বাংলাদেশ বিষয়াবলি – জানুয়ারি ২০২৫

১ জানুয়ারি ২০২৫
♦ চট্টগ্রামে জাতিসংঘ পার্কের নাম পরিবর্তন করে নতুন নাম হয় ‘জুলাই স্মৃতি উদ্যান’।
♦ ২৯তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধন।
২ জানুয়ারি ২০২৫
♦ হালনাগাদের পর খসড়া ভোটার তালিকা প্রকাশ।
৩ জানুয়ারি ২০২৫
♦ চট্টগ্রামের প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়েতে (উড়ালপথ) আনুষ্ঠানিকভাবে যানবাহন চলাচল শুরু।
৫ জানুয়ারি ২০২৫
♦ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের কোম্পানি সংক্রান্ত একটি বেঞ্চে সম্পূর্ণ কাগজমুক্ত (পেপার ফ্রি) বিচারিক কার্যক্রম শুরু।
৯ জানুয়ারি ২০২৫
♦ The Excises and Salt (Amendment) Ordinance, 2025 জারি এবং সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ জারি।
♦ উপদেষ্টা পরিষদের বৈঠকে পূর্ব তিমুরের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি অনুসমর্থনের প্রস্তাব অনুমোদন।
১০ জানুয়ারি ২০২৫
♦ দেশে প্রথমবারের মতো মানবদেহে ‘ব্যাট-রিওভাইরাস’ নামে ভাইরাসের উপস্থিতি পাওয়া যায়।
১৫ জানুয়ারি ২০২৫
♦ দেশে হিউম্যান মেটানিউমো ভাইরাস (HMPV) আক্রান্ত হয়ে সানজিদা আক্তার নামে এক নারী মারা যান।
১৯ জানুয়ারি ২০২৫
♦ পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ উৎপাদন শুরু করে পটুয়াখালীর কলাপাড়ার ১,৩২০ মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্র।
২১ জানুয়ারি ২০২৫
♦ সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশ, ২০২৫ জারি।
২৪ জানুয়ারি ২০২৫
♦ ভারতীয় সীমান্তরক্ষী বাংলাদেশ সীমান্তে ১০ দিনের ‘অপস অ্যালার্ট’ জারি করে।
আলোচিত বাংলাদেশ
লোকান্তরে
মেজরজেনারেল (অব.) কেএমসফিউল্লাহ (২সেপ্টেম্বর১৯৩৪–২৬জানুয়ারি২০২৫)
বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের ৩নং সেক্টরের কমান্ডার। পরে তিনটি নিয়মিত আর্মি ব্রিগেড (ফোর্স নামে পরিচিত) গঠিত হলে একটিতে নেতৃত্ব দেন সফিউল্লাহ। তার নামানুসারে সেই ফোর্সের নাম ছিল ‘এস’ ফোর্স। মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের জন্য তিনি বীরউত্তম খেতাবে ভূষিত হন। দেশ স্বাধীন হওয়ার পর ৭ এপ্রিল ১৯৭২-২৪ আগস্ট ১৯৭৫ পর্যন্ত সেনাপ্রধানের দায়িত্ব পালন করেন। ১৯৯৫ সালে তিনি আওয়ামী লীগে যোগ দেন এবং ১৯৯৬ সালে নৌকা প্রতীকে নির্বাচন করে নারায়ণগঞ্জ-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।
একুশে পদক ২০২৫
একুশে পদক ২০২৫ লাভ করেছেন ১৪ জন বিশিষ্ট নাগরিক ও একটি প্রতিষ্ঠান। ১৯৭৬ সালে প্রবর্তিত একুশে পদক বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার, যা সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় থেকে প্রদান করা হয়। এটি ১১টি বিভাগে প্রদান করা হয়ে থাকে, সম্মাননা হিসেবে দেশের গুণী ব্যক্তিদের বিশেষ অবদানকে স্বীকৃতি জানানো হয়।
মনোনীত ব্যক্তি/দলের নাম | ক্ষেত্র |
০১. আজিজুর রহমান (মরণোত্তর) | শিল্পকলা (চলচ্চিত্র) |
০২. ওস্তাদ নীরদ বরণ বড়ুয়া (মরণোত্তর) | শিল্পকলা (সংগীত) |
০৩. ফেরদৌস আরা | শিল্পকলা (সংগীত) |
০৪. নাসির আলী মামুন | শিল্পকলা (আলোকচিত্র) |
০৫. রোকেয়া সুলতানা | শিল্পকলা (চিত্রকলা) |
০৬. মাহফুজ উল্লা (মরণোত্তর) | সাংবাদিকতা |
০৭. মাহমুদুর রহমান | সাংবাদিকতা ও মানবাধিকার |
০৮. ড. শহীদুল আলম | সংস্কৃতি ও শিক্ষা |
০৯. ড. নিয়াজ জামান | শিক্ষা |
১০. মেহেদী হাসান খান | বিজ্ঞান ও প্রযুক্তি |
১১. মোহাম্মদ ইউসুফ চৌধুরী (মরণোত্তর) | সমাজসেবা |
১২. হেলাল হাফিজ (মরণোত্তর) | ভাষা ও সাহিত্য |
১৩. শহীদুল জহির (মো: শহীদুল হক) (মরণোত্তর) | ভাষা ও সাহিত্য |
১৪. মঈদুল হাসান | গবেষণা |
১৫. বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল | ক্রীড়া |
সংস্কার কমিশনের প্রতিবেদন
১৫ জানুয়ারি ২০২৫ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে ৪টি সংস্কার কমিশনের প্রতিবেদন জমা দেয়। এগুলো হলো- সংবিধান সংস্কার কমিশন, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন, দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশন এবং পুলিশ সংস্কার কমিশন। এরপর ২০ জানুয়ারি ২০২৫ এ ৪টি কমিশনের মেয়াদ ১৫ ফেব্রুয়ারি ২০২৫ পর্যন্ত বৃদ্ধি করা হয়।
দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশন
♦ ইংরেজি নাম: Anti-Corruption Commission Reform Commission (ACCRC)
♦ গঠন: ৩ অক্টোবর ২০২৪
♦ মোট সদস্য: ৮ জন
♦ প্রধান: ড. ইফতেখারুজ্জামান (TIB’র নির্বাহী পরিচালক)
♦ মোট সুপারিশ: ৪৭টি।
উল্লেখযোগ্য সুপারিশ | ||
বিষয় | বর্তমান | প্রস্তাবিত |
প্রতিষ্ঠানের ধরন | বিধিবদ্ধ প্রতিষ্ঠান | সাংবিধানিক প্রতিষ্ঠান |
সদস্য | ৩ জন | ৫ জন |
মেয়াদ | ৫ বছর* | ৪ বছর |
কমিশন গঠনে কমিটি | সার্চ কমিটি | বাছাই ও পর্যবেক্ষণ কমিটি |
কৌশলপত্র | জাতীয় শুদ্ধাচার কৌশল | দুর্নীতিবিরোধী জাতীয় কৌশলপত্র |
* ২০০৪ সালে দুদক আইন প্রণয়নের সময় (২৩ ফেব্রুয়ারি ২০০৪ রাষ্ট্রপতির স্বাক্ষর) মেয়াদ ৪ বছর করা হলেও ২০১৩ সালে সংশোধন করে ৫ বছর করা হয়। |
সংবিধান সংস্কার কমিশন
ইংরেজি নাম: Constitution Reform Commission
♦ গঠন: ৬ অক্টোবর ২০২৪
♦ মোট সদস্য: ৯ জন
♦ কমিশন প্রধান: আলী রীয়াজ (রাষ্ট্রবিজ্ঞানী ও লেখক)
উল্লেখযোগ্য সুপারিশ | ||
বিষয় | বর্তমান | প্রস্তাবিত |
সাংবিধানিক নাম | গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ People’s Republic of Bangladesh | জনগণতন্ত্রী বাংলাদেশ People’s Republic of Bangladesh |
নাগরিকত্ব | বাঙালি | বাংলাদেশি |
মূলনীতি | জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা | সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, বহুত্ববাদ এবং গণতন্ত্র |
সংসদ | এককক্ষ বিশিষ্ট | দ্বিকক্ষ বিশিষ্ট |
সরকারের মেয়াদ | ৫ বছর | ৪ বছর |
জাতীয় সংসদের মেয়াদ | ৫ বছর | ৪ বছর |
রাষ্ট্রপতির মেয়াদ | ৫ বছর | ৪ বছর |
সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার ন্যূনতম বয়স | ২৫ বছর | ২১ বছর |
নিম্নকক্ষে আসন | – | ৪০০ |
উচ্চকক্ষে আসন | – | ১০৫ |
নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন
ইংরেজি নাম: Electoral Reform Commission (ERC)
♦ গঠন: ৩ অক্টোবর ২০২৪
♦ মোট সদস্য: ৮ জন
♦ প্রধান: ড. বদিউল আলম মজুমদার সম্পাদক, সুশাসনের জন্য নাগরিক (সুজন), নির্বাচন ও স্থানীয় সরকার বিশেষজ্ঞ
♦ মোট সুপারিশ: প্রায় ১৫০টি।
উল্লেখযোগ্য সুপারিশ | ||
বিষয় | বর্তমান | সংস্কারে সুপারিশ |
সংসদ | এক কক্ষ | দ্বি-কক্ষ |
প্রধানমন্ত্রীর মেয়াদ | যতবার ইচ্ছা ততবার | দুবারের বেশি নয়* (একাদিক্রমে দুই বা অন্য যেকোনোভাবে) |
একই ব্যক্তি একই সাথে প্রধানমন্ত্রী, রাজনৈতিক দলের প্রধান এবং সংসদ নেতা | অধিষ্ঠিত থাকতে পারবেন | পারবেন না |
ডেপুটি স্পিকার | সরকারি দল | বিরোধী দল |
সংসদের নিম্নকক্ষে নারীদের সংরক্ষিত আসন | ৫০ | ১০০ |
নির্বাচনে EVM ব্যবহার | বৈধ | বাতিল |
একাধিক আসনে প্রার্থী | বৈধ | বাতিল |
স্থানীয় সরকার নির্বাচন | দলীয় | নির্দলীয় |
প্রবাসীদের পোস্টাল ভোটিং | ব্যবস্থা নেই | ব্যবস্থা করা |
অনলাইন ভোটিং | ব্যবস্থা নেই | ব্যবস্থা করা |
গ্রহণযোগ্য নির্বাচনে ভোটের % | নেই | ৪০% ভোট না পড়লে সেই আসনে পুনর্নির্বাচন |
• দুবারের নির্বাচিত প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতি পদে নির্বাচনের অযোগ্য ঘোষণা করা হবে। |
পুলিশ সংস্কার কমিশন
♦ ইংরেজি নাম: Police Reform Commission
♦ গঠন: ৩ অক্টোবর ২০২৪
♦ মোট সদস্য: ৯ জন
♦ প্রধান: সফর রাজ হোসেন (সাবেক সচিব)।
বিচার বিভাগ সংস্কার কমিশন
♦ ইংরেজি নাম: Judiciary Reform Commission
♦ গঠন: ৩ অক্টোবর, ২০২৪
♦ মোট সদস্য: ৮ জন
♦ প্রধান : বিচারপতি শাহ আবু নাঈম মোমিনুর রহমান। সাবেক বিচারক, আপিল বিভাগ। (বাংলাদেশ সুপ্রীম কোর্ট)
♦ মোট সুপারিশ: ২৮ দফা
জনপ্রশাসন সংস্কার কমিশন
♦ ইংরেজি নাম: Public Administration Reform Commission
♦ গঠন: ৩ অক্টোবর, ২০২৪
♦ মোট সদস্য: ১১ জন
♦ প্রধান: আবদুল ময়ুীদ চৌধুরী।(সাবেক উপদেষ্টা, তত্ত্বাবধায়ক সরকার)
♦ মোট সুপারিশ: ১০০ এর অধিক
দেশের খবর
নতুনটেলিভিশনচ্যানেল: বিটিভিনিউজ
৩১ ডিসেম্বর, ২০২৪ বাংলাদেশ টেলিভিশনের (BTV) সংবাদভিত্তিক নতুন চ্যানেলের কার্যক্রম উদ্বোধন করা হয়। এর আগে ৩০ ডিসেম্বর ২০২৪ বিটিভি ২৪ ঘণ্টা সংবাদ সম্প্রচারের অনুমোদন পায়। ২৫ ডিসেম্বর, ১৯৬৪ BTV’র কার্যক্রম শুরু হয়। বাংলাদেশ টেলিভিশন বাংলা ভাষায় বিশ্বের প্রথম টেলিভিশন। প্রতিদিন বাংলা ও ইংরেজি ভাষায় ৯টি সংবাদ বুলেটিনসহ নাটক, সংগীত, প্রামাণ্যচিত্র, শিক্ষা, স্বাস্থ্য ও তথ্যবিষয়ক নানা অনুষ্ঠান সম্প্রচার করে চ্যানেলটি। ১৯৬৭ সালে তৎকালীন পাকিস্তান টেলিভিশন কর্পোরেশন ও ১৯৭২ সালে রাষ্ট্রপতির আদেশে (পি.ও নং-১১৫) বাংলাদেশ টেলিভিশন নামে রাষ্ট্রীয় টিভি চ্যানেলে পরিণত হয়। ১ ডিসেম্বর, ১৯৮০ থেকে BTV’র রঙিন সম্প্রচার শুরু হয়।
সরকারি টেলিভিশন চ্যানেল
চ্যানেল | কার্যক্রম শুরু |
বাংলাদেশ টেলিভিশন (BTV) | ২৫ ডিসেম্বর ১৯৬৪ |
বিটিভি চট্টগ্রাম | ১৯ ডিসেম্বর ১৯৯৬ |
বিটিভি ওয়ার্ল্ড | ১১ এপ্রিল ২০০৪ |
সংসদ বাংলাদেশ | ২৫ জানুয়ারি ২০১১ |
বিটিভি নিউজ | ৩১ ডিসেম্বর ২০২৪ |
দেশের প্রথম কৃত্রিম বন
পরিবেশ সংরক্ষণ ও পুনরুদ্ধারের লক্ষ্যে চট্টগ্রামের মীরসরাইয়ে গড়ে তোলা হয় দেশের প্রথম কৃত্রিম বন ‘মিয়াওয়াকি ফরেস্ট’। জাপানের বিখ্যাত উদ্ভিদ গবেষক আকিরা মিয়াওয়াকি কৃত্রিম বন সৃষ্টির প্রবক্তা। তার উদ্ভাবিত পদ্ধতি অনুসরণ করে মাত্র ৪,৪০০ বর্গফুট এলাকা জুড়ে গড়ে তোলা হয় মিয়াওয়াকি ফরেস্ট। এতে লাগানো গাছ অন্যান্য সাধারণ গাছের চেয়ে ১০ গুণ দ্রুতগতিতে বৃদ্ধি পায়। ফলে এ পদ্ধতিতে ছোট কোনো স্থানে ২০-৩০ বছরের মধ্যে গভীর বন তৈরি করা সম্ভব। এই বন সাধারণ বনের চেয়ে ৩০ গুণ বেশি কার্বন ডাই-অক্সাইড শোষণ করতে পারে। নেদারল্যান্ডস ও ভারত বর্তমানে এমন বন গড়ে তুলে সুফল পাচ্ছে।
জুলাই স্মৃতি উদ্যান
৩ জানুয়ারি, ২০২৫ চট্টগ্রাম নগরের পাঁচলাইশ এলাকায় ‘জুলাই স্মৃতি উদ্যান’ উদ্বোধন করা হয়। ১৯৫৪ সালে পাঁচলাইশ পার্ক নামে স্থাপন করা হয় উদ্যানটি। ১৯৮৮ সালে চট্টগ্রাম সিটি কর্পোরেশনকে পার্কটির ব্যবস্থাপনার জন্য দেয় গণপূর্ত বিভাগ। ২০০২ সালে চট্টগ্রাম সিটি কর্পোরেশন এটির নাম রাখে ‘জাতিসংঘ পার্ক’। ২০২২ সালে ‘চট্টগ্রাম জেলার পাঁচলাইশ আবাসিক এলাকায় আধুনিক সুযোগ-সুবিধা সম্পন্ন জাতিসংঘ সবুজ উদ্যান উন্নয়ন’ প্রকল্প হাতে নেয় গণপূর্ত অধিদপ্তর। প্রায় ১২ কোটি ৬২ লাখ টাকা ব্যয়ে ২০২৪ সালের মাঝামাঝি সময়ে এই কাজ শেষ হয়। ১ জানুয়ারি ২০২৫ পার্কটির নাম পরিবর্তন করে ‘জুলাই স্মৃতি উদ্যান’ রাখা হয়। এখানে রয়েছে অ্যাম্ফিথিয়েটার, ফোয়ারা, বসার স্থান, ওয়াকওয়ে এবং শিশুদের জন্য খেলাধুলার অনুষঙ্গ।
শহিদ ওয়াসিম উড়াল সড়ক
৩ জানুয়ারি, ২০২৫ চট্টগ্রামের এলিভেটেড এক্সপ্রেসওয়েতে (উড়ালপথ) আনুষ্ঠানিকভাবে যানবাহন চলাচল শুরু হয়। এটি বন্দর নগরের প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়ে। ১৪ নভেম্বর, ২০২৩ এই এক্সপ্রেসওয়ের উদ্বোধন করা হয়। উদ্বোধনের সময় এলিভেটেড এক্সপ্রেসওয়েটির নামকরণ করা হয় মেয়র মহিউদ্দিন চৌধুরী-সিডিএ এক্সপ্রেসওয়ে। ১ জানুয়ারি, ২০২৫ এলিভেটেড এক্সপ্রেসওয়ের নামকরণ করা হয় ‘শহিদ ওয়াসিম আকরাম উড়ালসড়ক’। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ১৬ জুলাই, ২০২৪ চট্টগ্রামে শহিদ হন চট্টগ্রাম কলেজের ছাত্র ওয়াসিম আকরাম। তার বাড়ি কক্সবাজারের পেকুয়া উপজেলায়।
পটুয়াখালী তাপ বিদ্যুৎ কেন্দ্র
১৯ জানুয়ারি, ২০২৫ পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ উৎপাদন শুরু করে পটুয়াখালীর কলাপাড়ায় ১,৩২০ মেগাওয়াট তাপ বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট (৬৬০ মেগাওয়াট)। বর্তমানে এ কেন্দ্রের উৎপাদিত ১১০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে। পর্যায়ক্রমে প্রথম ইউনিটের পুরো ৬৬০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হবে। আগামী মার্চে দ্বিতীয় ইউনিট থেকে বিদ্যুৎ উৎপাদন কার্যক্রম শুরু হবে। বিদ্যুৎ কেন্দ্রটি নির্মাণের লক্ষ্যে ২১ ডিসেম্বর, ২০১৭ চীনের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান নরিনকো ইন্টারন্যাশনাল পাওয়ার কোম্পানি লিমিটেড এবং বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান রুরাল পাওয়ার কোম্পানি লিমিটেডের (RPCL) সমান (৫০:৫০) অংশীদারত্বে RPCL-নরিনকো ইন্টারন্যাশনাল পাওয়ার লিমিটেড (RNPL) নামে একটি জয়েন্ট ভেঞ্চার কোম্পানি গঠন করে। ৩১ আগস্ট ২০১৯ এই বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণকাজ শুরু হয়। প্রকল্পের নাম: পটুয়াখালী ১৩২০ (২× ৬৬০) মেগাওয়াট কয়লা চালিত তাপবিদ্যুৎ কেন্দ্র। অবস্থান: লোন্ডা, ধানখালী (কলাপাড়া, পটুয়াখালী)। ক্ষমতা: ১,৩২০ (২ × ৬৬০) মেগাওয়াট। প্রকল্পের ব্যয়: ২.৫৪ বিলিয়ন মার্কিন ডলার। আয়তন: ৯২১.৭৪ একর। প্ল্যান্টের ধরন: আল্ট্রা সুপার ক্রিটিকাল। পানির উৎস: রাবনাবাদ চ্যানেল। জ্বালানির ধরন: আমদানি করা কয়লা (ইন্দোনেশিয়া ও অস্ট্রেলিয়া থেকে)। কয়লার প্রয়োজন: ১২,২৭৩ টন (দৈনিক); ৪ মিলিয়ন টন (বার্ষিক) । বিদ্যুৎ ক্রয়কারী: বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (BPDB)।
১৩ সদস্যের জাতীয় সেমিকন্ডাক্টর টাস্কফোর্স
১ জানুয়ারি, ২০২৫ বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (BIDA)-এর নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরীকে আহ্বায়ক করে বাংলাদেশে সেমিকন্ডাক্টর শিল্পে চ্যালেঞ্জ, সম্ভাবনা ও ভবিষ্যতে করণীয় সম্পর্কে সুপারিশ প্রণয়নের লক্ষ্যে ১৩ সদস্যের একটি জাতীয় সেমিকন্ডাক্টর টাস্কফোর্স গঠন করে সরকার। বাংলাদেশের সেমিকন্ডাক্টর চিপ ডিজাইন, টেস্টিং এবং অ্যাসেম্বলিং সক্ষমতাকে আরও এগিয়ে নেওয়ার লক্ষ্যে এ পদক্ষেপে নেওয়া হয়। এর ফলে শুধু উচ্চ বেতনভিত্তিক কর্মসংস্থানই নয় বরং বাংলাদেশে হাই ভ্যালু সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি দ্রুত গড়ে উঠবে এবং প্রসার লাভ করবে, আগামীতে যা হয়ে উঠবে বাংলাদেশের রপ্তানিযোগ্য অন্যতম শিল্প খাত। এশিয়া-প্যাসিফিক সাপ্লাই চেইনের কাছাকাছি অবস্থানের কারণে, প্রতিযোগিতামূলক শ্রম-ব্যয় কম থাকায় এবং দক্ষ যুবশক্তি বাংলাদেশকে বৈশ্বিক সেমিকন্ডাক্টর খাতের জন্য একটি আদর্শ গন্তব্যে পরিণত করেছে।
দেশে AI নিয়ে উচ্চশিক্ষা
কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ Artificial intelligence (AI) কম্পিউটার বিজ্ঞানের এমন একটি শাখা যা মানুষের বুদ্ধিমত্তা, শেখার ক্ষমতা, সিদ্ধান্ত গ্রহণ এবং সমস্যা সমাধানের মতো গুণাবলি কম্পিউটার বা মেশিনের মাধ্যমে অনুকরণ করার চেষ্টা করে। বর্তমান বিশ্বে বেশ আলোচিত বিষয় AI প্রযুক্তি। ৬ জানুয়ারি ২০২৫ বাংলাদেশে প্রথম উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানে কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে আনুষ্ঠানিক শিক্ষা কার্যক্রম চালু করে গ্রিন ইউনিভার্সিটি। চার বছরের মেয়াদি এ প্রোগ্রামে শিক্ষার্থীরা মেশিন লার্নিং, বিগ ডেটা অ্যানালিটিক্স, নিউরাল নেটওয়ার্ক, ক্লাউড কম্পিউটিং, কম্পিউটার প্রোগ্রামিং এবং AI ইথিক্সসহ বিভিন্ন আধুনিক বিষয়ে দক্ষতা অর্জন করতে পারবেন।
বর্ষপণ্য ২০২৫: আসবাবপত্র
রপ্তানি নীতি অনুযায়ী পণ্যভিত্তিক রপ্তানিকে উৎসাহিত করতে প্রতিবছর একটি পণ্যকে জাতীয়ভাবে বর্ষপণ্য (Product of the Year) ঘোষণা করা হয়। তারই ধারাবাহিকতায় ২০২৫ সালের জন্য বর্ষপণ্য ঘোষণা করা হয় ফার্নিচার বা আসবাবপত্র পণ্যকে। ১ জানুয়ারি ২০২৫ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনুস ২৯তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে এ ঘোষণা দেন।
বর্ষপণ্য ২০২৫-২০১৭ | |
সাল | বর্ষপণ্য |
২০২৫ | আসবাবপত্র |
২০২৪ | হস্তশিল্পজাত |
২০২৩ | পাটজাত |
২০২২ | আইসিটি |
২০২১ | – |
২০২০ | লাইট ইঞ্জিনিয়ারিং |
২০১৯ | কৃষি ও কৃষি প্রক্রিয়াজাত |
২০১৮ | ওষুধ |
২০১৭ | চামড়া ও চামড়াজাত |
‘অ্যাপ্লাইড ডেমোক্রেসি ল্যাব’ প্রতিষ্ঠা
৭ জানুয়ারি ২০২৫ গণতন্ত্র চর্চা, গণতান্ত্রিক মূল্যবোধ ও মানবাধিকার বিষয়ে সচেতনতা সৃষ্টি এবং মৌলিক গবেষণা কার্যক্রম পরিচালনার লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো একটি ‘অ্যাপ্লাইড ডেমোক্রেসি ল্যাব’ (Applied Democracy Lab) প্রতিষ্ঠা করা হয়। যুক্তরাষ্ট্রের দাতা সংস্থা USAID এবং ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন ফর ইলেক্টোরাল সিস্টেমস (IFES)-এর সহযোগিতায় এই ল্যাব প্রতিষ্ঠা করা হয়। উল্লেখ্য, ‘অ্যাপ্লাইড ডেমোক্রেসি ল্যাব’ (Applied Democracy Lab) এর মাধ্যমে শিক্ষার্থীরা গণতন্ত্র, মানবাধিকার ও সুশাসনের বিভিন্ন দিক নিয়ে গবেষণার সুযোগ পাবে।
IOWG’র সদস্য বাংলাদেশ ব্যাংক
৭ জানুয়ারি ২০২৫ কেন্দ্রীয় ব্যাংক এবং মনিটারি ও সুপারভাইজরি অথরিটি-এর পরিচালনাগত ঝুঁকি ব্যবস্থাপনা বিষয়ক বৈশ্বিক প্ল্যাটফর্ম ইন্টারন্যাশনাল অপারেশন রিস্ক ওয়ার্কিং গ্রুপের (IOWG) সদস্যপদ অর্জন করে বাংলাদেশ ব্যাংক। পরিচালনাগত ঝুঁকি ব্যবস্থাপনার উৎকর্ষ সাধন এবং জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের লক্ষ্যে ২০০৬ সালে IOWG গঠিত হয়। গ্রুপটির সচিবালয় স্পেনের মাদ্রিদে অবস্থিত। IOWG’র ১২৭তম সদস্য বাংলাদেশ ব্যাংক।
ISCA-তে চ্যাম্পিয়ন
৭ নভেম্বর-১৬ ডিসেম্বর ২০২৪ পর্যন্ত অনুষ্ঠিত হয় ইন্টারন্যাশনাল সাপ্লাই চেইন এডুকেশন অ্যালায়েন্সের (ISCA) মূল পর্ব। প্রতিবছর বিশ্বের বিভিন্ন দেশের তরুণদের নিয়ে সাপ্লাই চেইন কেস প্রতিযোগিতার আয়োজন করে শিক্ষার এই আন্তর্জাতিক সংগঠন। বিশ্বের প্রায় ১৫টি দেশের ৩০টি দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘টিম ডিইউওবি ০১০১’।
প্রেসিডেন্সিয়াল পদকে ভূষিত এহসান
১৯৯৬ সালে মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন অসাধারণ সম্ভাবনাময় বিজ্ঞানী ও প্রকৌশলীদের সম্মান জানাতে প্রেসিডেন্সিয়াল পদক চালু করেন। ১৪ জানুয়ারি ২০২৫ এ পদকে সম্মানিত ৪০০ বিজ্ঞানী ও প্রকৌশলীর নাম ঘোষণা করে। এবার দ্বিতীয় ব্যক্তি হিসেবে এ পদক লাভ করেন বাংলাদেশের বিজ্ঞানী ও গবেষক এহসান হক। এর আগে বাংলাদেশি কম্পিউটার বিজ্ঞানী সাঈফ সালাহউদ্দিন পদক লাভ করেন।
বাংলা নববর্ষের স্বীকৃতি
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যে ১৪ এপ্রিলকে বাংলা নববর্ষ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। ২২ জানুয়ারি ২০২৫ নিউইয়র্কে মুক্তধারা ফাউন্ডেশনের উদ্যোগে ৩২ স্টেট সিনেট লুইস সেপুলভেদার প্রস্তাবে অঙ্গরাজ্যের আইনপ্রণেতারা সর্বসম্মতিক্রমে বাংলা নববর্ষ উদ্যাপনের এ সিদ্ধান্ত নেয়। গভর্নর ক্যাথি হোকুল ২৩৪ নম্বর প্রস্তাবের মাধ্যমে তা নিশ্চিত করেন। এছাড়াও অঙ্গরাজ্যের রাজধানী আলবেনিতে গভর্নর অফিস বাঙালি জাতির সবচেয়ে বড় এই উৎসবকে উদ্যাপন করবে বলে সিদ্ধান্ত হয়।
বাংলাদেশের রেলসেতু
৫ জানুয়ারি, ২০২৫ যমুনা রেলসেতুতে পূর্ণগতিতে পরীক্ষামূলক ট্রেন চালু হয়। এ উপলক্ষ্যে বাংলাদেশের রেলসেতুর খুঁটিনাটি নিয়ে এবারের এ আয়োজন।
যমুনা রেলসেতু
যমুনা রেলসেতু বাংলাদেশের দীর্ঘতম ডুয়েল গেজ ডাবল ট্র্যাকের সেতু।
♦ নাম: যমুনা রেলসেতু
♦ সংযুক্ত করবে: সিরাজগঞ্জ ও টাঙ্গাইল জেলাকে
♦ যে নদীর ওপর: যমুনা নদী
♦ একনেকে অনুমোদন: ৬ ডিসেম্বর, ২০১৬
♦ ভিত্তিপ্রস্তর স্থাপন: ২৯ নভেম্বর, ২০২০
♦ পাইলিংয়ের কাজ শুরু: মার্চ ২০২১
♦ দৈর্ঘ্য: ৪.৮০ কি.মি.
♦ নির্মাতা প্রতিষ্ঠান: পূর্বাংশ Obayashi Corporation, TOA Corporation ও JFE এবং পশ্চিমাংশ IHI ও SMCC
♦ নির্মাণকারী প্রতিষ্ঠানের সাথে চুক্তি স্বাক্ষর: ৫ এপ্রিল, ২০২০
♦ ধরন: ডুয়েল গেজ (ডাবল লাইন)
♦ অর্থায়নে: বাংলাদেশ ও জাপান (যৌথভাবে)
♦ পিলার: ৫০টি
♦ স্প্যান: ৪৯টি
♦ উপাদান: স্টীল
♦ ট্রেনের গতিবেগ: ঘণ্টায় ১০০-১২০ কিলোমিটার
♦ পরীক্ষামূলক ট্রেন চালু: ২৬ নভেম্বর, ২০২৪
♦ পূর্ণগতিতে পরীক্ষামূলক ট্রেন চালু: ৫ জানুয়ারি ২০২৫ (১২০ কি.মি. গতিতে)।
পদ্মা সেতু রেল সংযোগ
১০ অক্টোবর, ২০২৩ ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে ভাঙ্গা পর্যন্ত আনুষ্ঠানিকভাবে রেল চলাচল শুরু হয়। এর আগে ৪ এপ্রিল, ২০২৩ পদ্মা বহুমুখী সেতুতে পরীক্ষামূলক ট্রেন চালানো হয়।
প্রকল্পের নাম Padma Bridge Rail Link Project (PBRLP) ফাস্ট ট্র্যাক প্রকল্প হিসেবে তালিকাভুক্ত: ২৭ এপ্রিল, ২০১৬
♦ একনেক অনুমোদন: ৩ মে, ২০১৬।
♦ ঠিকাদার প্রতিষ্ঠানের সাথে চুক্তি: ৮ আগস্ট, ২০১৬
♦ ঠিকাদার প্রতিষ্ঠান China Railway Engineering Corporation (CREC)।
♦ তদারকি পরামর্শের জন্য বাংলাদেশ সেনাবাহিনীর সাথে চুক্তি: ১ জানুয়ারি ২০১৭
♦ চীনের এক্সিম ব্যাংকের সাথে ঋণ চুক্তি স্বাক্ষর: ২৭ এপ্রিল, ২০১৮
♦ সংশোধিত উন্নয়ন প্রকল্প প্রস্তাব (RDPP) একনেকে অনুমোদন: ২২ মে, ২০১৮।
হার্ডিঞ্জ ব্রিজ
পাবনা জেলার পাকশী রেলস্টেশনের দক্ষিণে পদ্মা নদীর উপর অবস্থিত।
নাম: হার্ডিঞ্জ ব্রিজ (তৎকালীন ভাইসরয় লর্ড হার্ডিঞ্জের নাম অনুসারে) সংযুক্ত করে: ঈশ্বরদী উপজেলার পাকশী থেকে কুষ্টিয়া জেলার ভেড়ামারা যে নদীর ওপর পদ্মা
♦ নির্মাণকাল: ১৯০৯-১৯১৫
♦ ট্রেন চলাচল: ৪ মার্চ, ১৯১৫
♦ দৈর্ঘ্য: ১.৮ কি.মি.
♦ ধরন: ব্রড-গেজ রেললাইন
♦ নির্মাণকারী: ব্রিথওয়ায়েট ও কার্ক
♦ নকশাকার: আলেকজান্ডার মেয়াডোস রেন্ডেল।
রূপসা রেলসেতু
আশে বিভক্ত, যার একটি রূপসা রেল সেতু। সেতুটির নির্মাণ ব্যয় ধরা হয় ১০৭৬ কোটি ৪৫ লাখ টাকা
♦ উচ্চতা: ১৬ মিটার (৫২ ফুট)
♦ পরামর্শক প্রতিষ্ঠান: ভারতের সিইজি নিপ্পন কোয়ী জেভি
♦ স্প্যান: ১৪২টি
♦ পাইল: ৮৩৬টি
♦ পিয়ার ক্যাপ: ১৩২টি
♦ মোট দৈর্ঘা: ৫.১৩ কি.মি. (সংযোগ সড়কসহ)
♦ ধরন: ব্রডগেজ রেলপথ
♦ যে নদীর ওপর: রূপসা নদী
♦ স্থান: লবণচরা-বটিয়াঘাটা, খুলনা জেলা, বাংলাদেশ
♦ একনেকে অনুমোদন: ২১ ডিসেম্বর, ২০১০
♦ ভিত্তিপ্রস্তর স্থাপন: ২০১৬ সাল
♦ পরীক্ষামূলক ট্রেন চালু: ৩০ অক্টোবর, ২০২৩ (মুন্তলা থেকে মোংলা পর্যন্ত)
♦ রেলপথ উদ্বোধন: ১ নভেম্বর, ২০২৩
♦ যাত্রীবাহী ট্রেন চলাচল: ১ জুন, ২০২৪।
মধুমতি রেলসেতু
ঢাকা-ভাঙ্গা-যশোর ভায়া লোহাগড়া-নড়াইল রেল লাইনের লোহাগড়া মধুমতি নদীর উপর নির্মিত ‘মধুমতি রেলসেতু’।
♦ নাম: পদ্মা সেতু
♦ রেলসংযোগ প্রকল্প সংযুক্ত করবে: নড়াইল-লোহাগড়া যে নদীর ওপর
♦ মধুমতী ভিত্তিপ্রস্তর স্থাপন: ২০১৯ সালের এপ্রিল
♦ পরীক্ষামূলক ট্রেন চালু: ২৪ নভেম্বর, ২০২৪
♦ যাত্রীবাহী ট্রেন চলাচল: ২৪ ডিসেম্বর, ২০২৪
♦ দৈর্ঘ্য: ১.২১ কি.মি. (১২২১ মিটার)
♦ নির্মানকারী প্রতিষ্ঠান: চায়না রেলওয়ে ইঞ্জিনিয়ারিং কোম্পানি তত্ত্বাবধায়নে বাংলাদেশ সেনাবাহিনী।
জানেন কি
♦ বর্তমানে দেশে মোট ৪৯টি জেলা রেল নেটওয়ার্কের অন্তর্ভুক্ত রয়েছে।
♦ ২৪ ডিসেম্বর ২০২৪. দেশের ৪৯ তম জেলা হিসেবে রেল নেটওয়ার্কে যুক্ত হয় নড়াইল।
♦ বর্তমানে দেশের ১৫টি জেলায় রেল নেটওয়ার্ক নেই। জেলাগুলো হলো-সাতক্ষীরা, মাগুরা, বরিশাল, রাঙ্গামাটি, ঝালকাঠি, পটুয়াখালী, বরগুনা, পিরোজপুর, ভোলা, মেহেরপুর, মানিকগঞ্জ, লক্ষ্মীপুর, শেরপুর, বান্দরবান ও খাগড়াছড়ি জেলা।
♦ দেশের একমাত্র বরিশাল বিভাগের কোনো জেলাতেই রেলপথ নেই।
♦ বর্তমানে দেশের দীর্ঘতম রেল সেতু হলো- যমুনা রেল সেতু।
HMPV ভাইরাস
Human metapneumovirus (HMPV বা HMPV) কোভিড-১৯ এর মতোই একটি RNA ভাইরাস। এদের জিনের গঠন একই। এই ভাইরাসও শ্বাসযন্ত্রে আক্রমণ করে। তবে এরা একই পরিবারের ভাইরাস নয়। অর্থাৎ কোভিডের টিকা নেওয়া থাকলে বা আগে কখনো কোভিড হলেও HMPV’র সংক্রমণ হতে পারে।
প্রথম শনাক্ত:
এইচএমপিভি ২০০১ সালে প্রথম আবিষ্কৃত হয় নেদারল্যান্ডসে। তবে ২০০১ সালের আগে থেকেই এই ভাইরাসটি পৃথিবীতে ছিল।
বাংলাদেশে HMPV:
বাংলাদেশে ২০০১ সালে প্রথম HMPV ভাইরাস শনাক্ত হয়। আমেরিকার জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. ডব্লিউ এ ব্রুক্সের নেতৃত্বে দেশটির ন্যাশনাল ইন্সটিটিউট অব হেলথের অর্থায়নে icddr,b-র সহযোগিতায় ঢাকার কমলাপুরে একটি গবেষণা পরিচালিত হয়। সেখানে ১৩ বছরের কম শ্বাসতন্ত্রীয় রোগীর দেহে ৩৩.৩৩% HMPV ভাইরাস পাওয়া যায়। ২০১৪-২০১৬ সালে আরেকটি গবেষণায়ও ঢাকায় এই ভাইরাস শনাক্ত হয়। এ বছর সর্বপ্রথম ৯ জানুয়ারি ২০২৫ এক ব্যক্তির শরীরে হিউম্যান মেটানিউমোভাইরাস (HMPV) শনাক্ত হয়। ১৫ জানুয়ারি ২০২৫ এইচএমপিভি ভাইরাসে আক্রান্ত সেই নারী মারা যান।
জাতীয় কবির রাষ্ট্রীয় স্বীকৃতি
বিদ্রোহী কবি, প্রেমের কবি, বিরহের কবি, তারুণ্যের কবি অভিধায় ভূষিত বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। তাঁকে জাতীয় কবির মর্যাদা দেওয়া হলেও এতদিন ছিল না কোনো রাষ্ট্রীয় স্বীকৃতি। অবশেষে স্বাধীনতার ৫৩ বছর পর কাজী নজরুল ইসলামকে ‘জাতীয় কবি’ হিসেবে ঘোষণা করে গেজেট প্রকাশ করা হয়।
রাষ্ট্রীয় স্বীকৃতি
২২ জুন ২০২২ কাজী নজরুলকে ‘জাতীয় কবি’ হিসেবে ঘোষণা করে গেজেট প্রকাশের নির্দেশনা চেয়ে আসাদ উদ্দিনসহ সুপ্রিম কোর্টের ১০ আইনজীবী রিট আবেদন করেন। তাকে জাতীয় কবির ঘোষণা দিয়ে গেজেট প্রকাশ করতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে তখন রুল জারি করে হাইকোর্ট। এরপর ৫ ডিসেম্বর ২০২৪ অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের সভায় কবি কাজী নজরুল ইসলামকে জাতীয় কবি ঘোষণা করে প্রজ্ঞাপন প্রকাশের প্রস্তাব অনুমোদন করা হয়। তবে এ বিষয়ে উচ্চ আদালতে একটি রিট আবেদন থাকায় সেটি নিষ্পত্তি সাপেক্ষে গেজেট প্রকাশ করা হবে বলে উপদেষ্টা পরিষদের বৈঠকে সিদ্ধান্ত হয়। এরপর আদালতের বিষয়টি নিষ্পত্তি করে ১৫ ডিসেম্বর ২০২৪ কবি নজরুলকে জাতীয় কবি হিসেবে প্রজ্ঞাপন জারি করে। যা ২৪ ডিসেম্বর ২০২৪ গেজেট আকারে প্রকাশ করা হয়। গেজেটে ৪ মে ১৯৭২ থেকে থেকে তাকে বাংলাদেশের ‘জাতীয় কবি’ হিসেবে ঘোষণা করা হয়।
কিছু দেশের জাতীয় কবি:
দেশ | নাম |
ফিলিস্তিন | মাহমুদ দারবিশ |
পাকিস্তান | আল্লামা মুহাম্মদ ইকবাল |
রাশিয়া | আলেকজেন্ডার পুশকিন |
ফ্রান্স | চার্লস বোডলেয়ার |
যুক্তরাজ্য | উইলিয়াম শেক্সপিয়ার |
চিলি | পাবলো নেরুদা- |
নেপাল | মাধব প্রসাদ ঘিমিরে |
ব্রাজিল | আন্তোনিও গঞ্জালভেস ডায়াস |
♦ ফেরদৌসি বিশ্বের একমাত্র কবি যিনি একসঙ্গে ৩টি দেশ ইরান, আফগানিস্তান এবং তাজিকিস্তানের জাতীয় কবির সম্মানে ভূষিত।
৩১ ডিসেম্বর ২০২৪
♦ বাংলাদেশ টেলিভিশনের সংবাদভিত্তিক চ্যানেল বিটিভি নিউজের সম্প্রচার শুরু।
♦ ঢাকায় কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে ‘মার্চ ফর ইউনিটি’ কর্মসূচি পালন করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।