আন্তর্জাতিক বিষয়াবলি – মার্চ ২০২৪
০১এপ্রিল, ২০২৪
♦︎শরীর বিদ্যার জনক বলা হয় কাকে?
উত্তর: উইলিয়াম হার্ভে। (জন্ম: ০১ এপ্রিল, ১৫৭৮)
♦︎জলবায়ু সংকটের কারণে স্থানচ্যুত হওয়া মানুষের কত শতাংশ নারী?
উত্তর: ৮০ শতাংশ। (সূত্র: জাতিসংঘ)
♦︎‘গ্লোবাল ইনোভেশন ইনডেক্স-২০২৩’ অনুসারে বাংলাদেশের অবস্থান কত?
উত্তর: ১০৫তম। (১৩২টি দেশের মধ্যে)
♦︎বিশ্বের প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা আইন জারি করেছে কোন আন্তর্জাতিক সংস্থা?
উত্তর: ইউরোপিয়ান ইউনিয়ন।
০২ এপ্রিল, ২০২৪
♦︎তৃতীয় মেয়াদে মিসরের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বগ্রহণ করেন আব্দেল ফাত্তাহ আল সিসি।
♦︎ বিশ্ব অটিজম সচেতনতা দিবস কবে পালিত হয়?
উত্তর: ২রা এপ্রিল।
♦︎ লিবিয়ার বর্তমান প্রধানমন্ত্রীর নাম কি?
উত্তর: আবদুল হামিদ আল-দেবেইবাহর।
♦︎ ১৯তম G-20 শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হবে?
উত্তর: ১৮-১৯ নভেম্বর, ২০২৪।
০৩ এপ্রিল, ২০২৪
♦︎ চলতি অর্থবছরে ১ম নয় মাসের পণ্য রপ্তানিতে প্রবৃদ্ধির পরিমাণ কত?
উত্তর: ৪.৩ শতাংশ।
♦︎ মিসরের নবনির্বাচিত রাষ্ট্রপতির নাম কি?
উত্তর: আবদেল ফাত্তাহ আল-সিসি। (টানা ৩য় বারের মতো নির্বাচিত)
♦︎ সম্প্রতি কোন দেশের পরমাণুবিজ্ঞানীরা পৃথিবীতে ১০০ মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা তৈরি করে বিশ্ব রেকর্ড গড়েছেন?
উত্তর: দক্ষিণ কোরিয়া।
০৪ এপ্রিল, ২০২৪
♦︎ NATO কবে প্রতিষ্ঠিত হয়?
উত্তর: ৪ এপ্রিল, ১৯৪৯। (বর্তমান সদস্য: ৩২টি, সর্বশেষ: সুইডেন)
♦︎ বর্তমানে বিশ্বের সবচেয়ে শক্তিশালী এমআরআই স্ক্যানার এর নাম কি?
উত্তর: আইসউল্ট। (ফ্রান্স)
♦︎ সম্প্রতি কোন দেশ জার্মানিতে ২০ হাজার হাতি পাঠানোর হুমকি দিয়েছে?
উত্তর: পূর্ব আফ্রিকার দেশ বতসোয়ানা।
০৫ এপ্রিল, ২০২৪
♦︎ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রি বন্ধের আহ্বান জানিয়ে জাতিসংঘ মানবাধিকার পরিষদে (UNHRC) প্রস্তাব পাস হয়।
♦︎ ২০২৪ সালের বৈশ্বিক সন্ত্রাস সূচকে শীর্ষ দেশ কোনটি?
উত্তর: বুরকিনা ফাসো। (বাংলাদেশের অবস্থান-৩২তম)
♦︎ বিশ্বের ১ম AI সফটওয়্যার ইঞ্জিনিয়ারের নাম কি?
উত্তর: Devin.
০৬ এপ্রিল, ২০২৪
♦︎ বিশ্ব শুল্ক সংস্থা (WCO)-এর বর্তমান সদস্য দেশ কতটি?
উত্তর: ১৮৬ টি।
♦︎ বিশ্ব স্বাস্থ্য দিবস-২০২৪ এর প্রতিপাদ্য কি?
উত্তর: My Health, My Right. (আমার স্বাস্থ্য, আমার অধিকার)
১৫ এপ্রিল, ২০২৪
♦︎ ২০২৪ সালে বিশ্ব বাণিজ্যে লেনদেনের পরিমাণ কত বৃদ্ধি পাবে?
উত্তর: ২.৬ শতাংশ। (সূত্র: WTO)
♦︎ বিশ্বের বৃহত্তম শীর্ষ অর্থনীতির দেশ কোনটি?
উত্তর: মার্কিন যুক্তরাষ্ট্র। (২য়: চীন, ৩য়: জার্মানি)
♦︎ ‘গ্রক’ কী?
উত্তর: ইলন মাস্কের নতুন কৃত্রিম বৃদ্ধিমত্তাভিত্তিক চ্যাটবট।
♦︎ এডিবির প্রতিবেদন অনুযায়ী বর্তমানে এশিয়ার কোন দেশে জীবনযাত্রার ব্যয় সবচেয়ে বেশি?
উত্তর: পাকিস্তান।
♦︎ আন্তর্জাতিক সর্বজনীন সংস্কৃতি দিবস কবে পালিত হয়?
উত্তর: ১৫ এপ্রিল।
১৭ এপ্রিল, ২০২৪
♦︎ সম্প্রতি কোন দেশ মধ্যপ্রাচ্য অতিরিক্ত যুদ্ধবিমান মোতায়েন করেন?
উত্তর: যুক্তরাজ্য।
♦︎ স্যাম্পল ভাইটাল স্ট্যাটিসটিক্স-২০২৩ অনুসারে, দেশে বর্তমানে প্রত্যাশিত আয়ুষ্কাল কত?
উত্তর: ৭২.৩ বছর।
♦︎ ১৯তম G-20 শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে?
উত্তর: রিও ডি জেনিরো, ব্রাজিল।
১৭ এপ্রিল, ২০২৪
♦︎ ইসরায়েল কত সালে ইরাকের ওসিরাক পারমাণবিক চুল্লিতে হামলা করেছিল?
উত্তর: ১৯৮১ সালে।
♦︎ জাতিসংঘ সনদের কোন অনুচ্ছেদের অধীন অন্য কোনো দেশে সামরিক শক্তি প্রয়োগ নিষিদ্ধ?
উত্তর: ২(৪) নং অনুচ্ছেদ।
♦︎ ‘গাইয়া বিএইচ-৩’ কীসের নাম?
উত্তর: এখন পর্যন্ত আবিষ্কৃত বৃহত্তম কৃষ্ণগহ্বর। (এর ভর সূর্যের ভরের ৩৩ গুণ)
১৮ এপ্রিল, ২০২৪
♦︎ ফিলিস্তিনকে জাতিসংঘের সদস্যপদ পাওয়ার সংক্রান্ত প্রস্তাবে যুক্তরাষ্ট্র ভেটো দেয়।
♦︎ সম্প্রতি আইএমএফ এর ব্যবস্থাপনা পরিচালক হিসেবে পুনঃনির্বাচিত হয়েছেন কে?
উত্তর: ক্রিস্তিনা লাগাদ।
♦︎ ‘বিখ্যাত আপেক্ষিক তত্ত্বের’ প্রণেতা কে?
উত্তর: আলবার্ট আইনস্টাইন। (মৃত্যু: ১৮ এপ্রিল, ১৯৯৫)
♦︎IMO- এর বর্তমান সদস্য দেশ কতটি?
উত্তর: ১৭৬টি।
১৯ এপ্রিল, ২০২৪
♦︎ বিখ্যাত ইংরেজ কবি লর্ড বায়রন কবে মৃত্যুবরণ করেন?
উত্তর: ১৯ এপ্রিল, ১৮২৪।
♦︎ কাতারের বর্তমান আমিরের নাম কি?
উত্তর: শেখ তামিম বিন হামাদ আল থানি।
♦︎ ‘বাভার-৩৭৩’, ‘এস-৩০০’ কীসের নাম?
উত্তর: ইরানের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থার নাম।
২০ এপ্রিল, ২০২৪
♦︎ IMF-এর তথ্যমতে, মূল্যস্ফীতির চাপ কত সাল পর্যন্ত থাকতে পারে?
উত্তর: ২০২৫ সাল।
♦︎ ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহের নাম কি?
উত্তর: আর্যভট্ট।
♦︎ ইরানের বর্তমান রাষ্ট্রপতির নাম কি?
উত্তর: ইব্রাহিম রাইসি।
২১ এপ্রিল, ২০২৪
♦︎ প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র কোন দেশের তৈরি?
উত্তর: মার্কিন যুক্তরাষ্ট্র।
২২ এপ্রিল, ২০২৪
♦︎ আইডিবি-এর বর্তমান প্রেসিডেন্টের নাম কি?
উত্তর: ইলান গোল্ডফাজন।
♦︎ প্যারাসিটামল ওষুধ সর্বপ্রথম উদ্ভাবন করা হয়-
উত্তর: ১৮৭০-এর দশকে।
♦︎ ‘ফ্রিডম মুভমেন্ট’ কোন দেশভিত্তিক সংগঠনের নাম?
উত্তর: ইরান।
♦︎ মানুষের রক্তের কোন গ্রুপকে সর্বজনীন দাতা বলা হয়?
উত্তর: O গ্রুপকে। (AB গ্রুপ হলো সর্বজনীন গ্রহীতা)
♦︎ ইসরায়েল কোন ক্ষেপণাস্ত্র দিয়ে ইরানে হামলা চালায়?
উত্তর: র্যামপেজ।
♦︎ আল-হামরিয়া বন্দর কোন দেশে অবস্থিত?
উত্তর: সংযুক্ত আরব আমিরাত।
২৩ এপ্রিল, ২০২৪
♦︎মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটের ইউক্রেন, ইসরায়েল ও তাইওয়ানের জন্য সহায়তা অনুমোদন।
♦︎ প্রখ্যাত নাট্যকার ও সাহিত্যিক উইলিয়াম শেক্সপিয়ার কবে জন্মগ্রহণ করেন?
উত্তর: ১৫৬৪ সালের ২৩ এপ্রিল। (১৬১৬ সালের একইদিনে তিনি মৃত্যুবরণ করেন)
♦︎ বিশ্ব বই দিবস কবে পালিত হয়?
উত্তর: প্রতিবছর ২৩ এপ্রিল।
♦︎ কত সালে বিশ্বব্যাংক সর্বপ্রথম ‘সুশাসন’ বা ‘গুড গভর্ন্যান্স’ ধারণাটি ব্যবহার করেন?
উত্তর: ১৯৮৯ সালে।
♦︎ বিশ্বে প্রতিরক্ষা খাতে বছরে মোট ব্যয় হয় কত?
উত্তর: ২৪৪০ বিলিয়ন। [সূত্র: SIPRI এর গবেষণা]
২৪ এপ্রিল, ২০২৪
♦︎ অস্ট্রেলিয়ার বর্তমান প্রধানমন্ত্রীর নাম কি?
উত্তর: অ্যান্থনি আলবানিজ।
♦︎ জলবায়ু ও আবহাওয়া ঝুঁকির কারণে ২০২৩ সালে বিশ্বের সবচেয়ে দুর্যোগকবলিত অঞ্চল ছিল কোনটি?
উত্তর: এশিয়া।
♦︎ সম্প্রতি ইসলামাবাদ-তেহরানের মধ্যে কতটি বাণিজ্যিক চুক্তি স্বাক্ষর করেছে?
উত্তর: আটটি।
♦︎ আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (IAEA) এর বর্তমান প্রধানের নাম কি?
উত্তর: রাফায়েল গ্রোসি।
♦︎ “কেএইচ-৫৯ ক্রুজ ক্ষেপণাস্ত্র” কোন দেশের তৈরি?
উত্তর: রাশিয়া।
♦︎ ইংলিশ চ্যানেল কোন দুটি মহাসাগরকে যুক্ত করেছে?
উত্তর: আটলান্টিক মহাসাগর ও উত্তর মহাসাগর।
♦︎ তুরস্ক ও ইরাকের মধ্যে বাণিজ্যের গুরুত্বপূর্ণ রুট হতে যাচ্ছে কোনটি-
উত্তর: ডেভেলপমেন্ট রোড।
২৫ এপ্রিল, ২০২৪
♦︎ বিশ্ব ম্যালেরিয়া দিবস কবে পালিত হয়?
উত্তর: প্রতিবছর ২৫ এপ্রিল।
♦︎ ২০২৪ সালের আইসিসি টি-২০ বিশ্বকাপের অ্যাম্বাসেডর হয়েছেন কে?
উত্তর: উসাইন বোল্ড (৮ বার অলিম্পিকের স্বর্ণপদকজয়ী)।
♦︎ থাইল্যান্ডের বর্তমান প্রধানমন্ত্রীর নাম কি?
উত্তর: স্রেথা থাভিসিন।
২৮ এপ্রিল, ২০২৪
♦︎সৌদি আরবের রিয়াদে বিশ্ব অর্থনৈতিক ফোরামের দু’দিনব্যাপী বিশেষ অধিবেশন শুরু।
♦︎ ‘মাপুতো’ কোন দেশের বন্দর নগরী?
উত্তর: মোজাম্বিক।
♦︎ যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদর দপ্তরের নাম কি?
উত্তর: পেন্টাগন।
♦︎ ২০২৪ সালে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হবে?
উত্তর: বাংলাদেশে।
২৯ এপ্রিল, ২০২৪
♦︎ বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট এখন পর্যন্ত কতটি উচ্চ ফলনশীল আধুনিক ধানের জাত উদ্ভাবন করে?
উত্তর: ১০২টি।
♦︎ তৃতীয় সাবমেরিন ক্যাবল SEA-ME-WE-6 থেকে কী পরিমাণ ব্যান্ডউইথ যুক্ত হবে?
উত্তর: ১৩ হাজার ২০০ জিবিপিএস।
♦︎ থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর নাম কি?
উত্তর: স্রেথা থাভিসিন।
৩০ এপ্রিল, ২০২৪
♦︎ স্পেনের প্রধানমন্ত্রীর নাম কি?
উত্তর: পেদ্রো সানচেজ।
♦︎ থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর কার্যালয়ের নাম কি?
উত্তর: গভর্নমেন্ট হাউজ।
♦︎ বিশ্বের বৃহত্তম বিমানবন্দর টার্মিনাল নির্মাণ কাজ শুরু হয়েছে কোন দেশে?
উত্তর: সংযুক্ত আরব আমিরাত (আল মাকতাম ইন্টারন্যাশনাল বিমানবন্দরে)
♦︎ পৃথিবীর সবচেয়ে বড় উপন্যাসের নাম কি?
উত্তর: ইন সার্চ অব লস্ট টাইম (লেখক-মার্সেল প্রস্ত; শব্দসংখ্যা-১২ লাখের মতো)।
আলোচিত বিশ্ব
সম্মেলন-বৈঠক
UNESCAPবৈঠক
UNESCAP: United Nations Economic and Social Commission for Asia and the Pacific.
· আয়োজন: ৮০তম।
· সময়কাল: ২২-২৬ এপ্রিল ২০২৪।
· স্থান: ব্যাংকক, থাইল্যান্ড।
WEF’র বিশেষ অধিবেশন
· WEF: World Economic Forum
· সময়কাল: ২৮-২৯ এপ্রিল ২০২৪।
· স্থান: রিয়াদ, সৌদি আরব।
OIC’র শীর্ষ সম্মেলন
· OIC: Organization of Islamic Cooperation
· আয়োজন: ১৫তম।
· সময়কাল: ৪-৫ মে ২০২৪।
· স্থান: বানজুল, গাম্বিয়া।
ভুটানি ভাষায় অসমাপ্ত আত্মজীবনী
বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’ এবার ভুটানের জংখা (Dzongkha) ভাষায় অনূদিত হয়েছে। ৩১ মার্চ ২০২৪ গ্রন্থটির মোড়ক উন্মোচন করা হয়। ভুটানের গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর ভুটান স্টাডিজের (CBS) কমিশনার ও ভুটানের দাশো কর্মা উড়ার নেতৃত্বে ‘অসমাপ্ত আত্মজীবনী’ গ্রন্থটি জংখা ভাষায় অনুবাদ করা হয়।
রিপোর্ট-সমীক্ষা
স্বাধীনতা ও সমৃদ্ধি সূচক
· প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৪।
· প্রকাশক: যুক্তরাষ্ট্রের গবেষণা প্রতিষ্ঠান আটলান্টিক কাউন্সিল।
· অন্তর্ভুক্ত দেশ: ১৬৪টি। প্রতিবেদনে দুটি পৃথক সূচক রয়েছে- স্বাধীনতা সূচক ও সমৃদ্ধি সূচক।
সূচক অনুযায়ী-
শীর্ষ ৫ দেশ | নিম্ন ৫ দেশ | ||||
ক্রম | স্বাধীনতা | সমৃদ্ধি | ক্রম | স্বাধীনতা | সমৃদ্ধি |
প্রথম | ডেনমার্ক | নরওয়ে | ১৬৪ | আফগানিস্তান | ইয়েমেন |
দ্বিতীয় | সুইডেন | আইসল্যান্ড | ১৬৩ | ইরিত্রিয়া | আফগানিস্তান |
ততীয় | সুইজারল্যান্ড | অস্ট্রেলিয়া | ১৬২ | দক্ষিণ সুদান | দক্ষিণ সুদান |
চতুর্থ | ফিনল্যান্ড | সুইডেন | ১৬১ | তুর্কমেনিস্তান | মোজাম্বিক |
পঞ্চম | লুক্সেমবার্গ | নিউজিল্যান্ড | ১৬০ | সিরিয়া | শাদ |
সার্কভুক্ত দেশের অবস্থান
দেশ | স্বাধীনতা | সমৃদ্ধি | দেশ | স্বাধীনতা | সমৃদ্ধি |
ভুটান | ৬১ | ১১১ | পাকিস্তান | ১১৩ | ১৫০ |
নেপাল | ৮৬ | ১৩১ | বাংলাদেশ | ১৪১ | ৯৯ |
শ্রীলঙ্কা | ৯৭ | ৭২ | আফগানিস্তান | ১৬৪ | ১৬৩ |
ভারত | ১০৪ | ১৪৬ | মালদ্বীপ | অন্তর্ভুক্ত করা হয়নি |
বৈশ্বিক শীর্ষ ধনী
· প্রকাশ: ৩ এপ্রিল ২০২৪। প্রকাশক: ফোর্বস ম্যাগাজিন ।
· প্রতিবেদনের শিরোনাম: Forbes World’s Billionaires
· List: The Richest In 2024.
প্রতিবেদন অনুযায়ী-
· তালিকায় ৭৮টি দেশের ২,৬৯২ জন বিলিয়নিয়ারের নাম প্রকাশ করা হয়। এর মধ্যে সর্বোচ্চ ৭৩৫ জন যুক্তরাষ্ট্রের।
· তালিকায় একমাত্র বাংলাদেশি হিসেবে স্থান পান সামিট গ্রুপের চেয়ারম্যান মুহাম্মদ আজিজ খান। তালিকায় তার অবস্থান ২,৫৪৫ এবং সম্পদ ১.১ বিলিয়ন মার্কিন ডলার।
শীর্ষ ১০ ধনী [সম্পদ বি.মা.ড.]
নাম | পরিচিতি | সম্পদ |
বার্নার্ড আন্টি ও তার পরিবার | ফ্রান্সের LVMH’র চেয়ারম্যান ও প্রধান নির্বাহী | ২২১.৪ |
ইলন মাস্ক | SpaceX’র প্রতিষ্ঠাতা ও টেসলার প্রধান নির্বাহী | ২০০.৩ |
জেফ বেজোস | ই-কমার্স প্রতিষ্ঠান অ্যামাজনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান | ১৯১.২ |
মার্ক জাকারবার্গ | সামাজিক মাধ্যম ফেসবুকের সহ-প্রতিষ্ঠাতা | ১৭৭.৬ |
ল্যারি এলিসন | ওরাকলের সহ-প্রতিষ্ঠাতা এবং নির্বাহী চেয়ারম্যান | ১৫৫.৫ |
ওয়ারেন বাফেট | বার্কশায়ার হ্যাথওয়ের প্রধান নির্বাহী | ১৩৮.৪ |
বিল গেটস | মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা | ১৩০.৭ |
ল্যারি পেজ | গুগলের সহ-প্রতিষ্ঠাতা | ১২৯.২ |
স্টিভ বলমার | মাইক্রোসফটের সাবেক প্রধান নির্বাহী | ১২৪.৪ |
সের্গেই ব্রিন | গুগলের সহ-প্রতিষ্ঠাতা | ১২৪.০ |
বিশ্ব জনসংখ্যা প্রতিবেদন ২০২৪
এপ্রিল ২০২৪ জাতিসংঘ জনসংখ্যা তহবিল (UNFPA) বিশ্ব জনসংখ্যা প্রতিবেদন প্রকাশ করে।
প্রতিবেদনে বিশ্ব
· জনসংখ্যা (২০২৪): ৮১১.৯০ কোটি।
· নারী প্রতি প্রজনন: ২.৩ জন।
· গড় আয়ু ▶︎ পুরুষ: ৭১ বছর
· নারী: ৭৬ বছর
· নারী প্রতি প্রজনন হার ▶︎ সর্বাধিক: নাইজার (৬.৬ জন)
· সর্বনিম্ন: হংকং (০.৮ জন)।
· জনসংখ্যায় বিশ্বের বৃহত্তম দেশ: ভারত
· জনসংখ্যায় বিশ্বে বাংলাদেশের অবস্থান: অষ্টম।
আঞ্চলভিত্তিক জনসংখ্যা
অঞ্চল | জনসংখ্যা (কোটি) |
আরব রাষ্ট্র | ৪৭.৬০ |
এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল | ৪২০.৪০ |
পূর্ব ইউরোপ ও মধ্য এশিয়া | ২৫.০০ |
ল্যাটিন আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চল | ৬৬.৬০ |
পূর্ব ও দক্ষিণ আফ্রিকা | ৬৮.৮০ |
পশ্চিম ও মধ্য আফ্রিকা | ৫১.৬০ |
অন্যান্য | ১৩১.৯০ |
মোট | ৮১১.৯০ |
শীর্ষ ১০ জনবহুল দেশ
দেশ | জনসংখ্যা | প্রজনন (জন) | গড় আয়ু (বছর) | |
পুরুষ | নারী | |||
১. ভারত | ১৪৪ কোটি ১৭ লাখ | ২.০ | ৭১ | ৭৪ |
২. চীন | ১৪২ কোটি ৫২ লাখ | ১.২ | ৭৬ | ৮২ |
৩. যুক্তরাষ্ট্র | ৩৪ কোটি ১৮ লাখ | ১.৭ | ৭৭ | ৮২ |
৪. ইন্দোনেশিয়া | ২৭ কোটি ৯৮ লাখ | ২.১ | ৬৯ | ৭৩ |
৫. পাকিস্তান | ২৪ কোটি ৫২ লাখ | ৩.৩ | ৬৫ | ৭০ |
৬. নাইজেরিয়া | ২২ কোটি ৯২ লাখ | ৫.০ | ৫৪ | ৫৫ |
৭. ব্রাজিল | ২১ কোটি ৭৬ লাখ | ১.৬ | ৭৩ | ৭৯ |
৮. বাংলাদেশ | ১৭ কোটি ৪৭ লাখ | ১.৯. | ৭২ | ৭৭ |
৯. রাশিয়া | ১৪ কোটি ৪০ লাখ | ১.৫ | ৭০ | ৭৯ |
১০. ইথিওপিয়া | ১২ কোটি ৯৭ লাখ | ৩.৯ | ৬৪ | ৭০ |
প্রতিবেদনে সার্কভুক্ত দেশ
ভারত | ১৪৪ কোটি ১৭ লাখ | ২.০ | ৭১ | ৭৪ |
পাকিস্তান | ২৪ কোটি ৫২ লাখ | ৩.৩ | ৬৫ | ৭০ |
বাংলাদেশ | ১৭ কোটি ৪৭ লাখ | ১.৯ | ৭২ | ৭৭ |
আফগানিস্তান | ৪ কোটি ৩৪ লাখ | ৪.৩ | ৬২ | ৬৮ |
নেপাল | ৩ কোটি ১২ লাখ | ২.০ | ৬৯ | ৭৩ |
শ্রীলঙ্কা | ২ কোটি ১৯ লাখ | ১.৯ | ৭৩ | ৮১ |
ভুটান | ৮ লাখ | ১.৪ | ৭১ | ৭৫ |
মালদ্বীপ | ৫ লাখ | ১.৭ | ৮১ | ৮২ |
হেপাটাইটিস সংক্রমণের উচ্চঝুঁকি
· প্রকাশ: এপ্রিল ২০২৪।
· প্রকাশক: বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)।
· অন্তর্ভুক্ত দেশ: ১৮৭টি।
প্রতিবেদন অনুযায়ী-
· উচ্চঝুঁকিতে প্রথম চীন ও দ্বিতীয় ভারত।
· বাংলাদেশের অবস্থান সপ্তম।
· বিশ্বে হেপাটাইটিস B ও C আক্রান্ত রোগী ৩০ কোটি ৪০ লাখ। এর মধ্যে ২৫ কোটি ৪০ লাখ হেপাটাইটিস B ও ৫ কোটি হেপাটাইটিস C রোগী।
· বাংলাদেশে হেপাটাইটিস B ও C ভাইরাসে আক্রান্ত ৮৩ লাখ। এর মধ্যে ৮৬.৭৪% হেপাটাইটিস B ও ১৩.২৬% হেপাটাইটিস C।
গ্লোবাল ট্রেড আউটলুক ও পরিসংখ্যান
প্রকাশ: এপ্রিল ২০২৪। প্রকাশক: বিশ্ব বাণিজ্য সংস্থা (WTO)। পরিসংখ্যান অনুযায়ী-
রপ্তানি ও আমদানিতে শীর্ষ ৫ দেশ [হিসাব বি. মা. ডলার]
ক্রম | রপ্তানি | আমদানি | ||
দেশ | পরিমাণ | দেশ | পরিমাণ | |
১ | চীন | ৩,৩৮০ | যুক্তরাষ্ট্র | ৩,১৭৩ |
২ | যুক্তরাষ্ট্র | ২,০২০ | চীন | ২,৫৫৭ |
৩ | জার্মানি, | ১,৬৮৮ | জার্মানি | ১,৪৬৩ |
৪ | নেদারল্যান্ডস | ৯৩৫ | নেদারল্যান্ডস | ৮৪২ |
৫ | জাপান | ৭১৭ | যুক্তরাজ্য | ৭৯১ |
দেশে দারিদ্র্যের হার
· প্রকাশ: ২৬ মার্চ ২০২৪।
· প্রকাশক: বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান South Asian Network on Economic Modeling (SANEM) ও যুক্তরাজ্যের ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয়ের Global Development Institute (GDI)।
প্রতিবেদন অনুযায়ী-
· ২০২৩ সালে দারিদ্র্যের হার (%): ২০.৭ ▶︎ গ্রামীণ। ২১.৬ • শহুরে: ১৮.৭।
· ২০২৩ সালে পরিবারের মাথাপিছু ব্যয় (টাকায়) অতি দরিদ্র: ২,৫৩৯ • মাঝারি দরিদ্র: ৩,৩৩৮ • ঝুঁকিপূর্ণ দরিদ্র: ৪,০৭২ অন্যান্য: ৭,৯২৯।
বিভাগওয়ারি দারিদ্র্যের হার (%)
বিভাগ | ২০১৮ | ২০২৩ | বিভাগ | ২০১৮ | ২০২৩ |
বরিশাল | ২৫.৫ | ৩২.৫ | ময়মনসিংহ | ২৮.১ | ১২.৯ |
চট্টগ্রাম | ১৭ | ১৮.৮ | রাজশাহী | ২৭.১ | ১৯.১ |
ঢাকা | ১৪.৬ | ১৫.৭ | রংপুর | ৪০ | ৪২.৯ |
খুলনা | ২৫.৮ | ২১.৪ | সিলেট | ১৫.৭ | ৮.৯ |
বৈশ্বিক সামরিক ব্যয়
· প্রকাশ: ২২ এপ্রিল ২০২৪।
· প্রকাশক: Stockholm International Peace Research Institute (SIPRI)।
· শিরোনাম: Trends in World Military Expenditure, 2023.
প্রতিবেদন অনুযায়ী-
· ২০২৩ সালে সামরিক ব্যয়ে শীর্ষ ৫ দেশ (বি.মা.ড.) ▶︎ ১. যুক্তরাষ্ট্র (৯১৬), ২. চীন (২৯৬), ৩. রাশিয়া (১০৯), ৪. ভারত (৮৩.৬) ও ৫. সৌদি আরব (৭৫.৮)।
মানব উন্নয়ন প্রতিবেদন ২০২৩/২০২৪
· প্রকাশ: ১৩ মার্চ ২০২৪।
· প্রকাশনা: ৩২তম।
· প্রকাশক: জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি।
HUMAN DEVELOPMENT PORT 2023/2024 (UNDP)
- প্রতিবেদনের শিরোনাম: Human Development Report 2023/2024: Breaking the gridlock Reimagining cooperation in a polarized world অন্তর্ভুক্ত দেশ ও অঞ্চল: ১৯৫টি। এর মধ্যে ২টি দেশ উত্তর কোরিয়া ও মোনাকোকে প্রয়োজনীয় তথ্যের অভাবে ক্রমিক নম্বর দেওয়া হয়নি।
- প্রতিবেদন তৈরির পদ্ধতি: বিভিন্ন দেশের স্বাস্থ্য, শিক্ষা, আয় ও সম্পদের উৎস, বৈষম্য, লৈঙ্গিক সমতা, দারিদ্র্য, কর্মসংস্থান, নিরাপত্তা, বাণিজ্য ও আর্থিক প্রবাহ, যোগাযোগ, পরিবেশের ভারসাম্য ও জনমিতির তথ্য বিশ্লেষণ করে।
প্রতিবেদনে বিশ্ব
- সূচক: ০.৭৩৯। গড় আয়ু: ৭২.০ বছর। মাথাপিছু আয়: ১৭.২৫৪ মার্কিন ডলার। শীর্ষ দেশ: সুইজারল্যান্ড (সূচক ০.৯৬৭) সর্বনিম্ন দেশ সোমালিয়া (সূচক ০.৩৮০) । গড় আয়ু শীর্ষে: জাপান (৮৪.৮ বছর) সর্বনিম্ন: শাদ ও লেসোথো (৫৩.০ বছর)। মাথাপিছু আয় (ক্রয় ক্ষমতার ভিত্তিতে) শীর্ষে: লিচটেনস্টাইন (১,৪৬,৬৭৩ মার্কিন ডলার) সর্বনিম্ন দক্ষিণ সুদান (৬৯১ মার্কিন ডলার)। মাথাপিছু কার্বন ডাই-অক্সাইড নিঃসরণে শীর্ষে : কাতার (৩৯.৯ টন)।
প্রতিবেদনে বাংলাদেশ
- সূচক: ০.৬৭০। গড় আয়ু ৭৩.৭ বছর পুরুষ: ৭১.৫ বছর নারী: ৭৬.০ বছর। মাথাপিছু আয় (ক্রয় ক্ষমতার ভিত্তিতে): ৬,৫১১ মার্কিন ডলার পুরুষ: ৯,৩৮৭ মার্কিন ডলার নারী ৩,৬৮৪ মার্কিন ডলার । মাতৃমৃত্যু (প্রতি ১,০০,০০০ জীবিত জন্মে): ১২৩। শ্রমশক্তি অংশগ্রহণের হার পুরুষ: ৮১.৪% নারী: ৩৯.২%। দারিদ্রসীমার নিচে বসবাস: ২৪.৩% । মাথাপিছু কার্বন ডাই-অক্সাইড নিঃসরণ: ০.৬ টন।
ক্যাটাগরিভিত্তিক মোট দেশ, শীর্ষ ও সর্বনিম্ন দেশ
ক্যাটাগরি | দেশ | শীর্ষ দেশ | সর্বনিম্ন দেশ |
অতি উচ্চ | ৬৯ | সুইজারল্যান্ড (১ম) | বেলারুশ (৬৯তম) |
উচ্চ | ৪৯ | বুলগেরিয়া (৭০তম) | বেলিজ (১১৮তম) |
মধ্যম | ৪২ | ভেনেজুয়েলা (১১৯তম) | উগান্ডা ও জিম্বাবুয়ে (১৫৯তম) |
নিম্ন | ৩৩ | নাইজেরিয়া (১৬১তম) | সোমালিয়া (১৯৩তম) |
২৮-৩২তম প্রতিবেদনে বাংলাদেশ
যততম | প্রকাশ | দেশ ও অঞ্চল | অবস্থান |
২৮ | ১৪ সেপ্টেম্বর ২০১৮ | ১৮৯ | ১৩৬তম |
২৯ | ৯ ডিসেম্বর ২০১৯ | ১৮৯ | ১৩৫তম |
৩০ | ১৫ ডিসেম্বর ২০২০ | ১৮৯ | ১৩৩তম |
৩১ | ৮ সেপ্টেম্বর ২০২২ | ১৯১ | ১২৯তম |
৩২ | ১৩ মার্চ ২০২৪ | ১৯৩ | ১২৯তম |
প্রতিবেদনে শীর্ষ ৬ দেশ
দেশ | সূচক | গড় আয়ু (বছর) | মাথাপিছু আয় (PPP) মা.ড. |
১. সুইজারল্যান্ড | ০.৯৬৭ | ৮৪.৩ | ৬৯,৪৩৩ |
২. নরওয়ে | ০.৯৬৬ | ৮৩.৪ | ৬৯,১৯০ |
৩. আইসল্যান্ড | ০.৯৫৯ | ৮২.৪ | ৫৪,৬৮৮ |
৪. হংকং | ৭১৫০ | ৮৪.৩ | ৬২,৪৮৬ |
৫. ডেনমার্ক | ০.৯৫২ | ৮১.৯ | ৬২,০১৯ |
৫. সুইডেন | ০.৯৫২ | ৮৩.৫ | ৫৬,৯৯৬ |
প্রতিবেদন সর্বনিম্ন ৫ দেশ
দেশ | সূচক | গড় আয়ু (বছর) | মাথাপিছু আয় (PPP) মা.ড. |
১৯৩. সোমালিয়া | ০.৩৮০ | ৫৬.১ | ১,০৭২ |
১৯২. দক্ষিণ সুদান | ০.৩৮১ | ৫৫.৬ | ৬৯১ |
১৯১. মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র | ০.৩৮৭ | ৫৪.৫ | ৮৬৯ |
১৮৯. শাদ | ০.৩৯৪ | ৫৩.০ | ১,৩৮৯ |
১৮৯. নাইজার | ০.৩৯৪ | ৬২.১ | ১,২৮৩ |
প্রতিবেদনে সার্কভুক্ত দেশ
· সূচকে ▶︎ শীর্ষ: শ্রীলঙ্কা ▶︎সর্বনিম্ন: আফগানিস্তান।
· গড় আয়ুতে ▶︎ শীর্ষ: মালদ্বীপ ▶︎সর্বনিম্ন: আফগানিস্তান।
· মাথাপিছু আয়ে ▶︎ শীর্ষ: মালদ্বীপ ▶︎সর্বনিম্ন আফগানিস্তান।
দেশ | সূচক | গড় আয়ু (বছর) | মাথাপিছু আয় (PPP) মা.ড. |
৭৮. শ্রীলঙ্কা | ০.৭৮০ | ৭৬.৬ | ১১,৮৯৯ |
৮৭. মালদ্বীপ | ০.৭৬২ | ৮০.৮ | ১৮,৮৪৭ |
১২৫. ভুটান | ০.৬৮১ | ৭২.২ | ১০,৬২৫ |
১২৯. বাংলাদেশ | ০.৬৭০ | ৭৩.৭ | ৬,৫১১ |
১৩৪. ভারত | ০.৬৪৪ | ৬৭.৭ | ৬,৯৫১ |
১৪৬. নেপাল | ০.৬০১ | ৭০.৫ | ৪,০২৬ |
১৬৪. পাকিস্তান | ০.৫৪০ | ৬৬.৪ | ৫,৩৭৪ |
১৮২. আফগানিস্তান | ০.৪৬২ | ৬২.৯ | ১,৩৩৫ |
আন্তর্জাতিক খবর
সু চি: কারাবাস থেকে গৃহবন্দী
২০২৪ সালের এপ্রিলে মিয়ানমারের সাবে সাবেক নেত্রী অং সান সু চিকে কারাগার থেকে গৃহবন্দী হিসেবে স্থানান্তর করা হয়। তবে সু চিকে গৃহবন্দী করে কোথায় রাখা হয়েছে বা পাঠানো হয়েছে, সে বিষয়ে জান্তা সরকার কিছু জানায়নি। আগের জান্তা সরকারের অধীন ইয়াঙ্গুনের ইনিয়া লেকে ঔপনিবেশিক আমলের ধাঁচে গড়া পারিবারিক বাসভবনে ১৫ বছর গৃহবন্দী ছিলেন সু চি। ১ ফেব্রুয়ারি ২০২১ রক্তপাতহীন এক সামরিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হন। মিয়ানমারের তৎকালীন নেত্রী সু চি। পরে তাকে কারাগারে পাঠানো হয়। রাষ্ট্রদ্রোহ, ঘুষ কেলেঙ্কারি ও আইন লঙ্ঘনসহ বিভিন্ন অভিযোগে তার ২৭ বছরের কারাদণ্ড হয়েছে।
কলেরা শনাক্ত কর্মসূচি
কলেরা সংক্রমণ বেড়ে যাওয়া ঠেকাতে ৫ এপ্রিল ২০২৪ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) কলেরা শনাক্ত কর্মসূচি চালুর উদ্যোগ নেয়। এ কর্মসূচিতে WHO’র অংশীদার হিসেবে রয়েছে আন্তর্জাতিক টিকা সহায়তা সংস্থা Global Alliance for Vaccines and Immunization (GAVI), জাতিসংঘের শিশু নিরাপত্তা ও অধিকার বিষয়ক সংস্থা ইউনিসেফ এবং কলেরা প্রতিরোধ সংক্রান্ত বৈশ্বিক সংস্থা গ্লোবাল টাস্কফোর্স অন কলেরা কন্ট্রোল। দ্রুত কলেরা শনাক্ত কর্মসূচি বিশ্বের উচ্চ ঝুঁকিপূর্ণ ১৪টি দেশে চালু হচ্ছে। দেশগুলো হলো- ক্যামেরুন, গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গো, ইথিওপিয়া, মালাবি, মোজাম্বিক, নেপাল, নাইজেরিয়া, পাকিস্তান, সিয়েরা লিওন, সিরিয়া, সোমালিয়া, উগান্ডা, জাম্বিয়া এবং জিম্বাবুয়ে। তবে সবার আগে দ্রুত কলেরা পরীক্ষার সরঞ্জাম (কিট) পাবে মালাবি। ২০২৩ সালের প্রাথমিক তথ্য অনুযায়ী, বিশ্বজুড়ে ৭ লাখের বেশি কলেরা রোগী শনাক্ত হয়।
ফিলিস্তিন: রাষ্ট্র হিসেবে স্বীকৃতি
১৯ এপ্রিল ২০২৪ বার্বাডোস ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়। বার্বাডোস ১১তম ক্যারিবিয়ান কমিউনিটির (CARICOM) সদস্য হিসেবে ফিলিস্তিনকে আনুষ্ঠানিকভাবে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়। ১৫ নভেম্বর ১৯৮৮ আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্সে প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশনের (PLO) সাথে যুক্ত সংস্থা প্যালেস্টাইন ন্যাশনাল কাউন্সিলের সভায় স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের ঘোষণা দেওয়া হয়। ২০২৪ সালের এপ্রিল পর্যন্ত জাতিসংঘের ১৯৩ সদস্যের মধ্যে ১৩৯টি সদস্য দেশ এবং পর্যবেক্ষক দেশ ভ্যাটিকান সিটি ফিলিস্তিনকে সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়।
তথ্যকণিকা ▶︎ ফিলিস্তিনকে স্বীকৃতি দানকারী প্রথম দেশ আলজেরিয়া (১৫ নভেম্বর ১৯৮৮)।
বাংলাদেশ স্বীকৃতি দেয় ১৬ নভেম্বর ১৯৮৮। ক্যামেরুন OIC’র একমাত্র সদস্য দেশ, যে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়নি। ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় ইউরোপীয় ইউনিয়নের ৯ দেশ- মাল্টা, সাইপ্রাস, চেক প্রজাতন্ত্র, স্লোভাকিয়া, হাঙ্গেরি, রোমানিয়া, বুলগেরিয়া, পোল্যান্ড ও সুইডেন।
জাতিসংঘের সদস্যপদে যুক্তরাষ্ট্রের ভেটো
ফিলিস্তিনকে পূর্ণ সদস্যপদ পাওয়ার পথ জাতিসংঘ নিরাপত্তা পরিষদে আটকে দেয় যুক্তরাষ্ট্র। ১৮ এপ্রিল ২০২৪ নিরাপত্তা পরিষদে এ সংক্রান্ত প্রস্তাবের ওপর ভোটাভুটিতে ভেটো দেয় দেশটি। ১৫ সদস্যের ১২টি দেশ এ প্রস্তাবের পক্ষে ভোট দেয়। ভোটদানে বিরত ছিল যুক্তরাজ্য ও সুইজারল্যান্ড। আর ভেটো প্রদান করে ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্র। ভেটো না পড়লে প্রস্তাবটি পাস হতে ৯ ভোটের প্রয়োজন ছিল। নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যদেশ আলজেরিয়া এ প্রস্তাব তুলেছিল। খসড়া প্রস্তাবটিতে ফিলিস্তিনকে জাতিসংঘের সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করতে ১৯৩ সদস্যের সাধারণ
পরিষদের প্রতি সুপারিশ করা হয়।
জাতিসংঘে ফিলিস্তিনের মর্যাদা:
১৪ অক্টোবর ১৯৭৪ প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন (PLO) ফিলিস্তিনি জনগণের প্রতিনিধি হিসেবে জাতিসংঘের সাধারণ পরিষদে অংশগ্রহণের অধিকার পায়। ২২ নভেম্বর ১৯৭৪ জাতিসংঘ সাধারণ পরিষদে গৃহীত ৩২৩৭ নং প্রস্তাবে PLO জাতিসংঘে অ-রাষ্ট্রীয় পর্যবেক্ষকের মর্যাদা লাভ করে। ১৫ ডিসেম্বর ১৯৮৮ PLO’র পরিবর্তে জাতিসংঘ ফিলিস্তিনকে ‘পর্যবেক্ষক ভূখণ্ডের’ মর্যাদা দেয়। ২৯ নভেম্বর ২০১২ জাতিসংঘে অ-সদস্য পর্যবেক্ষক রাষ্ট্রের মর্যাদা লাভ করে ফিলিস্তিন। ৩০ নভেম্বর ২০১২ জাতিসংঘের সাধারণ পরিষদ থেকে State of Palestine রাষ্ট্রের নামফলক পায় ফিলিস্তিনি কর্তৃপক্ষ।
বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি
বৃহত্তম কৃষ্ণগহ্বরের সন্ধান
আকাশগঙ্গা (মিল্কিওয়ে) ছায়াপথের দ্বিতীয় বৃহত্তম কৃষ্ণগহ্বর খুঁজে পাওয়ার দাবি করেন বিজ্ঞানীরা। ১৬ এপ্রিল ২০২৪ প্রকাশিত একটি গবেষণাপত্রে এ তথ্য জানান ফ্রান্সের গবেষকেরা। এটির ভর আমাদের সূর্যের চেয়ে ৩৩ গুণ বেশি। নতুন আবিষ্কৃত কৃষ্ণগহ্বরটির নাম Gaia BH3। Gaia মিশনটি মূলত, আমাদের মিল্কিওয়ে ছায়াপথের ম্যাপ তৈরিতে কাজ করে। এটি এবার পৃথিবী থেকে ২০০০ আলোকবর্ষ দূরে আকুইলা গ্রহাণুপুঞ্জে BH3 নামের কৃষ্ণগহ্বরটিকে শনাক্ত করে। Gaia BH3 এ পর্যন্ত আবিষ্কৃত বৃহত্তম নাক্ষত্রিক কৃষ্ণগহ্বর বা স্টেলার ব্ল্যাকহোল।
কৃত্রিম সূর্যের বিশ্ব রেকর্ড
দক্ষিণ কোরিয়ার পরমাণুবিজ্ঞানীরা Korea Superconducting Tokamak Advanced Research (KSTAR) এ ১০০ মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা তৈরি করে বিশ্ব রেকর্ড গড়েন। এখন পর্যন্ত কোনো দেশ তাপমাত্রা তৈরির এ রেকর্ড গড়তে পারেনি। নিউক্লিয়ার ফিউশন নিয়ে পরীক্ষার সময় ৪৮ সেকেন্ড স্থায়ী এ রেকর্ড গড়েন। ভবিষ্যৎ জ্বালানি প্রযুক্তির জন্য এটি এটি একটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
AI নিয়ে জাতিসংঘে প্রস্তাব পাস
প্রযুক্তি-দুনিয়ার এখন সবচেয়ে আলোচিত বিষয় কৃত্রিম বুদ্ধিমত্তা বা Artificial Intelligence (AI)। AI’র কারণে সামাজিক বা আর্থিক ঝুঁকি যেন কম হয়, সে জন্য আইন প্রণয়নের কাজও চলছে। জাতিসংঘের সাধারণ পরিষদও কৃত্রিম বুদ্ধিমত্তার ঝুঁকি ও সুবিধা বিষয়ে একটি আন্তর্জাতিক নির্দেশিকা প্রণয়নের জন্য কাজ করছে। ২১ মার্চ ২০২৪ জাতিসংঘের সাধারণ পরিষদে সর্বসম্মতিক্রমে কৃত্রিম বুদ্ধিমত্তা-সম্পর্কিত প্রথম বৈশ্বিক প্রস্তাব পাস হয়। যুক্তরাষ্ট্র প্রস্তাবটি উত্থাপন করে।
এশিয়ায় OpenAl’র প্রথম অফিস
১৫ এপ্রিল ২০২৪ চ্যাটজিপিটির নির্মাতা OpenAl
জাপানের টোকিওতে নতুন কার্যালয় চালু করে। বৈশ্বিকভাবে বিস্তৃতির অংশ হিসেবে প্রযুক্তি প্রতিষ্ঠানটি তাদের নতুন কার্যালয় শুরুর কথা জানায়। এটি এশিয়ায় তাদের প্রথম অফিস। OpenAI এর সদর দপ্তর সান ফ্রান্সিসকোতে অবস্থিত। ২৮ জুন ২০২৩ OpenAI যুক্তরাজ্যের লন্ডনে প্রথম আন্তর্জাতিক অফিস চালু করে। এরপর ১৩ সেপ্টেম্বর ২০২৩ OpenAI ডাবলিনে নতুন অফিস চালু করে। এটি কোম্পানির তৃতীয় কোনো অফিস।
কূটনৈতিক সম্পর্কে ভিয়েনা কনভেনশন
রাষ্ট্রের প্রয়োজনে এক দেশের কূটনীতিকরা অন্য দেশে অবস্থান করে। তবে কূটনীতিকরা ভিন্নদেশে অবস্থানের ফলে নানা সমস্যায় পড়েন। সম্প্রতি কানাডা- ভারত কূটনৈতিক টানাপোড়নের মধ্যে আলোচিত হয় ভিয়েনা কনভেনশন। এছাড়াও ১ এপ্রিল ২০২৪ সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানের কনস্যুলেটে ক্ষেপণাস্ত্র হামলা করে ইসরায়েল। এ প্রেক্ষাপটে কূটনৈতিক সুরক্ষায় ভিয়েনা কনভেনশন নিয়ে আমাদের এবারের আয়োজন।
কূটনীতি
কূটনীতির ইংরেজি প্রতিশব্দ Diplomacy যার উদ্ভব ঘটে গ্রিক শব্দ থেকে। গ্রিক diploma শব্দটি থেকে Diplomacy শব্দটির সৃষ্টি বলে ধারণা করা হয়। কূটনীতি হলো আন্তর্জাতিক সম্পর্ক বিদ্যার একটি শাখা। মূলত বাইজানটাইনেই শুরু হয় প্রথম পেশাদার কূটনীতির প্রচলন। বর্তমানে প্রচলিত স্থায়ী দূতের প্রচলন শুরু হয় ইতালির নগর রাষ্ট্রগুলোয়। ১৩ শতকে ইতালি এবং ভেনিস একে অন্যের দেশের রাজধানীতে স্থায়ী দূতের আবাসন তৈরি করে। পরে ১৫ শতকে এ দুই দেশ স্পেন, জার্মানি, ফ্রান্স এবং ইংল্যান্ডে স্থায়ী দূতাবাস খোলার পর অন্যান্য ইউরোপীয় দেশ তা অনুসরণ করে। উপনিবেশ প্রথার পতনের পর লিগেশন নামে কূটনৈতিক পন্থায় অ্যাম্বাসেডররা স্বাগতিক দেশে কিছু প্রতিরক্ষা ও সুবিধা ভোগ করতেন। এরপর কূটনৈতিকদের সুরক্ষায় বিভিন্ন আইন বা কনভেনশন প্রণয়ন করা হয়।
ভিয়েনা কনভেনশন
অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় সম্পন্ন হওয়া যেকোনো চুক্তিই ভিয়েনা কনভেনশন হিসেবে পরিচিত। তবে কূটনীতিকদের আচরণ বিষয়ে যে চুক্তিটি ১৯৬১ সালে জাতিসংঘের উদ্যোগে বিভিন্ন দেশের অংশগ্রহণে স্বাক্ষরিত হয় সেটি The Vienna Convention on Diplomatic relations হিসেবে পরিচিত। এ আইনে কূটনীতি সংক্রান্ত বিধানসমূহ বহু বছরের প্রচলিত নিয়ম-কানুন দ্বারাই গড়ে উঠে। ১৮ এপ্রিল ১৯৬১ আন্তর্জাতিক আইন কমিশনের প্রস্তাবনা অনুসারে স্বাধীন দেশসমূহের দূত, কূটনীতিকগণের অধিকার, কর্তব্য ও পারস্পরিক সম্পর্ক বিষয়ে একটি চুক্তি স্বাক্ষরিত হয় এবং ২৪ এপ্রিল ১৯৬৪ চুক্তিটি কার্যকর হয়। এ চুক্তিতে মোট অনুচ্ছেদ রয়েছে ৫৩টি। সর্বশেষ ৩ জুন ২০২১ সলেমন দ্বীপপুঞ্জ এ চুক্তিটি অনুমোদন করে। উল্লেখ্য, ১৩ জানুয়ারি ১৯৭৮ বাংলাদেশ এ চুক্তির অনুমোদন করে।
কনস্যুলার সম্পর্কিত কনভেনশন
২৪ এপ্রিল ১৯৬৩ ভিয়েনায় অনুষ্ঠিত আলোচনায় Vienna Convention on Consular Relations গৃহীত হয়। উক্ত কনভেনশনের লক্ষ্য ছিল কনস্যুলার বিষয়ে বিরাজমান প্রথাসিদ্ধ আন্তর্জাতিক আইন, বিশেষ করে কনস্যুলার অফিস ও কর্মকর্তাদের সুবিধাদি, অব্যাহতি ইত্যাদি সংকলন ও স্পষ্টীকরণ করা। ১৯ মার্চ ১৯৬৭ কনস্যুলার সম্পর্কে ভিয়েনা কনভেনশন কার্যকর হয়। বাংলাদেশ ১৩ জানুয়ারি ১৯৭৮ কনভেনশনটি স্বাক্ষর করে।
শেনজেন এক ভিসায় ২৯ দেশ
৩১ মার্চ ২০২৪ ইউরোপের শেনজেন অঞ্চলে যোগ দেয় রোমানিয়া ও বুলগেরিয়া। তবে দেশ দুটির এ অন্তর্ভুক্তি আংশিক। কারণ অস্ট্রিয়ার ভেটোয় এখনো শেনজেনের স্থলপথে যুক্ত হতে পারেনি।
শেনজেনভুক্ত দেশ
বর্তমানে শেনজেন অঞ্চলের অন্তর্ভুক্ত দেশের সংখ্যা ২৯টি। এর মধ্যে EU’র ২৭ সদস্যের ২৫টি শেনজেনভুক্ত। EU’র সদস্য নয় এমন চারটি দেশ- সুইজারল্যান্ড, নরওয়ে, আইসল্যান্ড ও লিচটেনস্টাইন শেনজেন অঞ্চলের অন্তর্ভুক্ত। EU’র ২৫টি দেশ- অস্ট্রিয়া, বেলজিয়াম, বুলগেরিয়া, ক্রোয়েশিয়া, চেক রিপাবলিক, ডেনমার্ক, এস্তোনিয়া, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, গ্রিস, হাঙ্গেরি, ইতালি, লাটভিয়া, লিথুয়ানিয়া, লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস, পোল্যান্ড, পর্তুগাল, রোমানিয়া, মাল্টা, স্লোভাকিয়া, স্লোভেনিয়া, স্পেন ও সুইডেন।
– EU’র সদস্য দেশ সাইপ্রাস ও আয়ারল্যান্ডশেনজেনভুক্ত নয়।
– শেনজেনভুক্ত ২৭তম দেশ ক্রোয়েশিয়া (১ জানুয়ারি ২০২৩)।
নতুন সদস্য রোমানিয়া ও বুলগেরিয়া
১ জানুয়ারি ২০০৭ থেকে রোমানিয়া ও বুলগেরিয়া ইউরোপীয় ইউনিয়নের (EU) সদস্য। ২৫ এপ্রিল ২০০৫ দেশ দুটি শেনজেন চুক্তি স্বাক্ষর করলেও এত দিন ভিসামুক্ত শেনজেন অঞ্চলে যুক্ত হতে পারেনি। সর্বশেষ ২০২২ সালে শেনজেন অঞ্চলে অন্তর্ভুক্তির আবেদন প্রত্যাখ্যাত হয়। দেশ দুটির আবেদনে প্রাথমিকভাবে ভেটো দেয় অস্ট্রিয়া। দেশটির দাবি, বাহ্যিক শেনজেন সীমানাগুলোর দুর্বল সুরক্ষা ব্যবস্থার কারণে অস্ট্রিয়াকে অস্বাভাবিক সংখ্যক অবৈধ অভিবাসী আশ্রয় দিতে হয়। বহু আলোচনার পর ৩০ ডিসেম্বর ২০২৩ ইউরোপীয় কাউন্সিল ঘোষণা দেয় রোমানিয়া ও বুলগেরিয়া শেনজেন অঞ্চলে আংশিকভাবে অন্তর্ভুক্ত হতে পারবে। অবশেষে ৩১ মার্চ ২০২৪ দেশ দু’টি সাগর ও আকাশ পথে শেনজেন দেশগুলোর সঙ্গে যুক্ত হয়। অন্যদিকে, শেনজেন অঞ্চলে স্থল সীমান্ত খোলার বিষয়ে আলোচনা অব্যাহত থাকবে।
মে বিচিত্রা
• ১ মে ১৮৮৬ যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের শ্রমিকেরা ৮ ঘণ্টা কর্মদিবসের দাবিতে নিজেদের রক্ত দেন। সেই প্রেক্ষাপটে আন্তর্জাতিক শ্রমিক দিবস তথা মে দিবস পালন শুরু হয়।
• ৫ সেপ্টেম্বর ১৮৮২ যুক্তরাষ্ট্রের প্রায় ১০,০০০ শ্রমিক তাদের অধিকার নিশ্চিতের দাবিতে নিউইয়র্ক শহরে সমাবেশ করে।
• যুক্তরাষ্ট্রে আন্দোলন ও হতাহতের ঘটনা ঘটলেও শ্রমিক দিবস পালনের সিদ্ধান্ত হয় ফ্রান্সের রাজধানী প্যারিসে,
সেটা ১৮৮৯ সালে অনুষ্ঠিত প্রথম আন্তর্জাতিক সমাজতান্ত্রিক কংগ্রেসে।
• বিশ্বের ৯০টি দেশ সরকারিভাবে মে মাসের প্রথম দিনটিকে আন্তর্জাতিক শ্রমিক দিবস হিসেবে পালন করে।
• ১ মে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের শ্রমিক আন্দোলনের প্রেক্ষাপটে আন্তর্জাতিক শ্রমিক দিবসের উৎপত্তি হলেও যুক্তরাষ্ট্রে শ্রমিক দিবস হিসেবে পালিত হয় সেপ্টেম্বর মাসের প্রথম সোমবার।
খেলাধুলা
ICC’র প্যানেলে ৫ বাঙালি নারী
২২ মার্চ ২০২৪ প্রথমবারের মতো আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (ICC) প্যানেলে যুক্ত হয় বাংলাদেশের এক নারী ম্যাচ রেফারি ও চার নারী আম্পায়ার। চার আম্পায়ার হলেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার সাথিরা জাকির জেসি, রোকেয়া সুলতানা, ডলি রানী সরকার ও চম্পা চাকমাকে ডেভেলপমেন্ট প্যানেলে যুক্ত করে ICC। অন্যদিকে, সুপ্রিয়া রানী সুযোগ পান ম্যাচ রেফারিদের আন্তর্জাতিক প্যানেলে।
২০২৪ থেকেই স্টপ ক্লক চালু
১৫ মার্চ ২০২৪ আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ICC) ২০২৪ সালের টি-২০ বিশ্বকাপে ক্রিকেটে স্টপ ক্লক নিয়মটি প্রয়োগ করার সিদ্ধান্ত নেয়। ফিল্ডিংয়ে থাকা দল প্রতি ওভার শেষে নতুন ওভার শুরুর আগে ৬০ সেকেন্ড সময় পাবে। এ ৬০ সেকেন্ডের মধ্যে পরের ওভার শুরু করা না হলে মাঠের আম্পায়ার ফিল্ডিং দলকে দুবার সতর্ক করে দেবেন। তৃতীয়বার নিয়ম ভাঙলে ৫ রান পেনাল্টি হবে। তৃতীয়বার থেকে যতবার এই নিয়ম ভাঙা হবে, প্রতিবারই ৫ রান যোগ হবে প্রতিপক্ষের স্কোরবোর্ডে।
বিশ্বকাপ ট্রফির ভ্রমণ
১৯ মার্চ ২০২৪ নিউইয়র্কের এম্পায়ার স্টেট বিল্ডিংয়ে আনুষ্ঠানিকভাবে টি-২০ বিশ্বকাপ ট্রফির বিশ্ব ভ্রমণের সূচনা করেন টুর্নামেন্টটির প্রথম সেঞ্চুরিয়ান ক্রিস গেইল ও যুক্তরাষ্ট্রের বোলার আলী খান। ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণের টুর্নামেন্টে প্রথমবারের মতো অংশ নিচ্ছে ২০ দল। ২৯ দিনের টুর্নামেন্টে ম্যাচ হবে ৫৫টি। আয়োজক দুই দেশ- ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রের ৯টি ভেন্যুসহ ১৫টি দেশে ভ্রমণ করবে এ ট্রফি।
আকাশ-মহাকাশ
স্টারশিপের সফল উৎক্ষেপণ
১৪ মার্চ ২০২৪ যুক্তরাষ্ট্রের টেক্সাস থেকে ১২০ মিটার (৩৯৫ ফুট) দীর্ঘ স্টারশিপ রকেট উৎক্ষেপণ করা হয়। মানব ইতিহাসের সবচেয়ে বড় রকেট স্টারশিপের প্রথম দুবার প্রচেষ্টা বিফল হলেও অবশেষে তৃতীয় চেষ্টায় সফল হলো। মার্কিন মহাকাশ সংস্থা নাসার মঙ্গল অভিযানের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ বলে বিবেচনা করা হয় এ যানটিকে। নির্ধারিত সময়ের পর আবার ভূপৃষ্ঠে ফিরে আসবে মানব ইতিহাসের সবচেয়ে শক্তিশালী ও বড় ‘স্টারশিপ’ রকেটটি। ২০২৩ সালের এপ্রিলে প্রথমবার এবং নভেম্বরে দ্বিতীয় অরবিটাল ফ্লাইট টেস্ট উৎক্ষেপণ করা হয়।
পৃথিবীতে প্রবীণ স্যাটেলাইট
২১ ফেব্রুয়ারি ২০২৪ ইউরোপীয় স্পেস এজেন্সির (ESA) অনেক পুরোনো হয়ে যাওয়া স্যাটেলাইট ইআরএস-২ পৃথিবীর বুকে পড়ে। প্রায় তিন দশক কক্ষপথে থাকার পর পৃথিবীর বায়ুমণ্ডলে ঢুকে টুকরো টুকরো হয়ে যায় একটি কৃত্রিম উপগ্রহ। ইআরএস-২ স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয় ২১ এপ্রিল ১৯৯৫। এ ধরনের স্যাটেলাইটগুলোর মধ্যে পথিকৃৎ শ্রেণির হওয়ায় একে বলা হয় ‘গ্র্যান্ডফাদার স্যাটেলাইট’। ইআরএস-১ ও ২ স্যাটেলাইট পৃথিবীর দুই মেরু, মহাসাগর ও স্থলভাগের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করে আসেছে। ২০১১ সালে কার্যক্রম শেষ হওয়ার পর থেকে ধীরে ধীরে নিচের দিকে নেমে আসে ইআরএস-২।
চাঁদে হবে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র
চীনের সঙ্গে যৌথভাবে চাঁদের মাটিতে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র গড়ে তোলার পরিকল্পনা করে রাশিয়া। ৫ মার্চ ২০২৪ রুশ মহাকাশ গবেষণা সংস্থা রসকসমসের প্রধান এ তথ্য জানায়। ২০৩৫ সালের মধ্যে এ পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্য নেওয়া হয়েছে। সাধারণত সৌরবিদ্যুতের সাহায্যে চাঁদে গবেষণার কাজ হয়। কিন্তু ১৪ দিন সেখানে চান্দ্ররাত থাকে। তাই এ প্রকল্প সেই সমস্যার সমাধান করতে চীন ও রাশিয়া ২০২১ সালের জুনে একটি চুক্তি করে।
মহাকাশে চালু হচ্ছে রেস্তোরাঁ
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ‘স্পেসভিআইপি’ নামে একটি পর্যটন কোম্পানি মহাকাশের স্ট্র্যাটোস্ফিয়ারে ভাসমান রেস্তোরাঁ চালু করবে। ছয়জনের মতো অতিথি রেস্তোরাঁয় বসে খাবার খেতে পারবেন। বিলাসবহুল এ স্থানটিকে উপভোগ করতে মাাথাপিছু খরচ হবে প্রায় ৫ লাখ ডলার। তবে এখনো রেস্তোরাঁটিতে বেশ কিছু কাজ বাকি রয়েছে। ফলে এটি পুরোপুরি চালু করতে আরও এক বছর অপেক্ষা করতে হবে। আধুনিক এ রেস্তোরাঁটির বেশকিছু ছবি প্রকাশ করে ‘স্পেসভিআইপি’। এরপরই উৎসাহীরা বুকিং দেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেন। জানা যায়, ছয় ঘণ্টার যাত্রাটি স্পেসশিপ নেপচুন নামক একটি মহাকাশযানে সংঘটিত হবে। এটি মূলত হাইড্রোজেন-ভরা বেলুন যার মাধ্যমে মহাকাশ-সফরে নিয়ে যাওয়া হবে অতিথিদের। প্রত্যেক যাত্রীকে ফরাসি ফ্যাশন হাউজ ওগিয়ারের তৈরি পোশাক পরিধান করানো হবে। বিশ্বের অন্যতম সেরা ড্যানিশ রেস্তোরাঁ ‘অ্যালকেমিস্ট’র শেফ রাসমুস মাঙ্ক অভিনব রেস্তোরাঁটির মেনু তৈরি করছেন। মূলত এ প্রযুক্তিটির পেছনে রয়েছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা।