আন্তর্জাতিক বিষয়াবলি – জুলাই ২০২৪
০১.০৭.২০২৪
♦ ভারতে নতুন ফৌজদারি আইন কার্যকর।
০৩.০৭.২০২৪
♦ কাজাখস্তানের আস্তানায় দুই দিনের সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (SCO) সম্মেলন শুরু।
০৫.০৭.২০২৪
♦ ইরানের ১৪তম প্রেসিডেন্ট নির্বাচনে নির্বাচিত হন সংস্কারপন্থী মাসুদ পেজেশকিয়ান।
০৭.০৭.২০২৪
♦ ফ্রান্সে আইনসভা নির্বাচনে দ্বিতীয় দফার ভোট গ্রহণ।
১২.০৭.২০২৪
♦ নেপালের আস্থা ভোটে হেরে যান প্রধানমন্ত্রী পুষ্পকমল দহল।
♦ পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পিটিআই পার্লামেন্টে সংরক্ষিত ২৩টি আসন পাওয়ার যোগ্য বলে ঘোষণা দেয় সুপ্রিম কোর্ট।
১৪.০৭.২০২৪
♦ নেপালের প্রেসিডেন্ট রামচন্দ্র পাউডেল নতুন প্রধানমন্ত্রী হিসেবে কে পি শর্মা ওলিকে নিয়োগ দেন।
১৫.০৭.২০২৪
♦ রুয়ান্ডায় প্রেসিডেন্ট ও পার্লামেন্ট নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত।
১৮.০৭.২০২৪
♦ কানাডার সশস্ত্র বাহিনীর প্রথম নারী প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন জেনারেল জেনি ক্যারিগনান।
২২.০৭.২০২৪
♦ মিয়ানমারের অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন দেশটির সামরিক সরকারের (জান্তা) প্রধান মিন অং হ্লাইং।
২৪.০৭.২০২৪
♦ নেপালের রাজধানী কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে সৌর্য এয়ারলাইন্সের ছোট একটি উড়োজাহাজ দুর্ঘটনায় অন্তত ১৮ জন নিহত হয়।
২৫.০৭.২০২৪
♦ লাওসের রাজধানী ভিয়েনতিয়ানে আসিয়ান পররাষ্ট্রমন্ত্রীদের ৫৭তম সম্মেলন শুরু।
♦ দক্ষিণ আফ্রিকার প্রথম প্রধান নারী বিচারক হিসেবে মান্দিসা মায়াকে নিযুক্ত করেন দেশটির রাষ্ট্রপতি সিরিল রামাফোসা।
২৬.০৭.২০২৪
♦ ইউরোপীয় ইউনিয়ন (EU) রাশিয়ার জব্দ করা সম্পদ থেকে ১৫০ কোটি ইউরো ইউক্রেনকে প্রদান করে।
২৭.০৭.২০২৪
♦ লাওসের রাজধানী ভিয়েনতিয়ানে East Asia Summit (EAS)-এর পররাষ্ট্রমন্ত্রীদের ১৪তম সম্মেলন অনুষ্ঠিত।
♦ প্যারিস অলিম্পিকে শুটিংয়ে ১০ মিটার এয়ার রাইফেল মিশ্র দলগত প্রথম সোনা জিতে চীন।
২৮.০৭.২০২৪
♦ তৃতীয়বারের মতো ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নির্বাচিত হন নিকোলাস মাদুরো।
♦ ইরানের প্রেসিডেন্ট হিসেবে মাসুদ পেজেশকিয়ানকে আনুষ্ঠানিকভাবে অনুমোদন করেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি।
♦ নারী টি-২০ এশিয়া কাপে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয় শ্রীলঙ্কা।
৩০.০৭.২০২৪♦ আন্তর্জাতিক ঋণমান নির্ণয়কারী সংস্থা এসঅ্যান্ডপি গ্লোবাল রেটিংস বাংলাদেশের ঋণমান বিবি মাইনাস থেকে হ্রাস করে বি প্লাস করে।
আলোচিত বিশ্ব
লোকান্তর
ইসমাইল হানিয়া (২৯ জানুয়ারি ১৯৬২ মতান্তরে ১৯৬৩-৩১ জুলাই ২০২৪)
ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের প্রধান ও সাবেক প্রধানমন্ত্রী। তার পুরো নাম ইসমাইল আবদুস সালাম আহমেদ হানিয়া। তিনি গত শতকের আশির দশকে হামাসের উত্থানকালে রাজনৈতিক ও সামরিক আন্দোলনের অগ্রগ্রামী সৈনিক ছিলেন। ১৯৮৯ সালে ইসরায়েল তাকে তিন বছরের কারাদণ্ড দেয়। এরপর ১৯৯২ সালে আরও কয়েকজন হামাস নেতার সঙ্গে হানিয়াকে ইসরায়েল ও লেবানন সীমান্তের শূন্যরেখায় ছেড়ে দেয় ইসরায়েলি কর্তৃপক্ষ। এক বছর নির্বাসনে থাকার পর ইসমাইল হানিয়া গাজায় ফিরে আসেন। ২০১৭ সালে ইসমাইল হানিয়া হামাসের রাজনৈতিক ব্যুরোর প্রধান নির্বাচিত হন। ২৯ মার্চ ২০০৬-২ জুন ২০১৪ মেয়াদে তিনি ফিলিস্তিনের প্রধানমন্ত্রী ছিলেন।
সম্মেলন
SCO শীর্ষ সম্মেলন
SCO-Shanghai Cooperation Organisation
আয়োজন: ২৪তম
সময়কাল: ৩-৪ জুলাই ২০২৪
স্থান: আস্তানা, কাজাখস্তান
ওয়ার্ল্ড হেরিটেজ কমিটি বৈঠক
আয়োজন: ৪৬তম
সময়কাল: ২১-৩১ জুলাই ২০২৪
স্থান : নয়াদিল্লি, ভারত
রিপোর্ট-সমীক্ষা
প্রবাসী আয়
♦ প্রকাশ: জুন, ২০২৪।
♦ প্রকাশক: KNOMAD.
♦ প্রতিবেদনের শিরোনাম: Mirgration and Development Brief 40.
প্রতিবেদন অনুযায়ী-
♦ প্রবাসী আয় গ্রহণে শীর্ষ দেশ: ভারত: ১১৯,৫২৬ মিলিয়ন মার্কিন ডলার।
♦ বাংলাদেশের অবস্থান: ৭ম; ২২,১৬৮ মিলিয়ন মার্কিন ডলার।
♦ জিডিপিতে অবদানে শীর্ষ দেশ: টোঙ্গা (৪০.৬%)।
পর্যটকদের জন্য ঝুঁকিপূর্ণ এবং নিরাপদ শহর
♦ প্রকাশ: জুলাই, ২০২৪।
♦ প্রকাশক: Forbes.
♦ অন্তর্ভুক্ত শহর: ৬০টি
প্রতিবেদন অনুযায়ী-
♦ নিরাপদ শহর: সিঙ্গাপুর সিটি
♦ ঝুঁকিপূর্ণ শহর: কারাকাস (ভেনেজুয়েলা)
♦ ঝুঁকিপূর্ণ শহরে ঢাকার অবস্থান: ষষ্ঠ
হেনলি পাসপোর্ট সূচক
♦ প্রকাশ: জুলাই, ২০২৪
♦ প্রকাশক: যুক্তরাজ্যভিত্তিক পরামর্শক প্রতিষ্ঠান Henley & Partners.
♦ অন্তর্ভূক্ত দেশ ও অঞ্চল: ১৯৯টি।
প্রতিবেদন অনুযায়ী-
♦ সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট সিঙ্গাপুরের। সে দেশের নাগরিকরা ভিসা ছাড়াই যেতে পারেন অন্তত ১৯৫টি দেশ।
♦ বাংলাদেশের অবস্থান ৯৭তম।
♦ বাংলাদেশের পাসপোর্টধারীরা আগাম ভিসা ছাড়া ৪০টি দেশে ভ্রমণ করতে পারে।
♦ সর্বনিম্ন দেশ অর্থাৎ ১০৩তম দেশ আফগানিস্তান, ভিসা ছাড়া ভ্রমণ ২৬টি দেশে।
♦ Henley & Partners বছরে চারবার এ সূচক প্রকাশ করে।
AI প্রস্তুতি সূচক
♦ প্রকাশ: ২৫ জুন, ২০২৪
♦ প্রকাশক: আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (IMP)।
♦ সূচকের শিরোনাম: আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স প্রস্তুতি সূচকে (AIP)।
♦ অন্তর্ভুক্ত দেশ: ১৭৪টি।
সূচক অনুযায়ী-
♦ সর্বোচ্চ দেশ: সিঙ্গাপুর
♦ সর্বনিম্ন দেশ: দক্ষিণ সুদান
♦ বাংলাদেশের অবস্থান: ১১৩তম।
ICT খাতের অগ্রগতি সূচক
♦ প্রকাশ: জুন, ২০২৪
♦ প্রকাশক: জাতিসংঘের আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়ন (ITU)
♦ সূচকের শিরোনাম: আইসিটি ডেভেলপমেন্ট ইনডেক্স (IDI) ২০২৪।
♦ অন্তর্ভুক্ত দেশ: ১৭১টি
সূচকে বাংলাদেশের অবস্থান-
♦ স্কোর: ৬২ ২০২৩ সালে ছিল ৬১.১। ২০২২ সালে সংগ্রহ করা তথ্যের ওপর ভিত্তি করে সূচকটি করা।
বিশ্ব জনসংখ্যা সম্ভাবনা ২০২৪
♦ প্রকাশ: জুলাই ২০২৪
♦ প্রকাশক: জাতিসংঘের জনসংখ্যা বিভাগ
♦ প্রতিবেদনের শিরোনাম: Revision of World Population Prospects 2024
প্রতিবেদন অনুযায়ী জাতিসংঘের সদস্য দেশের মধ্যে-
♦ জনসংখ্যার ঘনত্বে- শীর্ষে: মোনাকো (প্রতি বর্গ কিমি ২৫,৯২৭ জন); সর্বনিম্ন: মঙ্গোলিয়া (প্রতি বর্গ কিমি ২ জন)।
♦ গড় আয়ুতে- শীর্ষে: মোনাকো (৮৬.৫০ বছর), সর্বনিম্ন: নাইজেরিয়া (৫৪.৬৩ বছর)।
বাংলাদেশের অবস্থান- জনসংখ্যায় অষ্টম: ঘনত্বে ষষ্ঠ।
শীর্ষ ৫ দেশ | সর্বনিম্ন ৫ দেশ | ||||
দেশ | জনসংখ্যা (হাজার) | বৃদ্ধির হার (%) | দেশ | জনসংখ্যা (হাজার) | বৃদ্ধির হার (%) |
ভারত | ১৪৫০৯৩৬ | .৯০ | টুভ্যালু | ১০ | -১.৬৯ |
চীন | ১৪১৯৩২১ | -০.২২ | নাউরু | ১২ | ০.৭০ |
যুক্তরাষ্ট্র | ৩৪৫৪২৭ | ০.৫৫ | পালাউ | ১৮ | -০.১৩ |
ইন্দোনেশিয়া | ২৮৩৪৮৮ | ০.৮০ | সান ম্যারিনো | ৩৪ | -০.১৬ |
পাকিস্তান | ২৫১২৬৯ | ১.৫৪ | মার্শাল দ্বীপপুঞ্জ | ৩৮ | -৩.৩৮ |
সার্কভুক্ত দেশের অবস্থান | ||||
দেশ | জনসংখ্যা (হাজার) | বৃদ্ধির হার (%) | ঘনত্ব (প্রতি বর্গ কিমি) | গড় আয়ু |
ভারত | ১৪৫০৯৩৬ | ০.৯০ | ৪৮৮ | ৭২.২৪ |
পাকিস্তান | ২৫১২৬৯ | ১.৫৪ | ৩২৬ | ৬৭.৮০ |
বাংলাদেশ | ১৭৩৫৬২ | ১.২২ | ১৩৩৩ | ৭৪.৯৩ |
আফগানিস্তান | ৪২৬৪৭ | ২.৮৩ | ৬৬ | ৬৬.২৯ |
নেপাল | নেপাল | -০.১৫ | ২০১ | ৭০.৬৪ |
শ্রীলংকা | ২৩১০৪ | ০.৫৬ | ৩৬৮ | ৭৭.৬৭ |
ভুটান | ৭৯২ | ০.৬১ | ২১ | ৭৩.২৬ |
মালদ্বীপ | ৫২৮ | ০.৩৬ | ১৭৫৯ | ৮১.২৯ |
জনসংখ্যা বৃদ্ধির হার | |||
সর্বাধিক | সবচেয়ে কম | ||
দেশ | বৃদ্ধির হার (%) | দেশ | বৃদ্ধির হার (%) |
ওমান | ৪.৪১ | মার্শাল দ্বীপপুঞ্জ | -৩.৩৮ |
শাদ | ৪.২২ | গ্রিস | -১.৭৭ |
সিরিয়া | ৪.০৪ | টুভ্যালু | -১.৬৯ |
আরব আমিরাত | ৩.৪১ | মলদোভা | -১.২২ |
সোমালিয়া | ৩.৪০ | চেক প্রজাতন্ত্র | -১.০৪ |
ইপিআইতে নতুন টিকা
২০২৫ সাল থেকে সম্প্রসারিত টিকাদান কর্মসূচিতে (EPI) শিশুদের জন্য যুক্ত হবে টাইফয়েড ও মশাবাহিত রোগের নতুন দুই টিকা। টাইফয়েডের জন্য যুক্ত হবে ‘কনজুগেট ভ্যাকসিন’ ও মশাবাহিত রোগের জন্য ‘জাপানিজ এনকেফাইলাইটিস’ ভ্যাকসিন। বর্তমানে EPI’র আওতায় শিশু, কিশোর ও নারীদের ১১টি মারাত্মক সংক্রামক রোগের বিরুদ্ধে টিকাদান কার্যক্রম চলমান।
ভ্যাকসিন বা টিকা
যে জৈব-রাসায়নিক মিশ্রণ দেহে অ্যান্টিবডি (Antibody) তৈরি করে Immunity বা রোগ-প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে তাকে Vaccine বা টিকা বলে। ল্যাটিন শব্দ Vacca শব্দটির অর্থ হচ্ছে Cow (গরু)। টিকা মানুষের দেহকে নির্দিষ্ট কেনো একটি সংক্রমণ, ভাইরাস কিংবা রোগের বিরুদ্ধে লড়াই করতে প্রস্তুত করে। টিকার ধারণা তৈরি হয় চীনে । দশম শতাব্দীর শুরুতে চীনারা ভ্যাকসিনেশনের আদিরূপ ভ্যারিওলেশন নামক চিকিৎসা পদ্ধতি আবিস্কার করে। অষ্টম শতাব্দী পরে ব্রিটিশ চিকিৎসক এডওয়ার্ড জেনার গুটি বসন্তে অসংখ্য মানুষ মারা যাওয়া দেখে টিকা আবিষ্কারের বিষয়ে গবেষণা শুরু করেন। ১৭৯৮ সালে এডওয়ার্ড জেনারের গবেষণাপত্র প্রকাশ হওয়ার পর তা ব্যাপক গ্রহণযোগ্যতা পায়। ফলে বিশ্ব প্রথম ভ্যাকসিন বা টিকা শব্দটির সাথে পরিচিত হয়।
উল্লেখযোগ্য টিকার আবিস্কারক
নাম | আবিষ্কারক |
গুটি বসন্ত | এডওয়ার্ড জেনার |
জলাতঙ্ক ও অ্যানথ্রাক্স | লুই পাস্তুর |
পোলিও | জোনাস এডওয়ার্ড সাল্ক |
খাওয়ার পোলিও | আলবার্ট সাবিন |
যক্ষ্মা | আলবার্ট ক্যালমিটি ও ক্যামিলি গিওরিন |
হেপাটাইসিস বি | বারুচ স্যামুয়ের ব্লুমবার্গ |
রুবেলা, মাম্পস | মরিস হিলেম্যান |
বাংলাদেশে ১১টি রোগের টিকা কর্মসূচি
রোগের নাম | টিকা চালু |
যক্ষ্মা, পোলিও, ডিপথেরিয়া, হুপিংকাশি, ধনুস্টংকার ও হাম | ১৯৭৯ সাল |
হেপাটাইসি-বি | ২০০৩ সাল |
হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জা-বি | ২০০৯ সাল |
হাম ও রুবেলা | ২০১২ সাল |
নিউমোনিয়া | ২০১৫ সাল |
জরায়ুমুখ ক্যান্সার | ২০২৩ সাল |
জাতীয় টিকা দিবস
১৬ মার্চ, ১৯৯৫ দেশে প্রথম মাত্রাটিকা খাওয়ানোর জন্য প্রথম জাতীয় টিকা দিবস পালিত হয় এবং দ্বিতীয় মাত্রা খাওয়ানো হয় একই বছরের ১৬ এপ্রিল। ২০১৪ সাল পর্যন্ত দেশে মোট ২১টি জাতীয় টিকা দিবস আয়োজিত হয়।
কোন রোগের কোন টিকা
যক্ষ্মা → Bacillus Calmette- Guerin (BCG) vaccine ডিপথেরিয়া, হুপিংকাশি, হেপাটাইটিস-বি, হিমোফাইলাস।
ইনফ্লুয়েঞ্জা-বি → Pentavalent vaccine.
নিউমোনিয়া → Pneumococcal conjugate vaccine (PCV).
পোলিওমাইলাইটিস → Bivalent oral polio vaccine (bOPV) ও Inactivated poliovirus vaccine (IPV).
হাম ও রুবেলা → Measles & Rubella (MR) vaccine.
জরায়ুমুখ ক্যান্সার → Human papillomavirus (HPV) টিকা।
ধনুস্টংকার → টিটেনাস টিকা বা Tetanus Toxoid (TT).
হাম → Measles vaccine.
বিশ্বজুড়ে
ইরানেরপ্রেসিডেন্টমাসুদপেজেশকিয়ান
২৮ জুন, ২০২৪ ইরানের ১৪তম প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে কোনো প্রার্থী ৫০% ভোট না পাওয়ায় ৫ জুলাই, ২০২৪ প্রথম ও দ্বিতীয় অবস্থানে থাকা মাসুদ পেজেশকিয়ান ও সাইদ জালিলির মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হয়। দ্বিতীয় দফা নির্বাচনে সংস্কারপন্থী মাসুদ পেজেশকিয়ান ৫৪.৭৬% ভোট পেয়ে ইরানের প্রেসিডেন্ট নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী সাইদ জালিলি পান ৪৫.২৪% ভোট। ৩০ জুলাই, ২০২৪ তিনি নবম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
চিকিৎসকথেকেরাষ্ট্রপতি
২৯ সেপ্টেম্বর, ১৯৫৪ পশ্চিম আজারবাইজান প্রদেশে জন্ম নেওয়া পেজেশকিয়ান একজন হার্ট সার্জন। হাই স্কুল শেষে প্রথম ডিপ্লোমা অর্জনের পর পেজেশকিয়ান সামরিক বাহিনীতে যোগ দেন। তাব্রিজ মেডিকেল সায়েন্স বিশ্ববিদ্যালয় থেকে জেনারেল সার্জারির বিশেষজ্ঞ হন। ১৯৮০ এর দশকে ইরান-ইরাক যুদ্ধে পেজেশকিয়ান চিকিৎসক হিসেবে কাজ করেন। ১৯৯৩ সালে তিনি ইরান মেডিকেল সায়েন্স বিশ্ববিদ্যালয় থেকে কার্ডিয়াক সার্জারির বিশেষজ্ঞ হিসেবে স্বীকৃতি পান। ১৯৯৪ সালে সড়ক দুর্ঘটনায় স্ত্রী ও এক সন্তান হারান। দুই ছেলে ও অপর এক মেয়েকে নিয়েই থাকেন তিনি। তিনি ইরানের সাবেক সংস্কারপন্থী প্রেসিডেন্ট মোহাম্মদ খাতামির শাসনামলে ২২ আগস্ট, ২০০১-২৪ আগস্ট ২০০৫ পর্যন্ত দেশটির স্বাস্থ্যমন্ত্রী ছিলেন। ২০০৮ সালের অষ্টম পার্লামেন্ট নির্বাচনে জয়ী হয়ে তিনি প্রথমবারের মতো আইন পরিষদ মজলিশের সদস্য হন। দশম সংসদে তিনি ছিলেন প্রথম ডেপুটি স্পিকার। ২০২১ সালের নির্বাচনে পেজেশকিয়ান অন্য সংস্কারপন্থী ও মধ্যপন্থী প্রেসিডেন্ট প্রার্থীদের সঙ্গে নির্বাচনে অযোগ্য ঘোষিত হন।
কুয়েতে তেলের বিশাল খনি
১৪ জুলাই, ২০২৪ মধ্যপ্রাচ্যের উপসাগরীয় তেলসমৃদ্ধ দেশ কুয়েত একটি বড় জ্বালানি তেলের খনির সন্ধান পায়। দেশটির জ্বালানি তেলের অনুসন্ধান, উত্তোলন ও বিপণনকারী সরকারি কোম্পানি কুয়েত পেট্রোলিয়াম কর্পোরেশনের (KPT) শেখ নাওয়াফ সৌদ নাসির এ তথ্য নিশ্চিত করেন। পারস্য উপসাগর অঞ্চলে কুয়েতের ফাইলাকা দ্বীপে পাওয়া যায় এ খনির সন্ধান। প্রায় ৯৬ বর্গকিলোমিটার আয়তনের নতুন এ খনিটিতে ২১০ কোটি ব্যারেল পেট্রোলিয়াম এবং ৫,১০,০০০ কোটি ঘনফুট জ্বালানি গ্যাস রয়েছে বলে প্রাথমিক অনুসন্ধানে জানা যায়।
সৌদি আরবে নতুন ৭ খনি
১ জুলাই, ২০২৪ সৌদির জ্বালানিমন্ত্রী আবদুল আজিজ বিন সালমান সৌদি আরবে নতুন তেল ও গ্যাস আবিষ্কারের ঘোষণা দেন। সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশ ও রাব আল-খালি মরুভূমিতে সাতটি তেল ও গ্যাসের খনি আবিষ্কৃত হয়। নতুন খোঁজ পাওয়া সাত খনির মধ্যে দেশটির পূর্বাঞ্চলীয় প্রদেশে দু’টি অপ্রচলিত তেলক্ষেত্র ও একটি খনি এবং রাব আল-খালি মরুভূমিতে দুটি প্রাকৃতিক গ্যাসক্ষেত্র ও দু’টি খনি রয়েছে। পূর্বাঞ্চলীয় আল-ফারুক তেলক্ষেত্রের আল ফারুক-৪ কূপের পাশে একটি তেলের খনি পাওয়া যায়। সেখানে গ্যাসেরও একটি মজুত পাওয়া যায়। এর বাইরে উনাইজাহ বি/সি নামে একটি গ্যাসের খনি পাওয়া গেছে, যা অঞ্চলটির ‘মাজালিজ’ তেলক্ষেত্রে অবস্থিত। নতুন আবিষ্কৃত গ্যাসক্ষেত্র বা খনিগুলোর মধ্যে একটি রাব আল খালি মরুর আল-জাহাক কূপের কাছাকাছি অবস্থিত। একই অঞ্চলের আল কাতুফ কূপের কাছেও আরেকটি গ্যাসক্ষেত্রের উপস্থিতি পাওয়া যায়। অপর গ্যাসক্ষেত্রটি হলো হানিফা। এটিও রাব আল-খালিতেই অবস্থিত।
ফ্রান্সে ঝুলন্ত পার্লামেন্ট
৩০ জুন, ২০২৪ ফ্রান্সের পার্লামেন্ট নির্বাচনের প্রথম দফার নির্বাচন অনুষ্ঠিত হয়। প্রথম দফায় কোনো দল সংখ্যাগরিষ্ঠতা অর্জন না করায় ৭ জুলাই, ২০২৪ দ্বিতীয় দফার নির্বাচন অনুষ্ঠিত হলেও সংখ্যাগরিষ্ঠতা পায়নি কোনো দল বা জোট। দ্বিতীয় দফার নির্বাচনে ভোটে বামপন্থিদের জোট নিউ পপুলার ফ্রন্ট সর্বাধিক ১৮২টি আসনে জয় পায়। প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁর মধ্যপন্থি জোট ইনসিবেল অ্যালায়েন্স ১৬৮টি আসনে জিতে দ্বিতীয় অবস্থান লাভ করে। অন্যদিকে প্রথম দফা ভোটে প্রথম হওয়া মারিন লু পেনের কুট্টর-ডানপন্থি ন্যাশনাল র্যালি (RN) জোট রয়েছে তৃতীয় অবস্থানে। এ জোট পেয়েছে ১৪৩টি আসন। ফ্রান্সে সরকার গঠনের জন্য প্রয়োজন হয় ২৮৯টি আসন। তবে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় আসন পায়নি কেউই। এ অবস্থায় ইউরোপের শক্তিশালী এ দেশটিতে হতে যাচ্ছে ঝুলন্ত পার্লামেন্ট। এর আগে ৯ জুন, ২০২৪ আগাম নির্বাচনের ঘোষণা দেয় প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ। কোনো দল একক সংখ্যাগরিষ্ঠতা না পেলে ঝুলন্ত পার্লামেন্টের সৃষ্টি হয়। তখন দুই বা ততোধিক দল নিয়ে কোয়ালিশন সরকার গঠিত হয়।
বিশ্বের সবচেয়ে বড় সৌর বিদ্যুৎকেন্দ্র
৮ জুলাই, ২০২৪ বিশ্বের সবচেয়ে বড় সৌরবিদ্যুৎকেন্দ্র নির্মাণের ঘোষণা দেয় চীন। দেশটির রাষ্ট্রায়ত্ত বিদ্যুৎ উৎপাদন কোম্পানি এ প্রকল্পের মাধ্যমে প্রায় ৬০ লাখ বাড়িতে বিদ্যুৎ পৌঁছানোর ঘোষণা দেয়। এ সৌরবিদ্যুৎ প্রজেক্ট ছোট আকারের কোনো দেশে বিদ্যুৎ সরবরাহ করতে সক্ষম। আট গিগাওয়াট ক্ষমতা সম্পন্ন এ কেন্দ্রটির সক্ষমতা যুক্তরাজ্যের সামগ্রিক সৌরবিদ্যুৎ উৎপাদন সক্ষমতার অর্ধেকেরও বেশি। প্রায় ১,০০০ কোটি ডলারেরও বেশি খরচে উত্তর চীনের ‘ইনার মঙ্গোলিয়া’ অঞ্চলে হতে যাওয়া এ প্রকল্প থেকে বিদ্যুৎ পৌঁছাবে বেইজিং, তিয়ানজিন ও হেবেইয়ের সমন্বয়ে গঠিত শহুরে অঞ্চল ‘জিং-জিন-জি’তে। এ সমন্বিত বিদ্যুৎ প্রকল্পে একটি চার গিগাওয়াটের বায়ুবিদ্যুৎ উৎপাদন ব্যবস্থা, চার গিগাওয়াটের কয়লাচালিত বিদ্যুৎ উৎপাদন ব্যবস্থা ও দুইশ মেগাওয়াটের সৌরবিদ্যুৎ উৎপাদন ব্যবস্থাও থাকবে। পাশাপাশি আরও পাঁচ গিগাওয়াট আওয়ার বিদ্যুৎ সংরক্ষণ ব্যবস্থাও থাকবে। বিদ্যুৎকেন্দ্রটি পরিচালনা করবে চীনের ‘থ্রি জর্জেস রিনিউএবলস গ্রুপ’। ২০২৪ সালের সেপ্টেম্বর থেকে নির্মাণ কাজ শুরু হবে। চালু হতে পারে ২০২৭ সালের জুন মাসে। বিদ্যুৎকেন্দ্রটি এক মরুভূমি অঞ্চলে দুই লাখ একর জায়গাজুড়ে বিস্তৃত, যা আয়তনে নিউইয়র্ক শহরের সমান।
নতুন যুগে ইউক্রেন-EU’র সম্পর্ক
২৪ ফেব্রুয়ারি, ২০২২ রাশিয়ার হামলার পরেই ইউক্রেন ইউরোপীয় ইউনিয়নে (EU) যোগদানের আবেদন করে। ২৫ জুন, ২০২৪ EU কমিশন সদস্যপদ নিয়ে ইউক্রেন ও মলদোভার সঙ্গে আনুষ্ঠানিকভাবে আলোচনা শুরু করে। সাবেক সোভিয়েত ইউনিয়নের তিন দেশ লাটভিয়া, লিথুয়ানিয়া ও এস্তোনিয়া আগেই EU-তে যোগ দেয়। EU’র মানদন্ডের দিকে এগোতে ইউক্রেনকে এখনো অনেক সংস্কার করতে হবে। গুরুত্বপূর্ণ সংস্কার শেষে ২০২৫ সালেই সদস্য হওয়ার পূর্ব শর্ত হিসেবে ৩৫টি সুনির্দিষ্ট বিষয়ে আলোচনা শুরু হবে। বেশ কয়েক বছর ধরে ইউরোপীয় ইউনিয়নে নতুন সদস্য গ্রহণ করার প্রক্রিয়া থাকলেও ইউক্রেনের ওপর রাশিয়ার হামলার পর বিষয়টি বাড়তি গুরুত্ব পায়।
মানবদেহে প্রথম বার্ড ফ্লু’র টিকা
বিশ্বের প্রথম দেশ হিসেবে মানুষের দেহে বার্ড ফ্লুর টিকা দিবে ফিনল্যান্ড। পশুদের সংস্পর্শে আসা কিছু কর্মীকে ২০২৪ সালের জুলাইয়ে এ টিকা দেওয়া হয়। নর্ডিক দেশটি ১০,০০০ নাগরিকের জন্য এ টিকা কিনেছে। প্রতিটিতে দুইটি ইনজেকশন রয়েছে। ইউরোপীয় ইউনিয়নের যৌথ ক্রয়ের অংশ হিসেবে ১৫টি দেশের জন্য ৪ কোটি ডোজ টিকা তৈরি করে অস্ট্রেলিয়ান কোম্পানি সিএসএল সিকিরাস। ফিনল্যান্ডই হবে প্রথম দেশ যারা প্রথম এ টিকা দেয়। ১৮ বছর বা তার বেশি বয়সি যারা তাদের কাজ বা অন্যান্য পরিস্থিতিতে এভিয়ান ইনফ্লুয়েঞ্জায় আক্রান্তের ঝুঁকিতে রয়েছে তাদের এ টিকা দেওয়া হবে। বার্ড ফ্লুর H5N1 স্ট্রেনের সংক্রমণে করোনার পরে বার্ড ফ্লু ভাইরাসের সংক্রমণ নিয়ে রীতিমতো উদ্বিগ্ন বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)। মার্কিন যুক্তরাষ্ট্রে গরুসহ স্তন্যপায়ী প্রাণী এবং কিছু ক্ষেত্রে মানুষের মধ্যেও ছড়িয়ে পড়ে এ ভাইরাস।
ব্রাজিলের FIA চুক্তি
৯ জুলাই, ২০২৪ ফিলিস্তিনের সঙ্গে মুক্ত বাণিজ্যের ঘোষণা দেয় দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিল।
তুরষ্কের স্যাটেলাইট উৎক্ষেপণ
সম্পূর্ণভাবে নিজেদের প্রযুক্তি ও উপাদানে তৈরি যোগাযোগ স্যাটেলাইট টার্কস্যাট ৬এ’ মহাকাশে উৎক্ষেপণ করেছে তুরস্ক। ৯ জুলাই ২০২৪ যুক্তরাষ্ট্রের ফেলারিডা অঙ্গরাজ্যের কেপ ক্যানাভেরাল স্পেস ফোর্স স্টেশনের প্যাড থেকে স্যাটেলাইটটি ফ্যালকন ৯ মডেলের একটি রকেটে করে উৎক্ষেপন করা হয়। এ স্যাটেলাইটটি মোট ৮১% উপাদান এবং সফটওয়্যার সরবরাহ করেছে তুরস্ক। যোগাযোগ বা কমিউনিকেশন স্যাটেলাইট টার্কস্যাট ৬এ- এর কাজ মূলত টেলি যোগাযোগ এবং টেলিভিশন সম্প্রচারে নির্বিঘ্ন করা।
থাইল্যান্ডে ভিসামুক্ত প্রবেশ সুবিধা
সম্প্রতি ৯৩ দেশকে ভিসামুক্ত প্রবেশের সুবিধা দেয় থাইল্যান্ড। ১৫ জুলাই ২০২৪ থেকে কার্যকর হওয়া নতুন এক স্কিম অনুযায়ী, পয়টকরা দক্ষিণ – পূর্ব এশিয়ার দেশটিতে ৬০ দিন পর্যন্ত অবস্থান করতে পারবেন। এর আগে ৫৭ টি দেশের পাসপোর্টধারীরা থ্যাইল্যান্ডে ভিসামুক্ত প্রবেশের সুবিধা পেতেন। এবার পর্যটকদের আকৃস্ট করতেই যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সৌদি আরবসহ ৯৩ টি দেশের নাগরিকদের ভিসামুক্ত প্রবেশের সুবিধা দেয় থাইল্যান্ড।
ন্যাটোর শীর্ষ সম্মেলন
বিশ্বজুড়ে রাজনৈতিক অস্থিরতার মধ্যেই ৯-১১ জুলাই ২০২৪ যুক্তরাষ্ট্রের ওয়াশিয়টনের সামরিক জোট ন্যাটোর বার্ষিক শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে ৩২ সদস্য দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানরা অংশ নেন। উদীয়মান চীনের প্রভাব ঠেকাতে এশিয়ার ন্যাটোর ক্রমবর্ধমান ভূমিকার গুরুত্বের বিষয়টি মাথায় রেখে অস্ট্রেলিয়া, জাপান, নিউজিল্যান্ড ও দক্ষিণ কোরিয়ার নেতাদের ও আমন্ত্রণ জানান মার্কিন পেসিডেন্ট জো বাইডেন। ১০ জুলাই ২০২৪ ন্যাটোর এবারের সম্মেলনের ঘোষণা পত্র প্রকাশ করা হয়। ঘোষণা পত্রের উল্লেখযোগ্য দিকগুলো হলো-
· সদস্যদেশগুলো ইউক্রেনকে এ জোটের সদস্য করার প্রতিশ্রুতি দেওয়ার পাশাপাশি রাশিয়ার প্রতি চীনের সমর্থনের বিষয়ে কঠোর অবস্থান নেয়।
· ইউক্রেনকে ২০২৬ সালের মধ্যে ন্যূনতকম ৪৩.২৮ বিলিয়ন মার্কিন ডলার সামরিক সহায়তা দিতে সম্পত হয়।
· পারমাণবিক অস্ত্র ব্যবহারের ক্ষেত্রে রাশিয়ার দায়িত্বজ্ঞানহীন হুমকির নিন্দা জানানো হয়।
· ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে অস্ত্র সহযোগিতা ও ইন্ধন জোগানোর জন্য ইরান ও উত্তর কোরিয়াকে অভিযুক্ত করা হয়।
· রাশিয়ার মিত্র হিসেবে চীনকে ইউক্রেন যুদ্ধে সিদ্ধান্ত গ্রহণে রাশিয়াকে সক্ষমকারী শক্তি হিসেবে বর্ণনা করা হয়। এছাড়া ইউরো-আটলান্টিক নিরাপত্তার ক্ষেত্রে চীন পদ্ধতিগত চ্যলেঞ্জ তৈরি করে চলেছে। রাশিয়ার যুদ্ধ চেষ্টায় চীনকে সব ধরনের রাজনৈতিক ও সরঞ্জাম সহায়তা বন্ধ করতে আহবান জানানো হয়।
· চীনের সমাহাশ সক্ষমতা, পারমাণবিক অস্ত্র বৃদ্ধিতে উদ্বেগ প্রকাশের পাশাপাশি চীনকে আলোচনার মাধ্যমে ঝুঁকি কমানোর আহবারন করা হয়।
· ইন্দো-প্যাসিফিকের গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়।
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ২০২৪
৫ নভেম্বর ২০২৪ বিশ্বের অন্যতম ক্ষমতাধর দেশ মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে।
আনুষ্ঠানিকভাবে মনোনয়ন পেলেন ট্রাম্প: ৫ নভেম্বরে অনুষ্ঠের যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেনাল্ড ট্রাম্পকে আনুষ্ঠানিকভাবে প্রার্থী হিসেবে মনোনয়ন দেয় রিপাবলিকান পার্টি।
ডেমোক্রাট প্রার্থী কমলা হ্যারিস: যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির প্রার্থিতার দৌড়ে এগিয়ে রয়েছেন বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস।
যুক্তরাজ্যের নতুন সরকার
সাধারণ নির্বাচন ২০২৪
· আইনসভার নাম: পার্লামেন্ট
· নিম্নকক্ষ: হাউস অব কমন্স
· হাউস অব কমন্সের সদস্য সংখ্যা : ৬৫
· আসন বিন্যাস: ইংল্যান্ডে ৪০ ও উত্তর আয়ারল্যান্ডে ১৮টি।
প্রাপ্ত আসন
লেবার পার্টি | ৪১১ |
কনজারভেটিভ পার্টি | ১২১ |
লিবারেল ডেমোক্রেটস | ৭২ |
স্কটিশ ন্যাশনাল পার্টি (SNP) | ৯ |
অন্যান্য | ৩৭ |
৪ জুলাই ২০২৪ যুক্তরাজ্যে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ৬৫০ আসনের পার্লামেন্টে নিরম্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ১৪ বছর পর যুক্তরাজ্যের ক্ষমতায় আসে লেবার পার্টি।
প্রথম নারী মুসলিম বিচারমন্ত্রী
৫ জুলাই ২০২৪ যুক্তরাজ্যের আইন ও বিচার মন্ত্রণালয়ের প্রথম মুসলিম নারী হিসেবে দয়িত্ব পান ব্যারিস্টার শাবানা মাহমুদ। তার আগে এ মন্ত্রণালয়ের একমাত্র নারী হিসেবে দায়িত্বে ছিলেন সাবেক প্রধানমন্ত্রী লিজ ট্রাস। শাবানা মাহমুদ পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ-কাশ্মীর বংশোদ্ভূত।
প্রথম নারী অর্থমন্ত্রী
৫ জুলাই ২০২৪ যুক্তরাজ্যের প্রথম নারী অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন র্যাচেল রিভস। যুক্তরাজ্য সরকারের তৃতীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি দেশটির অর্থমন্ত্রী। যুক্তরাজ্যে অর্থমন্ত্রীর পদের নাম Chancellor of the Exchequer। দক্ষিণ লন্ডনে বেড়ে ওঠা র্যাচেল ২০১০ সালে লিডস ওয়েস্ট থেকে প্রথমবার সংসদ সদস্য হিবেবে নির্বাচিত হন।
মন্ত্রিসভায় বঙ্গকন্যা
প্রথম ব্রিটিম বাংলাদেশি হিসেবে যুক্তরাজ্যের মন্ত্রিসভায় স্থান করে নেন দুই বঙ্গকন্যা। এরা হলেন- রুশনারা আলী এমপি ও টিউলিপ সিদ্দিক এমপি। ৯ জুলাই ২০২৪ মন্ত্রিসভায় রুশনারা আলীকে গৃহয়ণ, কমিউনিটি ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের পার্লামেন্টারি আন্ডার সেক্রেটারি এবং টিউলিপ সিদ্দিককে ট্রেজারি অ্যান্ড সিটি মন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়া হয়। যুক্তরাজ্যের সরকার কাঠামোয় তাদের এ অবস্থানকে জুনিয়র মিনিস্টার বলা হয়। বাংলাদেশের সরকার কাঠামোয় তারা প্রতিমন্ত্রী সমমানের।
খেলাধুলা
নারী টি-২০ এশিয়া কাপ
আয়োজন: নবম। আয়োজক: Asian Cricket Council (ACC)। সময়কাল: ১৯-২৮ জুলাই ২০২৪। স্বাগতিক: শ্রীলংকা। ভেন্যু: রণগিরি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, ডাম্বুলা। অংশগ্রহণকারী দল : ৮টি-বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, শ্রীলংকা, মালয়েশিয়া, থাইল্যান্ড ও সংযুক্ত আরব আমিরাত। মোট ম্যাচ: ১৫টি। ফরম্যাট: রাউন্ড রবিন ও নকআউট। দেশের প্রথম জেসি: সাথিরা জাকির জেসির হাত ধরে বেশ কিছু ‘প্রথম’ দেখেছে বাংলাদেশের আম্পায়ারিং জগৎ। এবার তার হাত ধরে ১৯ জুলাই ২০২৪ শ্রীলংকায় শুরু হওয়া নারী এশিয়া কাপে বাংলাদেশের প্রথম নারী আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করেন সাথিরা জাকির জেসি।
১৭ বলে ১ রানের বিশ্বরেকর্ড
১২ জুন ২০২৪ নামিবিয়ার অধিনায়ক গেরহার্ড এরাসমাস ২২ অ্যান্টিগায় অস্ট্রেলিয়ার বিপক্ষে অভি প্রথম রান করতে ১৭ বল খেলেন। এটি টি-২০ এর দি বিশ্বরেকর্ড। এর আগে ২০০৭ বা সালে চার জাতির টি-২০ সিরিজে পাকিস্তানের বিপক্ষে কেনিয়ার তন্ময় প্রথম রান করতে ১৬ বল খেলেন। সেই টি-২০ সিরিজে কেনিয়া, পাকিস্তান ছাড়াও খেলেছিল বাংলাদেশ ও উগান্ডা।
বিশ্বকাপের সেরা একাদশ
১-২৯ জুন ২০২৪ পর্যন্ত যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে। অনুষ্ঠিত টি-২০ বিশ্বকাপে ২০টি দল খেলে। এর মধ্যে বিশ্বকাপের সেরা একাদশ গঠন করে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (ICC)। ICC’র পক্ষে বিশ্বকাপের সেরা একাদশ গঠনের দায়িত্বে ছিলেন দুই ধারাভাষ্যকার ভারতের হার্শা ভোগলে ও ওয়েস্ট ইন্ডিজের ইয়ান বিশপ, দক্ষিণ আফ্রিকার ব্রডকাস্টার কাস নাইডু এবং ICC’র ক্রিকেটবিষয়ক মহাব্যবস্থাপক ওয়াসিম খান। ২০২৪ টি-২০ বিশ্বকাপের দল: রোহিত শর্মা (অধিনায়ক), রহমানউল্লাহ গুরবাজ (উইকেটকিপার), নিকোলাস পুরান, সূর্যকুমার যাদব, মার্কাস স্টয়নিস, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, রশিদ খান, জাসপ্রীত বুমরাহ, আর্শদীপ সিং, ফজলহক ফারুকি। দ্বাদশ খেলোয়াড়, আনরিখ নকিয়া।
২০৩৬ অলিম্পিক আয়োজন করতে চায় ভারত
২০২৪ সালের অলিম্পিক আসরে অংশগ্রহণ করতে যাওয়া ক্রীড়াবিদদের সঙ্গে সাক্ষাতের সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২০৩৬ অলিম্পিক আয়োজন করতে আগ্রহ প্রকাশ করেন। এর আগেও ২০২১ সালে ভারত জানায় ২০৩৬ সালে অলিম্পিক আয়োজন করতে চায় তারা।
মেয়েদের টেস্টে দ্রুততম ডাবল সেঞ্চুরি
২৮ জুন ২০২৪ ভারত-দক্ষিণ আফ্রিকা মেয়েদের টেস্ট শুরু হয়। সেখানে প্রথমদিনেই চার উইকেটে ৫২৫ রান তুলে ভারত। ১৯৪ বলে, ডাবল সেঞ্চুরি পূর্ণ করেন ভারতের শেফালি ভার্মা। শেফালি মেয়েদের টেস্ট ক্রিকেটে বিশ্বরেকর্ড গড়েন। দ্রুততম ডাবল সেঞ্চুরির রেকর্ড এখন তার দখলে। ভেঙে দিলেন অ্যানাবেল সাদারল্যান্ডের রেকর্ড। সাদারল্যান্ড ২৪৮ বলে ২০৫ রান করেন। ২৩টি চার এবং আটটি ছক্কা মারেন। মাত্র নয় রানের জন্য ভাঙতে পারেননি মিতালি রাজের ২১৪ রানের রেকর্ড। এছাড়া ভারতের হয়ে ওপেনিং করেন শেফালি ও স্মৃতি মান্ধানা। দু’জন মিলে ২৯২ রানের জুটি গড়েন। মেয়েদের টেস্টে এর আগে ওপেনিং জুটিতে সবচেয়ে বেশি রানের রেকর্ড ছিল পাকিস্তানের। কিরণ বালুচ ও সাজিদা শাহ ২৪১ রানের জুটি গড়েন।