦ বিশ্বের যেকোনো দেশের নাগরিকদের জন্য ভিসা ছাড়াই ভ্রমণের সুবিধা চালু করেছে কোন দেশ?

উত্তর: কেনিয়া।

♦ গাজায় নিহতের কত শতাংশ নারী ও শিশু?

উত্তর: ৭০ শতাংশ। (সূত্র: জাতিসংঘ)

♦ জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার রাজনৈতিক দলের নাম কী?

উত্তর: লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)।

♦ ‘থ্রি ব্রাদারহুড অ্যালায়েন্স’ কোন দেশের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী?

উত্তর: মিয়ানমার।

♦ কপ-২৮ এর ঘোষণা অনুযায়ী, ২০৩০ সালের মধ্যে নবায়ণযোগ্য জ্বালানির পরিমাণ কতগুণ বৃদ্ধি পাবে?

উত্তর: তিনগুণ।

১৭-১২-২৩

♦ দ্য ইকোনোমিস্ট এর তথ্যমতে, মাথাপিছু আয় এবং পিপিপিতে বিশ্বের শীর্ষ দেশ কোনটি?

উত্তর: লুক্সেমবার্গ।

♦ কুয়েতের নতুন আমিরের নাম কী?

উত্তর: শেখ মিশেল আল-আহমেদ আল-সাবাহর।

♦ বিখ্যাত আইফেল টাওয়ারের নকশাকার কে?

উত্তর: গুস্তাভে আইফেল।

১৮-১২-২৩

♦ আন্তর্জাতিক অভিবাসী দিবস কবে?

উত্তর: ১৮ ডিসেম্বর।

♦ বিশ্বের সর্ববৃহৎ অফিস ভবন এর নাম কী?

উত্তর: সুরাত ডায়মন্ড বোর্স (এসডিবি), গুজরাট।

১৯-১২-২৩

♦ ৩য় বারের মতো মিসরের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছে কে?

উত্তর: আবদেল ফাত্তাহ আল-সিসি।

♦ গাজার কত শতাংশ মানুষ বাস্তুচ্যুত?

উত্তর: ৯০ শতাংশ। (সূত্র: হিউম্যান রাইটস ওয়াচ)

♦ মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর নাম কী?

উত্তর: লয়েড অস্টিন।

২০-১২-২৩

♦ ‘বিশ্ব মানবীয় সংহতি দিবস’ কবে পালিত হয়?

উত্তর: ২০ ডিসেম্বর।

♦ কোন দেশে বিশ্বের ১ম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নিমার্ণ করা হয়?

উত্তর: মার্কিন যুক্তরাষ্ট্র।

♦ বিশ্বের বৃহত্তম ঋণদাতা দেশ কোনটি?

উত্তর: চীন।

♦ সম্প্রতি চীনের গানসু প্রদেশে সৃষ্ট ভূমিকম্পের তীব্রতা কত ছিল?

উত্তর: ৬.২ (রিখটার স্কেলে)।

২১-১২-২৩

♦ ইউরোপিয়ান কমিশনের ভাইস-প্রেসিডেন্টের নাম কী?

উত্তর: জোসেপ বোরেল।

♦ ‘ডন’ কোন দেশের সংবাদ সংস্থা?

উত্তর: পাকিস্তান।

♦ বাতাসের মান নির্ধারণী ‘IQAir’ কোন দেশের প্রতিষ্ঠান?

উত্তর: সুইজারল্যান্ড।

♦ বিডিএইচএস সার্ভে ২০২২ অনুযায়ী, দেশে বর্তমানে নিউমোনিয়ার কারণে শিশুমৃত্যুহার কত?

উত্তর: ৭.৪ (প্রতি হাজারে)।

২২-১২-২৩

♦ WHO-এর তথ্যমতে, বর্তমানে করোনার কোন উপধরণটি বিশ্বজুড়ে দ্রুত ছড়াচ্ছে?

উত্তর: জেএন.১।

♦ বিশ্বের সবচেয়ে বড় নির্বাচনী বছর কোনটি?

উত্তর: ২০২৪ সাল। (বাংলাদেশসহ বিশ্বের ৭৮টি দেশে হবে জাতীয় নির্বাচন, ভোট দেবেন বিশ্বের ৪২০ কোটির বেশি মানুষ)।

♦ কতটি দেশ নিয়ে লোহিত সাগরে জাহাজ নিরাপত্তায় মার্কিন যুক্তরাষ্ট্র নৌজোট গঠন করেছে?

উত্তর: ১০ টি।

♦ উত্তর গোলার্ধে বছরের সবচেয়ে ছোট দিন এবং দীর্ঘতম রাত হিসেবে স্বীকৃত-

উত্তর: ২১ ডিসেম্বর।

২৩-১২-২৩

♦ WHO ২০২৩ সালে ডেঙ্গু সংক্রমণ বৃদ্ধির জন্য কতটি কারণের কথা উল্লেখ করেছে?

উত্তর: ১৩ টি।

♦ AirHelp-এর তথ্যমতে বিশ্বের সেরা বিমানবন্দরের নাম কী?

উত্তর: ওমানের মাস্কট ইন্টারন্যাশনাল বিমানবন্দর।

♦ IEA-এর মতে, ২০২৪ সালে সারা বিশ্বে কী পরিমাণ কয়লা ব্যবহৃত হবে? উ

ত্তর: ৮০০ কোটি মেট্রিক টন।

২৪-১২-২৩

♦ আদর্শ আমলাতন্ত্রের উদ্ভাবক বলা হয় কাকে?

উত্তর: ম্যাক্সওয়েবার।

♦ ‘কেম প্লুটো’ কোন দেশের মালিকানাধীন মোটরচালিত জাহাজ?

উত্তর: জাপান।

♦ তিন বছরের ব্যবধানে দুবাইয়ের সকল সম্পদের মূল্য কী পরিমাণ বেড়েছে?

উত্তর: ৪৫ শতাংশ।

♦ সম্প্রতি কোন দেশ ভূমধ্যসাগরে জাহাজ চলাচল বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে?

উত্তর: ইরান।

২৫-১২-২৩

♦ সম্প্রতি ইউক্রেনকে ১৮টি ‘এফ-১৬’ যুদ্ধবিমান দেওয়ার ঘোষণা দিয়েছে কোন দেশ?

উত্তর: নেদারল্যান্ডস।

♦ পৃথিবীর সবচেয়ে বড় উপন্যাসের নাম কী?

উত্তর: In search of Lost Time. (লেখক: ফরাসি ঔপন্যাসিক মার্সেল প্রুষ)

♦ ‘প্রিন্সিপিয়া ম্যাথামেটিকা’ বইয়ের লেখক কে?

উত্তর: স্যার আইজাক নিউটন।

♦ ২০২৬ ফুটবল বিশ্বকাপে কতটি দল অংশগ্রহণ করবে?

উত্তর: ৪৮টি।

♦ সৌরজগতে জীবাশ্মের খোঁজে নাসার প্রেরিত মহাকাশযানের নাম কী?

উত্তর: Lucy (লুসি)।

♦ ব্রুনাইয়ের আইনসভার নাম কী?

উত্তর: শূরাহ পরিষদ।

♦ বেলজিয়ামের কোম্পানি ‘TES’ ২০২৮ সালের মধ্যে বছরে কী পরিমাণ হাইড্রোজেন উৎপাদন করবে?

উত্তর: ৭০,০০০ টন।

২৬-১২-২৩

♦ গণপ্রজাতন্ত্রী চীনের ‘জাতির জনক’ বলা হয় কাকে?

উত্তর: মাও সে তুং। (জন্ম: ২৬ ডিসেম্বর ১৮৯৩)।

♦ এভারেস্ট শৃঙ্গ প্রথম জয় করা হয় কত সালে?

উত্তর: ১৯৫৩ সালে।

♦ পৃথিবীর প্রথম ধুমপান মুক্ত দেশ কোনটি?

উত্তর: ভুটান।

♦ সম্প্রতি অস্ত্র রপ্তানিতে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে বিশ্বের কোন দেশ?

উত্তর: জাপান।

♦ বড়দিন উপলক্ষে বিভিন্ন কারাগারের ১ হাজারের বেশি বন্দী মুক্তি দিয়েছে কোন দেশ?

উত্তর: শ্রীলঙ্কা।

♦ ইংরেজ গণিতবিদ এবং কম্পিউটারের জনক হিসাবে খ্যাত চার্লস ব্যাবেজ জন্মগ্রহণ করেন-

উত্তর: ১৭৯১ সালের ২৬ ডিসেম্বর।

২৭-১২-২৩

♦ বিশ্বব্যাংক প্রতিষ্ঠিত হয় কত সালে?

উত্তর: ১৯৪৪ সাল।

♦ কোন চুক্তির মাধ্যমে কোরিয়াকে দুই অংশে বিভক্ত করা হয়?

উত্তর: ‘ঐতিহাসিক মস্কো চুক্তি’ যা স্বাক্ষরিত হয় ১৯৪৫ সালের ২৭ ডিসেম্বর।

♦ জাতিসংঘের আন্তর্জাতিক অর্থ তহবিল (IMF) এর কার্যক্রম শুরু হয়-

উত্তর: ১৯৪৭ সালে।

♦ বিখ্যাত জ্যোতির্বিজ্ঞানী ইয়োহানেস কেপলার কোন দেশের অধিবাসী ছিলেন?

উত্তর: জার্মানি।

২৯-১২-২৩

♦ সর্বপ্রথম ‘চতুর্থ শিল্পবিপ্লব’ শব্দটি ব্যবহার করেন কে?

উত্তর: জার্মান অর্থনীতিবিদ ক্লাউস শোয়াব।

৩০-১২-২৩

♦ ‘কালি ভিয়েজো’ কোন দেশের ঐতিহ্যবাহী উৎসব?

উত্তর: কলম্বিয়া।

♦ সম্প্রতি সৌদি আরবের কোথায় একাধিক সোনার খনির সন্ধান মিলেছে?

উত্তর: মক্কায়।

♦ চীনের নতুন প্রতিরক্ষামন্ত্রীর নাম কী?

উত্তর: দং জুন।

♦ সাবেক সোভিয়েত ইউনিয়ন ভেঙ্গে ১৫টি পৃথক রাষ্ট্র গঠিত হয় কত সালে?

উত্তর: ১৯৯১ সালে।

৩১-১২-২৩

♦ সম্প্রতি কোন দেশ BRICS-এ যোগাদানের আমন্ত্রণ প্রত্যাখ্যান করেছে?

উত্তর: আর্জেন্টিনা।

♦ আর্জেন্টিনার নবনির্বাচিত রাষ্ট্রপতি কে?

উত্তর: জাভিয়ের মাইলি।

♦ ‘বাইরাক্টার টিবি-২’ কোন দেশের নির্মিত ড্রোন?

উত্তর: তুর্কিয়ে।

♦ ভেনেজুয়েলার বর্তমান রাষ্ট্রপ্রতির নাম কী?

উত্তর: নিকোলা মাদুরো।

আলোচিত বিশ্ব

রবীন্দ্রনাথের নামে নতুন ব্যাকটেরিয়া

নতুন প্রজাতির একটি ব্যাকটেরিয়া আবিষ্কার করে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক। ব্যাকটেরিয়াটির নাম দেওয়া হয় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের নামে। উক্ত বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজির অধ্যাপক বোম্বা দাম তার পাঁচ সহকারীসহ পাঁচ বছর ধরে গবেষণা করে এ ব্যাকটেরিয়া আবিষ্কার করেন। নতুন প্রজাতির এ ব্যাকটেরিয়ার নামকরণ করা হয় ‘প্যান্টোইয়া টেগোরি’। এ ব্যাকটেরিয়াটি কৃষিক্ষেত্রে নাইট্রোজেন, ফসফরাস ও পটাশিয়াম সমৃদ্ধ হওয়ায় উদ্ভিদের বৃদ্ধিতে অপরিহার্য।

রিপোর্ট-সমীক্ষা

বিশ্ব খাদ্য ও কৃষিবিষয়ক পরিসংখ্যান বর্ষপঞ্জি ২০২৩

প্রকাশ: ২৯ নভেম্বর, ২০২৩

প্রকাশক: খাদ্য ও কৃষি সংস্থা (FAO)

শিরোনাম: World Food and Agriculture – Statistical Yearbook 2023

বর্ষপঞ্জি অনুযায়ী ২০২১ সালে-

বিষয়শীর্ষ দেশবাংলাদেশ বিষয়শীর্ষ দেশবাংলাদেশ
খাদ্য আমদানিচীনতৃতীয় ভুট্টা রপ্তানিযুক্তরাষ্ট্র৫৫তম
খাদ্য রপ্তানিযুক্তরাষ্ট্র চিনি উৎপাদনব্রাজিল৩৬তম
ধান উৎপাদনচীনতৃতীয় আলু উৎপাদনচীনসপ্তম
চাল আমদানিচীনতৃতীয় সয়াবিন তেল উৎপাদনচীন১৮তম
চাল রপ্তানিভারত৫২তম সবজি উৎপাদনচীন২০তম
গম উৎপাদনচীন৫০তম ফল উৎপাদনচীন৩৭তম
গম আমদানিইন্দোনেশিয়াসপ্তম পাম অয়েল উৎপাদনইন্দোনেশিয়া
গম রপ্তানিরাশিয়া মৎস্য উৎপাদনচীনঅষ্টম
ভুট্টা উৎপাদনযুক্তরাষ্ট্র৩০তম সামুদ্রিক মাছ আহরণচীন৩০তম
ভুট্টা আমদানিচীন২৬তম মিঠা পানির মাছ উৎপাদনচীনপঞ্চম

সামরিক ব্যয় র‍্যাংকিং

প্রকাশ: ডিসেম্বর, ২০২৩।

প্রকাশক: গ্লোবাল ফায়ার পাওয়ার (GFP)

প্রতিবেদনের শিরোনাম: Defense Spending by Country 2023

অন্তর্ভুক্ত দেশ: ১৪৫টি

তালিকা অনুযায়ী-

• সামরিক খাতে ব্যয়ে শীর্ষ ৫ দেশ: ১. যুক্তরাষ্ট্র, ২. চীন, ৩. রাশিয়া, ৪. ভারত ও ৫. জার্মানি।

• সামরিক খাতে ব্যয়ে সর্বনিম্ন ৫ দেশ: ১৪৫. আইসল্যান্ড, ১৪৪. লাইবেরিয়া, ১৪৩. সিয়েরা লিওন, ১৪২. বেলিজ ও ১৪১. ভুটান।

• সার্কভুক্ত দেশের অবস্থান: ৪. ভারত, ২৯. পাকিস্তান, ৫০. বাংলাদেশ, ৭৪. শ্রীলংকা, ১০০. নেপাল, ১৩৬. আফগানিস্তান ও ১৪১. ভুটান।

বিশ্বের ক্ষমতাধর নারী

প্রকাশ: ৫ ডিসেম্বর, ২০২৩

প্রকাশক: যুক্তরাষ্ট্রভিত্তিক ম্যাগাজিন Forbes।

প্রতিবেদনের শিরোনাম: The World’s 100 Most Powerful Women 2023

অন্তর্ভুক্ত নারী: ১০০ জন।

শীর্ষ ৫ ক্ষমতাধর নারী

নামপরিচিতি
১. উরসুলা ভন ডার লেনইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট
২. ক্রিস্টিন লার্গাদইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের (ECB) প্রেসিডেন্ট
৩. কমলা হ্যারিসযুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট
৪. জর্জিয়া মেলোনিইতালির প্রধানমন্ত্রী
৫. টেইলর সুইফটমার্কিন পপ গায়িকা

• তালিকায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবস্থান ৪৬তম।

ব্যয়বহুল শহর

প্রকাশ: ৩০ নভেম্বর, ২০২৩।

প্রকাশক: যুক্তরাজ্যের অর্থনীতিবিষয়ক ম্যাগাজিন দ্য ইকোনমিস্ট-এর দ্য ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট (EIU)।

প্রতিবেদনের শিরোনাম: Worldwide Cost of Living 2023

অন্তর্ভুক্ত শহর: ১৭৩টি।

প্রতিবেদন অনুযায়ী-

• সবচেয়ে ব্যয়বহুল শহর সিঙ্গাপুর সিটি এবং জুরিখ (সুইজারল্যান্ড)

• সবচেয়ে সস্তা শহর দামেস্ক (সিরিয়া)।

বর্ষসেরা ব্যক্তি

১৯২৭ সাল থেকে প্রতি বছর সমাজে বিভিন্নভাবে প্রভাব ফেলা ব্যক্তি, গোষ্ঠী, বস্তু বা উদ্যোগকে বর্ষসেরা ঘোষণা করে আসছে টাইম ম্যাগাজিন। এর প্রভাব ইতিবাচক- নেতিবাচক উভয় ধরনের হতে পারে।

• ২০২৩ সালের টাইম ম্যাগাজিনের বর্ষসেরা ব্যক্তিত্ব হন যুক্তরাষ্ট্রের পপ গায়িকা টেইলর সুইফট।

• শিল্পকলায় তিনি প্রথম ব্যক্তি যিনি বিনোদন জগৎ থেকে বর্ষসেরা ব্যক্তিত্বের সম্মাননা পান।

প্রবাসী আয়

প্রকাশ: ডিসেম্বর, ২০২৩।

প্রকাশক: বিশ্বব্যাংক প্রতিষ্ঠিত বহুপক্ষীয় ট্রাস্ট ফান্ড ‘গ্লোবাল নলেজ পার্টনারশিপ অন মাইগ্রেশন অ্যান্ড ডেভেলপমেন্ট’ (KNOMAD)।

প্রতিবেদনের শিরোনাম: Migration and Development Brief 39

প্রতিবেদন অনুযায়ী-

• প্রবাসী আয়ে শীর্ষ ১০ দেশ (বি.মা.ড.): ১. ভারত (১২৫), ২. মেক্সিকো (৬৭), ৩. চীন (৫০), ভারত ৪. ফিলিপাইন (৪০), ৫. মিসর (২৪), ৬. পাকিস্তান (২৪), ৭. বাংলাদেশ (২৩), ৮. নাইজেরিয়া (২১), ৯. গুয়াতেমালা (২০) ও ১০. উজবেকিস্তান (১৬)।

• GDP তে অবদানে শীর্ষ ১০ দেশ (%): ১. তাজিকিস্তান (৪৮), ২. টোঙ্গা (৪১), ৩. সামোয়া (৩২), ৪. লেবানন (২৮), ৫. নিকারাগুয়া (২৭), ৬. নেপাল (২৭),৭. গাম্বিয়া (২৬), ৮. হন্ডুরাস (২৬), ৯. এল সালভাদর (২৩) ও ১০. লেসেথো (২১)।

বুকার পুরস্কার

যুক্তরাজ্য থেকে প্রকাশিত মৌলিক ইংরেজি ভাষার উপন্যাসের জন্য প্রতিবছর বুকার পুরস্কার দেওয়া হয়। ১৯৬৯ সাল থেকে এই পুরস্কার দেওয়া শুরু হয়। এ পুরস্কারের মূল্যমান ৫০,০০০ পাউন্ড। সংক্ষিপ্ত তালিকায় থাকা মনোনীত অন্য পাঁচ লেখককেও ২,৫০০ পাউন্ড করে দেওয়া হয়। ২০২৩ সালের বুকার পুরস্কার লাভ করেন আইরিশ লেখক পল লিঞ্চ। Prophet Song উপন্যাসের জন্য তাকে এ পুরস্কার দেওয়া হয়। তার অন্য চারটি উপন্যাস হলো- Red Sky in Morning, The Black Snow, Grace, Beyond the Sea.

বিশ্বের খবর

পুনরায় প্রেসিডেন্ট প্রার্থী ভ্লাদিমির পুতিন

৭ ডিসেম্বর, ২০২৩ রুশ পার্লামেন্টের উচ্চকক্ষ ফেডারেশন কাউন্সিলে সদস্যদের সর্বসম্মত ভোটে রাশিয়ায় পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়। সে অনুযায়ী আগামী ১৫-১৭ মার্চ, ২০২৪ ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ২০২১ সালে রাশিয়া প্রথম একের অধিক দিনে ভোটগ্রহণের নীতি শুরু করে। এবারের নির্বাচনে আবারও প্রতিদ্বন্দ্বিতা করবেন দেশটির বর্তমান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ৮ ডিসেম্বর, ২০২৩ তিনি নিজেই এই ঘোষণা দেন। ৭ মে, ২০১২ থেকে একটানা রাশিয়া শাসন করছেন ভ্লাদিমির পুতিন। ৭ মে, ২০০০-৭ মে, ২০০৮ পর্যন্ত পরপর দুই মেয়াদে প্রেসিডেন্ট পদে জিতেন তিনি। তৎকালীন রুশ আইনে দু’বারের বেশি প্রেসিডেন্ট পদে থাকার বিধান না থাকায় তার অনুগত দিমিত্রি মেদভেদেভকে প্রেসিডেন্ট পদে বসিয়ে ৮ মে, ২০০৮ নিজে প্রধানমন্ত্রী হন। এরপর ২০১২ সালে তৃতীয়বারের মতো প্রেসিডেন্ট নির্বাচিত হন। ২০১৮ সালে তিনি আবারও প্রেসিডেন্ট পদে জয়ী হন। টানা দু’বারের বেশি প্রেসিডেন্ট পদে নির্বাচনের জন্য ২০২০ সালে একটি বিতর্কিত সাংবিধানিক আইন সংস্কার করে ২০৩৬ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার ব্যবস্থা করেন পুতিন।

ওপেক প্লাসে ব্রাজিল

জ্বালানি তেল রপ্তানিকারক দেশগুলোর জোট OPEC ও OPEC+ এর বাইরে যুক্তরাষ্ট্রের পর একক দেশ হিসেবে দ্বিতীয় শীর্ষ জ্বালানি তেল উৎপাদক দেশ ব্রাজিল। যে কারণে দেশটিকে কাছে টানতে দীর্ঘদিনের প্রয়াস ছিল জ্বালানি তেল রপ্তানিকারক জোটটির। ৩০ নভেম্বর, ২০২৩ ওপেক ও ওপেক প্লাসের মন্ত্রী পর্যায়ের (ONOMM) ৩৬তম বৈঠকে ব্রাজিল ওপেক প্লাসে যোগ দেওয়ার আমন্ত্রণ পায়।

BRICS জোটে ৫ দেশ

২৪ আগস্ট, ২০২৩ BRICS’র বর্তমান চেয়ার এবং দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা ৬টি দেশকে ব্রিকসের সদস্য হওয়ার আমন্ত্রণ জানান। দেশগুলো হলো- সৌদি আরব, ইরান, মিসর, সংযুক্ত আরব আমিরাত, ইথিওপিয়া ও আর্জেন্টিনা। ১ জানুয়ারি, ২০২৪ থেকে তারা ব্রিকসের

সদস্য হতে পারবে। ১৯ নভেম্বর, ২০২৩ আর্জেন্টিনার প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী হন দেশটির ডানঘেঁষা গণতন্ত্রপন্থী নেতা ও মিডিয়া ব্যক্তিত্ব হাভিয়ের মিলেই। ৩০ নভেম্বর, ২০২৩ হাভিয়ের মিলেই’র তৎকালীন উপদেষ্টা ও বর্তমান পররাষ্ট্রমন্ত্রী ডায়ানা মন্ডিনো ঘোষণা দেন বিশ্বের উদীয়মান

অর্থনীতির দেশগুলোর জোট ব্রিকসে যোগ দেবে না আর্জেন্টিনা।

কোভ্যাক্সর কার্যক্রম বন্ধ

৩১ ডিসেম্বর, ২০২৩ বৈশ্বিক টিকা কার্যক্রম সংস্থা কোভ্যাক্স (COVAX) কার্যক্রম বন্ধ করে দেয়। করোনা মহামারিতে বাংলাদেশসহ ১৪৬টি দেশে প্রায় ২ বিলিয়ন ডোজ টিকা সরবরাহ করে কোভ্যাক্স। যেখানে বিশ্বব্যাপী মোট ৬৭% মানুষ দুই ডোজের টিকা গ্রহণ করে, সেখানে কোভ্যাক্সের end-to- end নিম্ন আয়ের দেশগুলোতে ৫৭% মানুষকে দুই ডোজের টিকার আওতায় আনা হয়। উল্লেখ্য, কোভ্যাক্স হলো কোভিড-১৯ ভ্যাকসিনে ন্যায়সংগত অ্যাক্সেসের লক্ষ্যে একটি বিশ্বব্যাপী উদ্যোগ। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO), ইউনিসেফ, কোয়্যালেশন ফর এপিডেমিক প্রিপিয়ারডনেস ইনোভিয়েশনস (CEPI) ও গ্লোবাল অ্যালায়েন্স ফর ভ্যাকসিনস অ্যান্ড ইম্যুনাইজেশনের (GAVI) যৌথ উদ্যোগে বিশ্বব্যাপী কোভ্যাক্স টিকা কার্যক্রম পরিচালনা করে।

স্বল্পোন্নত দেশ এখন ৪৫টি

১৩ ডিসেম্বর, ২০২৩ ভুটান স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ করে। যার ফলে স্বল্পোন্নত দেশের সংখ্যা এখন ৪৫টি।

স্বল্পোন্নত দেশ

LDCs’র পূর্ণরূপ Least Developed Countries অর্থাৎ, স্বল্পোন্নত দেশসমূহ। স্বল্পোন্নত দেশের ধারণাটি আসে ষাটের দশকে। জাতিসংঘ অর্থনৈতিক ও সামাজিক প্রেক্ষাপট বিবেচনা করে উন্নয়নশীল ও উন্নত এই দুই শ্রেণিতে বিশ্বের সব দেশকে ভাগ করে। তবে উন্নয়নশীল দেশের মধ্যে আবার যেসব দেশ তুলনামূলক দুর্বল, তাদের নিয়ে স্বল্পোন্নত দেশের (LDC) তালিকা হয়। ১৮ নভেম্বর, ১৯৭১ জাতিসংঘের এক প্রস্তাবের মাধ্যমে LDC গ্রুপ গড়ে ওঠে। উন্নত দেশের পক্ষ থেকে উন্নয়নশীল দেশগুলোর অর্থনীতিকে শক্তিশালী করতে শুল্কমুক্ত পণ্য রপ্তানির সুবিধা দেয়। সর্বশেষ ২০১২ সালে LDC-তে যুক্ত হয় দক্ষিণ সুদান। বর্তমানে বিশ্বে ৪৫টি স্বল্পোন্নত দেশ রয়েছে।

LDC-তে অন্তর্ভুক্তি ও উত্তরণ

স্বল্পোন্নত দেশের তালিকায় অন্তর্ভুক্তি বা উত্তরণের সূচকগুলো হলো- তিন বছরের গড় মাথাপিছু মোট জাতীয় আয় (GNI), পুষ্টি, স্বাস্থ্য, স্কুলে ভর্তি ও শিক্ষার হারের সমন্বয়ে তৈরি মানব সম্পদ সূচক (HAI) এবং প্রাকৃতিক দুর্যোগ, বাণিজ্য ও অর্থনৈতিক আঘাত, জনসংখ্যার পরিমাণ এবং বিশ্ববাজার থেকে একটি দেশের দূরত্বের ওপর ভিত্তি করে তৈরি আর্থিক ভঙ্গুরতা সূচক (EVI)। একটি দেশ যেকোনো দুটি সূচক অর্জন করতে পারলে LDC থেকে উত্তরণের যোগ্যতা অর্জন করে। তবে যেকোনো দেশ মাথাপিছু জাতীয় আয় মূল্যায়নের নির্ধারিত বছরে প্রয়োজনীয় আয়ের দ্বিগুণ অর্থাৎ ২,৪৪৪ মার্কিন ডলার বা তার চেয়ে বেশি আয় করলে LDC থেকে বেরিয়ে আসার আবেদন করতে পারে।

২০২১ সালের ত্রিবার্ষিক পর্যালোচনা অনুযায়ী মানদণ্ড

সূচকঅন্তর্ভুক্তিউত্তরণবাংলাদেশের অর্জন
GNI১,০১৮$ বা এর কম১,২২২$ বা এর বেশি১৮২৭$
HAI৬২ বা এর কম৬৬ বা এর বেশি৭৫.৩
EVI৩৬ বা এর বেশি৩২ বা এর কম২৭.২

উন্নয়ন নীতি কমিটি

১৯৬৫ সালে প্রতিষ্ঠিত উন্নয়ন নীতি কমিটি (Committee for Development Policy-CDP) জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদের (ECOSOC) একটি সহযোগী স্বাধীন ফোরাম। CDP’র সদস্য সংখ্যা ২৪। কোনো দেশকে স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বের হওয়ার জন্য CDP প্রথমে ECOSOC-এ সুপারিশ করে। এরপর ECOSOC তা জাতিসংঘের সাধারণ অধিবেশনে (UNGA) অনুমোদনের জন্য পাঠায়। CDP’র চূড়ান্ত সুপারিশের তিন বছর পর জাতিসংঘের সাধারণ অধিবেশনে চূড়ান্ত স্বীকৃতি দেওয়া হয়।

৭ দেশের উত্তরণ

১৯৭১ সালের পর এই পর্যন্ত মোট ৭টি দেশ LDC থেকে উন্নয়নশীল দেশে উত্তীর্ণ হয়।

LDC থেকে উত্তরণ

দেশঅন্তর্ভুক্তিউত্তরণ
বতসোয়ানা১৯৭১১৯ ডিসেম্বর, ১৯৯৪
কেপভার্দে১৯৭৭২০ ডিসেম্বর, ২০০৭
মালদ্বীপ১৯৭১১ জানুয়ারি, ২০১১
সামোয়া১৯৭১১ জানুয়ারি, ২০১৪
নিরক্ষীয় গিনি১৯৮২৪ জুন, ২০১৭
ভানুয়াতু১৯৮৫৪ ডিসেম্বর, ২০২০
ভুটান১৯৭১১৩ ডিসেম্বর, ২০২৩

উত্তরণের পথে যত দেশ

দেশঅন্তর্ভুক্তিউত্তরণ হবে
সাওটোমে অ্যান্ড প্রিন্সিপে১৯৮২১৩ ডিসেম্বর, ২০২৪
বাংলাদেশ১৯৭৫২৪ নভেম্বর, ২০২৬
লাওস১৯৭১২৪ নভেম্বর, ২০২৬
নেপাল১৯৭১২৪ নভেম্বর, ২০২৬
সলোমন দ্বীপপুঞ্জ১৯৯১১৩ ডিসেম্বর, ২০২৭

LDC-তে বাংলাদেশ

১৯৭৩ সাল থেকে বাংলাদেশ স্বল্পোন্নত দেশের তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার চেষ্টা করে। সেই সময়ে স্বল্পোন্নত দেশের শর্ত ছিল ১ কোটির বেশি জনসংখ্যার দেশ অন্তর্ভুক্ত হবে না। বাংলাদেশে সাড়ে ৭ কোটি জনসংখ্যা থাকায় তাই সম্ভব হয়নি। ১৯৭৫ সালে বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক নুরুল ইসলামের একান্ত প্রচেষ্টায় বাংলাদেশ স্বল্পোন্নত দেশের তালিকায় যুক্ত হয়।

উত্তরণ

২০১৮ সালে জাতিসংঘের তিনটি শর্তই পূরণ করে উন্নয়নশীল দেশের যোগ্যতা অর্জন করে। এরপর ২২-২৬ ফেব্রুয়ারি, ২০২১ CDP’ ত্রি-বার্ষিক পর্যালোচনায় বাংলাদেশ স্বল্পোন্নত দেশের তালিকা থেবে উন্নয়নশীল দেশে উত্তরণের চূড়ান্ত সুপারিশ লাভ করে। বাংলাদেশের সাথে নেপাল এবং লাওসও উত্তরণের চূড়ান্ত সুপারিশ পায়। বাংলাদেশের ২০২৪ সালে উন্নয়নশীল দেশে পদার্পণ করার কথা থাকলেও করোনার প্রভাব মোকাবিলা করে প্রস্তুতি নিতে ১৫ জানুয়ারি, ২০২১ বাড়তি দুই বছর সময় চেয়ে আবেদন করে। এখন সব কিছু ঠিক থাকলে ২৪ নভেম্বর, ২০২৬ বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে পরিণত হবে।

কপ-২৮ শেষের শুরু

জাতিসংঘ আয়োজিত একটি বৈশ্বিক জলবায়ু সম্মেলন Conference of the Parties (COP) বা বিশ্ব জলবায়ু সম্মেলন। এতে জলবায়ু পরিবর্তনের প্রভাব কীভাবে মোকাবিলা করা যায় জাতিসংঘের নেতৃত্বে এ নিয়ে আলোচনা করা হয়। ৩০ নভেম্বর- ১৩ ডিসেম্বর, ২০২৩ সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে ২৮তম আসর অনুষ্ঠিত হয়। এ সম্মেলনের পূর্বাপর নিয়ে আমাদের এ আয়োজন।

কপ

COP’র পূর্ণরূপ Conference of the Parties। জলবায়ুতে মানুষের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় ১৯৯২ সালে জলবায়ু পরিবর্তনবিষয়ক জাতিসংঘের ফ্রেমওয়ার্ক কনভেনশনে (UNFCCC) স্বাক্ষর করা হয়। এরপর ১৯৯৫ সাল থেকে, জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলন (COP) প্রতি বছর অনুষ্ঠিত হয়।

তথ্যবহুল কপ-২৮

১৯৮টি দেশ ও অঞ্চলের পায় ৭০,০০০ লোক অংশগ্রহণের মাধ্যমে সর্বকালের বৃহত্তম জলবায়ুবিষয়ক সম্মেলন হয় এটি-

• ২০২৪ সালে কপ-২৯ সম্মেলন হবে আজারবাইজানে।

• ২০২৫ সালের আন্তর্জাতিক জলবায়ু সম্মেলন কপ-৩০ এর আয়োজন করবে ব্রাজিল।

• ২০২৮ সালে কপ-৩৩ শীর্ষ সম্মেলন আয়োজনের প্রস্তাব করে ভারত।

• ক্লাইমেট ভালনারেবল ফোরামের (CVF) নতুন সভাপতি হয় ক্যারিবীয় দেশ বার্বাডোজ।

• জলবায়ুর ক্ষয়ক্ষতি মোকাবিলা- সংক্রান্ত তহবিল লস অ্যান্ড ড্যামেজ ফান্ড পুনর্গঠন।

• কপ-২৮ এর সভাপতি সুলতান আল-জাবের।

সম্মেলনে প্রাপ্তি

জীবাশ্ম জ্বালানি চুক্তি: কপ-২৮ সম্মেলনে জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস শুরু করার বিষয়ে সম্মত হয়ে একটি চুক্তি করে অংশগ্রহণকারী দেশগুলো। অংশগ্রহণকারী প্রায় ২০০ দেশ ও অঞ্চল চুক্তির বিষয়ে সমঝোতায় পৌঁছায়। এরপর ১৩ ডিসেম্বর, ২০২৩ এ লক্ষ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। জীবাশ জ্বালানি থেকে সরে আসার প্রয়োজনীয়তার বিষয়ে এই প্রথম পরিষ্কার একটি প্রস্তাব নিয়ে বিশ্ব নেতারা ঐক্যবদ্ধ হয়। চুক্তিতে জীবাশ্ম জ্বালানি থেকে সরে আসতে ‘অন্তর্বর্তীকালীন জ্বালানি’ হিসেবে গ্যাস ও কার্বন দূষণ কমানো এবং কষ্টসাধ্য এমন খাতে কার্বন নিয়ন্ত্রণ ও সংরক্ষণ (CCS) প্রযুক্তি ব্যবহার করবে।

গ্লোবাল স্টকটেক: গ্লোবাল স্টকটেক এবারের সম্মেলনের ঘোষণা হিসেবে আসা মূল দলিল। এ দলিলের মধ্য দিয়ে বিশ্বের তাপমাত্রা বৃদ্ধির জন্য জীবাশ্ম জ্বালানি যে প্রধানত দায়ী, সেটা জাতিসংঘ মেনে নেয়। কোন দেশ কী পরিমাণ জীবাশ্ম জ্বালানি ব্যবহার করে তাপমাত্রা বাড়াচ্ছে তার একটি রূপরেখা এই ঘোষণার মধ্য দিয়ে উঠে আসে। এখন থেকে বিশ্বের সব দেশ জলবায়ু পরিবর্তন মোকাবিলায় কী করছে, তার হালনাগাদ তথ্য জানাবে।

নবায়নযোগ্য জ্বালানির সক্ষমতা বৃদ্ধি: কপ-২৮ সম্মেলনে নবায়নযোগ্য জ্বালানির সক্ষমতা তিনগুণ বৃদ্ধি করতে সম্মত হন বিশ্বনেতারা। ২-৩ ডিসেম্বর ২০২৩ ‘গ্লোবাল এক্সিলারেশন ফর ডিকার্বনাইজেশন চুক্তিতে’ স্বাক্ষর করে ১১৮টি দেশ। এ চুক্তির উদ্দেশ্য বিশ্বব্যাপী নবায়নযোগ্য শক্তির সক্ষমতা বর্তমানের ৩.৪ টেরাওয়াট থেকে ২০৩০ সালের মধ্যে ১১ টেরাওয়াটে উন্নীত করা। এ ছাড়াও ৫০টি জ্বালানি উৎপাদক কোম্পানি ডিকার্বনাইজেশন চুক্তিতে স্বাক্ষর করে, যারা বিশ্বব্যাপী ৪০%-এর বেশি তেল ও গ্যাস উৎপাদন করে।

রেকর্ড তহবিল: জলবায়ুভিত্তিক প্রকল্পগুলোয় অর্থের প্রবাহ বৃদ্ধি করতে এই সম্মেলনে ৩০ বিলিয়ন মার্কিন ডলারের একটি নতুন বেসরকারি বিনিয়োগ তহবিল গঠনের ঘোষণা দেয় সংযুক্ত আরব আমিরাত (UAE)। ১ ডিসেম্বর, ২০২৩ সংযুক্ত আরব আমিরাতের ঘোষিত তহবিলটির নাম দেওয়া হয় ‘আলতেরা’। আলতেরা নামক এ নতুন তহবিল ২০৩০ সাল নাগাদ মোট ২৫,০০০ কোটি ডলারের বিনিয়োগ আকৃষ্ট করতে সক্ষম হবে। এছাড়াও সংযুক্ত আরব আমিরাত ১০০ মিলিয়ন ডলারের প্রতিশ্রুতি দিয়ে গ্রীষ্মমণ্ডলীয় রোগের (এনটিডি) সঙ্গে লড়াই করার জন্য ৭৭৭ মিলিয়ন ডলারের তহবিলের ভিত্তি তৈরি করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *