আন্তর্জাতিক বিষয়াবলি – জুন ২০২৪

০১ জুন, ২০২৪

♦︎   WHO’র মানদণ্ড অনুযায়ী, প্রতিদিন একজন মানুষের কী পরিমাণ দুধ পান করা প্রয়োজন?

      উত্তর: ২৫০ মিলিলিটার।

♦︎   নবম টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক দেশ কোনটি?

      উত্তর: যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজ।

০৩ জুন, ২০২৪

♦︎   ২০২২-২৩ অর্থবছরে সার্কভুক্ত দেশগুলো থেকে প্রবাসী আয়ের পরিমাণ কত?

      উত্তর: ৪ কোটি ৪৯ লাখ ডলার।

♦︎   চাঁদের দূরবর্তী পৃষ্ঠে সফলভাবে অবতরণকারী চীনের মনুষ্যবিহীন মহাকাশযানের নাম কী?

      উত্তর: চ্যাংই-৬।

♦︎   সম্প্রতি কুয়েতে নিযুক্ত যুবরাজের নাম কী?

      উত্তর: শেখ সাবাহ খালেদ আল-হামাদ আল-সাবাহ।

০৪ জুন, ২০২৪

♦︎   জাতীয় চা দিবস কবে পালিত হয়?

      উত্তর: ৪ জুন।

♦︎   মেক্সিকোর প্রথম নারী প্রেসিডেন্টের নাম কী?

      উত্তর: ক্লদিয়া শিনবাউম।

০৫ জুন, ২০২৪

♦︎   বিশ্ব পরিবেশ দিবস কবে পালিত হয়?

      উত্তর: ৫ জুন।

♦︎   জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রায় বিশ্বের সব দেশকে বনভূমি পরিমাণের লক্ষ্য কত দেওয়া হয়েছে?

      উত্তর: ৩০ শতাংশ।

০৬ জুন, ২০২৪

♦︎   মহাকাশে এক হাজার দিন কাটানোর রেকর্ড করেছেন কোন সাংবাদিক ও মহাকাশচারী?

      উত্তর: ওলেগ কোনোনেনকো।

♦︎   ৫০তম G-7 সম্মেলন ২০২৪ কোথায় অনুষ্ঠিত হবে?

      উত্তর: ইতালির বারি শহরে। (১৩ থেকে ১৫ জুন)

০৭ জুন, ২০২৪

♦︎   তত্ত্বীয় কম্পিউটারের জনক বলা হয় কাকে?

      উত্তর: অ্যালান টুরিং। (মৃত্যু: ৭ জুন, ১৯৫৪)

♦︎   আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (IMF) ব্যবস্থাপনা পরিচালকের নাম কী?

      উত্তর: ক্রিস্টালিনা জর্জিয়েভা।

০৮ জুন, ২০২৪

♦︎   বিশ্ব সমুদ্র দিবস পালিত হয় কবে?

      উত্তর: ৮ জুন।

♦︎   পৃথিবীর সব জলরাশির কত শতাংশ পানি সমুদ্রে রয়েছে?

      উত্তর: ৯৭ শতাংশ।

♦︎   জাতিসংঘের সাধারণ পরিষদের আসন্ন ৭৯তম অধিবেশনের দ্বিতীয় কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন কে?

      উত্তর: মোহাম্মদ আবদুল মুহিত। (জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত)

♦︎   স্পেস এক্সের তৈরি প্রথমবারের মতো পরীক্ষামূলক উড্ডয়ন সফলকারী মহাকাশ রকেটের নাম কী?

      উত্তর: স্টারশিপ।

০৯ জুন, ২০২৪

♦︎   আম উৎপাদনে বিশ্বে শীর্ষ দেশ কোনটি?

      উত্তর: ভারত।

♦︎   বিখ্যাত উপন্যাস ‘অলিভার টুইস্ট’ কার লেখা?

      উত্তর: চার্লস ডিকেন্স। (মৃত্যু: ৯ জুন, ১৮৭০)

১০ জুন, ২০২৪

♦︎   ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশ কয়টি?

      উত্তর: ২৭টি।

♦︎   বিশ্বের সবচেয়ে বড় সৌরবিদ্যুৎ কেন্দ্রের নাম কী?

      উত্তর: Gansu Dunhuang solar Park, China. (গানসু দুনহুয়াং, চীন)

♦︎   বিশ্বের সবচেয়ে বড় সৌরবিদ্যুৎ কেন্দ্রের বার্ষিক বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা কত?

      উত্তর: ৬০ লাখ মেগাওয়াট আওয়ার।

♦︎   পেট্রোল ইঞ্জিন আবিষ্কার করেন কে?

      উত্তর: নিকোলাস অটো। (জন্ম: ১০ জুন, ১৮৩২)

১১ জুন, ২০২৪

♦︎   ইন্টারন্যাশনাল ডে অব প্লে বা আন্তর্জাতিক খেলা দিবস কবে?

      উত্তর: ১১ জুন। (প্রথমবারের মতো পালিত হচ্ছে)

♦︎   রাশিয়া ইউক্রেন শান্তি সম্মেলন কবে অনুষ্ঠিত হয়?

      উত্তর: ১৫ ও ১৬ জুন। (সুইজারল্যান্ডে)

♦︎   ইংরেজি সাহিত্যে Father of Comedy of Humours বলা হয় কাকে?

      উত্তর: Benjamin Jonson. (জন্ম: ১১জুন, ১৫৭২)

১২ জুন, ২০২৪

♦︎   ২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশের সামাজিক নিরাপত্তা খাতে ADB কত টাকা ঋণ সহায়তা চুক্তি স্বাক্ষর করে?

      উত্তর: ২৫ কোটি ডলার।

♦︎   এডেন কোন দেশের সমুদ্রবন্দর?

      উত্তর: ইয়েমেন।

♦︎   সম্প্রতি বিমান দুর্ঘটনায় নিহত পূর্ব আফ্রিকার দেশ মালাউই এর ভাইস প্রেসিডেন্ট এর নাম কী?

      উত্তর: সাওলোস ক্লাউস চিলিমা।

১৩ জুন, ২০২৪

♦︎   বিশ্ব ব্যাংকের সদস্য দেশের সংখ্যা কত?

      উত্তর: ১৮৯ টি দেশ।

♦︎   ৫০তম G-7 সম্মেলন অনুষ্ঠিত হবে কবে?

      উত্তর: ১৩ থেকে ১৫ জুন, ২০২৪।

♦︎   প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তার প্রাথমিক কাজ শুরু করেন কে?

      উত্তর: ব্লেচলে পার্কে অ্যালান টিউরিং।

♦︎   কৃত্রিম সাধারণ বুদ্ধিমত্তা (AGI) OpenAI কবে প্রতিষ্ঠিত হয়?

      উত্তর: ১১ ডিসেম্বর, ২০১৫।

২২ জুন, ২০২৪

♦︎   বিদেশি বিনিয়োগ প্রাপ্তিতে শীর্ষদেশ কোনটি?

      উত্তর: যুক্তরাষ্ট্র।

♦︎   বৈশ্বিক প্রতিযোগী সক্ষমতা সূচকে শীর্ষদেশ কোনটি?

      উত্তর: সিংগাপুর। (ওয়ার্ল্ড কম্পিটিটিভনেস র‍্যাংকিং-২০২৪)

♦︎   ‘কস্ট অব লিডিং’ জরিপে ২০২৪ সালের সবচেয়ে ব্যয়বহুল শহরের শীর্ষে কোন শহর?

      উত্তর: হংকং।

২৩ জুন, ২০২৪

♦︎   কৃত্রিম বুদ্ধিমত্তার জনক বলা হয় কাকে?

      উত্তর: অ্যালান টুরিং। (জন্ম: ২৩ জুন, ১৯১২)

♦︎   পারমাণবিক শক্তিচালিত ‘থিওডোর রুজভেল্ট’ নামের রণতরি কোন দেশের?

      উত্তর: মার্কিন যুক্তরাষ্ট্রের।

২৪ জুন, ২০২৪

♦︎   ২০২৩ সালে বিশ্বের মোট জনগোষ্ঠীর মধ্যে ইন্টারনেট ব্যবহারকারীর হার কত?

      উত্তর: ৬৭ শতাংশ। (৫৪০ কোটির বেশি মানুষ)

♦︎   ফিলিপাইনের প্রেসিডেন্ট এর নাম কী?

      উত্তর: ফার্দিনান্দ মার্কোস জুনিয়র।

২৫ জুন, ২০২৪

♦︎   বিশ্বে হস্তশিল্পজাত পণ্য রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি?

      উত্তর: ভারত।

♦︎   ‘Nineteen Eighty-four’ ইংরেজি উপন্যাসটির লেখক কে?

      উত্তর: George Orwell. (জন্ম: ২৫ জুন, ১৯০৩)

২৬ জুন, ২০২৪

♦︎   IMF এর পূর্বাভাসের মতে, ২০২৩-২৪ অর্থবছরে বাংলাদেশের GDP’র প্রবৃদ্ধি কত হতে পারে?

      উত্তর: ৫.৪ শতাংশ।

♦︎   কত তারিখে জাতিসংঘ গঠনে ৫০টি দেশের প্রতিনিধিরা সানফ্রান্সিসকোতে জাতিসংঘ সনদে স্বাক্ষর করেছিলেন?

      উত্তর: ২৬ জুন, ১৯৪৫।

♦︎   চীনা কমিউনিস্ট পার্টির (CPC) আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর নাম কী?

      উত্তর: লিউ জিয়ানছাও।

২৭ জুন, ২০২৪

♦︎   বিশ্ব এমএসএমই দিবস কবে পালন করা হয়?

      উত্তর: ২৭ জুন।

২৮ জুন, ২০২৪

♦︎   বিশ্বে বসবাসের যোগ্য শহরের তালিকায় শীর্ষ শহর কোনটি?

      উত্তর: ভিয়েনা। (অস্ট্রিয়ার রাজধানী)

♦︎   প্রথম বিশ্বযুদ্ধের মিত্রশক্তি ও জার্মানির মাঝে দ্বিতীয় ভার্সাহি চুক্তি কবে স্বাক্ষরিত হয়?

      উত্তর: ২৮ জুন, ১৯১৯।

♦︎   সদ্য নির্বাচিত ন্যাটোর মহাসচিবের নাম কী?

      উত্তর: নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী মার্ক রুটে। (দায়িত্ব গ্রহণ ১ অক্টোবর, ২০২৪)

♦︎   বর্তমানে ন্যাটোর মহাসচিবের নাম কী?

      উত্তর: জেন্স স্টলটেনবার্গ।

২৯ জুন, ২০২৪

♦︎   বলিভিয়ার প্রেসিডেন্টের নাম কী?

      উত্তর: লুইস আর্চি।

♦︎   ভারতের কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়ার চালুকৃত সার্কভুক্ত দেশগুলোর জন্য নতুন কারেন্সির নাম কী?

      উত্তর: সার্ক কারেন্সি সোয়াপ।

♦︎   যুক্তরাজ্যের সাধারণ নির্বাচন কবে অনুষ্ঠিত হবে?

      উত্তর: ৪ জুলাই, ২০২৪।

৩০ জুন, ২০২৪

♦︎   ৯ম টি-টোয়েন্টি বিশ্বকাপ-২০২৪ এর বিজয়ী দল কোনটি?

      উত্তর: ভারত।

♦︎   ১০ম টি-টোয়েন্টি বিশ্বকাপ-২০২৬ আয়োজন করবে কোন কোন দেশ?

      উত্তর: ভারত ও শ্রীলঙ্কা।

আলোচিত বিশ্ব

ন্যাটোর নতুন মহাসচিব

সামরিক জোট ন্যাটোর নতুন মহাসচিব নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী মার্ক রুটে। ২৬ জুন, ২০২৪ তাকে এ পদে নিয়োগ দেওয়া হয়। ১ অক্টোবর, ২০২৪ মার্ক রুটে ন্যাটোর ১৪তম মহাসচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন। উল্লেখ্য, ১৪ অক্টোবর, ২০১০ তিনি নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। ১৩ বছর ধরে প্রধানমন্ত্রী থাকার পর ৭ জুলাই, ২০২৩ সক্রিয় রাজনীতি থেকে অবসরের ঘোষণা দেন। 

ইরানের প্রেসিডেন্ট নির্বাচন

২৮ জুন, ২০২৪ ইরানের ১৪তম প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনের জন্য গার্ডিয়ান কাউন্সিল ছয়জনকে প্রার্থী হিসেবে মনোনয়ন দেয়। পরে দুইজন প্রার্থিতা প্রত্যাহার করলে নির্বাচনের মাঠে লড়াই করেন চার প্রার্থী। এরা হলেন- মোহাম্মদ বাঘের গালিবাফ, মাসুদ পেজেশকিয়ান (একমাত্র সংস্কারপন্থী), সাইদ জালিলি ও মোস্তফা পুরমোহাম্মদি। নির্বাচনে কোনো প্রার্থী ৫০% ভোট না পাওয়ায় ৫ জুলাই, ২০২৪ সর্বাধিক ভোট পাওয়া দুই প্রার্থী- মাসুদ পেজেশকিয়ান (প্রাপ্ত ভোট ৪৪.৩৬%) ও সাইদ জলিলির (প্রাপ্ত ভোট ৪০.৩৫%) মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হয়। ৫ জুলাইয়ের নির্বাচনে ৩ কোটির বেশি ভোট গণনা হয়েছে। এর মধ্যে মাসুদ পেজেশকিয়ান পেয়েছেন ১ কোটি ৬০ লাখের বেশি ভোট। আর সাইদ জলিলি পেয়েছেন ১ কোটি ৩০ লাখের বেশি ভোট। ফলে ইরানের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন সংস্কারপন্থী মাসুদ পেজেশকিয়ান।  

সম্মেলন-বৈঠক

চীন-আরব রাষ্ট্র সহযোগিতা ফোরাম (CASCF) বৈঠক 

♦︎   আয়োজন: ১০ম।

♦︎   সময়কাল: ২৮ মে- ১ জুন, ২০২৪।

♦︎   স্থান: বেইজিং, চীন। 

শাংরি-লা ডায়লগ (SLD)

♦︎   আয়োজন: ২১তম। 

♦︎   সময়কাল: ৩০ মে-২ জুন, ২০২৪।

♦︎   স্থান: সিঙ্গাপুর।

G7 শীর্ষ সম্মেলন

♦︎   আয়োজন: ৫০তম।

♦︎   সময়কাল: ১৩-১৫ জুন, ২০২৪।

♦︎   স্থান: ফাসানো, আপুলিয়া, ইতালি।

ইউক্রেন শান্তি সম্মেলন

♦︎   সময়কাল: ১৫-১৬ জুন, ২০২৪।

♦︎   স্থান: সুইজারল্যান্ড। 

ন্যাটো শীর্ষ সম্মেলন

♦︎   সময়কাল: ৯-১১ জুলাই, ২০২৪।

♦︎    স্থান: ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র। 

বাসযোগ্য শহর 

♦︎   প্রকাশ: ২৬ জুন, ২০২৪।

♦︎   প্রকাশক: Economist Intelligence Unit (EIU)

♦︎   অন্তর্ভুক্ত শহর ১৭৩টি।

♦︎   শিরোনাম: Global Liveability Index 2024

প্রতিবেদন অনুযায়ী- 

          ♦   শীর্ষ শহর: ভিয়েনা (অস্ট্রিয়া) 

          ♦︎   সর্বনিম্ন শহর: দামেস্ক (সিরিয়া)

          ♦︎   তালিকায় ঢাকার অবস্থান ১৬৮তম। 

পদক-পুরস্কার

আন্তর্জাতিক ডাবলিন সাহিত্য পুরস্কার 

১৯৯৬ সাল থেকে আন্তর্জাতিক ডাবলিন সাহিত্য পুরস্কার প্রদান শুরু হয়। অনূদিত কোনো উপন্যাস পুরস্কারের জন্য বিবেচিত হলে মূল লেখক ৭৫,০০০ ইউরো পান এবং অনুবাদক পান ২৫,০০০। ২০২৪ সালের ডাবলিন সাহিত্য পুরস্কারে সেরা উপন্যাস নির্বাচিত হয় রোমানিয়ার কথাসাহিত্যিক মিরসিয়া কার্টারেস্কুর গ্রন্থ Solenoid। এটি অনুবাদ করেন শন কোটার।

GCA লোকাল অ্যাডাপটেশন চ্যাম্পিয়নস

১১ জুন, ২০২৪ প্রধানমন্ত্রী শেখ হাসিনা গ্লোবাল সেন্টার অন  অ্যাডাপটেশনের (GCA) লোকাল অ্যাডাপটেশন চ্যাম্পিয়নস অ্যাওয়ার্ড গ্রহণ করেন। GCA’র প্রধান নির্বাহী কর্মকর্তা অধ্যাপক প্যাট্রিক ভি ভারকুইজেন প্রধানমন্ত্রীর সঙ্গে গণভবনে সৌজন্য সাক্ষাৎকালে তার হাতে এ অ্যাওয়ার্ড তুলে দেন। জলবায়ু মোকাবিলায় প্রথমবারের মতো প্রধানমন্ত্রী এ অ্যাওয়ার্ড লাভ করেন। 

রিপোর্ট-সমীক্ষা

বিশ্বের মৎস্য সম্পদবিষয়ক প্রতিবেদন 

♦︎   প্রকাশ: ৭ জুন, ২০২৪।

♦︎   প্রকাশক: জাতিসংঘের খাদ্য ও কৃষিবিষয়ক সংস্থা (FAO)।

♦︎   প্রতিবেদনের শিরোনাম: The State of World Fisheries and Aquaculture 2024

প্রতিবেদন অনুযায়ী ২০২২ সালে- 

স্বাদু ও সামুদ্রিক মৎস্য  উৎপাদনে শীর্ষ ৫ দেশ

স্বাদু বা মিঠাপানিসামুদ্রিক
দেশউৎপাদন (হাজার টন)দেশউৎপাদন
ভারত১,৮৯০চীন২০ মিলিয়ন টন
বাংলাদেশ১,৩২২ভিয়েতনাম ২ মিলিয়ন টন
চীন১,১৬৬ইন্দোনেশিয়া ২ মিলিয়ন টন    
মিয়ানমার৮৫৫নরওয়ে ১,৬৪৭ হাজার টন
ইন্দোনেশিয়া৪৬৪চিলি ১,৫০৮ হাজার টন 

♦︎   সামুদ্রিক মৎস্য উৎপাদনে বাংলাদেশ ১৪তম (২৪৭ হাজার টন)। 

♦︎   ক্রাস্টাশিয়ান্স (খোলসযুক্ত মৎস্য জাতীয় প্রাণী যেমন: চিংড়ি, লবস্টার ইত্যাদি) উৎপাদনে শীর্ষ দেশ চীন (৭ মিলিয়ন টন), বাংলাদেশের অবস্থান অষ্টম (১৫৯ হাজার টন) 

♦︎   বদ্ধ জলাশয়ে চাষ করা মাছ উৎপাদনে শীর্ষ দেশ চীন (৩৩ মি. টন), বাংলাদেশের অবস্থান পঞ্চম (২,৪৮৫ হাজার টন)।

♦︎   ইলিশ  উৎপাদনে বাংলাদেশের অবস্থান প্রথম।   

বৈশ্বিক পারমাণবিক অস্ত্র 

♦︎   প্রকাশ: জুন, ২০২৪।

♦︎   প্রকাশক: Stockholm International  Peace Research Institute (SIPRI)

♦︎   প্রতিবেদনের শিরোনাম: SIPRI Yearbook 2024

প্রতিবেদন অনুযায়ী- 

দেশওয়ারি পারমাণবিক অস্ত্র (জানুয়ারি ২০২৪)

দেশমোতায়েনমজুত/সংরক্ষিতমোট
যুক্তরাষ্ট্র১,৭৭০১,৯৩৮৩,৭০৮
রাশিয়া১,৭১০২,৬৭০৪,৩৮০
যুক্তরাজ্য১২০১০৫২২৫
ফ্রান্স২৮০১০২৯০
চীন২৪৪৭৬৫০০
ভারত১৭২১৭২
পাকিস্তান১৭০১৭০
উত্তর কোরিয়া৫০৫০
ইসরায়েল৯০৯০
মোট,৯০৪,৬৮১,৫৮৫*

♦︎ বিশ্বে মোট ১২,১২১টি ওয়ারহেডের মধ্যে ৯,৫৮৫টি ব্যবহারের উপযোগী। আর উপযোগী নয় ২,৫৩৬টি, যার মধ্যে যুক্তরাষ্ট্রের ১,৩৩৬টি এবং রাশিয়ার ১,২০০টি।   

বিশ্ব বিনিয়োগ প্রতিবেদন 

♦︎   প্রকাশ: ২০ জুন, ২০২৪।

♦︎   প্রকাশক: জাতিসংঘ বাণিজ্য ও উন্নয়ন সম্মেলন (UNCTAD)।

♦︎   প্রতিবেদনের শিরোনাম: World Investment Report 2024।

প্রতিবেদন অনুযায়ী- 

বিনিয়োগ প্রাপ্তিতে শীর্ষ ৫ দেশবিনিয়োগে শীর্ষ ৫ দেশ
দেশমিলিয়ন ডলারদেশমিলিয়ন ডলার
যুক্তরাষ্ট্র ৩,১০,৯৪৭ যুক্তরাষ্ট্র ৪,০৪,৩১৬ 
চীন ১,৬৩,২৫৩ জাপান ১,৮৪,০২২   
সিঙ্গাপুর ১,৫৯,৬৭০ চীন ১,৪৭,৮৫০ 
হংকং১,১২,৬৭৬ সুইজারল্যান্ড ১,০৪,৯৫৪
ব্রাজিল৬৫,৮৯৭ হংকং১,০৪,২৮৬ 

⚫ স্বল্পোন্নত দেশগুলোর মধ্যে FDI প্রাপ্তিতে শীর্ষ পাঁচ দেশ (মিলিয়ন মার্কিন ডলার)- ১. কম্বোডিয়া (৩,৯৫৯), ২. ইথিওপিয়া (৩,২৬৩), ৩. বাংলাদেশ (৩,০০৪), ৪. উগান্ডা (২,৮৮৬) ও ৫. সেনেগাল (২,৬৪১)। 

⚫ বাংলাদেশে সরাসরি বৈদেশিক বিনিয়োগ (FDI) হয় ৩,০০৪ মিলিয়ন ডলার। 

বৈশ্বিক লিঙ্গ সমতা প্রতিবেদন 

♦︎   প্রকাশ: জুন, ২০২৪।

♦︎   প্রকাশক: বিশ্ব অর্থনৈতিক ফোরাম (WEF)।

♦︎   অন্তর্ভুক্ত দেশ: ১৪৬টি।

প্রতিবেদন অনুযায়ী- 

♦︎   শীর্ষ দেশ: আইসল্যান্ড

♦︎   সর্বনিম্ন দেশ: সুদান 

♦︎   সার্কভুক্ত দেশের অবস্থান: ৯৯. বাংলাদেশ, ১১৭. নেপাল, ১২২. শ্রীলঙ্কা, ১২৪. ভুটান, ১২৯. ভারত, ১৩২. মালদ্বীপ ও ১৪৫. পাকিস্তান। 

আন্তর্জাতিক পরিবেশ বিষয়ক সূচক 

♦︎   প্রকাশ: জুন, ২০২৪।

♦︎   প্রকাশক: যুক্তরাষ্ট্রের ইয়েল সেন্টার ফর এনভায়রনমেন্টাল ল অ্যান্ড পলিসি এবং কলাম্বিয়া ইউনিভার্সিটির সেন্টার ফর ইন্টারন্যাশনাল আর্থ সায়েন্স ইনফরমেশন নেটওয়ার্ক।

♦︎   সূচকের শিরোনাম: 2024 Environmental Performance Index

♦︎   অন্তর্ভুক্ত দেশ: ১৮০টি।

সূচক অনুযায়ী- 

♦︎   শীর্ষ দেশ: এস্তোনিয়া।  

♦︎   সর্বনিম্ন দেশ: ভিয়েতনাম।

♦︎   সার্কভুক্ত দেশের অবস্থান: ১০১. ভুটান, ১৩১. শ্রীলঙ্কা, ১৩৬. মালদ্বীপ, ১৬৫. নেপাল, ১৭১. আফগানিস্তান,  ১৭৫. বাংলাদেশ, ১৭৬. ভারত ও ১৭৯. পাকিস্তান।।

বিশ্বের ব্যয়বহুল শহর 

♦︎   প্রকাশ: ১৭ জুন, ২০২৪

♦︎   প্রকাশক: নিউইয়র্কভিত্তিক আন্তর্জাতিক পরামর্শক প্রতিষ্ঠান মার্সার

♦︎   অন্তর্ভুক্ত শহর: ২২৬টি

প্রতিবেদন অনুযায়ী- 

♦︎   শীর্ষ ব্যয়বহুল শহর: হংকং (চীন) 

♦︎   কম ব্যয়বহুল শহর: আবুজা (নাইজেরিয়া)

♦︎   ঢাকার অবস্থান ১৪০তম। 

Food Outlook 

♦︎   প্রকাশ: জুন, ২০২৪।

♦︎   প্রকাশক: জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (FAO)।

♦︎   প্রতিবেদনের শিরোনাম: Food Outlook 2024

প্রতিবেদন অনুযায়ী শীর্ষ। দেশ- 

পণ্য উৎপাদন আমদানি রপ্তানি 
গমচীন   মিশর রাশিয়া 
ভূট্টা যুক্তরাষ্ট্র চীন যুক্তরাষ্ট্র 
ধানচীন চীন ভারত 
চিনি   ব্রাজিল চীন ব্রাজিল 

 বিশ্বে ধান উৎপাদনে বাংলাদেশ- তৃতীয়। 

বৈশ্বিক বাস্তুচ্যুত 

♦︎   প্রকাশ: ১৩ জুন, ২০২৪।

♦︎   প্রকাশক: জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা (UNHCR)

♦︎   প্রতিবেদনের শিরোনাম: Global Trends: Forced Displacement in 2023 

প্রতিবেদন অনুযায়ী ২০২৩ সালের শেষে-

♦︎   বিশ্বে বাস্তুচ্যুত হয়েছে ১১ কোটি ৭৩ লাখ। তাদের মধ্যে ৬ কোটি ৮৩ লাখ নিজ দেশে অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত হয়। 

♦︎   আন্তর্জাতিক শরণার্থী ও অন্যান্য কারণে নিজ দেশ ছেড়ে যেতে বাধ্য হওয়া মানুষের সংখ্যা ৪ কোটি ৩৪ লাখ। 

♦︎   ইউক্রেনীয় শরণার্থী এবং আশ্রয়প্রার্থীদের সংখ্যা ২ লাখ ৭৫ হাজার থেকে বেড়ে ৬০ লাখে দাঁড়িয়েছে। 

♦︎   সিরিয়ায় সর্বোচ্চ ১ কোটি ৩৮ লাখ মানুষ ঘর ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। এর মধ্যে দেশের ভেতর ও বাইরে বাস্তুচ্যুত মানুষ অন্তর্ভুক্ত। 

বৈশ্বিক শান্তি সূচক 

♦︎   প্রকাশ: ১১ জুন, ২০২৪।

♦︎   প্রকাশক: অস্ট্রেলিয়ার সিডনিভিত্তিক Institute for Economics and Peace (IEP)।

♦︎   সূচকের শিরোনাম: Global Peace Index 2024

♦︎   অন্তর্ভুক্ত দেশ ও অঞ্চল: ১৬৩টি।

সূচক অনুযায়ী- 

♦︎   সবচেয়ে শান্তিপূর্ণ দেশ: আইসল্যান্ড 

♦︎   সর্বনিম্ন দেশ: ইয়েমেন 

♦︎   সার্কভুক্ত দেশের অবস্থান: ২১. ভুটান, ৮০. নেপাল, ৯৩. বাংলাদেশ, ১০০. শ্রীলঙ্কা, ১১৬. ভারত, ১৪০. পাকিস্তান ও ১৬০. আফগানিস্তান। 

বৈশ্বিক প্রতিযোগী সক্ষমতা সূচক 

♦︎   প্রকাশ: জুন, ২০২৪।

♦︎   প্রকাশক: সুইজারল্যান্ডভিত্তিক  International Institute for Management Development

♦︎   সূচকের শিরোনাম: 2024 IMD World Competitiveness  Ranking 

♦︎   অন্তর্ভুক্ত দেশ: ৬৭টি। 

সূচক অনুযায়ী-

♦︎   শীর্ষ দেশ: সিঙ্গাপুর 

♦︎   সর্বনিম্ন দেশ: ভেনিজুয়েলা। 

ভ্রমণ ও পর্যটন উন্নয়ন সূচক 

♦︎   প্রকাশ: ২১ মে, ২০২৪।

♦︎   প্রকাশক: বিশ্ব অর্থনৈতিক ফোরাম (WEF)।

♦︎   সূচকের শিরোনাম: Travel & Tourism Development Index 2024

♦︎   অন্তর্ভুক্ত দেশ: ১১৯টি।

সূচক অনুযায়ী-

♦︎   শীর্ষ দেশ: যুক্তরাষ্ট্র

♦︎   সর্বনিম্ন দেশ: মালি

♦︎   বাংলাদেশের অবস্থান: ১০৯তম। 

বিশ্বজুড়ে

সিরিয়ায় সৌদির রাষ্ট্রদূত 

২৬ মে, ২০২৪ সিরিয়ায় নতুন রাষ্ট্রদূত নিয়োগ দেয় সৌদি আরব। নতুন রাষ্ট্রদূতের নাম ফয়সাল আল-মুজফেল। সিরিয়ায় গৃহযুদ্ধ চলাকালে ২০১২ সালে দেশটিতে বন্ধ হয়ে যায় সৌদি দূতাবাস। এক যুগেরও বেশি সময় কূটনৈতিক সম্পর্ক ছিন্ন থাকার পর ২০২৪ সালের শুরুতে সিরিয়ার রাজধানী দামেস্কে পুনরায় নিজেদের দূতাবাস চালু করে সৌদি আরব। এর আগে সিরিয়া ২০২৩ সালে সৌদি আরবের রাজধানী রিয়াদে তাদের দূতাবাস চালু করে। ২০২৩ সালে সিরিয়া সৌদিতে নতুন রাষ্ট্রদূত নিয়োগ দেয়। 

মেক্সিকোর প্রথম নারী প্রেসিডেন্ট 

২ জুন, ২০২৪ অনুষ্ঠিত মেক্সিকোর প্রেসিডেন্ট নির্বাচনে দেশটির প্রথম নারী প্রেসিডেন্ট নির্বাচিত হন জলবায়ুবিজ্ঞানী এবং মেক্সিকো সিটির সাবেক মেয়র ক্লডিয়া শিনবাউম। তিনি ক্ষমতাসীন বামপন্থী ন্যাশনাল রি-জেনারেশন মুভমেন্ট (Morena) দলের প্রার্থী ছিলেন। ক্লডিয়া শিনবাউম ৬১.১৮% ভোট পান। গণতান্ত্রিক মেক্সিকোর ইতিহাসে এটাই কোনো প্রেসিডেন্ট প্রার্থীর সর্বোচ্চ ভোটে জয় লাভ। তার প্রধান প্রতিদ্বন্দ্বী সম্মিলিত বিরোধী দলীয় প্রার্থী সিনেটর ও ব্যবসায়ী শোচিত গালভেজ ২৮.২১% ভোট পান। ক্লডিয়ার পূর্বপুরুষ ছিল ইহুদি। তার নানা- নানি নাৎসিদের ভয়ে বুলগেরিয়া থেকে পালিয়ে মেক্সিকোতে চলে আসেন। আর দাদা-দাদির শেকড় ছিল লিথুয়ানিয়ায়। তার মা-বাবা দুজনই ছিলেন বিজ্ঞানী। ৫ ডিসেম্বর, ২০১৮ ক্লডিয়া মেক্সিকো সিটির প্রথম নারী মেয়র নির্বাচিত হন। ১৬ জুন, ২০২৩ পর্যন্ত দায়িত্ব পালনের পর প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য পদত্যাগ করেন। উল্লেখ্য, ১ অক্টোবর, ২০২৪ তিনি ৬ বছরের জন্য প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজের স্থলাভিষিক্ত হবেন। 

শক্তিশালী রকেটের সফল পরীক্ষা 

৬ জুন, ২০২৪ ইলন মাস্কের মহাকাশ সংস্থা স্পেস এক্সের তৈরি শক্তিশালী মহাকাশ রকেট স্টারশিপের প্রথমবারের মতো পরীক্ষামূলক উড্ডয়ন সফল হয়। রকেটটি যুক্তরাষ্ট্রের টেক্সাসের উৎক্ষেপণ কেন্দ্র থেকে যাত্রা শুরু করে। পরীক্ষামূলকভাবে এটি ১৩০ মাইল ওপরে ওঠার পর পুনরায় পৃথিবীতে ফিরে আসে এবং তা ভারত মহাসাগরে ‘অবতরণ করে। একে বর্তমানে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী রকেট বলা হয়, যা ঘণ্টায় ১৬,০০০ মাইল গতিতে ছুটতে পারে। 

বাসযোগ্য পৃথিবীর সন্ধান 

পৃথিবীর চেয়ে কিছুটা ছোট আকৃতির একটি ‘বাসযোগ্য’ গ্রহের সন্ধান পান বিজ্ঞানীদের দু’টি দল। ‘তাত্ত্বিকভাবে বাসযোগ্য’ এ গ্রহটি সৌর পরিবারের শুক্রের চেয়ে বড় এবং প্রায় ৪০ আলোকবর্ষ দূরে একটি ছোট্ট নক্ষত্রকে ঘিরে প্রদক্ষিণরত। ‘গ্লিস ১২বি’ নামে গ্রহটি যে শীতল লোহিত বামন নক্ষত্রকে ঘিরে প্রদক্ষিণ করছে, সেটি আকারে আমাদের সূর্যের মাত্র ২৭%। নক্ষত্রটি সূর্যের চেয়ে বেশ ছোট হওয়া সত্ত্বেও বিজ্ঞানীরা মনে করেন, এ গ্রহটি বাসযোগ্য হতে পারে। 

সবচেয়ে বয়স্ক নভোচারী 

সবচেয়ে বেশি বয়সে মহাকাশে যাওয়ার রেকর্ড গড়েন এডওয়ার্ড ডোয়াইট। আর মাত্র চার মাস পরই বয়স ৯১ বছর হবে মার্কিন বিমানবাহিনীর সাবেক এ পাইলটের। ১৯ মে, ২০২৪ জেফ বেজোসের রকেট ব্লু ওরিজিনে চড়ে মহাকাশে যাওয়ার স্বপ্নপূরণ করেন তিনি। পাশাপাশি অর্জন করেন সবচেয়ে বয়স্ক ব্যক্তি হিসেবে মহাকাশে যাওয়ার রেকর্ডের খেতাব। ব্লু অরিজিন কোম্পানির নিউ শেপার্ড ক্যাপসুলে করে পাঁচজন ক্রু সদস্যসহ মহাকাশে যান ডোয়াইট। 

চাঁদের পৃষ্ঠে চীনের মহাকাশযান

২ জুন, ২০২৪ চাঁদের দক্ষিণ মেরুর একটি দুর্গম পৃষ্ঠে অবতরণ করে চীনের মনুষ্যবিহীন চন্দ্রযান চ্যাংই-৬। মহাকাশযানটি এমন এক অনাবিষ্কৃত জায়গায় অবতরণ করে যেখানে আগে কেউ যাওয়ার চেষ্টা করেনি। সেই জায়গাটি ‘সাউথ পোল এইটকেন বেসিন’ নামে পরিচিত। চাঁদের এ গোলার্ধটি চিরকাল পৃথিবীর বিপরীতমুখী হয়ে থাকে। এ অংশটি ঘন অন্ধকার ও গর্তযুক্ত। ৩ মে, ২০২৪ চীনের এ মহাকাশযানটি চাঁদে নতুন মিশন শুরু করে। যার উদ্দেশ্য চাঁদ থেকে মূল্যবান পাথর ও মাটি সংগ্রহ করা। চাঁদ থেকে নমুনা সংগ্রহে এটি চীনের দ্বিতীয় মিশন। পূর্বে ২০১৯ সালে চাঁদের মাটি স্পর্শ করে চীনের চ্যাংই-৪। 

মহাকাশে অবস্থানের রেকর্ড 

রাশিয়ান স্পেস এজেন্সি Roscosmos-এর মহাকাশচারী স্কোয়াডের কমান্ডার ও সংবাদ সংস্থা তাস’র বিশেষ সংবাদদাতা ওলেগ কোনোনেনকো বিশ্বের প্রথম ব্যক্তি যিনি সামগ্রিকভাবে ১,০০০ দিন পৃথিবীর কক্ষপথে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে কাটান। ৫ জুন, ২০২৪ তিনি মোট স্পেস ফ্লাইট সময়কালের পরিপ্রেক্ষিতে বিশ্বে প্রথমবারের মতো মহাকাশে অবস্থানের ১,০০০ দিনের রেকর্ড গড়েন তিনি। 

ভারতে মিসাইলের সফল পরীক্ষা 

২৯ মে, ২০২৪ ভারত অ্যান্টি রেডিয়েশন সুপারসনিক মিসাইল রুদ্রম-২ এর সফল পরীক্ষা চালায়। ক্ষেপণাস্ত্রটির সুবিধা হলো এটি বিভিন্ন উচ্চতা থেকে নিক্ষেপ করা যায়। ১০০ কিলোমিটারেরও বেশি পরিসর থেকে শত্রুর রেডিও ফ্রিকোয়েন্সি এবং রাডার থেকে সংকেত নিতে পারে এটি। মূলত, ভূমিতে থাকা শত্রুর নজরদারিমূলক রাডারকে গুঁড়িয়ে দিতে সক্ষম এ ক্ষেপণাস্ত্র। এছাড়াও শত্রুপক্ষের সংযোগকারী বিভিন্ন স্টেশনেও হামলার সক্ষমতা রাখে এটি। বর্তমানে রাশিয়ার তৈরি অ্যান্টি রেডিয়েশন মিসাইল কেএইচ-৩১ ব্যবহার করছে ভারত। 

৩০ বার এভারেস্টের চূড়ায়

নেপালি পর্বতারোহী কামি রিতা শেরপা নিজের রেকর্ড ভেঙ্গে আবার নতুন রেকর্ড গড়লেন। তিনি এবার নিয়ে ৩০তম বার মাউন্ট এভারেস্ট জয় করলেন। ২২ মে, ২০২৪ তিনি ৩০তম বারের মতো বিশ্বের সর্বোচ্চ পর্বতচূড়া এভারেস্টের শীর্ষে পৌছান। ১২ মে, ২০২৪ তিনি ২৯তম বারের মতো এভারেস্টের শীর্ষে উঠেন। 

পান্ডা কূটনীতি 

১৫ জুন, ২০২৪ চারদিনের সফরে অস্ট্রেলিয়া পৌঁছান চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং। এরপর ১৬ জুন, ২০২৪ এডিলেড চিড়িয়াখানায় ভ্রমণে গিয়ে জায়ান্ট পান্ডা পাঠানোর ঘোষণা দেন তিনি। চীন- অস্ট্রেলিয়ার দ্বিপাক্ষিক সম্পর্কে কয়েক বছর ধরেই টানাপোড়েন চলছে। সম্পর্কোন্নয়নে দুই দেশের মধ্যে উষ্ণ সম্পর্কের সর্বশেষ স্মারক হবে আইকনিক প্রাণীগুলো। যুক্তরাষ্ট্র ও ইউরোপের সাথেও ফের ‘পান্ডা কূটনীতি’ চালু করবে চীন। তারই অংশ হিসেবে ২০২৪ সালে পান্ডা ইস্যুতে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সানদিয়েগো চিড়িয়াখানা এবং স্পেনের মাদ্রিদ চিড়িয়াখানার সাথে চুক্তি করে দেশটি। বহু বছর ধরে চীনে পান্ডাকে ‘বন্ধুত্বের দূত’ হিসেবে বিবেচনা করা হয়। ফলে বিশ্বজুড়ে মিত্রতা গড়তে চীন বিভিন্ন সময় পান্ডার ওপর ভরসা করছে। এ জন্য বন্ধুত্ব গড়তে চাওয়া দেশগুলোকে বিভিন্ন সময় পান্ডা উপহার দেয় বেইজিং। পান্ডা উপহার দিয়ে বন্ধুত্ব গড়ার এ প্রচেষ্টা চীনের ‘পান্ডা কূটনীতি’ নামে পরিচিত। 

UNGAর সভাপতি 

৬ জুন ২০২৪ জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম সভাপতি নির্বাচিত হন ক্যামেরুনের সাবেক প্রধানমন্ত্রী ফিলেমন ইয়াং। তিনি ক্যামেরুন থেকে নির্বাচিত প্রথম সভাপতি। তিনি ৩০ জুন, ২০০৯-৪ জানুয়ারি, ২০১৯ মেয়াদ পর্যন্ত ক্যামেরুনের অষ্টম প্রধানমন্ত্রী ছিলেন। ২০২৪ সালের সেপ্টেম্বরে ফিলেমন ইয়াং এক বছর মেয়াদে জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন।

UNSC’র নতুন সদস্য

জাতিসংঘের নিরাপত্তা পরিষদ ১৫টি সদস্য নিয়ে গঠিত, যার ৫টি স্থায়ী সদস্য আর ১০টি অস্থায়ী সদস্য। প্রতি বছর ১০টি অস্থায়ী সদস্যের মধ্যে ৫টি সদস্যের মেয়াদ শেষ হয়। তাদের স্থলে নির্বাচিত হয় ৫টি নতুন দেশ। ৬ জুন, ২০২৪ নির্বাচিত নতুন অস্থায়ী সদস্য দেশগুলো- ডেনমার্ক, গ্রিস, পাকিস্তান, পানামা এবং সোমালিয়া। এ ৫ সদস্য ১ জানুয়ারি, ২০২৫-৩১ ডিসেম্বর ২০২৬ মেয়াদের জন্য মোজাম্বিক, জাপান, ইকুয়েডর, মাল্টা ও সুইজারল্যান্ডের স্থলাভিষিক্ত হবে। 

ফিলিস্তিন রাষ্ট্রের বৈশ্বিক স্বীকৃতি

যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের ষড়যন্ত্রে ১৪ মে, ১৯৪৮ মধ্যপ্রাচ্যে অবৈধ রাষ্ট্র ইসরায়েলের জন্ম হয়। প্রতিষ্ঠার পর থেকেই ইসরায়েলের হামলায় হাজার হাজার ফিলিস্তিনি নিহত ও লাখ লাখ লোককে বাস্তুচ্যুত করা হয়। এছাড়াও ফিলিস্তিনিদের ভূমির বেশির ভাগই দখল করে। তারপরও জুন ২০২৪ পর্যন্ত জাতিসংঘের ১৯৩টি সদস্যদেশের মধ্যে ১৪৫টি দেশ ইতোমধ্যে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেয়। 

ফিলিস্তিন রাষ্ট্রের জাতিসংঘের স্বীকৃতি

১৪ অক্টোবর, ১৯৭৪ ফিলিস্তিন মুক্তি সংস্থা (PLO) জাতিসংঘের সাধারণ পরিষদে জনগণের প্রতিনিধি হিসেবে স্বীকৃতি পায়। ২২ নভেম্বর, ১৯৭৪ জাতিসংঘ সাধারণ পরিষদে গৃহীত প্রস্তাব অনুযায়ী PLO জাতিসংঘে অ-রাষ্ট্রীয় পর্যবেক্ষকের মর্যাদা লাভ করে। ১৫ ডিসেম্বর, ১৯৮৮ জাতিসংঘ PLO-এর পরিবর্তে ফিলিস্তিনকে ‘পর্যবেক্ষক ভূখণ্ডের’ মর্যাদা দেয় ২৩ সেপ্টেম্বর, ২০১১ ফিলিস্তিন জাতিসংঘ নিরাপত্তা পরিষদে স্বাধীন দেশের স্বীকৃতি চেয়ে আবেদন করে। এরপর ২৯ নভেম্বর, ২০১২ জাতিসংঘের সাধারণ পরিষদের ভোটাভুটিতে ফিলিস্তিনকে জাতিসংঘের অ-সদস্য পর্যবেক্ষক  রাষ্ট্রের মর্যাদা দেওয়া হয়। এর ফলে ফিলিস্তিনের  জাতিসংঘের কিছু অঙ্গ সংস্থার সদস্যপদ লাভ  করার পথ উন্মুক্ত হয়। দেশটি আন্তর্জাতিক অপরাধ  আদালত (ICC) ) এবং আন্তর্জাতিক বিচার আদালতের  (ICJ) দ্বারস্থ হওয়ার সুযোগ পায়। এরপর ১৮  এপ্রিল, ২০২৪ নিরাপত্তা পরিষদে উত্থাপিত  ফিলিস্তিনকে পূর্ণ সদস্যপদ দেওয়ার প্রস্তাবে  যুক্তরাষ্ট্র পুনরায় ভেটো দেয়। তারপর ১০ মে,  ২০২৪ জাতিসংঘের সাধারণ পরিষদে ফিলিস্তিনকে  পূর্ণ সদস্য করার পক্ষে প্রস্তাব পাস হয়।

জাতিসংঘের বিভিন্ন সংস্থায় ফিলিস্তিন

নামসদস্যপদ লাভযততম
ইউনেস্কো ২৩ নভেম্বর ২০১১   ১৯৫তম
আন্তর্জাতিক সমুদ্র তলদেশ কর্তৃপক্ষ ২ জানুয়ারি ২০১৫   ১৬৭তম
আন্তর্জাতিক অপরাধ আদালত ১ এপ্রিল ২০১৫ ১২৩তম 
স্থায়ী সালিশি আদালত ২৯ ডিসেম্বর ২০১৫ ১১৮তম
জাতিসংঘ শিল্পোন্নয়ন সংস্থা১৭ মে ২০১৮ ১৬৮তম   
জাতিসংঘ বাণিজ্য ও উন্নয়ন সম্মেলন   ২৪ মে ২০১৮ ১৯৫তম 
রাসায়নিক অস্ত্র নিষিদ্ধকরণ সংস্থা   ১৬ জুন ২০১৮   ১৯৩তম

তৃতীয় মেয়াদে নরেন্দ্র মোদি

ভারতজুড়ে ১৯ এপ্রিল-১ জুন, ২০২৪ সাত দফায় ১৮তম লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হয়। ৪ জুন, ২০২৪ নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়। এ নির্বাচনে জোটগতভাবে বিজয়ী হয় ভারতীয় জনতা পার্টি (BJP) নেতৃত্বাধীন জাতীয় গণতান্ত্রিক জোট (NDA)। 

বিশ্বব্যাংক গ্রুপ (World Bank Group)

বিশ্বব্যাংক গ্রুপের বর্তমান সদস্য সংখ্যা পাঁচ। এগুলো হলো- পুনর্গঠন ও উন্নয়নের জন্য আন্তর্জাতিক ব্যাংক (IBRD), আন্তর্জাতিক উন্নয়ন সমিতি (IDA), আন্তর্জাতিক পুঁজি বিনিয়োগ সংস্থা (IFC), পুঁজি বিনিয়োগজনিত বিরোধ নিষ্পত্তির আন্তর্জাতিক কেন্দ্র (ICSID) এবং বহুপাক্ষিক বিনিয়োগ গ্যারান্টি সংস্থা (MIGA)। এর মধ্যে IBRD এবং IDA মাতৃ সংগঠন। বাকি তিনটি সংস্থা বিশ্বব্যাংকের অঙ্গ হলেও এগুলো আইনগত ও অর্থনৈতিকভাবে স্বাধীন।

নামপ্রতিষ্ঠাকালমোট সদস্যসর্বশেষ সদস্যবাংলাদেশের সদস্যপদ লাভ
তারিখযততম সদস্য
IBRD১৯৪৪ সালে১৮৯টিনাউরু (১২ এপ্রিল ২০১৬)১৭ আগস্ট ১৯৭২১১৮তম
IDA২৪ সেপ্টেম্বর ১৯৬০১৭৪টিবুলগেরিয়া (৩ নভেম্বর ২০২১)১৭ আগস্ট ১৯৭২১০৯তম
IFC২০ জুলাই ১৯৫৬১৮৬টিব্রুনাই (২৪ নভেম্বর ২০২১)১৮ জুন ১৯৭৬১০৫তম
ICSID১৪ অক্টোবর ১৯৬৬১৫৮টিঅ্যাঙ্গোলা (২১ অক্টোবর ২০২২)২৬ এপ্রিল ১৯৮০৭৬তম
MIGA১২ এপ্রিল ১৯৮৮১৮২টিসোমালিয়া (২৪ মার্চ ২০২০)১২ এপ্রিল ১৯৮৮প্রতিষ্ঠাকালীন

বিশ্বের জনসংখ্যা দিবস

১১ জুলাই ১৯৮৭ বিশ্বের জনসংখ্যা ৫০০ কোটিতে উন্নীত হয়। ১৯৮৯ সালে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (UNDP) গভর্ন্যান্স কাউন্সিল জনসংখ্যা ইস্যুতে বিশ্বব্যাপী ১১ জুলাই বিশ্ব জনসংখ্যা দিবস পালনের সিদ্ধান্ত নেয়। ১১ জুলাই ১৯৯০ প্রথমবারের মতো ৯০টি দেশে বিশ্ব জনসংখ্যা দিবস উদ্‌যাপিত হয়।

বিভিন্ন প্রতিবেদনে বাংলাদেশের জনসংখ্যাজনসংখ্যায় শীর্ষ দেশ ও বাংলাদেশের অবস্থান
প্রতিবেদনের নামজনসংখ্যা (কোটি)বিষয়শীর্ষ দেশবাংলাদেশ
বিশ্ব জনসংখ্যা প্রতিবেদন ২০২৪১৭.৪৭বিশ্বেভারত৮ম
বাংলাদেশ স্যাম্পল ভাইটাল স্ট্যাটিসটিক্স ২০২৩১৭.১০মুসলিম বিশ্বেইন্দোনেশিয়া৩য়
বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা ২০২৪১৭.১০মুসলিম জনসংখ্যায়ইন্দোনেশিয়া৪র্থ
World Population Prospect ২০২২১৭সার্কভুক্ত দেশেভারত৩য়
৬ষ্ঠ জনশুমারি ও গৃহগণনা ২০২২ (সমন্বয়কৃত)১৬.৯৮এশিয়ায়ভারত৫ম
 ঘনত্বেমোনাকো৬ষ্ঠ

খেলাধুলা

টি-২০ বিশ্বকাপে অপরাজিত চ্যাম্পিয়ন ভারত

আয়োজন: নবম

⚫ সময়কাল: ১-২৯ জুন ২০২৪

⚫ অংশগ্রহণকারী দল: ২০টি

⚫ ম্যাচ ৫৫টি

⚫স্বাগতিক: যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজ

⚫ ভেন্যু: ৯টি

⚫ চ্যাম্পিয়ন: ভারত (দ্বিতীয়বার)

⚫ রানার্সআপ: দক্ষিণ আফ্রিকা

⚫ ম্যান অব দ্য ফাইনাল: বিরাট কোহলি (ভারত)

⚫ ফাইনালের ভেন্যু কেনসিংটন ওভাল ব্রিজটাউন, বার্বাডোজ। 

 বোলিং রেকর্ড

সর্বাধিক উইকেট: ফজলহক ফারুকি (আফগানিস্তান) ও আর্শদ্বীপ সিং (ভারত); ৮ ম্যাচে ১৭টি

⚫ সেরা বোলিং: ফজলহক ফারুকি (আফগানিস্তান); ৫/৯; বিপক্ষ-উগান্ডা

⚫হ্যাটট্রিক: ৩টি; প্যাট কামিন্স (অস্ট্রেলিয়া); ২টি ও ক্রিস জর্ডান (ইংল্যান্ড); ১টি। 

 ব্যাটিং রেকর্ড

দলীয় সর্বোচ্চ রান: ওয়েস্ট ইন্ডিজ; ২১৮/৫; বিপক্ষ- আফগানিস্তান

⚫ দলীয় সর্বনিম্ন রান: উগান্ডা ৩৯/১০; বিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ

⚫ সর্বাধিক রান: রহমানউল্লাহ গুরবাজ (আফগানিস্তান);  ৮ ম্যাচে ২৮১

⚫ সর্বোচ্চ ইনিংস: নিকোলাস পুরাণ (ওয়েস্ট ইন্ডিজ); ৯৮ (৫৩ বলে)

⚫ সর্বাধিক হাফ সেঞ্চুরি: রোহিত শর্মা (ভারত) ও রহমানউল্লাহ গুরবাজ (আফগানিস্তান); ৩টি

⚫ সর্বাধিক ছক্কা: নিকোলাস পুরাণ ওয়েস্ট ইন্ডিজ); ১৭টি। 

বিবিধ

⚫ সর্বাধিক ক্যাচ: এইডেন মার্করাম (দক্ষিণ আফ্রিকা); ৮ ম্যাচে ৮টি

⚫ সবচেয়ে বেশি ম্যাচ জয়ী দল: ভারত; ৮টি

⚫ সর্বোচ্চ জুটি: রহমানউল্লাহ গুরবাজ-ইব্রাহিম জাদরান (আফগানিস্তান); ১৫৪; বিপক্ষ-উগান্ডা

⚫ সবচেয়ে বেশি ডিসমিসাল: ঋষভ পান্থ (ভারত); ১৪টি

⚫ স্মার্ট ক্যাচ অব দ্য ম্যাচ: সূর্যকুমার যাদব (ভারত)।

⚫ টি-২০ বিশ্বকাপে প্রথম ক্রিকেটার হিসেবে ৫০ উইকেটের অধিকারী বাংলাদেশের সাকিব আল হাসান।

⚫ টি-২০ বিশ্বকাপের ইতিহাসে কোনো স্বাগতিক দল এখনো চ্যাম্পিয়ন হতে পারেনি। 

⚫ তৃতীয় দল হিসেবে দ্বিতীয়বার চ্যাম্পিয়ন ও একমাত্র অপরাজিত দল হিসেবে চ্যাম্পিয়ন হয় ভারত। 

প্রাইজমানি (মার্কিন ডলার) 

⚫ চ্যাম্পিয়ন: ২৪ লাখ ৫০ হাজার

⚫ রানার্সআপ: ১২ লাখ ৮০ হাজার

⚫ সেমিফাইনালিস্ট: ৭ লাখ ৮৭ হাজার ৫০০

⚫ সুপার এইট: ৩ লাখ ৮২ হাজার ৫০০ 

⚫ ৯-১২তম: ২ লাখ ৪৭ হাজার ৫০০ 

⚫ ১৩-২০তম: ২ লাখ ২৫ হাজার

⚫ এছাড়া প্রথম পর্ব ও সুপার এইটে প্রতিটি ম্যাচের জয়ী দল পায় ৩১,১৫৪ ডলার 

⚫ ম্যান অব দ্য টুর্নামেন্ট: ১৫ হাজার 

⚫ ম্যান অব দ্য ফাইনাল: ৫ হাজার 

⚫ স্মার্ট ক্যাচ অব দ্য ম্যাচ: ৩ হাজার 

রোল অব অনার

আসর চ্যাম্পিয়ন রানার্স আপ 
২০০৭ভারতপাকিস্তান
২০০৯পাকিস্তানশ্রীলঙ্কা
২০১০ইংল্যান্ডঅস্ট্রেলিয়া
২০১২ওয়েস্ট ইন্ডিজশ্রীলঙ্কা
২০১৪শ্রীলঙ্কাভারত
২০১৬ওয়েস্ট ইন্ডিজইংল্যান্ড
২০২১অস্ট্রেলিয়ানিউজিল্যান্ড
২০২২ইংল্যান্ডপাকিস্তান
২০২৪ভারতদক্ষিণ আফ্রিকা 

দশম টি-২০ বিশ্বকাপে খেলবে যারা 

⚫ মোট দল: ২০টি, স্বাগতিক দুই দল: ভারত ও শ্রীলঙ্কা।

⚫ ২০২৪ বিশ্বকাপের সুপার এইটের ৭ স্বাগতিক হওয়ায় ভারত ব্যতীত বাকী ৭ দল। আফগানিস্তান, অস্ট্রেলিয়া, বাংলাদেশ, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজ।   

⚫ র‍্যাংকিংয়ের ভিত্তিতে ৩ দল নিউজিল্যান্ড, পাকিস্তান ও আয়ারল্যান্ড।  

⚫ আঞ্চলিক বাছাইপর্ব থেকে ৮ দল- আফ্রিকা ২টি, এশিয়া ২টি ইউরোপ ২টি, আমেরিকা ১টি ও পূর্ব এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় ১টি।   

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *