নার্সিং সাধারন বিজ্ঞান প্রস্তুতি ২০২৩ (৪১ তম বিসিএস)

১. গ্রাফিন (Grtaphene) কার বহুরূপী?

 কার্বন ও নাইট্রোজেন

 কার্বন ও অক্সিজেন

 কার্বন ও হাইড্রোজেন

উ. কার্বন

২. আইনস্টাইন নোবেল পুরস্কার পান

 উ. আলোক তড়িৎ ক্রিয়ার ব্যাখ্যা প্রদানের জন্য

 মহাকর্ষীয় ধ্রুবক আবিষ্কারের জন্য

 কৃষ্ণগহ্বর আবিষ্কারের জন্য

 আপেক্ষিক তত্ত্বের উপর

৩. মানবদেহে লোহিত কণিকার আয়ুষ্কাল কত দিন?

উ. কোনটিই নয়

৪. নদীর পানির ক্ষেত্রে কোনটি সত্য?

 উ. COD > BOD

 COD < BOD

 COD = BOD

 কোনটিই নয়

৫. পাথফাইন্ডার এর মঙ্গলে অবতরণ সাল

 ১৯৯০

 ১৯৯৫

উ.  ১৯৯৭

 ২০০০

৬. ওজোন স্তর বায়ুমণ্ডলের কোন স্তরে অবস্থিত?

 উ. স্ট্রাটোমন্ডল

 ট্রপোমন্ডল

 মেসোমন্ডল

 তাপমন্ডল

৭. কাঁদুনে গ্যাসের অপর নাম কী?

 উ. ক্লোরোপিক্রিন

 মিথেন

 নাইট্রোজেন

 ইথেন

৮. কোন পানিতে অক্সিজেনের পরিমাণ বেশি?

 পুকুরের পানিতে

 লেকের পানিতে

 সাগরের পানিতে

 উ. নদীর পানিতে

৯. হার্ট থেকে রক্ত বাইরে নিয়ে যায় যে রক্তনালী

 ভেইন

 উ. আর্টারি

 ক্যাপিলারি

 নার্ভ

১০. প্রোটিন তৈরি হয়

 ফ্যাটি এসিড দিয়ে

 নিউক্লিক এসিড দিয়ে

 উ. অ্যামিনো এসিড দিয়ে

 কোনটিই নয়

১১. কোনটি পানিতে দ্রবীভূত হয় না?

 গ্লিসারিন

 উ. ক্যালসিয়াম কার্বোনেট

 সোডিয়াম ক্লোরাইড

 ফিটকিরি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *