আন্তর্জাতিক বিষয়াবলি – জানুয়ারি ২০২৪

০১০১২০২৪

♦ ২০২৪ সালে বিভিন্ন দেশে নির্বাচনে ভোট দেবে বিশ্বের কত কোটি মানুষ?

উত্তর: ৪২০ কোটির বেশি।

♦ ১ জানুয়ারি, ২০২৪ কোন দেশ OPEC ত্যাগ করে?

উত্তর: অ্যাঙ্গোলা।

♦ প্রথম বাংলাদেশি হিসেবে ২০২৩ সালে দ্য হেগ অ্যাওয়ার্ডে ভূষিত হন কে?

উত্তর: অধ্যাপক ড. সৈয়দা সুলতানা রাজিয়া।

০২-০১-২০২৪

♦ সম্প্রতি (১লা জানুয়ারি) জাপানের কত মাত্রার ভূমিকম্প হয়েছে?

উত্তর: ৭ দশমিক ৫ মাত্রার। [৯০ মিনিটে ২১টি ভূমিকম্প হয়েছে]

♦ বর্তমানে আলু উৎপাদনে বিশ্বের শীর্ষ দেশ কোনটি?

উত্তর: চীন।

০৩-০১-২০২৪

♦ ‘এক্সপোস্যাট’ কী?

উত্তর: ভারতের প্রেরিত একটি কৃত্রিম উপগ্রহ যা কৃষ্ণগহ্বর নিয়ে গবেষণা করবে।

♦ ‘সিলেট’ জেলার নামকরণ করেন কে?

উত্তর: হযরত শাহ্ জালাল (রঃ)।

০৪-০১-২০২৪

♦ প্রখ্যাত ইংরেজ কবি টি.এস. এলিয়ট মৃত্যুবরণ করেন কবে?

উত্তর: ৪ জানুয়ারি, ১৯৬৫।

♦ ‘ল্যাগ্রাঞ্জ’ পয়েন্ট কী?

উত্তর: মহাকাশের পার্কিং স্পট।

♦ বিখ্যাত পদার্থ বিজ্ঞানী আইজ্যাক নিউটন জন্মগ্রহণ করেন কবে?

উত্তর: ৪ জানুয়ারি, ১৬৪৩।

০৫-০১-২০২৪

♦ সম্প্রতি মহাকাশের রক্ষণাবেক্ষণের জন্য নির্মাণকৃত নাসার রোবট-এর নাম কী?

উত্তর: ভালকিরি।

♦ কোন দেশের মধ্যস্থতায় রাশিয়া ও ইউক্রেনের মধ্যে ৪৭৮ বন্দি বিনিময় চুক্তি হয়?

উত্তর: সংযুক্ত আরব আমিরাত।

০৯-০১-২০২৪

♦ সম্প্রতি কোন দেশ যুক্তরাষ্ট্রের ৫টি অস্ত্র প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে?

উত্তর: চীন।

♦ সম্প্রতি পদত্যাগ করা ফ্রান্সের প্রধানমন্ত্রীর নাম কী?

উত্তর: এলিজাবেথ বর্নি।

♦ ইসরায়েল অভিমুখে জাহাজ চলাচল বন্ধ করেছে চীনের কোন কোম্পানি?

উত্তর: চীনা জাহাজ কোম্পানি কসকো।

♦ ‘পেরিগ্রিন’ কী?

উত্তর: চাঁদের উদ্দেশ্যে সফলভাবে যাত্রা করা মার্কিন নভোজান।

♦ ২০২৩ সালে সবচেয়ে বেশি ডাউনলোড হওয়া অ্যাপ এর নাম কী?

উত্তর: গুগল-মোট ডাউনলোড ৪৪৯ মিলিয়ন। (২০২৩ সালে ৪০ মিলিয়ন)

♦ বর্তমানে OPEC’র সদস্য দেশ কতটি?

উত্তর: ১২ টি।

♦ বর্তমানে আফিম উৎপাদনে শীর্ষ দেশ কোনটি? উত্তর: মিয়ানমার।

১০-০১-২০২৪

♦ সম্প্রতি কোন দেশ তাদের শিক্ষাব্যবস্থায় পেট্রিয়টিক এডুকেশন ল’ বা দেশপ্রেমনির্ভর শিক্ষা আইন চালু করেছে?

উত্তর: চীন।

♦ ভুটানের পার্লামেন্ট নির্বাচনে নিরঙ্কুশ জয় পাওয়া দলের নাম কী?

উত্তর: সাবেক প্রধানমন্ত্রী শেরিং তোবগের দল পিপলস ডেমোক্রেটিক পার্টি (পিডিপি)।

♦ ভার্সাই চুক্তি কার্যকর হয় কত সালে?

উত্তর: ১০ জানুয়ারি, ১৯২০ সাল।

♦ ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রীর নাম কী?

উত্তর: গ্যাব্রিয়েল আতাল (ফ্রান্সের ইতিহাসে সবচেয়ে কম বয়সী প্রধানমন্ত্রী)।

♦ গত এক লাখ বছরের মধ্যে পৃথিবীর উষ্ণতম বছর ছিল কোনটি?

উত্তর: ২০২৩ (সূত্র: EU-এর কোপার্নিকাস ক্লাইমেট চেঞ্জ সার্ভিস)।

♦ ‘লীগ অব নেশনস’ বিলুপ্ত হয় কত সালে?

উত্তর: ১৯৪৬ সালে।

১১-০১-২০২৪

♦ জাতিসংঘ সাধারণ পরিষদের প্রথম অধিবেশন বসে কবে?

উত্তর: ১৯৪৬ সালের ১০ জানুয়ারি।

♦ মহামারির পর বিশ্ববাণিজ্যে সবচেয়ে কম প্রবৃদ্ধি হবে কত সালে?

উত্তর: ২০২৪ (সূত্র:বিশ্বব্যাংক)।

♦ EIU’র তথ্যানুযায়ী, বর্তমানে বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল শহর কোনটি? উত্তর: সিঙ্গাপুর।

১২-০১-২০২৪

♦ ২০২৪ সালে বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট কোন কোন দেশের?

উত্তর: ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, সিঙ্গাপুর ও স্পেন। সূত্র: হেনলি অ্যান্ড পার্টনার্স

♦ গাড়ি রপ্তানিতে বর্তমানে বিশ্বের শীর্ষ দেশ কোনটি?

উত্তর: চীন। [রিপোর্ট: চায়না প্যাসেঞ্জার কার অ্যাসোসিয়েশন (সিপিসিএ)]

♦ ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের তথ্যমতে, বাংলাদেশের অর্থনীতির জন্য সবচেয়ে বড় ঝুঁকি কোনটি?

উত্তর: জ্বালানিসংকট।

♦ ২০৩০ সালের মধ্যে এসডিজির লক্ষ্যমাত্রা অর্জনে বাংলাদেশে মাথাপিছু কী পরিমাণ বিনিয়োগ প্রয়োজন?

উত্তর: ৪০০ ডলার।

১৩-০১-২০২৪

♦ ‘ইরনা’ কোন দেশের রাষ্ট্রীয় সংবাদ সংস্থার নাম?

উত্তর: ইরান।

♦ সম্প্রতি যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে মানবদেহে পরীক্ষাকৃত নিপাহ ভাইরাসের টিকার নাম কী?

উত্তর: ‘চ্যাডোক্স ১ নিপাহ বি’।

♦ সর্বপ্রথম নিপাহ ভাইরাস শনাক্ত হয় কোন দেশে?

উত্তর: মালয়েশিয়ায় (১৯৯৮ সালে)।

১৪-০১-২০২৪

♦ ২০২৪ সালের সুচকে সবচেয়ে শক্তিশালী পাসপোর্টধারীরা কতটি দেশে আগাম ভিসা ছাড়া ভ্রমণ করতে পারবেন?

উত্তর: ১৯৪ টি দেশে।

♦ তাইওয়ানের নবনির্বাচিত রাষ্ট্রপতির নাম কী?

উত্তর: লাই চিং। (তিনি ক্ষমতাসীন ডেমোক্রেটিক প্রগ্রেসিভ পার্টির প্রার্থী)

♦ সর্বপ্রথম বায়োটেকনোলজি প্রযুক্তিটি ব্যবহার করেন কে?

উত্তর: হাঙ্গেরীয় প্রকৌশলী কার্ল এরিকি। (১৯১৯ সালে)

১৫-০১-২০২৪

♦ যুক্তরাষ্ট্রের কৃষ্ণাঙ্গ অধিকারকর্মী মার্টিন লুথার কিং জুনিয়র জন্মগ্রহণ করেন-

উত্তর: ১৯২৯ সালের ১৫ জানুয়ারি (আটলান্টা, জার্জিয়া)।

♦ সম্প্রতি কোন দেশ থেকে জাতিসংঘের শান্তিরক্ষীদের প্রত্যাহার করে নেওয়া হচ্ছে?

উত্তর: গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র।

♦ ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোয় জাতিসংঘ শান্তিরক্ষা মিশন কী নামে পরিচিত? উত্তর: ‘মনুস্ক’।

♦ গুয়ানতানামো বে বন্দিশালা কোথায় অবস্থিত?

উত্তর: কিউবা।

♦ আন্তর্জাতিক বিচারিক আদালতের সদর দপ্তর কোথায়?

উত্তর: নেদারল্যান্ডসের হেগ শহরে।

♦ বিশ্বের দীর্ঘতম রাজত্বকারী রাজার নাম কী?

উত্তর: ব্রুনাইয়ের সুলতান হাসানাল বলকিয়াহ।

♦ ‘বিভি১০০’ কী?

উত্তর: স্মার্টফোনের জন্য নিউক্লিয়ার ব্যাটারি যা চীনের বেটাভোল্ট কোম্পানি তৈরি করেছে।

♦ মিশরের প্রতিষ্ঠাতা ও প্রথম রাষ্ট্রপতির নাম কী? উত্তর: জামাল আবদেল নাসের।

১৬-০১-২০২৪

♦ ২০২৩ সালের ফিফা ‘দ্য বেস্ট’ ছেলেদের বর্ষসেরা পুরস্কার জিতেছেন কে?

উত্তর: লিওনেল মেসি। (নারী: আইতানা বোনামাতি)

♦ ‘আয়ুনজিন দ্বীপ’ কোন সাগরে অবস্থিত?

উত্তর: দক্ষিণ চীন সাগরে অবস্থিত। (ফিলিপাইন নিয়ন্ত্রিত)

♦ সম্প্রতি মরিশাসে আঘাত হানতে যাওয়া ঘূর্ণিঝড়ের নাম কী?

উত্তর: বেলাল।

♦ কৃত্রিম বুদ্ধিমত্তার কারণে বিশ্বের কত শতাংশ মানুষের চাকরি ঝুঁকিতে রয়েছে?

উত্তর: ৪০ শতাংশ। (সূত্র: IMF)

১৭-০১-২০২৪

♦ ২০২৩ সালের ফিফা ‘দ্য বেস্ট’ ফেয়ারপ্লে অ্যাওয়ার্ড জিতেছেন কোন দল?

উত্তর: ব্রাজিল জাতীয় ফুটবল দল।

♦ “এশিয়ান কাপ-২০২৪” ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে কোন দেশে?

উত্তর: কাতারে।

♦ ফিনল্যান্ডের বর্তমান প্রধানমন্ত্রীর নাম কী?

উত্তর: পেত্তেরি অর্পো।

১৮-০১-২০২৪

♦ ইন্টারপোলের বর্তমান সদস্য কত?

উত্তর: ১৯৬টি।

♦ ২০২৩ সালে বিশ্বের কোন সংস্থা কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) নিয়ন্ত্রণে আইন তৈরিতে একমত হয়?

উত্তর: ইউরোপীয় ইউনিয়ন (EU)।

♦ চীনের জাতীয় পরিসংখ্যান দপ্তরের ২০২৩ সালের তথ্যানুযায়ী, চীনের জনসংখ্যা কত?

উত্তর: ১৪০ কোটি ৯০ লাখ। (আগের বছরের তুলনায় ২০.৮০ লাখ কম)

১৯-০১-২০২৪

♦ ২০২৩ সালের চামড়া পণ্যের বৈশ্বিক বাজারমূল্য কত ছিল?

উত্তর: ৪৬৮ বিলিয়ন ডলার (সূত্র: বিজনেস ইনসাইটস)

♦ ‘কুলীন-কূল-সর্বস্ব’ নাটকের রচয়িতা কে?

উত্তর: রামনারায়ণ তর্করত্ন। (মৃত্যু: ১৯ জানুয়ারি, ১৮৮৬)

♦ বাষ্পীয় ইঞ্জিন আবিষ্কার করেন কে?

উত্তর: জেমস ওয়াট। (জন্ম: ১৯ জানুয়ারি, ১৭৩৬)

♦ সমাজবিজ্ঞানের জনক বলা হয় কাকে?

উত্তর: অগাস্ট কোঁৎ। (জন্ম: ১৯ জানুয়ারি, ১৭৯৮)

♦ ইরান ও পাকিস্তানের মধ্যকার সীমান্তের দৈর্ঘ্য কত?

উত্তর: প্রায় ৯০০ কিলোমিটার।

২০-০১-২০২৪

♦ ন্যাটোর আয়োজন করতে যাওয়া সবচেয়ে বড় মহড়ার নাম কী?

উত্তর: ‘স্টিডফাস্ট ডিফেন্ডার ২০২৪’। (৯০ হাজার সেনা অংশগ্রহণ করবে)

♦ ‘জাক্সা’ কী?

উত্তর: জাপানের মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান।

♦ সম্প্রতি কোন দেশ পানির তলদেশে পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালিয়েছে? উত্তর: উত্তর কোরিয়া।

২১-০১-২০২৪

♦ সম্প্রতি ভারত নির্ভরতা কমাতে কোন দেশ থেকে ড্রোন কিনবে মালদ্বীপ?

উত্তর: তুরস্ক।

♦ ‘Animal Farm’ কার লেখা?

উত্তর: George Orwell. (মৃত্যু: ১৯৫০ সালের ২১ জানুয়ারি)

♦ সম্প্রতি চাঁদে সফলভাবে অবতরণ করা জাপানের চন্দ্রযান এর নাম কী?

উত্তর: স্মার্ট ল্যান্ডার ফর ইনভেস্টিগেটিং মুন (স্লিম)।

♦ সমাজতান্ত্রিক সোভিয়েত রাশিয়ার প্রতিষ্ঠাতা কে?

উত্তর: ভ্লাদিমির লেনিন। (মৃত্যু: ২১ জানুয়ারি, ১৯২৪)

২২-০১-২০২৪

♦ কোন দেশ বিশ্বের সবচেয়ে উঁচু ঝুলন্ত মসজিদ উদ্বোধনের মাধ্যমে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড করেছে?

উত্তর: সৌদি আরব। (সমুদ্রপৃষ্ঠ থেকে ১৫৮৪ ফুট উঁচুতে অবস্থিত)

♦ সম্প্রতি আফগানিস্তানে বিধ্বস্ত হওয়া রাশিয়ার চাটার্ড উড়োজাহাজটি কোন মডেলের?

উত্তর: ফ্যালকন-১০ মডেলের। (১৯৭৮ সালে ফ্রান্সে নির্মিত)

♦ অ্যাংলো-স্কটিশ কবি লর্ড বায়রন কবে জন্মগ্রহণ করেন?

উত্তর: ১৭৮৮ সালের ২২ জানুয়ারি।

♦ বিখ্যাত ইংরেজ দার্শনিক ফ্রান্সিস বেকন কবে জন্মগ্রহণ করেন?

উত্তর: ১৫৬১ সালের ২২ জানুয়ারি।

২৩-০১-২০২৪

♦ বিশ্বে প্রথম জাতীয়ভাবে ম্যালেরিয়ার টিকাদান কর্মসূচি শুরু করেছে কোন দেশ?

উত্তর: ক্যামেরুন।

♦ বিশ্বের যেকোনো অর্থনীতিকে প্রধানত কয়টি খাতে ভাগ করা হয়?

উত্তর: তিনটি।

♦ সম্প্রতি কোন দেশ ‘গোল্ডেন ভিসা’ কর্মসূচি বাতিল করেছে?

উত্তর: অস্ট্রেলিয়া।

♦ ১৯তম NAM সম্মেলন-২০২৪ কোন দেশে অনুষ্ঠিত হবে?

উত্তর: কমলা, উগান্ডা।

২৪-০১-২০২৪

♦ বিশ্বে খাদ্য রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি?

উত্তর: যুক্তরাষ্ট্র।

♦ একজন রাজনীতিবিদ হয়েও সাহিত্যে নোবেল পায় কোন ব্যক্তি?

উত্তর: স্যার উইনস্টন চার্চিল। (মৃত্যু: ২৪ জানুয়ারি, ১৯৬৫)

♦ মালদ্বীপে ঘাঁটি গাড়তে যাওয়া চীনের গুপ্তচর জাহাজের নাম কী?

উত্তর: ‘শিয়াং ইয়াং হং-৩’।

২৫-০১-২০২৪

♦ UNHCR-এর তথ্যমতে, ২০২৩ সালে সাগরে ডুবে কতজন রোহিঙ্গার প্রাণহানি ঘটেছে?

উত্তর: ৫৬৯ জন।

♦ রাজনীতিবিদ, সমাজসেবী ও লেখক অশ্বিনী কুমার দত্ত কবে জন্মগ্রহণ করেন?

উত্তর: ২৫ জানুয়ারি, ১৮৫৬।

♦ ‘To the Lighthouse’ উপন্যাসটির লেখক কে?

উত্তর: ভার্জিনিয়া উলফ। (জন্ম: ২৫ জানুয়ারি, ১৮৮২)।

২৬-০১-২০২৪

♦ আন্তর্জাতিক কাস্টমস দিবস কবে পালিত হয়?

উত্তর: ২৬ জানুয়ারি।

♦ প্রযুক্তি কোম্পানি মাইক্রোসফটের বর্তমান বাজার মূলধন কত?

উত্তর: তিন ট্রিলিয়ন ডলার।

♦ ২০২৬ সালের মধ্যে যুক্তরাষ্ট্র, ইইউ ও আফ্রিকার তৈরি পোশাকের ভার্চুয়াল বাজারমূল্য কত হবে?

উত্তর: ৩০ হাজার ৮০০ কোটি মার্কিন ডলার।

♦ ‘কিউডেঙ্গা’ কোন রোগের টীকার নাম? উত্তর: ডেঙ্গু। (ব্রাজিল এই টীকার ব্যবহার শুরু করেছে)

২৭-০১-২০২৪

♦ ‘মর্তমান দ্বীপ’ কোন দেশে অবস্থিত?

উত্তর: মিয়ানমার।

♦ কোন দেশ প্রথমবারের মতো নাইট্রোজেন গ্যাস দিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করেছে? উত্তর: মার্কিন যুক্তরাষ্ট্র।

২৮-০১-২০২৪

♦ ২০২৩ সালের আইসিসি বর্ষসেরা টেস্ট ক্রিকেটার হয়েছেন কে?

উত্তর: উসমান খাজা।

♦ বিশ্বের সবচেয়ে বেশি কর্মসংস্থান সৃষ্টিকারী বেসরকারী কোম্পানি কোনটি?

উত্তর: ওয়াল মার্ট।

♦ জাতিসংঘের তথ্যমতে, হুতি হামলার পর সুয়েজ খালে জাহাজ চলাচল কত শতাংশ কমেছে?

উত্তর: ৪২ শতাংশ।

২৯-০১-২০২৪

♦ আফগান নারীদের জন্য অনলাইন ম্যাগাজিন এর নাম কী?

উত্তর: ‘জান টাইমস’।

♦ ICC অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপ ২০২৪ এর আয়োজক দেশের নাম কী?

উত্তর: দক্ষিণ আফ্রিকা।

♦ ন্যাটো জোটের সামরিক মহড়া স্টিডফাস্ট ডিফেন্ডার কত দিন চলবে?

উত্তর: ২০২৪ সালের মে মাস পর্যন্ত।

♦ সুইডেন আনুষ্ঠানিকভাবে যুক্ত হলে ন্যাটোর সদস্য রাষ্ট্র কতটি হবে?

উত্তর: ৩২টি।

♦ বিশ্বের সবচেয়ে বড় প্রমোদতরি জাহাজ এর নাম কী?

উত্তর: ‘আইকন অব দ্য সিজ’।

♦ ২০২৩ সালের ডেঙ্গুরোগে সবচেয়ে বেশি আক্রান্তকারী দেশ কোনটি?

উত্তর: ব্রাজিল।

৩০-০১-২০২৪

♦ বিশ্বের শীর্ষ ধনী বার্নার্ড আর্নল্ট কোন দেশের নাগরিক?

উত্তর: ফ্রান্স (সম্প্রতি তিনি ইলন মাস্ককে হটিয়ে শীর্ষ ধনী হয়েছেন)।

♦ বৈশ্বিক বিদ্যুৎ উৎপাদনের কত শতাংশ আসে পারমাণবিক শক্তি থেকে?

উত্তর: প্রায় ১০ শতাংশ। (সূত্র: IEA)

♦ মার্কিন যুক্তরাষ্ট্রের ৩২তম রাষ্ট্রপতির নাম কী?

উত্তর: ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট।

৩১-০১-২০২৪

♦ সম্প্রতি কোন দেশ বাংলাদেশের সাথে ডলারের পরিবর্তে নিজস্ব মুদ্রায় বাণিজ্য করার প্রস্তাব দিয়েছে?

উত্তর: চীন।

♦ TI-এর দুর্নীতির ধারণাসূচক প্রতিবেদন ২০২৩-এ বাংলাদেশের অবস্থান কত?

উত্তর: ঊর্ধ্বক্রম অনুযায়ী ১৪৯তম। (অধঃক্রম অনুযায়ী ১০ম)

♦ TI-এর দুর্নীতির ধারণাসূচক প্রতিবেদন ২০২৩ অনুযায়ী সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত দেশ কোনটি?

উত্তর: সোমালিয়া।

♦ TI-এর দুর্নীতির ধারণাসূচক প্রতিবেদন ২০২৩ অনুযায়ী সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত দেশ কোনটি?

উত্তর: ডেনমার্ক।

♦ মানুষের মস্তিষ্কে প্রথমবারের মতো, ‘ওয়‍্যারলেস ব্রেইন’ স্থাপন করেছে কোন প্রতিষ্ঠান?

উত্তর: ইলন মাস্কের প্রযুক্তি প্রতিষ্ঠান নিউরালিংক।

আলোচিত বিশ্ব

সম্মেলন-বৈঠক

NAM: Non-Aligned Movement

আয়োজন: ১৯তম

সময়কাল: ১৫-২০ জানুয়ারি ২০২৪

স্থান: কামপালা, উগান্ডা।

AU: African Union

আয়োজন: ৩৭তম

সময়কাল: ১৭-১৮ ফেব্রুয়ারি ২০২৪

স্থান: আদ্দিস আবাবা, ইথিওপিয়া।

IRENA: International Renewable Energy Agency

আয়োজন: ১৪তম (পার্ট-১)

সময়কাল: ১৫ জানুয়ারি ২০২৪ (ভার্চুয়ালি)

WEF: World Economic Forum

আয়োজন: ৫৪তম

সময়কাল: ১৫-১৯ জানুয়ারি ২০২৪

স্থান: দাভোস, সুইজারল্যান্ড।

রিপোর্ট-সমীক্ষা

গণতন্ত্র সূচক-২০২৩

প্রকাশ: দ্য ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট (ইআইইউ)

প্রকাশক: যুক্তরাজ্যের লন্ডনভিত্তিক দ্য ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের (ইআইইউ)

অন্তর্ভুক্ত দেশ: ১৬৭টি দেশ।

সূচক অনুযায়ী- 

· সূচকে প্রতিটি দেশের গণতান্ত্রিক শাসনব্যবস্থাকে চারটি ভাগে ভাগ করেছে ইআইইউ। সেগুলো হলো পূর্ণ গণতন্ত্র, ত্রুটিপূর্ণ গণতন্ত্র, হাইব্রিড শাসনব্যবস্থা ও কর্তৃত্ববাদী শাসনব্যবস্থা।

· ২০২২ সালের ইআইইউর গণতন্ত্র সূচকে বাংলাদেশ ৭৩তম অবস্থানে ছিল। আর ২০২৩ সালের সূচকে দুই ধাপ পিছিয়ে বাংলাদেশ এখন ৭৫তম অবস্থানে। এবারের সূচকে বাংলাদেশের স্কোর ৫ দশমিক ৮৭। পাঁচটি ধাপের মধ্যে বাংলাদেশ সবচেয়ে কম স্কোর করেছে নাগরিক স্বাধীনতা (৪ দশমিক ৭১) ও রাজনৈতিক অংশগ্রহণে (৫ দশমিক ৫৬)। সবচেয়ে বেশি স্কোর করেছে নির্বাচনী প্রক্রিয়া ও বহুত্ববাদে (৭ দশমিক ৪২)।

· সূচকে সবচেয়ে বেশি ৯ দশমিক ৮১ স্কোর নিয়ে শীর্ষে রয়েছে নরওয়ে। গণতান্ত্রিক দেশগুলোর তালিকায় দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে রয়েছে যথাক্রমে নিউজিল্যান্ড ও আইসল্যান্ড।

· ২০২৩ সালের গণতন্ত্র সূচকে তলানিতে (১৬৭তম) রয়েছে আফগানিস্তান। দেশটির স্কোর শূন্য দশমিক ২৬। এর ওপরের দুই অবস্থানে রয়েছে যথাক্রমে মিয়ানমার (১৬৬তম) ও উত্তর কোরিয়া (১৬৫তম)।

· এবারের তালিকায় যুক্তরাজ্য ১৮তম ও যুক্তরাষ্ট্র ২৯তম অবস্থানে রয়েছে। রাশিয়ার অবস্থান ১৪৪তম। আর গণতন্ত্রের সূচকে চীন ১৪৮তম অবস্থানে রয়েছে।

· দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশের চেয়ে ভালো অবস্থানে রয়েছে ভারত ও শ্রীলঙ্কা। সূচকে বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ ভারতের অবস্থান ৪১তম। শ্রীলঙ্কার ৭০তম। অন্যদিকে বাংলাদেশের পরে রয়েছে ভূটান (৮১তম), নেপাল (৯৮তম) ও পাকিস্তান (১১৮তম)।

· ইআইইউ জানিয়েছে, এবারের সূচকে ১৬৭টি দেশ ও অঞ্চলের মধ্যে ২৪টিতে পূর্ণ গণতন্ত্র রয়েছে। ৫০টির গণতান্ত্রিক ব্যবস্থা ত্রুটিপূর্ণ। বাংলাদেশসহ ৩৪টি দেশ ও অঞ্চলে হাইব্রিড শাসনব্যবস্থা বিদ্যমান।

হেনলি পাসপোর্ট সূচক

প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৪

প্রকাশক: যুক্তরাজ্যভিত্তিক পরামর্শক প্রতিষ্ঠান Henley & Partners

সূচকের শিরোনাম: The Henley Passport Index: Q1 2024 Global Ranking

অন্তর্ভুক্ত দেশ: ১৯৯টি।

সূচক অনুযায়ী- 

· সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের তালিকায় যৌথভাবে শীর্ষ অবস্থানে রয়েছে ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, সিঙ্গাপুর ও স্পেন। এ ছয়টি দেশের নাগরিকরা ভিসা ছাড়াই যেতে পারেন ১৯৪টি দেশে। এবারই প্রথম সর্বাধিক ছয়টি দেশ যৌথভাবে শীর্ষ স্থান দখল করে। 

· ৯৭তম অবস্থানে রয়েছে বাংলাদেশ ও উত্তর কোরিয়া। 

· বাংলাদেশের পাসপোর্টধারীরা আগাম ভিসা ছাড়া ৪২টি দেশ ভ্রমণ করতে পারে। 

· সর্বনিম্ন দেশ আফগানিস্তান, ভিসা ছাড়া ভ্রমণ করতে পারে ২৮টি দেশে।   

বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধির পূর্বাভাস 

১০ জানুয়ারি, ২০২৪ বিশ্বব্যাংকের গ্লোবাল ইকোনমিক প্রসপেক্টস প্রতিবেদন অনুযায়ী- 

· ২০২৪ সালের শেষে উন্নত দেশগুলোর মানুষের মাথাপিছু আয় প্রাক-কোভিড সময়ের তুলনায় বেশি হবে। কিন্তু উন্নয়নশীল দেশগুলোর মাথাপিছু আয় প্রাক-কোভিড সময়ের তুলনায় ৭৫% এবং দরিদ্রতম দেশগুলোর মাথাপিছু আয় ৬৬% কমবে।  

· ২০২০ সালের পর ২০২৪ সালে বৈশ্বিক অর্থনীতিতে প্রবৃদ্ধি হবে সবচেয়ে কম। আমদানি নিষেধাজ্ঞা, উপকরণ ও জ্বালানির উচ্চমূল্য আর ক্রমবর্ধমান বাহ্যিক ও আর্থিক চাপের কারণে প্রবৃদ্ধির হার কমবে বলে উল্লেখ করা হয়। 

· এছাড়া প্রতিবেদন অনুযায়ী, ২০২৩-২৪ অর্থবছরে মূল্যস্ফীতির সূচক ঊর্ধ্বমুখী থাকবে। মূলত ব্যক্তি মানুষের ভোগব্যয়ের কারণেই এমনটি হবে।

বাংলাদেশের প্রবৃদ্ধির পূর্বাভাসবৈশ্বিক প্রবৃদ্ধির পূর্বাভাস 
বছরপ্রবৃদ্ধির হারবছরপ্রবৃদ্ধির হার
২০২০-২১৬.৯%২০২১৬.২%
২০২১-২২৭.১%২০২২৩.০%
২০২২-২৩ (আনুমানিক)৬.০%২০২৩ (আনুমানিক)২.৬%
২০২৩-২৪ (পূর্বাভাস)৫.৬%২০২৪ (পূর্বাভাস)২.৪%
২০২৪-২৫ (পূর্বাভাস)৫.৮%২০২৫ (পূর্বাভাস)২.৭%   

বিশ্বের আলোচিত খবর

ইসরায়েলের ৬০ সংস্থাকে সন্ত্রাসীর তালিকাভুক্ত করেছে আরব লিগ

আরব লিগ ৬০ ইসরায়েলি সংস্থা ও উগ্রপন্থি বসতি স্থাপনকারী দলকে সন্ত্রাসী হিসেবে তালিকাভুক্ত করেছে। তাদের বিরুদ্ধে আল আকসা প্রাঙ্গণ জবরদখল এবং পশ্চিম তীরে বসতি স্থাপন করার অভিযোগ থাকায় এই সিদ্ধান্ত নিয়েছে আরব দেশগুলোর সংগঠনটি। একই বৈঠক থেকে ২২ ইসরায়েলি ব্যক্তির বিরুদ্ধেও ফিলিস্তিনি মানুষের ওপর গণহত্যার অভিযোগ এনেছে আরব লিগ। এবার তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থায় যেতে চায় সংস্থাটি। আর ইসরায়েলকে বসতি স্থাপন ও আগ্রাসনের কাজে সহায়তা করা ৯৭টি কোম্পানিকেও বয়কট করার সিদ্ধান্ত নিয়েছে আরব লিগের নেতারা। লিগভুক্ত দেশগুলো এ সিদ্ধান্ত কার্যকর করতে চূড়ান্ত ব্যবস্থা নেবে। গাজায় ইসরায়েলি আগ্রাসনে এখন পর্যন্ত প্রায় ২৯ হাজার মানুষের প্রাণ গেছে।

কঙ্গোতে শান্তিরক্ষী প্রত্যাহার করেছে জাতিসংঘ

২০২৪ সালের এপ্রিলের মধ্যে মধ্য আফ্রিকার দেশ গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র (ডি আর কঙ্গো) থেকে জাতিসংঘের শান্তিরক্ষীদের প্রত্যাহার করে নেওয়া হবে। ১৩ জানুয়ারি, ২০২৪ দেশটিতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের প্রধান এ ঘোষণা দেন। ১৯ ডিসেম্বর, ২০২৩ জাতিসংঘ নিরাপত্তা পরিষদ ডি আর কঙ্গো থেকে শান্তিরক্ষী প্রত্যাহারের অনুমোদন দেয়।

 সর্ববৃহৎ পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র এখন জাপানে

টোকিও ইলেকট্রিক পাওয়ার কোম্পানির (টেপকো) অধীন বিশ্বের সর্ববৃহৎ পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র কাশিওয়াজাকি-কারিওয়া পাওয়ার প্ল্যান্ট পুনরায় চালু হওয়ার সম্ভাবনা দেখা দেয়। ২৭ ডিসেম্বর, ২০২৩ কাশিওয়াজাকি-কারিওয়া পাওয়ার প্ল্যান্টের ওপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেয় জাপানের পারমাণবিক নিয়ন্ত্রক সংস্থা। ৮,২১২ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন এই পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র ২০১১ সাল থেকেই বন্ধ রয়েছে। ফুকুশিমা বিপর্যয়ের সেই সময়ে জাপানের সব পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রই একে একে বন্ধ হয়ে যায়। 

সর্ববৃহৎ সৌর পার্ক

বিশ্বের সর্ববৃহৎ পুনর্নবীকরণযোগ্য শক্তি পার্ক তৈরি হচ্ছে ভারতে। নাম ‘খাভদা রিনিউএবল অ্যানার্জি পার্ক’। গুজরাটের কচ্ছ জেলার পাকিস্তান সীমান্ত বরাবর থর মরুভূমির গ্রেট রান এলাকায় নির্মিত হবে এটি। ভারতের শীর্ষ ধনী গৌতম আদানির কোম্পানি পার্কটি প্রতিষ্ঠা করছে। পাশাপাশি গুজরাট স্টেট ইলেকট্রিসিটি কর্পোরেশন লিমিটেড (GSECL) এবং ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন লিমিটেডও (NTPC) শেয়ারে থাকবে। বৃহত্তম শক্তি পার্কটি ৭২৬ বর্গকিলোমিটার (২৮০ বর্গমাইল) জুড়ে অবস্থিত। পার্কটির লক্ষ্য ৩০ গিগাওয়াট সৌর এবং বায়ুশক্তি উৎপন্ন করা। এটি এতটাই বড় হবে যে, মহাকাশ থেকেও দৃশ্যমান হবে বলে ধারণা করা হয়।  

ইসরায়েল-ফিলিস্তিন যুদ্ধের ১০০ দিন 

১৪ জানুয়ারি, ২০২৪ ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলার ১০০ দিন পূর্ণ হয়। ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলায় অবরুদ্ধ এ উপত্যকায় প্রায় ২৫,০০০ ফিলিস্তিনি নিহত হয়। আহত হয় প্রায় সাড়ে ৬০,০০০। বাস্তুচ্যুত হয় ১০০ দিনের ঘটনাপ্রবাহের কয়েকটি উল্লেখযোগ্য দিন-  সেখানকার ২৩ লাখ বাসিন্দার ১৯ লাখই। গাজা যুদ্ধের ১০০ দিনের ঘটনা প্রবাহের কয়েকটি উল্লেখযোগ্য দিন-

·৭ অক্টোবর ২০২৩: ইসরায়েলে আকস্মিক হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস।

· ৯ অক্টোবর ২০২৩: গাজা ‘পুরোপুরি অবরুদ্ধ’ করে ফেলার ঘোষণা দেয় ইসরায়েল।

·২৭ অক্টোবর ২০২৩: ইসরায়েল গাজায় স্থল অভিযান শুরু করে। ইতোপূর্বে বেশির ভাগ ক্ষেত্রেই আকাশপথে হামলা চালায় ইসরায়েলি বাহিনী। 

·১৫ নভেম্বর ২০২৩: গাজার সবচেয়ে বড় হাসপাতাল আল-শিফায় অভিযান চালায় ইসরায়েলি বাহিনী।

·২৪ নভেম্বর ২০২৩: কয়েক দিনের জোর আলোচনার পর যুদ্ধবিরতি শুরু হয়। যুদ্ধবিরতির অংশ হিসেবে গাজায় বন্দী করে রাখা ইসরায়েলিদের একটি অংশকে মুক্তি দেওয়া হয়। একই সময় ইসরায়েলের কারাগার থেকে কিছু ফিলিস্তিনিকেও মুক্তি দেওয়া হয়। 

·১ ডিসেম্বর ২০২৩: যুদ্ধবিরতি ভেঙে যায়। এক সপ্তাহ পর আবারও গাজায় হামলা শুরু করে ইসরায়েল। 

·১১ ও ১২ জানুয়ারি: ২০২৪ গাজায় গণহত্যার অভিযোগ এনে আন্তর্জাতিক বিচারিক আদালতে (ICJ) ইসরায়েলের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার করা মামলার শুনানি শুরু হয়।  

যুদ্ধের ক্ষয়ক্ষতি-

· অধিকৃত পশ্চিম তীরে নিহত ৩৪৭

· পশ্চিম তীরে আহত ৪০০০

· ফিলিস্তিনি তীব্র ক্ষুধায় কষ্ট পাচ্ছে: ৫,৭৬,৬০০

· ভবন ধ্বংস/ক্ষতিগ্রস্ত: ৪৫- ৫৬%, হাসপাতাল আংশিকভাবে সচল: ১৫

· স্কুলভবন ক্ষতিগ্রস্ত: ৬৯%

· মসজিদ ক্ষতিগ্রস্ত ১৪২

· গির্জা ক্ষতিগ্রস্ত: ৩

· অ্যাম্বুলেন্স ক্ষতিগ্রস্ত: ১২১

· ইসরায়েলি নিহত: ১,১৩৯

· ইসরায়েলি আহত: ১২,৪১৫ ইসরায়েলি সেনা আহত: ২,৪৯৬

· ইসরায়েলি সেনা স্থল অভিযানে আহত: ১.০৮৫। (আপডেট ২০ জানুয়ারি, ২০২৪ পর্যন্ত। 

ইউরোপ

শেনজেনভুক্ত দুই দেশ

EU’র সদস্য নয় এমন চারটি দেশ (সুইজারল্যান্ড, নরওয়ে, আইসল্যান্ড ও লিচটেনস্টেইন) শেনজেন অঞ্চলের অন্তর্ভুক্ত।

ডেনমার্কের নতুন রাজা 

৩১ ডিসেম্বর, ২০২৩ ডেনমার্কের রানি: দ্বিতীয় মার্গারেটা রাজ্যাভিষেকের ৫২ বছরে সিংহাসন ছাড়ার ঘোষণা দেন। ১৪ জুলাই, ১৯৭২ তিনি সিংহাসনে আরোহন করেন। ১৬ এপ্রিল, ১৯৪০ ডেনমার্কের অ্যামালিয়েনবার্গ প্যালেসে রাজকুমারী মার্গারেটা জন্মগ্রহণ করেন। তিনি রাজা নবম ফ্রেডেরিক ও সুইডেনের ইনগ্রিদের জ্যেষ্ঠ কন্যা। জন্মগ্রহণের সময় তিনি ডেনমার্কের উত্তরাধিকারী ছিলেন না এবং তার কোনো ভাইও ছিল না। ঐ সময় শুধু পুরুষেরাই ডেনমার্কের উত্তরাধিকারিত্বের অধিকারী ছিল। ১৯৪৭ সালে সংবিধান পরিবর্তন করে নারীদের রানি করার বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়। ১৪ জানুয়ারি, ১৯৭২ পিতার মৃত্যুর পর তিনি ক্ষমতায় আরোহণ করেন। দ্বিতীয় মার্গারেটা আনুষ্ঠানিকভাবে সিংহাসন ছাড়ার ফলে নতুন রাজা হন তার ছেলে ফ্রেডেরিক। তিনি রাজা দশম ফ্রেডেরিক হিসেবে পরিচিত হবেন। 

নতুন রাজা : ২৬ মে, ১৯৬৮ দশম ফ্রেডেরিক জন্মগ্রহণ করেন। ১৪ জানুয়ারি, ২০২৪ কোপেনহেগেনের ক্রিস্টিয়ানবোর্গ প্রাসাদে আনুষ্ঠানিকভাবে নতুন রাজার হাতে দায়িত্ব হস্তান্তর করেন রানি মার্গারেটা। তার সঙ্গে ছিলেন অস্ট্রেলীয় বংশোদ্ভূত স্ত্রী মেরি ও তাদের বড় ছেলে ১৮ বছর বয়সি প্রিন্স ক্রিস্টেইন। মার্গারেটা সিংহাসন ছাড়ার পর নিয়ম অনুযায়ী রাজা ও রাষ্ট্রের প্রধান হন ফ্রেডেরিক। এরপর ক্রিস্টেইনবার্গ প্যালেসের ব্যালকনি থেকে তাকে রাজা দশম ফ্রেডেরিক হিসেবে ঘোষণা দেন ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন। ডেনমার্কের ১৮৪৯ সালের সংবিধান অনুযায়ী এ রীতি চলে আসছে। 

আকাশ-মহাকাশ

চাঁদের বুকে পঞ্চম দেশ জাপান

১৯ জানুয়ারি, ২০২৪ বিশ্বের পঞ্চম দেশ হিসেবে জাপান সম্পূর্ণ নিজস্ব প্রযুক্তিতে তৈরি মনুষ্যহীন মহাকাশযান ‘মুন স্নাইপার’ চাঁদের শিওলি নামক জায়গায় সফলভাবে অবতরণ করে। এর আগে আমেরিকা, রাশিয়া, চীন ও ভারত এ কৃতিত্ব অর্জন করে। স্মার্ট ল্যান্ডার ফর ইনভেস্টিগেটিং মুন (SLIM) নামে পরিচিত মহাকাশযানটি তৈরি করে জাপানের মহাকাশ গবেষণা সংস্থা (JAXA) ও খেলনা নির্মাতা প্রতিষ্ঠান তাকারা তোমি। ৭ সেপ্টেম্বর, ২০২৩ SLIM এর সফল উৎক্ষেপণ করে জাপান। দুটি ব্যর্থ চন্দ্রাভিযানের পর এবারের অভিযান সফল হয়। এর আগে ২৩ আগস্ট, ২০২৩ রোভার প্রজ্ঞানকে নিয়ে চাঁদের মাটিতে অবতরণ করে ভারতের চন্দ্রযান-৩-এর ল্যান্ডার বিক্রম।


ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যা মামলা

আফ্রিকার গণহত্যা মামলা 

গাজায় ইসরায়েলি হামলার পরিপ্রেক্ষিতে ২৯ ডিসেম্বর, ২০২৩ আন্তর্জাতিক বিচারিক আদালত (ICJ)-তে দক্ষিণ আফ্রিকা ৮৪ পৃষ্ঠার লিখিত নথি পেশ করে, যাতে উল্লেখ করা হয় ইসরায়েলের কার্যকলাপ চরিত্রগতভাবে গণহত্যা। এ-অভিযোগের শুনানি হয় ১১ ও ১২ জানুয়ারি, ২০২৩ নেদারল্যান্ডসের হেগের পিস প্যালেসে। এ মামলায় সমর্থন দেয় ইসলামিক সহযোগিতা সংস্থা (OIC) এর সকল সদস্য দেশসমূহ।   

· ইসরায়েলের বিরুদ্ধে অভিযোগ: ফিলিস্তিনি নাগরিকদের জাতিগত ও নৃতাত্ত্বিক ধ্বংস; ফিলিস্তিনিদের হত্যা করা, তাদের শারীরিক ও মানসিকভাবে নির্যাতন। 

· শুনানিতে দুই পক্ষের প্রতিনিধি: আন্তর্জাতিক বিচারিক আদালত (ICJ) ১৫ জন বিচারক নিয়ে গঠিত। এ মামলায় প্রতিপক্ষ থেকে একজন করে অতিরিক্ত সদস্য বিচারকের আসনে বসবেন। এ দলে ফিলিস্তিনবিদ্বেষী হিসেবে পরিচিত আহারন বারাক (ইসরায়েলের সাবেক প্রধান বিচারপতি) এবং আফ্রিকার পক্ষ থেকে বিজ্ঞ বিচারক দক্ষিণ আফ্রিকার বিচারক ডিকগাং মোসেনেকে (সুপ্রিম কোর্টের সাবেক উপ-প্রধান বিচারপতি) নিয়োগ দেওয়া হয়।  

· কাঠগড়ায় ইসরায়েল: ১৯৪৮ সালে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার পর প্রথমবারের মতো ICJ আসামির কাঠগড়ায় দেশটি। গাজা উপত্যকায় ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের ওপর গণহত্যা চালানোর অভিযোগ দায়ের করে দক্ষিণ আফ্রিকা। এই মামলা নিষ্পত্তি হতে অনেক সময় লাগবে। চূড়ান্ত রায় দিতে কয়েক বছর লাগতে পারে। কিন্তু অন্তর্বর্তী রায়ে যদি অবিলম্বে পূর্ণ যুদ্ধবিরতির কথা বলা হয় তবে তা ইসরায়েলের পরাজয়ের জন্য যথেষ্ট হবে। 

গণহত্যা 

জাতিসংঘ জেনোসাইড কনভেনশন (১৯৪৮) অনুযায়ী, ‘গণহত্যা’ হলো একটি জাতীয়, জাতিগত বা ধর্মীয় গোষ্ঠীকে সম্পূর্ণ বা আংশিকভাবে ধ্বংসের উদ্দেশ্যে করা একটি কাজ। এর মধ্যে রয়েছে- 

· কোনো একটি গোষ্ঠীর সদস্যদের হত্যা করা।  

· গোষ্ঠীর সদস্যদের গুরুতর শারীরিক বা মানসিক ক্ষতি করা।

· ইচ্ছাকৃতভাবে এমন একটা পরিস্থিতির সৃষ্টি করা যাতে শারীরিক ক্ষতি হয় বা জন্ম প্রতিরোধ করতে ব্যবস্থা নেওয়া।

· গোষ্ঠীর বাচ্চাদের জোর করে অন্য গোষ্ঠীতে স্থানান্তর করা ও বাস্তুচ্যুত করা।    

ICJ

আন্তর্জাতিক বিচারিক আদালত (ICJ)

নেদারল্যান্ডসের দি হেগ শহরে অবস্থিত জাতিসংঘের মূল বিচার বিভাগীয় সংস্থা International Court of Justice (ICJ)। ২৪ অক্টোবর, ১৯৪৫ গঠনের পরের বছর ১৮ এপ্রিল, ১৯৪৬ এ আদালত কার্যকর হয়। আন্তর্জাতিক বিচারিক আদালত (ICJ) হলো সারা বিশ্বের আদালত। এটি সাধারণত জাতিসংঘের আদালত হিসেবে পরিচিত। ICJ’র বৈশিষ্ট্য হলো- এখানে শুধু দেওয়ানি মামলা করা যায়, ফৌজদারি নয়। কিন্তু আন্তর্জাতিক অপরাধ আদালতে (ICC) ফৌজদারি মামলা করতে হয়।

· কার্যক্রম: সদস্যভুক্ত দেশগুলোর মধ্যে বিবাদ নিরসন; আইনি প্রশ্নে উপদেষ্টার মত-মন্তব্য প্রদান; বিচার কার্যাবলির তথ্য দুইভাবে জমা হয়- লিখিত ও মৌখিক; শুধু সদস্য রাষ্ট্রের মামলারই বিচার করা হয়; আদালতের রায় চূড়ান্ত ও অবশ্য পালনীয়, আপিলের সুযোগ নেই। 

ICJর বিচারক

১৫ জন বিচারক (সদস্য) নিয়ে গঠিত। বিচারকদের প্রত্যেকেই বিশ্বের শীর্ষস্থানীয় বিচারপতি ও খ্যাতনামা বিশ্ববিদ্যালয়ের আইনের অধ্যাপক। অনেকে ছিলেন রাষ্ট্রদূত। ৯ বছর মেয়াদে জাতিসংঘ সাধারণ পরিষদ ও নিরাপত্তা পরিষদ তাদের নিয়োগ দেয়। প্রতি ৩ বছরে এক-তৃতীয়াংশ বিচারক নিয়োগ দেওয়া হয়। বিচারক পুননির্বাচিত হওয়ার সুযোগ রয়েছে। কোনো বিচারক তার নিজ দেশ, সরকার বা অন্য দেশের প্রতিনিধিত্ব করতে পারেন না। বর্তমান ICJ’র সভাপতি জোয়ান ডনোগু। 

ICJর উল্লেখযোগ্য মামলা

ICJ তে প্রথম মামলা হয় ১৯৪৭ সালে। আলবেনিয়ার বিরুদ্ধে এ মামলা দায়ের করে যুক্তরাজ্য। কর্কু চ্যানেলের মধ্য দিয়ে যাওয়ার সময় ব্রিটিশ যুদ্ধজাহাজ মাইন বিস্ফোরণে ক্ষতিগ্রস্থ হলে যুক্তরাজ্য বিতর্কিত এ মামলাটি করে। ২৬ ফেব্রুয়ারি, ২০২২ ইউক্রেন রাশিয়ার বিরুদ্ধে ICJ তে অভিযোগ দায়ের করে। এর আগে ১১ নভেম্বর, ২০১৯ মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার দায়ে ICJ তে মামলা দায়ের করে আফ্রিকার দেশ গাম্বিয়া। ICJ তে এখন পর্যন্ত প্রায় ১৮০টির মতো মামলা হয়। বর্তমানে ১৯টি মামলার বিচার প্রক্রিয়াধীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *