বাংলাদেশ বিষয়াবলী – জানুয়ারি ২০২৪

০১০১২০২৪

♦ পল্লী কবি জসীম উদ্দীন জন্মগ্রহণ করেন কবে?

উত্তর: ১ জানুয়ারি, ১৯০৩।

♦ ‘তিতাস একটি নদীর নাম’ উপন্যাসের লেখক কে?

উত্তর: অদ্বৈত মল্লবর্মণ। (জন্ম: ১ জানুয়ারি, ১৯১৪)

♦ বর্তমানে দেশে পল্লী উন্নয়ন একাডেমি কতটি?

উত্তর: ৪টি।

♦ বিজ্ঞান জনপ্রিয় করার জন্য আবদুল্লাহ আল মুতী শরফুদ্দিন ইউনেস্কোর আন্তর্জাতিক কলিঙ্গ পুরস্কার লাভ করেন কবে?

উত্তর: ১৯৮৩ (জন্ম- ১ জানুয়ারি ১৯৩০)।

০২০১২০২৪

♦ বিখ্যাত কবি ও শিশু সাহিত্যিক আহসান হাবীব জন্মগ্রহণ করেন-

উত্তর: ২ জানুয়ারি, ১৯১৭।

♦ ‘ক্রীতদাসের হাসি, ‘জাহান্নম হতে বিদায়’ উপন্যাসদ্বয়ের রচয়িতা কে?

উত্তর: শওকত ওসমান। (জন্ম: ২ জানুয়ারি, ১৯১৭)

♦ বর্তমানে দেশে GI সনদ প্রাপ্ত পণ্যের সংখ্যা কতটি?

উত্তর: ২১টি।

♦ ২০২৩ সালে দেশের কতটি পণ্য GI সনদ পেয়েছে?

উত্তর: ১০টি।

♦ ‘জাতীয় সমাজসেবা দিবস’ পালিত হয় কবে?

উত্তর: ২ জানুয়ারি।

♦ দেশের ক্ষুদ্র জাতিগোষ্ঠীর কতজন শিশুকে তাদের মাতৃভাষার পাঠ্যবই দেওয়া হয়েছে?

উত্তর: প্রায় ৯ হাজার। (এর মধ্যে চাকমা, মারমা ও ত্রিপুরা ভাষা উল্লেখযোগ্য)

০৩০১২০২৪

♦ আগরতলা ষড়যন্ত্র মামলা কত সালে দায়ের করা হয়?

উত্তর: ১৯৬৮ সালে। (মামলা দায়ের করা হয় ৩ জানুয়ারি, ১৯৬৮ সালে)

♦ ‘আমার পণ’ কবিতার লেখক কে?

উত্তর: মদনমোহন তর্কালঙ্কার। (জন্ম: ৩ জানুয়ারি, ১৮১৭)

♦ বাংলার ‘হাতেম তাই’ বলা হয় কাকে?

উত্তর: হাজী মুহম্মদ মুহসীন। (জন্ম: ৩ জানুয়ারি, ১৭৩২)

♦ ঢাকার এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয় কত সালে?

উত্তর: ১৯৫২ সালে।

♦ ২০২৩ সালে দেশে মোট কী পরিমাণ প্রবাসী আয় এসেছে?

উত্তর: ২ হাজার ১৯০ কোটি ডলার। (সূত্র: বাংলাদেশ ব্যাংক)

♦ চলতি অর্থবছরের প্রথমার্ধে মোট কত কোটি ডলারের পণ্য রপ্তানি হয়েছে?

উত্তর: ২,৭৫৪ কোটি ডলার। (সূত্র: ইপিবি)

০৪০১২০২৪

♦ কথা সাহিত্যিক আখতারুজ্জামান ইলিয়াস কবে মৃত্যুবরণ করেন?

উত্তর: ৪ জানুয়ারি, ১৯৯৭।

♦ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কোন উপন্যাসটি ব্রিটিশ সরকার কর্তৃক বাজেয়াপ্ত হয়?

উত্তর: পথের দাবী।

♦ পূর্ব পাকিস্তান মুসলিম ছাত্রলীগ প্রতিষ্ঠিত হয় কবে?

উত্তর: ৪ জানুয়ারি, ১৯৪৮।

♦ বাংলাদেশে প্রথম ডিজিটাল টেলিফোন ব্যবস্থা চালু হয় কত সালে?

উত্তর: ১৯৯০ সালে।

০৫-০১-২০২৪

♦ কাজী নজরুল ইসলাম-এর বিখ্যাত বিদ্রোহী কবিতাটি কোন পত্রিকায় প্রকাশিত হয়?

উত্তর: বিজলী পত্রিকায়।

♦ ১ম বাংলাদেশি নারী হিসেবে আন্তর্জাতিক টেনিস ফেডারেশনের সহকারী টেনিস রেফারি হিসেবে দায়িত্ব পেয়েছেন কে?

উত্তর: মাসফিয়া আফরিন।

♦ বাংলাদেশের প্রথম জাতীয় সংসদ নির্বাচন কবে অনুষ্ঠিত হয়?

উত্তর: ৭ই মার্চ, ১৯৭৩।

♦ ঢাকার বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা উন্নত করতে ADB কত টাকা ঋণ দিবে?

উত্তর: ১,৭৬০ কোটি টাকা। (১৬ কোটি মার্কিন ডলার)

♦ ইলা মিত্র কোন আন্দোলনের জন্য বিখ্যাত ছিলেন?

উত্তর: তেভাগা আন্দোলন।

♦ ঢাকা-কক্সবাজার রেলপথে চালু হওয়া নতুন আন্তঃনগর ট্রেনের নাম কী?

উত্তর: পর্যটক এক্সপ্রেস।

১০-০১-২০২৪

♦ বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয় কবে?

উত্তর: প্রতি বছর ১০ জানুয়ারি।

১১-০১-২০২৪

♦ জলবায়ু পরিবর্তনে বাংলাদেশের বাৎসরিক ক্ষতির পরিমাণ কত?

উত্তর: ৫০০ কোটি ডলার।

♦ মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরে কত কিলোমিটার দীর্ঘ সমুদ্রপথ নির্মাণ করা হয়েছে?

উত্তর: ১৪ কি. মি.।

♦ কে ১৭ই মার্চকে জাতীয় শিশু দিবস হিসেবে পালন করার প্রস্তাব করেন?

উত্তর: লেখিকা নীলিমা ইব্রাহিম। (জন্ম: ১৯২১ সালের ১১ জানুয়ারি)।

♦ মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র ‘ওরা ১১ জন’ এবং ‘হাঙর নদী গ্রেনেড’ এর পরিচালক কে?

উত্তর: চাষী নজরুল ইসলাম। (মৃত্যুঃ ১১ জানুয়ারি, ২০১৫)

♦ বর্তমানে BRRI কর্তৃক উদ্ভাবিত সর্বমোট ধানের জাতের সংখ্যা কয়টি?

উত্তর: ১১৫ টি।

১২-০১-২০২৪

♦ লন্ডনভিত্তিক প্রতিষ্ঠান হেনলি অ্যান্ড পার্টনার্স প্রকাশিত সূচকে ২০২৪ সালে বিশ্বের শক্তিশালী পাসপোর্টের দিক থেকে বাংলাদেশের অবস্থান কত?

উত্তর: ৯৭তম।

১৩-০১-২০২৪

♦ কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভের দৈর্ঘ্য কত?

উত্তর: ৮০ কিলোমিটার।

♦ বর্তমানে বাংলাদেশের কতজন গ্রাহক ইন্টারনেট ব্যাংকিং ও অ্যাপসের মাধ্যমে ব্যাংকিং সেবা নিচ্ছে?

উত্তর: প্রায় ৮০ লাখ গ্রাহক।

১৪-০১-২০২৪

♦ বাংলাদেশি পাসপোর্টধারীরা আগাম ভিসা ছাড়াই কতটি দেশ ভ্রমণ করতে পারবেন?

উত্তর: ৪২ টি।

♦ নাট্যাচার্য সেলিম আল দীনের প্রকৃত নাম কী?

উত্তর: মইনুদ্দিন আহমেদ। (তিনি ২০০৮ সালের ১৪ জানুয়ারি মৃত্যুবরণ করেন)

♦ ফোর্বস ম্যাগাজিন শেখ হাসিনাকে বিশ্ব রাজনীতিতে কততম শক্তিশালী নারী হিসেবে আখ্যায়িত করেছে?

উত্তর: ৯ম।

♦ চলতি অর্থ বছরের প্রথম ছয় মাসে মোট আমদানিকৃত পণ্যের পরিমাণ কত?

উত্তর: ৬ কোটি ৬৯ লাখ ৩২ হাজার টন। (সূত্র: এনবিআর)

১৬০১২০২৪

♦ অপরাজেয় কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মৃত্যুবরণ করেন কবে?

উত্তর: ১৬ জানুয়ারি, ১৯৩৮।

♦ নেপাল বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে কবে?

উত্তর: ১৬ জানুয়ারি, ১৯৭২।

♦ পণ্যের অতিরিক্ত দাম নিয়ে ভোক্তারা তাদের অভিযোগ কোন হটলাইন নম্বরে জানাতে পারবে?

উত্তর: ৩৩৩।

১৭০১২০২৪

♦ দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচন অনুষ্ঠিত হবে-

উত্তর: ফেব্রুয়ারিতে।

♦ ‘কবর’ নাটকটি প্রথম অভিনীত হয় কোথায়?

উত্তর: ঢাকা কেন্দ্রীয় কারাগারে। (১৭ জানুয়ারি, ১৯৫৩ সালে কারাগারে বসে মুনীর চৌধুরী ‘কবর’ নাটকের রচনা শেষ করেন)

♦ বাংলাদেশে কত সাল থেকে এজেন্ট ব্যাংকিং সেবা কার্যক্রম শুরু করা হয়?

উত্তর: ২০১৪ সালে (ব্যাংক এশিয়া ১ম এই সেবা শুরু করে)।

♦ সার্কের বর্তমান (১৫ তম) মহাসচিব এর নাম কী?

উত্তর: গোলাম সারওয়ার (বাংলাদেশ)।

১৮-০১-২০২৪

♦ বিবিএসের তথ্যানুযায়ী, ২০২২-২৩ অর্থবছরে দেশে কী পরিমাণ চাল উৎপাদন হয়?

উত্তর: ৩ কোটি ৯১ লাখ টন।

♦ বাংলাদেশে ব্যাংকাসুরেন্স প্রবর্তন করা হয় কবে?

উত্তর: ১২ ডিসেম্বর, ২০২৩

♦ বাংলাদেশে উৎপাদিত পণ্যসামগ্রী বিশ্বের কতটি দেশে রপ্তানি হয়?

উত্তর: ১৯০টি দেশে।

১৯-০১-২০২৪

♦ বাংলাদেশে শনাক্ত হওয়া করোনার নতুন ধরনের নাম কী?

উত্তর: জেএন.১।

♦ মুসলিম সাহিত্য সমাজ প্রতিষ্ঠিত হয় কবে?

উত্তর: ১৯ জানুয়ারি, ১৯২৬। (প্রধান সংগঠক: ড. মুহম্মদ শহীদুল্লাহ)

♦ ২০২৩ সালের নভেম্বর পর্যন্ত বাংলাদেশে রোহিঙ্গা শরণার্থীর সংখ্যা কত?

উত্তর: ৯ লাখ ৭০ হাজার।

২০-০১-২০২৪

♦ ‘শহীদ আসাদ দিবস’ কবে পালিত হয়?

উত্তর: ২০ জানুয়ারি।

♦ চলতি অর্থবছরের প্রথমার্ধে তৈরি পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির পরিমাণ কত?

উত্তর: ১.৭২ শতাংশ।

♦ ২০২৩ সালে বাংলাদেশ কী পরিমাণ চা উৎপাদন হয়েছে?

উত্তর: ১০ কোটি ২৯ লাখ কেজি। (এখন পর্যন্ত সর্বোচ্চ)

♦ ২০২৬ সাল থেকে পেট্টোবাংলাকে কী পরিমাণ এলএনজি সরবরাহ করবে বেসরকারি খাতের সামিট গ্রুপ?

উত্তর: ১৫ লক্ষ টন।

♦ বাংলাদেশে সর্বপ্রথম কোথায় চা চাষ শুরু হয়?

উত্তর: ১৮৪০ সালে চট্টগ্রামের পাইওনিয়ার বাগানে।

২১০১২০২৪

♦ বর্তমানে দেশে পল্লী উন্নয়ন একাডেমি কয়টি?

উত্তর: ৪টি।

♦ বাংলাদেশে NGO কার্যক্রম পরিচালনার জন্য কোন মন্ত্রণালয়ের অনুমতি নিতে হয়?

উত্তর: সমাজকল্যাণ মন্ত্রণালয়।

♦ সম্প্রতি বাংলাদেশ ব্যাংক ডলারের দাম নির্ধারণে কোন পদ্ধতি ব্যবহারের ঘোষণা দিয়েছে?

উত্তর: ক্রলিং পেগ।

২২-০১-২০২৪

♦ ২০২৩ সালে বাংলাদেশে নতুন করে কতটি পোশাক কারখানা নির্মাণ হয়েছে?

উত্তর: ২৬৪টি।

♦ কোন শিল্পকে ২০২৪ সালের বর্ষপণ্য হিসেবে ঘোষণা করেছে বাংলাদেশ সরকার?

উত্তর: হস্তশিল্প।

♦ স্বাস্থ্য বিভাগ ২০২৫ সাল নাগাদ ৩০ লাখ রোগীকে কোন প্রকল্পের আওতায় আনতে চায়?

উত্তর: নন-কমিউনিকেবল ডিজিজ (এনসিডি) কর্ণার।

২৩০১২০২৪

♦ দেশের সর্ববৃহৎ গ্যাসক্ষেত্র তিতাস কতসালে আবিষ্কৃত হয়?

উত্তর: ১৯৬২ সালে।

♦ ২০২১ সালের বৈশ্বিক স্বাস্থ্য নিরাপত্তা সূচকে বাংলাদেশের অবস্থান কত ছিল?

উত্তর: ৯৫ তম (১৯৫টি দেশের মধ্যে)।

২৪০১২০২৪

♦ ঐতিহাসিক গণঅভ্যুত্থান দিবস কবে পালিত হয়?

উত্তর: ২৪ জানুয়ারি।

♦ বাংলাদেশকে সোভিয়েত ইউনিয়ন স্বীকৃতি প্রদান করে কবে?

উত্তর: ২৪ জানুয়ারি, ১৯৭২।

♦ ১ম বাংলাদেশি নারী ক্রিকেটার হিসেবে আইসিসির বর্ষসেরা একাদশে নির্বাচিত হয়েছেন কে?

উত্তর: নাহিদা আক্তার। (২০২৩ সালের সেরা নারী একাদশ)

♦ চিকিৎসাক্ষেত্রে দেশে ১ম বারের মতো রোবোটিক এনজিওপ্লাস্টি পদ্ধতির ব্যবহার করেছে কোন হাসপাতাল?

উত্তর: জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট।

♦ বাংলাদেশে সামাজিক বনায়ণের সূচনা হয় কত সালে?

উত্তর: ১৯৬৭ সালে।

২৫-০১-২০২৪

♦ বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার-২০২৩ পাচ্ছেন কতজন?

উত্তর: ১৬ জন।

♦ ঐতিহাসিক ‘ঢাকা গেট’ এর নির্মাণ করা হয় কত সালে?

উত্তর: ১৬৬০ থেকে ১৬৬৩ সালে। (মির জুমলা এর নির্মাণ করেন)

♦ মাইকেল মধুসূদন দত্ত কবে জন্মগ্রহণ করেন?

উত্তর: ২৫ জানুয়ারি, ১৮২৪।

♦ GSP-plus সুবিধা পেতে হলে বাংলাদেশকে কতটি শর্ত বাস্তবায়ন করতে হবে?

উত্তর: ৩২ টি।

♦ কথা সাহিত্যিক শওকত আলী কবে মৃত্যুবরণ করেন?

উত্তর: ২৫ জানুয়ারি, ২০১৮।

২৬-০১-২০২৪

♦ শেখ হাসিনা পল্লী উন্নয়ন একাডেমী কোথায় অবস্থিত?

উত্তর: জামালপুর।

♦ সম্প্রতি জাপান নতুন করে বাংলাদেশকে কী পরিমাণ ঋণের প্রতিশ্রুতি দিয়েছে?

উত্তর: ২০২ কোটি ডলার।

♦ সম্প্রতি ইন্টারন্যাশনাল সোসাইটি অব নেফ্রোলজি বাংলাদেশের কোন হাসপাতালকে আন্তর্জাতিক স্বীকৃতি প্রদান করেছে?

উত্তর: কিডনি ফাউন্ডেশন হাসপাতাল এন্ড রিসার্চ ইনস্টিটিউট (মিরপুর)

২৭-০১-২০২৪

♦ গত তিন বছরে কতজন বাংলাদেশি শ্রমিক কাজের উদ্দেশ্যে সৌদি আরব গিয়েছে?

উত্তর: ১৫ লাখ ২১ হাজার। (সূত্র: বিএমইটি)

♦ ঐতিহাসিক ‘ওড্ডা ফাতেহ খাঁ’ মসজিদ কোথায় অবস্থিত?

উত্তর: কুমিল্লায়। (১৭৮০ সালে এটি নির্মিত হয়)

♦ সুন্দরবনের কাঁকড়া ধরার নিষিদ্ধ সময় কখন?

উত্তর: জানুয়ারি ও ফেব্রুয়ারি মাস। (সূত্র: বন বিভাগ)

♦ ২০২৩-২৪ অর্থবছরে বাংলাদেশ কত ডলারের শুঁটকি রপ্তানি করেছে?

উত্তর: ২৫,৪৫,৫১৪ মার্কিন ডলার। (সূত্র: ইপিবি)

♦ সম্প্রতি কোন বাংলাদেশি ভারতের মর্যাদাপূর্ণ রাষ্ট্রীয় বেসামরিক সম্মাননা ‘পদ্মশ্রী’-তে ভূষিত হন?

উত্তর: প্রখ্যাত রবীন্দ্রসংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা।

২৮০১২০২৪

♦ সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের আরটিজিএস সিস্টেমে কোন দেশের মুদ্রা যুক্ত করা হয়েছে?

উত্তর: চীনের মুদ্রা ইউয়ান।

♦ বঙ্গবন্ধু বিষয়ক গবেষণায় ‘বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার-২০২৩’ পেয়েছেন –

উত্তর: সাইফুল্লাহ মাহমুদ দুলাল এবং মোঃ মজিবুর রহমান।

♦ বাংলা ভাষায় প্রকাশিত প্রথম দৈনিক সংবাদপত্রের নাম কী?

উত্তর: সংবাদ প্রভাকর। (ঈশ্বরচন্দ্র গুপ্তের সম্পাদনায় প্রথম প্রকাশিত হয়)

♦ ফরায়েজি আন্দোলনের নেতা হাজী শরীয়তুল্লাহ কত সালে মৃত্যুবরণ করেন?

উত্তর: ১৮৪০ সালে (২৮ জানুয়ারি)।

২৯০১২০২৪

♦ তিমির হননের কবি বলা হয় কাকে?

উত্তর: জীবনানন্দ দাশ।

♦ দেশের প্রথম ক্রীড়া সচিব কে ছিলেন?

উত্তর: কাজী আনিসুর রহমান।

৩০-০১-২০২৪

♦ দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন কবে শুরু হয়?

উত্তর: ৩০ জানুয়ারি, ২০২৪।

♦ বাংলাদেশে বর্তমানে নিবন্ধিত রাজনৈতিক দল কতটি?

উত্তর: ৪৪ টি।

♦ শিশু সাহিত্যিক মোহাম্মদ নাসির আলী কবে মৃত্যুবরণ করেন?

 উত্তর: ৩০ জানুয়ারি, ১৯৭৫।

৩১-০১-২০২৪

♦ বর্তমান মন্ত্রিসভার মোট সদস্য সংখ্যা কত? উত্তর: ৩৭ জন।

‘সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম কমিটি’ গঠিত হয় কবে? উত্তর: ৩১ জানুয়ারি, ১৯৫২।

♦ দ্বাদশ জাতীয় সংসদের স্পিকার হিসেবে নির্বাচিত করা হয় কাকে?

উত্তর: শিরীন শারমিন চৌধুরী। (টানা ৪র্থ বারের মতো)

আলোচিত বাংলাদেশ

পদক-পুরস্কার

বাংলাএকাডেমিসাহিত্যপুরস্কার২০২৩

২৪ জানুয়ারি, ২০২৪ ‘বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৩’ ঘোষণা করা হয়। ১১টি বিভাগে মোট ১৬ জন এ পুরস্কার লাভ করেন।

পুরস্কার বিজয়ী

কবিতা: শামীম আজাদ।

কথাসাহিত্য: নূরুদ্দিন জাহাঙ্গীর ও সালমা বাণী

প্রবন্ধ/গবেষণা:  জুলফিকার মতিন।

অনুবাদ: সালেহা চৌধুরী।

নাটক: মৃত্তিকা চাকমা ও মাসুদ পথিক।

শিশুসাহিত্য: তপংকর চক্রবর্তী।

মুক্তিযুদ্ধভিত্তিক গবেষণা: আফরোজা পারভীন ও আসাদুজ্জামান আসাদ।

বঙ্গবন্ধুবিষয়ক গবেষণা: সাইফুল্লাহ মাহমুদ দুলাল ও মো. মজিবুর রহমান।

বিজ্ঞান/ কল্পবিজ্ঞান/পরিবেশ বিজ্ঞান: ইনাম আল হক।

আত্মজীবনী/ স্মৃতিকথা/ ভ্রমণকাহিনী: ইসহাক খান।

ফোকলোর: তপন বাগচী ও সুমনকুমার দাশ। 

একুশেপদক২০২৪

২০২৪ সালের একুশে পদকের জন্য মনোনীতদের নাম ঘোষণা করেছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। ভাষা আন্দোলন, শিল্পকলা, ভাষা ও সাহিত্যসহ বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি হিসেবে এবারের একুশে পদক পাচ্ছেন ২১ জন।

ক্রমব্যক্তিরনামক্ষেত্র
মৌ. আশরাফুদ্দীন আহমদ (মরণোত্তর),ভাষা আন্দোলন
বীর মুক্তিযোদ্ধা হাতেম আলী মিয়া (মরণোত্তর)ভাষা আন্দোলন
জালাল উদ্দীন খাঁ (মরণোত্তর)শিল্পকলা (সংগীত)
বীর মুক্তিযোদ্ধা কল্যাণী ঘোষশিল্পকলা (সংগীত)
বিদিত লাল দাস (মরণোত্তর)শিল্পকলা (সংগীত)
এন্ড্রু কিশোর (মরণোত্তর)শিল্পকলা (সংগীত)
শুভ্র দেবশিল্পকলা (সংগীত)
শিবলী মোহাম্মদশিল্পকলা (নৃত্যকলা)
ডলি জহুরশিল্পকলা (অভিনয়)
১০এম. এ. আলমগীরশিল্পকলা (অভিনয়)
১১খান মো: মুস্তাফা ওয়ালীদ (শিমুল মুস্তাফা)শিল্পকলা (আবৃত্তি)
১২রূপা চক্রবর্তীশিল্পকলা (আবৃত্তি)
১৩শাহজাহান আহমেদ বিকাশশিল্পকলা (চিত্রকলা)
১৪কাওসার চৌধুরীশিল্পকলা (মুক্তিযুদ্ধ বিষয়কপ্রামাণ্যচিত্র নির্মাণ ও আর্কাইভিং)
১৫মো: জিয়াউল হকসমাজসেবা
১৬আলহাজ্ব রফিক আহামদসমাজসেবা
১৭মুহাম্মদ সামাদভাষা ও সাহিত্য
১৮লুৎফর রহমান রিটনভাষা ও সাহিত্য
১৯মিনার মনসুরভাষা ও সাহিত্য
২০রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ (মরণোত্তর)ভাষা ও সাহিত্য
২১প্রফেসর ড. জিনবোধি ভিক্ষুশিক্ষা

দেশজুড়ে 

স্মার্ট মিউটেশন

দ্বিতীয় প্রজন্মের নামজারি সিস্টেম ‘স্মার্ট মিউটেশন’ চালু করবে ভূমি মন্ত্রণালয়। ৩০ ডিসেম্বর ২০২৩ রাজধানীর ভূমি ভবনে ‘স্মার্ট মিউটেশন’ সিস্টেমের একটি ডেমো প্রদর্শন করা হয়। ডেমো প্রদর্শনীর পর ভূমি কর্মকর্তারা সক্রিয়ভাবে গঠনমূলক ফিডব্যাক দেন, যা ‘স্মার্ট মিউটেশন’ সিস্টেমের চলমান উন্নয়নে প্রযোজ্যতা অনুসারে অন্তর্ভুক্ত করা হবে। বিগত প্রায় ৬ বছর ধরে চালু থাকা বর্তমান প্রথম প্রজন্মের ই-নামজারি ব্যবস্থা থেকে অর্জিত অভিজ্ঞতা কাজে লাগিয়ে ভূমিসেবা গ্রহণকারী নাগরিক, ভূমিসেবা প্রদানকারী ভূমি কর্মকর্তা, ভূমিসেবায় সহায়তাকারী, সিস্টেম ডেভেলপারসহ সব অংশীজনের মতামত গ্রহণ করে উন্নয়ন করা হয় ‘স্মার্ট মিউটেশন’ সিস্টেম। কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তিসমৃদ্ধ স্মার্ট মিউটেশন সার্ভিস সিস্টেম ডেভেলপমেন্টের সময় ব্যবহারকারীকেন্দ্রিক ডিজাইন, অন্যান্য গুরুত্বপূর্ণ সার্ভিসের সঙ্গে সহজ ইন্টিগ্রেশন, অটোমেশন, দক্ষ কর্মপ্রবাহ ব্যবস্থাপনা, গুরুত্বপূর্ণ বিশ্লেষণ ও প্রতিবেদন এবং শক্তিশালী ডিজিটাল নিরাপত্তা, ওপেন ডেটা গভর্নেন্স পলিসি ইত্যাদির ওপর জোর দেওয়া হয়। ‘স্মার্ট মিউটেশন’ সিস্টেমটি ‘স্মার্ট ল্যান্ড সার্ভিস’ পোর্টালে ইন্টিগ্রেট করে বর্তমান মিউটেশন সিস্টেম ‘ই- মিউটেশন’-কে প্রতিস্থাপন করবে।

হস্তশিল্পজাত পণ্য ২০২৪ সালের বর্ষপণ্য

২১ জানুয়ারি, ২০২৪ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৮তম ঢাকা আন্তর্জাতিক  বাণিজ্য মেলা (DITF) ২০২৪-এর উদ্বোধনী অনুষ্ঠানে হস্তশিল্পজাত পণ্যকে ২০২৪ সালের বর্ষপণ্য হিসেবে ঘোষণা করেন। হস্তশিল্প নারীর ক্ষমতায়নে বিশেষ ভূমিকা পালন করছে। নারীদের অর্থনৈতিকভাবে আত্মনির্ভরশীল করে তুলছে এবং তাদের জন্য কর্মসংস্থান সৃষ্টি করছে। হস্তশিল্প দারিদ্র্য বিমোচনেও অবদান রাখছে। হস্তশিল্প হলো হাতের তৈরি নানাবিধ পণ্য। হস্তশিল্প ও কুটির শিল্প ছিল আদি ও মধ্যযুগীয় বাংলার গুরুত্বপূর্ণ শিল্প। হস্তশিল্প হিসেবে প্রসিদ্ধ ছিল বয়ন, ধাতব পদার্থের কাজ, জুয়েলারি, বিশেষ করে রুপার তৈরি অলঙ্কার, কাঠের কাজ, বেত এবং বাঁশের কাজ, মাটি ও মৃৎপাত্র। পরবর্তী সময়ে হস্তশিল্পপণ্য তৈরিতে পাট এবং চামড়া প্রধান কাঁচামাল হিসেবে ব্যবহৃত হতে থাকে। উল্লেখ্য, ২০২৩ সালে পাটজাত পণ্যকে বর্ষপণ্য ঘোষণা করা হয়।

জাতিসংঘের তিন সংস্থার বোর্ড সভাপতি

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মোহাম্মদ আব্দুল মুহিত সর্বসম্মতিক্রমে ২০২৪  সালের জন্য জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (UNDP), জাতিসংঘ জনসংখ্যা তহবিল (UNFPA) এবং জাতিসংঘ প্রকল্প সেবাগুলোর কার্যালয়ের (UNOPS) নির্বাহী বোর্ডের সভাপতি নির্বাচিত হন। ১০ জানুয়ারি ২০২৪ জাতিসংঘ সদর দপ্তরে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে কলম্বিয়া, জার্মানি, রোমানিয়া এবং ইথিওপিয়ার রাষ্ট্রদূতরা সহ-সভাপতি নির্বাচিত হন। ২০৩০ উন্নয়ন এজেন্ডা বাস্তবায়নে এ তিনটি সংস্থার সুনির্দিষ্ট ম্যান্ডেট রয়েছে। UNDP মূলত দারিদ্র্য বিমোচন ও টেকসই উন্নয়নে সদস্য দেশগুলোকে সহায়তা করে থাকে। UNFPA কাজ করে জনসংখ্যা ও পরিবার পরিকল্পনার বিষয়ে। আর UNOPS শান্তি, উন্নয়ন ও মানবিক বিষয়াবলির প্রকল্প সংক্রান্ত চূড়ান্ত কাজগুলো সম্পাদন করে। উল্লেখ্য, ২০২২ সালে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে যোগদানের পর থেকে রাষ্ট্রদূত মুহিত জাতিসংঘ শান্তি বিনির্মাণ কমিশনের সভাপতি, ইউএন উইমেন এর নির্বাহী বোর্ডের সভাপতি এবং UNDP, UNFPA, UNOPS’র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। 

উফশী ধান ও গমের জাত উদ্ভাবন 

বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (BRRI) বিজ্ঞানীরা প্রোটিনসমৃদ্ধ, উচ্চফলনশীল নতুন দুটি ধানের জাত উদ্ভাবন করেন। দুটি জাতের নাম ব্রি ধান ১০৭ ও ব্রি ধান ১০৮। ৯ জানুয়ারি, ২০২৪ জাতীয় বীজ বোর্ডের ১১১তম সভায় নতুন দুই জাতের ধানের অনুমোদন দেওয়া হয়। এর ফলে BRRI উদ্ভাবিত সর্বমোট ধানের জাতের সংখ্যা দাঁড়াল ১১৫টি। বোরো মৌসুমে চাষের জন্য বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিত দুটি ধানের জাত ছাড়াও বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিত একটি গমের জাতের নিবন্ধন ও ছাড়পত্র দেয় জাতীয় বীজ বোর্ড। এ ধানের উৎপাদন প্রতি হেক্টরে, ৮.১৯ টন। এই ধানের গুণমান ভালো, অর্থাৎ চালের আকৃতি অতি লম্বা চিকন (৭.৬ মিলিমিটার)। এই ধানের চালে অ্যামাইলেজ ও প্রোটিনের পরিমাণ যথাক্রমে ২৯.১% ও ১০.০২% এবং ভাত ঝরঝরে হয়। প্রতিটি ছড়ায় অধিক সংখ্যক ধান (২৫০-২৭০টি) সন্নিবেশিত থাকে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *