বাংলাদেশ বিষয়াবলি – ডিসেম্বর ২০২৩
০১-১২-২৩
♦ ড. মুহম্মদ কুদরাত-এ-খুদা জন্মগ্রহণ করেন কবে?
উত্তর: ১ ডিসেম্বর, ১৯০০ সালে।
♦ঢাকা-কক্সবাজার রেল রুটে ট্রেনের বাণিজ্যিক যাত্রা শুরু হয় কবে?
উত্তর: ০১ ডিসেম্বর, ২০২৩।
♦ ঘুমধুম সীমান্ত কোন জেলায় অবস্থিত?
উত্তর: বান্দরবান (নাইক্ষ্যংছড়ি)।
♦ বাংলাদেশে প্রথম রঙিন টেলিভিশন সম্প্রচার শুরু হয় কবে?
উত্তর: ১ ডিসেম্বর, ১৯৮০।
♦ বীর প্রতীক খেতাবপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা তারামন বিবি কোন সেক্টরের অধীনে কাজ করেন?
উত্তর: ১১নং সেক্টর (তিনি ১লা ডিসেম্বর ২০১৮ সালে মৃত্যুবরণ করেন)।
০২-১২-২৩
♦ পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি কবে স্বাক্ষরিত হয়?
উত্তর: ২ ডিসেম্বর, ১৯৯৭ সালে।
♦ পটুয়া কামরুল হাসান জন্মগ্রহণ করেন কবে?
উত্তর: ২ ডিসেম্বর, ১৯২১ সালে।
♦ বাংলাদেশের প্রথম সরকারি ভ্যাকসিন প্ল্যান্ট নির্মিত হবে কোন জেলায়?
উত্তর: গোপালগঞ্জ।
♦ ৬ষ্ঠ জনশুমারি ও গৃহগণনা ২০২২ এর এর চূড়ান্ত প্রতিবেদন অনুযায়ী, কোন জেলায় জনসংখ্যা বৃদ্ধির হার সর্বনিম্ন?
উত্তর: ঝালকাঠি।
♦ দক্ষিণ এশিয়ার একমাত্র গণহত্যা জাদুঘরের নাম কী।
উত্তর: ‘১৯৭১: গণহত্যা-নির্যাতন আর্কাইভ ও জাদুঘর’ (খুলনায় অবস্থিত)।
♦ কালাজ্বর নির্মূলে বিশ্বে বাংলাদেশের অবস্থান কত?
উত্তর: প্রথম।
০৩-১২-২৩
♦ ‘বাংলা একাডেমি’ কত সালে প্রতিষ্ঠিত হয়?
উত্তর: ১৯৫৫ সালে (৩ ডিসেম্বর)।
♦ ‘বিশ্ব প্রতিবন্ধী দিবস’ কবে পালিত হয়?
উত্তর: ৩ ডিসেম্বর।
♦ বর্তমানে বাংলাদেশে লিড সার্টিফায়েড গ্রিন ফ্যাক্টরির সংখ্যা কতটি?
উত্তর: ২০৪টি।
♦ প্রখ্যাত কথাসাহিত্যিক মানিক বন্দোপাধ্যায়ের প্রকৃত নাম কী?
উত্তর: প্রবোধকুমার (তিনি ১৯৫৬ সালের ৩ ডিসেম্বর মৃত্যুবরণ করেন)।
০৪-১২-২৩
♦ জাতীয় বস্ত্র দিবস কবে পালিত হয়?
উত্তর: ৪ ডিসেম্বর।
♦ বাংলাদেশে সেচ্ছাসেবক দিবস পালন করা হয়-
উত্তর: ৪ ডিসেম্বর।
♦ যুক্তফ্রন্ট গঠন করা হয় কত সালে?
উত্তর: ১৯৫৩ সালে (শেরে বাংলা, ভাষানী ও সোহরাওয়ার্দীর নেতৃত্বে)।
♦ পোশাকশিল্পে এক বছরে রপ্তানি বৃদ্ধির পরিমাণ কত?
উত্তর: ২০ শতাংশ (বাংলাদেশ ব্যাংক)।
০৫-১২-২৩
♦ বঙ্গবন্ধু কত সালে পূর্ব-পাকিস্তানের নামকরণ করেন ‘বাংলাদেশ’?
উত্তর: ১৯৬৯ সালে (৫ ডিসেম্বর)।
♦ ‘গণতন্ত্রের মানসপুত্র’ বলা হয় কাকে?
উত্তর: হোসেন শহীদ সোহ্রাওয়াদী (তিনি ১৯৬৩ সালের ৫ ডিসেম্বর প্রয়াত হন)।
♦ সারা দেশে কত শতাংশ পরিবারে নিরাপদ শৌচাগার সুবিধা রয়েছে?
উত্তর: ৫৫.৬৯ শতাংশ (সর্বোচ্চ ঢাকা-৬৮.৮৯, সর্বনিম্ন বরিশাল-৩৭.৯২ শতাংশ)।
♦ চীনের অর্থায়নে বাংলাদেশে কোথায় দ্বিতীয় স্মার্ট ক্লাসরুম চালু করা হয়েছে?
উত্তর: সিলেট।
০৬-১২-২৩
♦ ভুটান এবং ভারত বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে সর্বপ্রথম স্বীকৃতি দেয়-
উত্তর: ১৯৭১ সালের ৬ ডিসেম্বর।
♦ জলবায়ু বিষয়ক কর্মকাণ্ডে অবদানের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে IOM এবং GCCM কোন অ্যাওয়ার্ডে ভূষিত করেছে?
উত্তর: ‘এশিয়া ক্লাইমেট মবিলিটি চ্যাম্পিয়ন লিডার’ অ্যাওয়ার্ড।
♦ বাংলাদেশের জলবায়ুযোদ্ধাদের গল্প নিয়ে ২৫ মিনিটের প্রামাণ্যচিত্রের নাম কী?
উত্তর: ‘স্টোরিজ অব চেঞ্জ’ (কপ-২৮ এ প্রদর্শিত হবে)।
♦ চলতি অর্থবছরের প্রথম চার মাসে প্রবাসি আয়ে বাংলাদেশের শীর্ষ জেলা-
উত্তর: ঢাকা (সর্বনিম্ন- লালমনিরহাট)।
♦ ২০২২-২৩ অর্থবছরের জন্য জাতীয় পর্যায়ে কতজন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সেরা করদাতা নির্বাচিত করা হয়েছে?
উত্তর: ১৪১ ব্যক্তি ও প্রতিষ্ঠান।
♦ বাংলাদেশ-ভারত মৈত্রী দিবস কবে?
উত্তর: ৬ ডিসেম্বর।
০৭-১২-২৩
♦ ২০২৩ সালে Forbes-এর প্রভাবশালী ১০০ নারীর তালিকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবস্থান কত?
উত্তর: ৪৬তম।
♦ সম্প্রতি ইউনেস্কোর বিমূর্ত সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি পেয়েছে-
উত্তর: ঢাকার ‘রিকশা ও রিকশাচিত্র’।
♦ বর্তমানে বাংলাদেশে মাথাপিছু ভূমির পরিমাণ কত?
উত্তর: ০.০৯ হেক্টর (কৃষি মন্ত্রণালয়)।
♦ কপ-২৮ সম্মেলনে ‘গ্লোবাল সেন্টার অন এডাপটেশন’ পুরস্কার পেয়েছে কোন দেশ?
উত্তর: বাংলাদেশ।
♦ চলতি অর্থবছরে রপ্তানিতে ‘তৈরি পোশাক’ খাতে প্রবৃদ্ধির পরিমাণ কত?
উত্তর: ২.৭৫% (জুলাই-নভেম্বর)।
♦ সম্প্রতি বাংলাদেশের সাথে সৌদি আরব কোন কোন খাতে বাণিজ্য বাড়াতে আগ্রহী প্রকাশ করেছে?
উত্তর: খাদ্য, জ্বালানি, লজিস্টিকস এবং উৎপাদন খাত।
♦ দ্বাদশ সংসদীয় নির্বাচন পর্যবেক্ষণের জন্য কতটি দেশি সংস্থাকে নিবন্ধন দেওয়া হয়েছে?
উত্তর: ৯৬টি।
০৮-১২-২৩
♦ ষষ্ঠ জনশুমারি ও গৃহগণনা ২০২২ এর চূড়ান্ত প্রতিবেদন অনুযায়ী, বর্তমান বাংলাদেশে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জনসংখ্যা কত?
উত্তর: ১৬,৫০,৪৭৮ জন।
♦ শিক্ষার্থীদের পারদর্শিতা মূল্যায়নে NCTB’র উন্মুক্ত করা অ্যাপের নাম কী?
উত্তর: ‘নৈপুণ্য’।
০৯-১২-২৩
♦ বেগম রোকেয়া দিবস পালিত হয় কবে?
উত্তর: ৯ ডিসেম্বর।
♦ জলবায়ুর ক্ষতি মোকাবিলার জন্য ADB বাংলাদেশকে কী পরিমাণ ঋণ দিচ্ছে?
উত্তর: ৪০ কোটি মার্কিন ডলার।
১০-১২-২৩
♦ বীরশ্রেষ্ঠ মোহাম্মদ রুহুল আমিন কবে শহীদ হন?
উত্তর: ১৯৭১ সালের ১০ ডিসেম্বর।
♦ বাংলাদেশের অর্থনীতিকে কতটি খাতে ভাগ করা হয়?
উত্তর: ১৯টি।
১১-১২-২৩
♦ সম্প্রতি বাংলাদেশের কোন জেলায় জ্বালানি তেলের সন্ধান মিলেছে?
উত্তর: সিলেট (এই জেলার গ্যাসক্ষেত্রের ১০ নং কূপে এ সন্ধান পাওয়া গেছে)।
♦ NBR- কর্তৃক কয়টি প্রতিষ্ঠানকে দেশসেরা ভ্যাটদাতার পুরস্কার দেওয়া হয়েছে?
উত্তর: ৯টি।
♦ দেশের সবচেয়ে বেশি প্রতিবন্ধী ব্যক্তির হার কোন জেলায়?
উত্তর: খুলনা (১ দশমিক ৭১ ভাগ)।
♦ ২০২৪ সালের নারী T-20 বিশ্বকাপ কোন দেশে অনুষ্ঠিত হবে?
উত্তর: বাংলাদেশ।
১২-১২-২৩
♦ ‘স্মার্ট বাংলাদেশ দিবস’ কবে পালিত হয়?
উত্তর: ১২ ডিসেম্বর।
♦ মওলানা আব্দুল হামিদ খান ভাসানী কবে জন্মগ্রহণ করেন?
উত্তর: ১৮৮০ সালের ১২ ডিসেম্বর।
♦ বঙ্গভঙ্গ আইন রদ করা হয় কত সালে?
উত্তর: ১২ ডিসেম্বর ১৯১১।
♦ নভেম্বর মাসের ‘আইসিসি-সেরা নারী ক্রিকেটার’ হয়েছেন-
উত্তর: বাংলাদেশের নাহিদা আক্তার।
১৩-১২-২৩
♦ ২০২৩ সালের ‘জানুয়ারি-অক্টোবর’ মাসে যুক্তরাষ্ট্রে রপ্তানিকৃত পোশাকের অর্থমূল্য-
উত্তর: ৬ দশমিক ৩৫ বিলিয়ন ডলার।
♦ স্মার্ট বাংলাদেশ অ্যাসিস্ট্যান্ট অ্যাপ ‘সাথী’ নিয়ে আসছে-
উত্তর: বিআরটিসি ও ডাক অধিদপ্তর।
১৪-১২-২৩
♦ শহীদ বুদ্ধিজীবী দিবস কবে পালিত হয়?
উত্তর: ১৪ ডিসেম্বর।
♦ বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীর কবে শহীদ হন?
উত্তর: ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর।
♦ ভাষা বিজ্ঞানী মুনীর চৌধুরী কবে নিখোঁজ হন?
উত্তর: ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর।
♦ শীর্ষস্থানীয় পরিবেশবান্ধব ১০টি কারখানার কতটি বাংলাদেশের?
উত্তর: ৯টি (তথ্যসূত্র-ইউএসজিবিসি, যুক্তরাষ্ট্র)।
১৫-১২-২৩
♦ সাত বীরশ্রেষ্ঠর স্বরণে নির্মিত ভাস্কর্য ‘আমরা তোমাদের ভুলব না’ কোথায় অবস্থিত?
উত্তর: ঢাকা সেনানিবাস।
♦ বাংলাদেশী চিত্রশিল্পী নিতুন কুন্ডু কত সালে মৃত্যুবরণ করেন?
উত্তর: ২০০৬ সালে।
♦ রাজশাহীর ‘বরেন্দ্র কৃষি বীজ ব্যাংকে’ কত ধরনের ধান সংগ্রহীত আছে?
উত্তর: বিলুপ্তপ্রায় ২৬১টি জাত।
১৭-১২-২৩
♦ বর্তমানে বাংলাদেশের সাক্ষরতার হার কত?
উত্তর: ৭৭ শতাংশ। (সূত্র: IMF, BBS)
♦ বর্তমানে বাংলাদেশের মানুষের গড় আয়ু কত?
উত্তর: ৭২.৪ বছর। (সূত্র: IMF, BBS)
♦ কত সালে বাংলাদেশ ব্যাংক প্রতিষ্ঠিত হয়েছিল?
উত্তর: ১৯৭১ সালে।
♦ কত সালে ঢাকা থেকে প্রথম বেতার অনুষ্ঠান সম্প্রচার করা হয়?
উত্তর: ১৯৩৯ সালে।
♦ বর্তমানে দেশে কর্মক্ষম মানুষের মধ্যে কত শতাংশ নারী?
উত্তর: ৩৫ শতাংশ। (সূত্র: IMF, BBS)
♦ IMF এর তথ্য অনুযায়ী, দেশে মাথাপিছু GDP কত?
উত্তর: ২,৬২১ মার্কিন ডলার।
♦ ২০২৪ সালের আগে IMF বাংলাদেশের রিজার্ভ এর জন্য কত লক্ষমাত্রা নির্ধারণ করেছে?
উত্তর: ১৭ দশমিক ৭৮ বিলিয়ন মার্কিন ডলার।
১৮-১২-২৩
♦ বর্তমান দেশে মাথাপিছু গড় মাসিক আয় কত?
উত্তর: ৭,৬১৪ টাকা (সূত্র: বিবিএস)।
♦ বর্তমানে বাংলাদেশে দারিদ্র্যের হার কত?
উত্তর: ১৮.৭ শতাংশ (সূত্র: বিবিএস)।
♦ বর্তমানে বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ কত?
উত্তর: ২৫.৮২ বিলিয়ন ডলার।
♦ কত সালে বাংলাদেশ সুপ্রিম কোর্ট প্রথম কার্যক্রম শুরু করে?
উত্তর: সংবিধান অনুযায়ী ১৯৭২ সালে (১৮ ডিসেম্বর)।
♦ কোন বিভাগে দারিদ্র্যের হার সবচেয়ে বেশি?
উত্তর: বরিশালঃ ২৬.৯ শতাংশ (সর্বনিম্ন খুলনাঃ ১৪.৮ শতাংশ)। [তথ্যসূত্র: বিবিএস]
♦ ২০২৩ সালের অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপের শিরোপা পেয়েছে কোন দেশ?
উত্তর: বাংলাদেশ।
♦ বাংলাদেশে ‘সুপ্রিম কোর্ট দিবস’ কবে পালিত হয়?
উত্তর: ১৮ ডিসেম্বর।
১৯-১২-২৩
♦ মীর মশাররফ হোসেন কবে মৃত্যুবরণ করেন?
উত্তর: ১৯ ডিসেম্বর, ১৯১১।
♦ বাংলাদেশকে বৈদেশিক ঋণদাতাদের মধ্যে চীনের অবস্থান কত?
উত্তর: চতুর্থ।
♦ আইইইএফএ-এর গবেষণা মতে, বাংলাদেশে ছাদভিত্তিক সৌরবিদ্যুতে বছরে কত টাকা সাশ্রয় হবে?
উত্তর: ১১ হাজার কোটি টাকা।
♦ ইউরোপীয় ইউনিয়নে নিট পোশাক রপ্তানিতে চীনকে পেছনে ফেলে শীর্ষে উঠেছে কোন দেশ?
উত্তর: বাংলাদেশ।
২০-১২-২৩
♦ চলতি বছর শেষে বাংলাদেশের প্রবাসী আয়ের প্রবৃদ্ধির পরিমাণ কত হবে?
উত্তর: ৭ শতাংশ।
♦ ২০২৩ সাল শেষে বাংলাদেশের প্রবাসী আয়ের উৎস হিসেবে শীর্ষ দেশ হবে-
উত্তর: মার্কিন যুক্তরাষ্ট্র।
♦ পর্তুগাল কবে বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে?
উত্তর: ২০ ডিসেম্বর, ১৯৭৪।
♦ বিশ্বব্যাংক-নোমাডের পূর্বাভাস অনুযায়ী প্রবাসী আয়ে বিশ্বে বাংলাদেশের অবস্থান কত হবে?
উত্তর: ৭ম।
২১-১২-২৩
♦ বাংলাদেশের ২৯তম গ্যাসক্ষেত্রের নাম কী?
উত্তর: ইলিশা-১, ভোলা।
♦ চট্টগ্রাম-দোহাজারী রেল প্রকল্প বাস্তবায়নের মোট খরচের পরিমাণ কত?
উত্তর: ১০,৭৯৭ কোটি টাকা।
♦ জলবায়ু খাতের উন্নয়নের জন্য বাংলাদেশকে ৯০ মিলিয়ন ডলার ঋণ দেবে-
উত্তর: দঃ কোরিয়া।
২২-১২-২৩
♦ বর্তমানে বাংলাদেশে জনসংখ্যার ঘনত্ব কত?
উত্তর: ১১১৯ জন (প্রতি বর্গ কি.মি.)
♦ চলতি ২০২৩-২৪ অর্থবছরে যুক্তরাজ্যে কী পরিমাণ পোশাক রপ্তানি বেড়েছে?
উত্তর: ১৪.৬১ শতাংশ।
♦ ২০২৩ সালে জিআইজেএন-এর সেরা অনুসন্ধানী প্রতিবেদনে বাংলাদেশের কতটি স্থান পেয়েছে?
উত্তর: ৮টি।
২৩-১২-২৩
♦ ২০২১ সালে খাদ্য আমদানিতে বিশ্বে বাংলাদেশের অবস্থান কত ছিল?
উত্তর: তৃতীয় (তথ্যসূত্র: FAO-এর প্রতিবেদন ২০২৩)।
♦ ২০২২-২৩ অর্থবছর শেষে দেশে পণ্য রপ্তানির পরিমাণ কত শতাংশ বৃদ্ধি পেয়েছে?
উত্তর: ৬.৬৭ শতাংশ [রপ্তানি উন্নয়ন ব্যুরো]।
♦ রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্যানুযায়ী, ২০২২-২৩ অর্থবছরে বাংলাদেশের রপ্তানিকৃত পণ্যের অর্থমূল্য কত?
উত্তর: ৫,৫৫৬ কোটি ডলার।
♦ বাংলাদেশের সকল রপ্তানিকৃত পণ্যের কত শতাংশ তৈরি পোশাক?
উত্তর: ৮৪.৫ শতাংশ [বাংলাদেশ ব্যাংক]।
২৪-১২-২৩
♦ FAO এর তথ্যমতে, বাংলাদেশের মাথাপিছু খাদ্যশক্তি গ্রহণের পরিমাণ কত?
উত্তর: ২৬১৪ ক্যালরি।
♦ FAO এর তথ্যমতে, বাংলাদেশ ২০২১ সালে কী পরিমাণ কৃষিপণ্য উৎপাদন করেছে?
উত্তর: ৯ কোটি ৩৩ লাখ ৫৭ হাজার টন।
♦ FAO এর তথ্যমতে, বাংলাদেশ কতটি কৃষিপণ্য উৎপাদনে বিশ্বের শীর্ষ ১০ দেশের মধ্যে রয়েছে।
উত্তর: ২২টি।
♦ ‘চিত্ত যেথা ভয়শূন্য, উচ্চ যেথা শির’ কার উক্তি?
উত্তর: কবিগুরু ররবীন্দ্রনাথ ঠাকুর।
২৫-১২-২৩
♦ সম্প্রতি বাংলাদেশকে বিমানবন্দরের সম্প্রসারণে ৫২ কোটি ডলার দেবে কোন দেশ?
উত্তর: জাপান।
২৬-১২-২৩
♦ বায়তুল মোকাররম মসজিদটির নির্মাণ কাজ সম্পন্ন হয় কতসালে?
উত্তর: ১৯৬৮ সালে।
♦ ‘কুলীন-কুল-সর্বস্ব’ নাটকটির রচয়িতা কে?
উত্তর: রামনারায়ণ তর্করত্ন। (জন্ম: ২৬ ডিসেম্বর ১৮২২)।
২৭-১২-২৩
♦ বাংলাদেশের সাহিত্যাঙ্গনে সব্যসাচী লেখক বলা হয় কাকে?
উত্তর: সৈয়দ শামসুল হক। (জন্ম: ২৭ ডিসেম্বর, ১৯৩৫)
♦ বাংলাদেশ ও ভারতকে সুন্দরবনে পৃথক করেছে কোন নদী?
উত্তর: হাড়িয়াভাঙ্গা নদী।
♦ বাংলাদেশের গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা কে?
উত্তর: বীর মুক্তিযোদ্ধা ডা. জাফরুল্লাহ চৌধুরী।
২৮-১২-২৩
♦ বিবিএস এর তথ্যমতে, বর্তমানে দেশে দারিদ্র্যের হার কত?
উত্তর: ১৮ দশমিক ৭ শতাংশ (অতি দারিদ্র্যের হার ৫ দশমিক ৬ শতাংশ)।
♦ দেশে এখন মাথাপিছু গড় ঋণ কত?
উত্তর: ১৭,৩৬৬ টাকা। (সূত্র: বিবিএস)
♦ বাংলাদেশের প্রথম সবাক চলচ্চিত্র ‘মুখ ও মুখোশের’ পরিচালক কে?
উত্তর: আব্দুল জব্বার খান।
♦ বাংলাদেশে প্রথম মেট্রোরেল উদ্বোধন হয় কবে?
উত্তর: ২৮ ডিসেম্বর, ২০২২। (আজ এক বছর পূর্তি)
♦ জনগণের প্রত্যক্ষ ভোটে বাংলাদেশের ১ম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় কবে?
উত্তর: ৭ মার্চ, ১৯৭৩।
♦ রাবেয়া খাতুন কথাসাহিত্য পুরস্কার-২০২৩ পেয়েছেন কারা?
উত্তর: বিপ্রদাশ বড়ুয়া ও সাদিয়া সুলতানা।
♦ বিবিএস জরিপ অনুযায়ী দেশে পরিবারের গড় আয় কত?
উত্তর: ৩২,৫০০ টাকা। (গড় ব্যয়- ৩১,৫০০ টাকা)।
♦ বাংলাদেশ বিমানের প্রথম মহিলা পাইলটের নাম কী?
উত্তর: সৈয়দা কানিজ ফাতেমা রোকসানা।
২৯-১২-২৩
♦ প্রখ্যাত চিত্রশিল্পী জয়নুল আবেদীন জন্মগ্রহণ করেন কবে?
উত্তর: ২৯ ডিসেম্বর, ১৯১৪।
♦ চট্টগ্রাম বন্দর নির্মাণ ও উন্নয়নে দেশি-বিদেশি প্রতিষ্ঠান থেকে কী পরিমাণ বিনিয়োগ আসছে?
উত্তর: প্রায় ১ হাজার ১০০ কোটি মার্কিন ডলার।
♦ ‘উত্তরা থেকে কমলাপুর’ মেট্রোরেল প্রকল্পের নির্ধারিত মোট ব্যয় কত?
উত্তর: ৩৩ হাজার ৪৭২ কোটি টাকা।
♦ কোন যুগে বাংলা বর্ণ গঠনের কাজ শুরু হয়?
উত্তর: সেন যুগে।
♦ জাতিসংঘের এক প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশের কত শতাংশ গ্রামীণ-বসতি বন্যার কবলে পড়ে?
উত্তর: ৪৩ শতাংশ।
৩০-১২-২৩
♦ প্রখ্যাত লোকসঙ্গীত শিল্পী আব্বাসউদ্দিন আহমদ কত সালে মৃত্যুবরণ করেন?
উত্তর: ৩০ ডিসেম্বর, ১৯৫৯।
♦ দেশে প্রথমবারের মতো জাতীয় প্রবাসী দিবস পালন করা হয় কবে?
উত্তর: ৩০ ডিসেম্বর, ২০২৩।
♦ কত সালে ‘নিখিল ভারত মুসলিমলীগ’ প্রতিষ্ঠিত হয়?
উত্তর: ১৯০৬ সালে।
♦ বাংলাদেশ নির্বাচন কমিশন গঠিত হয় কত সালে?
উত্তর: ৭ জুলাই, ১৯৭২।
৩১-১২-২৩
♦ সংবিধানের কোন অনুচ্ছেদবলে বাংলাদেশে এক কক্ষবিশিষ্ট আইনসভা প্রবর্তিত হয়?
উত্তর: ৬৫নং অনুচ্ছেদ।
♦ বর্তমানে দেশে মোট কতটি সেচ প্রকল্পের সাথে বিদ্যুৎ সংযোগ রযেছে?
উত্তর: ৪ লাখ ৮৭ হাজার ৮১৫টি।
আলোচিত বাংলাদেশ
ক্লাইমেট মোবিলিটি চ্যাম্পিয়ন লিডার পুরস্কার পেলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় নেতৃত্ব এবং সোচ্চার কন্ঠস্বরের স্বীকৃতি হিসেবে ‘ক্লাইমেট মোবিলিটি চ্যাম্পিয়ন লিডার’ পুরস্কারে ভূষিত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতিসংঘ এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (IOM)-সমর্থিত বৈশ্বিক জোট Global Centre for Climate Mobility (GCCM) তাকে এ পুরস্কারে ভূষিত করে। ১ ডিসেম্বর ২০২৩ পুরস্কারটি হস্তান্তর করা হয়।
সিলেটের গ্যাসক্ষেত্রে তেলের সন্ধান
৮ ডিসেম্বর ২০২৩ সিলেট গ্যাসক্ষেত্রের ১০ নম্বর কূপে ১,৩৯৭-১,৪৪৫ মিটার গভীরতায় তেলের উপস্থিতি শনাক্ত হয়। উল্লেখ্য, সিলেট তামাবিল-জাফলং মহাসড়কের পাশে গোয়াইনঘাট উপজেলার আলীরগাঁও ইউনিয়নের বাঘের সড়ক এলাকায় অবস্থিত এই অনুসন্ধান কূপে দুই মাস আগে খনন কাজ শুরু করে সরকারি প্রতিষ্ঠান সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেড কোম্পানি (SGFL)। উল্লেখ্য, ২৩ ডিসেম্বর ১৯৮৬ সিলেটের হরিপুরে দেশের প্রথম তেলের সন্ধান পাওয়া যায়। ১৯৮৭ সালের জানুয়ারিতে খনি থেকে তেল উৎপাদন শুরুর মাধ্যমে বাংলাদেশ তেলযুগে পদার্পণ করে। ৭ সেপ্টেম্বর ১৯৯৪ হরিপুর তেলক্ষেত্রে তেল উৎপাদন বন্ধ হয়ে যায়।
মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর কর্তৃপক্ষ
৩০ নভেম্বর ২০২৩ দেশের প্রথম গভীর সমুদ্রবন্দর মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর কর্তৃপক্ষ গঠনকল্পে নৌপরিবহন মন্ত্রণালয়ে আন্তঃমন্ত্রণালয় সংক্রান্ত বৈঠক অনুষ্ঠিত হয়। মাতারবাড়ী বন্দরের কার্যক্রম শেষ হওয়ার আগেই এই কর্তৃপক্ষ গঠিত হবে। ১৬ নভেম্বর ২০২০ চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের অধীনে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর উন্নয়ন প্রকল্পের কার্যক্রম শুরু হয়। ১১ নভেম্বর ২০২৩ প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাতারবাড়ী বন্দরের ১৪.৩ কিলোমিটার নেভিগেশন চ্যানেলের উদ্বোধন করেন এবং বন্দরের প্রথম টার্মিনাল নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। সমুদ্রপথে চট্টগ্রাম বন্দর থেকে এ বন্দরের দূরত্ব ৩৪ নটিক্যাল মাইল।
জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সি
১৩ সেপ্টেম্বর ২০২৩ জাতীয় সংসদে ‘সাইবার নিরাপত্তা বিল, ২০২৩’ পাস হয়। ১৮ সেপ্টেম্বর ২০২৩ রাষ্ট্রপতি বিলটিতে স্বাক্ষর করলে আইনে পরিণত হয়। এরপর এ আইনের ধারা ৫ এর উপ-ধারা (১) এ প্রদত্ত ক্ষমতাবলে সরকার ৭ নভেম্বর ২০২৩ জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সি গঠন করে, যা ১৭ নভেম্বর ২০২৩ গেজেট আকারে প্রকাশ হয়। এজেন্সির প্রধান কার্যালয় ঢাকা তবে সরকার প্রয়োজনে ঢাকার বাহিরে দেশের যেকোনো স্থানে এর শাখা কার্যালয় স্থাপন করতে পারবে। এজেন্সি প্রশাসনিকভাবে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সহিত সংযুক্ত। এজেন্সির ক্ষমতা, দায়িত্ব ও কার্যাবলি বিধি দ্বারা নির্ধারিত।
পল্লী উন্নয়ন একাডেমি এখন চারটা
১৮ ডিসেম্বর ২০২৩ শেখ হাসিনা পল্লী উন্নয়ন একাডেমির প্রথম মহাপরিচালক হিসেবে মো. আনোয়ার হোসেনকে এবং শেখ রাসেল পল্লী উন্নয়ন একাডেমির প্রথম মহাপরিচালক হিসেবে খায়রুল আনামকে নিয়োগ দেওয়া হয়। ৬ জুলাই ২০২৩ জাতীয় সংসদে শেখ রাসেল পল্লী উন্নয়ন একাডেমি, রংপুর বিল, ২০২৩ পাস হয়। ১১ জুলাই ২০২৩ রাষ্ট্রপতি বিলটি স্বাক্ষর করলে এটি আইনে পরিণত হয়। শেখ রাসেল পল্লী উন্নয়ন একাডেমির প্রধান কার্যালয় হবে রংপুর জেলার তারাগঞ্জ উপজেলায়। ৫ সেপ্টেম্বর ২০২৩ জাতীয় সংসদে শেখ হাসিনা পল্লী উন্নয়ন একাডেমি, জামালপুর বিল, ২০২৩ পাস হয়। ১৮ সেপ্টেম্বর ২০২৩ রাষ্ট্রপতি বিলটি স্বাক্ষর করলে এটি আইনে পরিণত হয়। শেখ রাসেল পল্লী উন্নয়ন একাডেমির প্রধান কার্যালয় হবে জামালপুর জেলার মেলান্দহ উপজেলায়। নতুন দুটিসহ দেশে মোট পল্লী উন্নয়ন একাডেমি এখন চারটি।
দেশের প্রথম রকেট উৎক্ষেপণ, নাম একুশে-১।
২০২৪ সালের ফেব্রুয়ারিতে দেশে প্রথমবারের মতো সরকারিভাবে ‘একুশে-১’ নামে রকেট উৎক্ষেপণ হতে যাচ্ছে। ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজের সাবেক শিক্ষার্থী নাহিয়ান আল রহমান অলি ও তার দল ‘ধূমকেতু এক্স’ রকেটটি আইসিটি মন্ত্রণালয়ের a2i’র সহযোগিতা ও অর্থায়নে তৈরি করেন। রকেটটির ওজন ৪৫ কেজি, লম্বায় ১২ ফিট, ব্যাস ৬.৫ ইঞ্চি। এটির মাধ্যমে মূলত আবহাওয়ার বার্তা পাওয়া যাবে। এটি বায়ুমণ্ডলের ৪৫ কিলোমিটার উড্ডয়ন করে আবহাওয়া পর্যবেক্ষণ করতে পারবে। একুশের আগে তারা ধূমকেতু-০.১, ধূমকেতু-০.২, ধূমকেতু-০.৩ এবং ধূমকেতু-০.৪ নামে চারটি রকেট তৈরি করেন।
স্মার্ট ডাকসেবা
ঘরে বসেই সরকারি ডাকে পণ্য পাঠানো, ‘স্মার্ট মোবাইল ডাকঘর’ এবং ‘স্মার্ট পোস্ট বক্স’ সেবা চালু করবে সরকার। এ ছাড়া ভার্চুয়াল সহকারী হিসেবে ‘সাথী’ নামে একটি অ্যাপভিত্তিক সেবাও ও চালু করবে। ১২ ডিসেম্বর ২০২৩ ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের তথ্য। বিবরণীতে এসব জানানো হয়। ডাক অধিদপ্তরের আওতায় ‘স্মার্ট আর্টিক্যাল কালেকশন’ (চিঠি, ডকুমেন্ট, পার্সেল) সেবা চালু করা যাবে। এই সেবার আওতায় নাগরিকেরা ডাকঘরে না গিয়েই অনলাইনে প্রেরক ও প্রাপকের ঠিকানা এবং প্রেরিত আর্টিক্যালের তথ্য পাবেন। ডাকঘরের রানাররা প্রেরকের ঠিকানায় গিয়ে আর্টিক্যাল সংগ্রহ করে তা ডাকযোগে পাঠানোর ব্যবস্থা নেবেন। এ ছাড়া স্মার্ট পোস্ট বক্সের মাধ্যমে নাগরিকদের ডাকদ্রব্য পৌঁছে দেওয়া হবে। অ্যাপলের ‘সিরি’ কিংবা অ্যামাজনের ‘অ্যালেক্সার’ মতো ভার্চুয়াল সহকারী হিসেবে চালু করা হচ্ছে ‘সাথী’। a2i’র উদ্যোগে তৈরি এই অ্যাপ সব ধরনের মুঠোফোনে ডাউনলোডের জন্য বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (BTRC) সহযোগিতা করবে। অ্যাপটি মুঠোফোন নম্বরের সঙ্গে একীভূত করা থাকবে।
চার অঞ্চলে বাংলাদেশ রেলওয়ে
বাংলাদেশ রেলওয়ে দুই অঞ্চল থেকে চার অঞ্চলে বিভক্ত করা হবে। আর পরিচালন বিভাগ হবে আটটি। ৫ ডিসেম্বর ২০২৩ ঢাকায় রেল ভবনে বিভাগ বিভাজনসংক্রান্ত সভায় এ সিদ্ধান্ত হয়। বর্তমানে বাংলাদেশ রেলওয়েতে দুটি অঞ্চল অর্থাৎ পূর্বাঞ্চল ও পশ্চিমাঞ্চলে বিভক্ত। প্রতি অঞ্চলে দুটি করে মোট চারটি পরিচালন বিভাগ রয়েছে। উল্লেখ্য, সুষ্ঠুভাবে ট্রেন পরিচালনার লক্ষ্যে ২৩ অক্টোবর ২০১৪ প্রধানমন্ত্রী শেখ হাসিনা অঞ্চল ও বিভাগ বাড়ানোর অনুশাসন দেন।
প্রস্তাবিত চার অঞ্চল
অঞ্চল | যে এলাকা নিয়ে গঠিত | সদর দপ্তর | পরিচালন বিভাগ |
পূর্বাঞ্চল | চট্টগ্রাম ও সিলেট | চট্টগ্রাম | চট্টগ্রাম ও সিলেট |
পশ্চিমাঞ্চল | রাজশাহী ও রংপুর | রাজশাহী | পাকশী ও লালমনিরহাট |
মধ্যাঞ্চল | ঢাকা ও ময়মনসিংহ | ময়মনসিংহ | ঢাকা ও ময়মনসিংহ |
দক্ষিণাঞ্চল | খুলনা ও ফরিদপুর | খুলনা | যশোর ও ফরিদপুর |
বর্তমান দুই অঞ্চল
অঞ্চল | যে এলাকা নিয়ে গঠিত | সদর দপ্তর | পরিচালন বিভাগ |
পূর্বাঞ্চল | চট্টগ্রাম, সিলেট, ঢাকা ও ময়মনসিংহ | চট্টগ্রাম | ঢাকা ও চট্টগ্রাম |
পশ্চিমাঞ্চল | রাজশাহী, রংপুর, খুলনা ও ফরিদপুর | রাজশাহী | পাকশী ও লালমনিরহাট |
বাংলাদেশের নির্বাচন
৭ জানুয়ারি ২০২৪ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। গণতান্ত্রিক শাসন ব্যবস্থার গুরুত্বপূর্ণ অনুষঙ্গ ‘নির্বাচন’। আধুনিক রাষ্ট্রের নাগরিক ভোট প্রদানের মাধ্যমে বেছে নেন তাদের পছন্দের নেতৃত্ব। কিন্তু নির্বাচন ব্যবস্থার রয়েছে সুদীর্ঘ ইতিহাস। নির্বাচন কেন, কীভাবে এলো, কোথায় এর সূচনা-এ প্রসঙ্গে আমাদের এ আয়োজন।
নির্বাচন
নির্বাচন (Election) হলো কোনো দেশ, প্রতিষ্ঠান বা দপ্তরের কোনো পদে প্রার্থীদের মধ্য থেকে এক বা একাধিক প্রার্থীকে বাছাই প্রক্রিয়া; অর্থাৎ নির্বাচন হচ্ছে জনপ্রতিনিধি বাছাইয়ের পদ্ধতি। স্থানীয় পর্যায় থেকে জাতীয় পর্যায় পর্যন্ত ভোটাধিকার প্রাপ্ত সকল নাগরিক ভোট দিয়ে জনপ্রতিনিধি বাছাই করে। সুষ্ঠু নির্বাচন গণতান্ত্রিক শাসন পদ্ধতির অন্যতম শর্ত।
ভোট
ভোট (Vote) কোনো সমষ্টিগত সিদ্ধান্ত গ্রহণ বা প্রতিনিধি নির্বাচনের উদ্দেশ্যে সভা, সমিতি বা নির্বাচনী এলাকায় মতামত প্রকাশের একটি মাধ্যম বা পদ্ধতি। সাধারণত আলোচনা, বিতর্ক বা নির্বাচনী প্রচারণার পর ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। গণতান্ত্রিক ব্যবস্থায় ভোটের মাধ্যমে নির্বাচিত জনপ্রতিনিধিগণ দায়িত্ব লাভ করেন। ভোটদানের অধিকার সম্পন্ন ব্যক্তিদের বলা হয় ‘ভোটার’।
নির্বাচনের সূচনা
শাসনকাঠামো পরিচালনায় গ্রিকরাই সর্বপ্রথম নির্বাচন ব্যবস্থার প্রচলন করে। লটারির মাধ্যমে তারা তাদের শাসক বেছে নিত। প্রাচীন রোমেও নির্বাচনের ব্যবহার ছিল। সমগ্র মধ্যযুগে রোমান সম্রাট ও পোপ বাছাইয়ের ক্ষেত্রেও নির্বাচনের ব্যবহার দেখা যায়। সুদূর অতীতে শাসন প্রক্রিয়ায় প্রচলিত ছিল পরিবারতন্ত্র বা উত্তরাধিকার নীতি। খ্রিষ্টের জন্মের ৭৫৪ বছর আগে প্রাচীন গ্রিসের স্পার্টার মিশ্র সরকারের অধীনে রাষ্ট্রের বিভিন্ন বিষয়ে নীতিনির্ধারণী বোর্ডের পাঁচ সদস্য বাছাইয়ে জনগণের সম্পৃক্ততায় নির্বাচনের নজির পাওয়া যায়।
বাংলাদেশে নির্বাচন
বাংলাদেশ স্বাধীন হওয়ার পর ১২টি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় এবং প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয় ৭ মার্চ ১৯৭৩। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় ৭ জানুয়ারি ২০২৪।
নারীর ভোটাধিকার
গোপন ব্যালট পদ্ধতির নির্বাচনব্যবস্থা প্রচলনের পর পুরুষই একমাত্র ভোট প্রদানের অধিকার রাখত। ২৮ নভেম্বর ১৮৯৩ অনুষ্ঠিত নির্বাচনে নিউজিল্যান্ডের নারীরা সর্বপ্রথম ভোট প্রদান করে। সেটাই ছিল পৃথিবীর ইতিহাসে নারীদের ভোট দেওয়ার প্রথম ঘটনা। এরপর ১৯১৭ সালে রাশিয়া, ১৯১৮ সালে ইংল্যান্ড ও জার্মানি, ২৬ আগস্ট ১৯২০ যুক্তরাষ্ট্র এবং ১৯৪৪ সালে ফ্রান্স নারীদের ভোটাধিকার নিশ্চিত করে। এরপর ক্রমান্বয়ে বিশ্বের প্রায় সকল দেশে নারীর ভোটাধিকার নিশ্চিত হয়।
ভোট দেওয়ার বয়স
নির্বাচন ব্যবস্থা প্রচলিত হওয়ার পর থেকে ভোট দেওয়ার মার্জিন বয়স ছিল ২১ বছর এবং সেনাবাহিনীতে নিয়োগের একজন ন্যূনতম বয়স ছিল ১৮ বছর। ১৯৭১ সালে ভিয়েতনাম যুদ্ধ চলাকালে মার্কিন নাগরিকরা উপলব্ধি করে যে ও নাগরিক যে বয়সে দেশের জন্য যুদ্ধ করতে পারে, সেই বয়সটিই তার ভোট দেওয়ার জন্য উপযুক্ত সময়। ফলে ব্যবধানের ২৬তম সংশোধনীর মাধ্যমে ভোট দেওয়ার বয়স ১৮ করা হয়। বিশ্বে ভোট ব্যবস্থা চালু রয়েছে এমন দেশগুলোতে এখন ১৮ বছর হলেই নাগরিকরা ভোট দেওয়ার অধিকার লাভ করে।
কতিপয় দেশে সর্বনিম্ন ভোটের বয়স
দেশ | বয়স |
ব্রাজিল, আর্জেন্টিনা, কিউবা, স্কটল্যান্ড | ১৬ |
ইন্দোনেশিয়া, পূর্ব তিমুর, গ্রিস, উত্তর কোরিয়া | ১৭ |
যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া, ফ্রান্স, যুক্তরাজ্য, ভারত, জাপান, তুরস্ক, সৌদি আরব, নিউজিল্যান্ড, পাকিস্তান, বাংলাদেশ | ১৮ |
বাহরাইন, তাইওয়ান, ক্যামেরুন | ২০ |
ওমান, লেবানন, সিঙ্গাপুর | ২১ |
বাধ্যতামূলক ভোট
বেলজিয়াম বিশ্বের প্রথম রাষ্ট্র যারা ১৮৯২ সালে পুরুষদের জন্য এবং ১৯৪৯ সালে নারীদের জন্য বাধ্যতামূলক ভোটের ব্যবস্থা চালু করে। এছাড়াও যেসব দেশে এই আইন রয়েছে সেগুলো হলো- আর্জেন্টিনা, অস্ট্রিয়া, অস্ট্রেলিয়া, বলিভিয়া, ব্রাজিল, চিলি, সাইপ্রাস, ইকুয়েডর, মিসর, ফিজি, পানামা, গ্রিস, ইতালি, লিচেনস্টেইন, লুক্সেমবার্গ, নাউরু, প্যারাগুয়ে, পেরু, সিঙ্গাপুর, সুইজারল্যান্ড, থাইল্যান্ড, তুরস্ক, উরুগুয়ে, হন্ডুরাস, এল সালভাদর, ডমিনিকান রিপাবলিক, কোস্টারিকা, ভেনেজুয়েলা, মেক্সিকো এবং কম্বোডিয়া।
ইশতেহার
ইশতেহার আরবি শব্দ। এর অর্থ প্রচারপত্র। ইংরেজিতে বলে Manifesto যা ল্যাটিন শব্দ Manifestum থেকে উদ্ভূত, যার অর্থ স্পষ্ট বা সুস্পষ্ট। নির্বাচনী প্রতিশ্রুতি বা ইশতেহার হলো একটি প্রতিশ্রুতি বা গ্যারান্টি যা একজন প্রার্থী বা রাজনৈতিক দলের দ্বারা জনসাধারণের কাছে দেওয়া হয় এবং নির্বাচনে জয়ী হওয়ার চেষ্টা করা হয়। ইশতেহার ঘোষণা রাজনৈতিক দলগুলোর জন্য নির্বাচনী কৃত্যের একটি আবশ্যকীয় উপাদান।
তফসিল
একটি নির্বাচন আয়োজনে যেসব কার্যক্রম রয়েছে তার সবকিছুর সময় বেঁধে দেওয়া হয় তফসিলে। এটি নির্বাচন অনুষ্ঠানের তারিখের একটি আইনি ঘোষণা। যেমন- প্রার্থিতার জন্য মনোনয়নের কাগজ জমা দেওয়া শুরু, মনোনয়নের কাগজ নির্বাচন কমিশনে বাছাই প্রক্রিয়া, প্রার্থিতা প্রত্যাশী ব্যক্তি নির্বাচন কমিশনে আপিল করতে পারবেন, যারা প্রার্থী হিসেবে মনোনয়ন পাবেন তাদের তালিকা করে ছাপানো হবে, নির্বাচনী প্রচারণা শুরু করা এবং কতদিন পর্যন্ত চালানো যাবে এসব বিষয় উল্লেখ থাকে। সাধারণত বাংলাদেশের তফসিলে যেসব কার্যক্রম দেওয়া থাকে তা করার জন্য সব মিলিয়ে পুরো সময়কাল ৪৫ দিন হয়ে থাকে।
গণভোট
গণভোট-এর ইংরেজি প্রতিশব্দ Referendum বা Plebicite। গণভোট হলো রাষ্ট্রীয় কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে ভোটের মাধ্যমে সমগ্র জনগণের মতামত গ্রহণের প্রক্রিয়া। নেপোলিয়ান বোনাপার্ট সর্বপ্রথম ফ্রান্সে এই প্রথার প্রচলন করেন। পৃথিবীর অনেক দেশে গণভোটের বিধান রয়েছে। বাংলাদেশে গণভোট প্রথম: ৩০ মে ১৯৭৭; দ্বিতীয়: ১ মার্চ ১৯৮৫; তৃতীয়: ১৫ সেপ্টেম্বর ১৯৯১।
ব্যালট পেপার
নির্বাচনে প্রতিনিধি বাছাইয়ের ক্ষেত্রে ভোটদাতাগণ নিজের পছন্দ প্রকাশের জন্য যে পত্র ব্যবহার করে তাকে ব্যালট পেপার বলে।
মজার তথ্য
• যুক্তরাষ্ট্রে কৃষ্ণাঙ্গরা দেশটির গৃহযুদ্ধের পর ১৮৬০ সালে ক্রীতদাস প্রথা সীমিত করার মধ্য দিয়ে ভোটাধিকার পায়। তবে ১৯৬৫ সালে ‘ভোটিং রাইট অ্যাক্ট’ পাসের পর সম্পূর্ণভাবে তারা ভোটাধিকার লাভ করে।
• প্রায় ২৮ লক্ষ জনসংখ্যার দেশ গাম্বিয়াতে শিক্ষার হার প্রায় ৫৮.১%। নিরক্ষরতা যাতে ভোট প্রদানে বাঁধা না হয়ে দাঁড়ায়, তাই সে দেশে গত ৬০ বছর ধরেই মার্বেলের মাধ্যমে ভোট প্রদানের ব্যবস্থা চালু রয়েছে। গাম্বিয়ায় শেষ মার্বেল ভোট অনুষ্ঠিত হয় ২০২১ সালের ডিসেম্বরে।
কতিপয় উক্তি
• ভোটাধিকারের মাধ্যমে মানুষ ব্যক্তিত্ব মর্যাদাসম্পন্ন হয়- লর্ড ব্রাইস
• বুলেটের চাইতে ব্যালট শক্তিশালী (The ballot is stronger than bullet)- আব্রাহাম লিংকন
• If there is no opposition, there is no democracy-Ivor Jennings