আন্তর্জাতিক বিষয়াবলি – মে ২০২৪
০১মে, ২০২৪
♦︎ শ্রম দিবস বা আন্তর্জাতিক শ্রমিক দিবস কবে?
উত্তর: ১ মে।
♦︎ অনলাইন শপিং পদ্ধতি আবিষ্কার করেন কে?
উত্তর: ইংল্যান্ডের মাইকেল অলড্রিচ (১৯৭৯ সালে)।
♦︎ ভবিষ্যতের শহর ওভেন সিটি কোথায় অবস্থিত?
উত্তর: জাপানের হংসু দ্বীপ।
০২ মে, ২০২৪
♦︎ বিখ্যাত ‘দ্য লাস্ট সাপার’ চিত্রকর্মটির চিত্রকর কে?
উত্তর: লিওনার্দো দ্যা ভিঞ্চি (মৃত্যু: ২ মে, ১৫১৯)।
♦︎ ইউক্রেনে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) নির্মিত মুখপাত্রের নাম কী?
উত্তর: ভিক্টোরিয়া শি।
♦︎কলম্বিয়ার প্রেসিডেন্ট এর নাম কী?
উত্তর: গুস্তাভো পেত্রো।
০৩ মে, ২০২৪
♦︎ বর্তমানে শেনজেনভুক্ত দেশ কতটি?
উত্তর: ২৯টি।
♦︎ ‘ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে’ বা ‘বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস’ কবে পালিত হয়?
উত্তর: ৩ মে।
♦︎পাকিস্তান চাঁদের কক্ষপথে প্রথম চন্দ্র-স্যাটেলাইট উৎক্ষেপণ করে।
০৪ মে, ২০২৪
♦︎ ১ম বারের মতো চাঁদে পাঠানো পাকিস্তানের স্যাটেলাইট অভিযানের নাম কী?
উত্তর: আইকিউব-কিউ।
♦︎ সম্প্রতি কোন দেশ ইসরায়েলের সাথে সকল ধরনের বাণিজ্য স্থগিত করেছে?
উত্তর: তুর্কিয়ে।
♦︎ গাম্বিয়ার বানজুলে দুইদিনব্যাপী OIC’র ১৫তম শীর্ষ সম্মেলন শুরু।
০৫ মে, ২০২৪
♦︎ ফরাসি বিপ্লব শুরু হয় কবে?
উত্তর: ৫ মে, ১৭৮৯ সালে।
♦︎ মার্কসবাদের প্রবক্তা কার্ল মার্ক্স কবে জন্মগ্রহণ করেন?
উত্তর: ৫ মে, ১৮১৮ সালে।
♦︎ নেপোলিয়ান বোনাপার্ট কোথায় মৃত্যুবরণ করেন?
উত্তর: সেন্ট হেলেনা দ্বীপের কারাগারে (৫ মে, ১৮২১ সালে)।
♦︎ ৯ম নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে কতটি দল অংশগ্রহণ করবে?
উত্তর: ১০টি (মোট ম্যাচ- ২৩টি)।
০৬ মে, ২০২৪
♦︎ সম্প্রতি শেষ হওয়া OIC’র কত তম সম্মেলন ছিল?
উত্তর: ১৫তম।
♦︎একটি নিউরনে কয়টি অংশ থাকে?
উত্তর: ৩টি।
♦︎ পঞ্চম বারের মতো রাশিয়ার প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন ভ্লাদিমির পুতিন।
০৮ মে, ২০২৪
♦︎ বিশ্ব থ্যালাসেমিয়া দিবস কবে?
উত্তর: ৮ মে।
♦︎ আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (IOM) এর মহাপরিচালক কে?
উত্তর: অ্যামি পোপ।
♦︎ রেডক্রস ও রেডক্রিসেন্ট এর সদরদপ্তর কোথায় অবস্থিত?
উত্তর: সুইজারল্যান্ডের জেনেভায় (রেডক্রস ও রেডক্রিসেন্ট দিবস ৮ মে)।
♦︎ বিশ্বে নারী শীর্ষ ধনীর তালিকায় প্রথম হয়েছেন কে?
উত্তর: ফ্রাঁসোয়া বেটেনকোর্ট মেয়ার্স (সূত্র: ব্লুমবার্গ এনডেক্স)।
০৯ মে, ২০২৪
♦︎ আন্তর্জাতিক শিশু অধিকার সনদ গৃহীত হয় কবে?
উত্তর: ১৯৮৯ সালে
১১ মে, ২০২৪
♦︎ রাশিয়ার নতুন প্রধানমন্ত্রীর নাম কি?
উত্তর: মিখাইল মিশুস্তিন।
১২ মে, ২০২৪
♦︎ ‘The lady with the lamp’ নামে পরিচিত কে?
উত্তর: ফ্লোরেন্স নাইটিঙ্গেল (জন্ম: ১২ মে, ১৮২০)।
♦︎ আন্তর্জাতিক নার্স দিবস কবে?
উত্তর: ১২ মে।
♦︎ গণতন্ত্রের জন্ম হয়েছিলো কোন দেশে?
উত্তর: গ্রিসে।
১৩ মে, ২০২৪
♦︎ অর্থনীতিতে প্রথম নোবেলজয়ী কে?
উত্তর: র্যাগনার ফ্রিশ।
♦︎ অর্থনীতিকে ‘ব্যাষ্টিক’ ও ‘সামষ্টিক’ অর্থনীতিতে ভাগ করেছেন কে?
উত্তর: র্যাগনার ফ্রিশ।
♦︎ সবচেয়ে বেশি বার এভারেস্ট এর শীর্ষে পৌঁছান কে?
উত্তর: নেপালের কামি রিতা শেরপা (২৯ বার)।
১৫ মে, ২০২৪
♦︎ পিয়ের ক্যুরি কতসালে নোবেল পুরস্কার পান?
উত্তর: ১৯০৩ সালে। (জন্ম: ১৫ মে, ১৮৫৯)।
♦︎ যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রীর নাম কী?
উত্তর: ডোনাল্ড লু।
১৬ মে, ২০২৪
♦︎ সেমিকন্ডাক্টর খাতে বর্তমানে বৈশ্বিক বাজার কত?
উত্তর: ৬৭৩.১ বিলিয়ন মার্কিন ডলার।
♦︎ সাহিত্যে নোবেল বিজয়ী লেখিকা এলিস মুনরো কবে মৃত্যুবরণ করেন?
উত্তর: ১৩মে, ২০২৪।
♦︎ সিঙ্গাপুরের নতুন প্রধানমন্ত্রীর নাম কি?
উত্তর: লরেন্স ওং।
♦︎ স্লোভাকিয়ার প্রধানমন্ত্রীর নাম কি?
উত্তর: রবার্ট ফিকো।
♦︎ এল নিনোর উৎপত্তিস্থল কোথায়?
উত্তর: গ্রীষ্মমণ্ডলীয় প্রশান্ত মহাসাগরে।
♦︎ বাহরাইনের মানামায় ৩৩তম আরব লীগ শীর্ষ সম্মেলন শুরু।
১৭ মে, ২০২৪
♦︎ স্লোভাকিয়ার প্রধানমন্ত্রীর নাম কি?
উত্তর: রবার্ট ফিৎসো।
♦︎ মানব উন্নয়ন প্রতিবেদন ২০২৩-২৪ অনুযায়ী, মাথাপিছু কার্বন ডাই অক্সাইড নিঃসরণে শীর্ষ দেশ কোনটি?
উত্তর: কাতার (০.৬ টন)।
১৮ মে, ২০২৪
♦︎ গণিতের দ্বিপদী উপপাদ্য আবিষ্কার করেন কে?
উত্তর: ওমর খৈয়াম (জন্ম: ১৮ মে, ১০৪৮)।
♦︎ ভারত প্রথম পারমাণবিক বোমার পরীক্ষামূলক বিস্ফোরণ ঘটায় কবে?
উত্তর: ১৮ মে, ১৯৭৪।
♦︎ নারী ফুটবল বিশ্বকাপ সর্বপ্রথম কতসালে ও কোথায় অনুষ্ঠিত হয়?
উত্তর: ১৯৯১ সালে, চীনে।
♦︎ ১০ম নারী ফুটবল বিশ্বকাপ কত সালে ও কোথায় অনুষ্ঠিত হবে?
উত্তর: ২০২৭ সালে, ব্রাজিলে
১৯ মে, ২০২৪
♦︎ নব্য তুরস্কের জনক বলা হয় কাকে?
উত্তর: মোস্তফা কামাল আতাতুর্ক।
♦︎ একটি বিড়ালকে সম্মানসূচক ‘ডক্টরেট’ ডিগ্রি প্রদান করে কোন বিশ্ববিদ্যালয়?
উত্তর: ভার্মন্ট স্টেট বিশ্ববিদ্যালয় (ক্যাস্টলেটন ক্যাম্পাস)।
২০ মে, ২০২৪
♦︎ ডিজিটাল লেনদেনের তালিকায় শীর্ষদেশ কোনটি?
উত্তর: ডেনমার্ক।
♦︎ ডিজিটাল লেনদেনের তালিকায় বিশ্বে সর্বনিম্ন দেশ কোনটি?
উত্তর: জিবুতি।
♦︎ ইরানের প্রেসিডেন্ট এর নাম বি?
উত্তর: ইব্রাহিম রাইসি।
♦︎ ইরানের পররাষ্ট্রমন্ত্রীর নাম কি?
উত্তর: হোসেইন আমির অবদোল্লাহিয়ান।
২১ মে, ২০২৪
♦︎ আন্তর্জাতিক চা দিবস কবে পালন করা হয়?
উত্তর: ২১মে।
♦︎ অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর নাম কি?
উত্তর: পেনি ওং।
♦︎ জৈব প্রযুক্তির উদ্ভাবক কে?
উত্তর: কার্ল এরেকি।
♦︎ ইরানের নতুন অন্তর্বর্তী প্রেসিডেন্টের নাম কি?
উত্তর: মোহাম্মদ মোখবার।
২২ মে, ২০২৪
♦︎ আন্তর্জাতিক জীববৈচিত্র দিবস কবে পালন করা হয়?
উত্তর: ২২ মে।
♦︎ মত প্রকাশের স্বাধীনতায় শীর্ষ দেশ কোনটি?
উত্তর: ডেনমার্ক।
♦︎ মত প্রকাশের স্বাধীনতায় সর্বনিম্ন দেশ কোনটি?
উত্তর: উত্তর কোরিয়া।
♦︎ যুক্তরাজ্যে আগাম জাতীয় নির্বাচনের ঘোষণা দেন প্রধানমন্ত্রী ঋষি সুনাক।
♦︎ ভিয়েতনামের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হন তো লাম।
২৩ মে, ২০২৪
♦︎ এভারেস্টের চূড়ায় সবচেয়ে বেশিবার জয়ের রেকর্ড কার?
উত্তর: নেপালের কামি রিতা শেরপা। (৩০ বার)
♦︎ একদলীয় শাসনব্যবস্থার দেশ ভিয়েতনামের নতুন প্রেসিডেন্ট এর নাম কী?
উত্তর: তো লাম।
♦︎ আন্তর্জাতিক বুকার পুরস্কার ২০২৪ পেয়েছেন কে?
উত্তর: জার্মান লেখিকা জেনি এরপেনবেক ও অনুবাদক মাইকেল হফম্যান। (কাইরোস উপন্যাসের জন্য)
♦︎ প্রথম ইন্টারন্যাশনাল বুকার পুরস্কার পেয়েছিলেন কে?
উত্তর: আলবেনিয়ান লেখক ইসমাইল কাদারে। (২০০৫ সালে)
♦︎ আধুনিক শ্রেণিবিন্যাস বিদ্যার জনক বলা হয় কাকে?
উত্তর: ক্যারোলাস লিনিয়াস।
২৪ মে, ২০২৪
♦︎ বর্তমানে LDC তালিকাভুক্ত দেশ কতটি?
উত্তর: ৪৬টি।
♦︎ জাতিসংঘে প্রথম স্বল্পোন্নত দেশের তালিকা প্রণয়ন করা হয় কবে?
উত্তর: ১৯৭১ সালের ১৮ নভেম্বর।
♦︎ কার নামানুসারে Elizabethan Period এর নামকরণ করা হয়?
উত্তর: মহারানি ভিক্টোরিয়া (জন্ম: ২৪ মে, ১৮৯১)।
♦︎ সাহিত্যের ক্ষেত্রে কোন যুগটিকে ইংরেজি উপন্যাসের স্বর্ণযুগ তথা Golden Age of Novel বলা হয়?
উত্তর: ভিক্টোরিয়ান যুগ।
♦︎ তথ্যের ক্ষুদ্রতম একক কী?
উত্তর: ডাটা।
২৫ মে, ২০২৪
♦︎ পাপুরা নিউগিনির প্রধানমন্ত্রীর নাম কী?
উত্তর: জেমস মারাপে।
♦︎ ক্ষেপণাস্ত্র দিয়ে সজ্জিত এফ-১৬ যুদ্ধ বিমান কোন দেশের তৈরি?
উত্তর: যুক্তরাষ্ট্র।
২৬ মে, ২০২৪
♦︎ বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালকের নাম কী?
উত্তর: ড. টেড্রোস গ্যাব্রেসিউস।
♦︎ বর্তমানে পৃথিবীতে মানুষের গড় আয়ু কত?
উত্তর: ৭১.৪ বছর (সূত্র: বিশ্ব স্বাস্থ্য সংস্থা)।
♦︎ বর্তমানে সুস্থভাবে বেঁচে থাকার গড় বয়স কত?
উত্তর: ৬১.৯ বছর (সূত্র: বিশ্ব স্বাস্থ্য সংস্থা)।
♦︎ ইউনিসেফ ইন্টারন্যাশনাল কাউন্সিলের নতুন চেয়ার হিসেবে কার নাম ঘোষণা করা হয়?
উত্তর: মুহাম্মদ আজিজ খান।
♦︎ বিশ্বব্যাংকের মতে সুশাসনের বৈশিষ্ট্য কয়টি?
উত্তর: ৪টি।
২৮ মে, ২০২৪
♦︎ নারী এভারেস্ট জয়ীদের মধ্যে দ্রুততম সময়ে চূড়ায় আরোহণ করার রেকর্ড করেন কে?
উত্তর: নেপালের কুঞ্জো ঝাংমু লামা। (১৪ ঘণ্টা ৩১ মিনিট সময় লেগেছে)
২৯ মে, ২০২৪
♦︎ ১৯৩৮ সালে ফিশন বিক্রিয়া প্রথম আবিষ্কার করেন কে?
উত্তর: ভৌত রসায়নবিদ অটোহান ও স্ট্রেসম্যান।
♦︎ আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস কবে?
উত্তর: ২৯ মে।
৩০ মে, ২০২৪
♦︎ বিশ্বে প্রথমবারের মতো কাঠের তৈরি স্যাটেলাইট এর নাম কী?
উত্তর: লিগনোস্যাট।
♦︎ কাঠের তৈরি ক্ষুদ্র স্যাটেলাইট তৈরি করেন কারা?
উত্তর: জাপানের কিয়োটো বিশ্ববিদ্যালয় এবং কাঠের তৈরি প্রস্তুতকারী কোম্পানি সুমিতোমো ফরেষ্ট্রি।
♦︎ ‘Mock-heroic poet’ বলা হয় কোন কবিকে?
উত্তর: Alexander Pope. (মৃত্যু: ৩০ মে, ১৭৪৪)
♦︎ ‘The Father of English Tragedy’ বলা হয় কাকে?
উত্তর: Christopher Marlowe. (মৃত্যু: ৩০ মে, ১৫৯৩)
৩১ মে, ২০২৪
♦︎ বিশ্ব তামাকমুক্ত দিবস কবে?
উত্তর: ৩১মে
♦︎ আন্তর্জাতিক মেরিটাইম অর্গানাইজেশনের (IMO) মহাসচিব কে?
উত্তর: আর্সেনিও আন্তোনিও ডমিনগুয়েজ।
আলোচিত বিশ্ব
সম্মেলন-বৈঠক
ইসলামি উন্নয়ন ব্যাংকের বার্ষিক বৈঠক
♦︎ আয়োজন: ৪৯তম।
♦︎ সময়কাল: ২৭-৩০ এপ্রিল ২০২৪
♦︎ স্থান: রিয়াদ, সৌদি আরব।
এশীয় উন্নয়ন ব্যাংকের বার্ষিক বৈঠক
♦︎ আয়োজন: ৫৭তম
♦︎ সময়কাল: ২-৫ মে ২০২৪
♦︎ স্থান: তিবিলিসি, জর্জিয়া
♦︎ ৫৮তম বার্ষিক সভা: ৪-৭ মে ২০২৫; মিলান, ইতালি।
বিশ্বব্যাংক ভূমি সম্মেলন
♦︎ সময়কাল: ১৩-১৭ মে ২০২৪।
♦︎ স্থান: ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র।
♦︎ সম্মেলনের প্রতিপাদ্য: ভূমির দখলিস্বত্ব ও জলবায়ু কার্যক্রমে প্রবেশাধিকার নিশ্চিতকরণ।
কাতার ইকোনমিক ফোরাম
♦︎ আয়োজন: চতুর্থ
♦︎ সময়কাল: ১৪-১৬ মে ২০২৪
♦︎ স্থান: দোহা, কাতার।
আরব লীগ সম্মেলন
♦︎ আয়োজন: ৩৩তম
♦︎ সময়কাল: ১৬ মে ২০২৪
♦︎ স্থান: মানামা, বাহরাইন
বিশ্ব স্বাস্থ্য সভা (WHA)
♦︎ আয়োজন: ৭৭ তম সময়কাল: ২৭ মে-১ জুন ২০২৪
♦︎ স্থান: জেনেভা, সুইজারল্যান্ড
♦︎ সম্মেলনের প্রতিপাদ্য: All for Health, Health for All.
OIC’র শীর্ষ সম্মেলন
♦︎ আয়োজন: ১৫তম।
♦︎ সময়কাল: ৪-৫ মে ২০২৪
♦︎ স্থান: বানজুল, গাম্বিয়া।
♦︎ OIC’র প্রেসিডেন্ট অ্যাডাম ব্যারো (গাম্বিয়া)।
ঢাকায় নতুন মার্কিন রাষ্ট্রদূত
৯ মে ২০২৪ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বাংলাদেশে যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত হিসেবে ডেভিড স্লেটন মিলকে মনোনয়ন দেন। নিয়ম অনুযায়ী, প্রথমে কাউকে রাষ্ট্রদূত হিসেবে মনোনয়ন দেন মার্কিন প্রেসিডেন্ট। মনোনয়ন অনুমোদনের জন্য সিনেটে পাঠানো হয়। সিনেট অনুমোদন দিলে নতুন রাষ্ট্রদূতের নিয়োগ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।
দুদকের প্রথম নারীমহাপরিচালক
দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রথম নারী মহাপরিচালক শিরীন পারভীন। ৩০ এপ্রিল ২০২৪ তাকে পদোন্নতির মাধ্যমে মহাপরিচালক করা হয়। দুদকে প্রেষণে বা পদোন্নতি পেয়ে আটজন মহাপরিচালকের দায়িত্ব পালন করেন। দুদকের প্রথম নারী কমিশনার (অনুসন্ধান) মোছা. আছিয়া খাতুন ও প্রথম নারী সচিব খোরশেদা ইয়াসমিন।
রিপোর্ট-সমীক্ষা
GDP’র সাময়িক হিসাব: ২০২৩-২৪
প্রকাশ: ২০ মে ২০২৪
GDP ও মাথাপিছু আয়
ক্যাটাগরি | ২০২২-২৩ | ২০২৩-২৪ (সা.) |
GDP (মিলিয়ন টাকা) | ৪৪,৯০৮,৪১৭ | ৫০,৪৮০,২৭৪ |
GDP (মিলিয়ন ডলার) | ৪৫১,৫৩৪ | ৪৫৯,০৪৬ |
GNI (মিলিয়ন টাকা) | ৪৬,৭০০,৮০২ | ৫২,৫৩১,৩৩২ |
GNI (মিলিয়ন ডলার) | ৪৬৯,৫৫৬ | ৪৭৭,৬৯৭ |
জনসংখ্যা (মিলিয়ন) | ১৭০.৮৪ | ১৭১.৫৯ |
মাথাপিছু GDP (টাকা) | ২৬২,৮৬৮ | ২৯৪.১৯১ |
মাথাপিছু GDP (ডলার) | ২,৬৪৩ | ২,৬৭৫ |
মাথাপিছু GNI (টাকা) | ২৭৩,৩৬০ | ৩০৬,১৪৪ |
মাথাপিছু GNI (ডলার) | ২,৭৪৯ | ২,৭৮৪ |
স্থির মূল্যে অবদান ও প্রবৃদ্ধির হার (ভিত্তিবছর ২০১৫-১৬)
খাত | অবদানের হার (%) | প্রবৃদ্ধির হার (%) | ||
২০২২-২৩ | ২০২৩-২৪ (সা.) | ২০২২-২৩ | ২০২৩-২৪ (সা.) | |
কৃষি | ১১.৩০ | ১১.০২ | ৩.৩৭ | ৩.২১ |
শিল্প | ৩৭.৬৫ | ৩৭.৯৫ | ৮.৩৭ | ৬.৬৬ |
সেবা | ৫১.০৫ | ৫১.০৪ | ৫.৩৭ | ৫.৮০ |
সার্বিক GDP (উৎপাদন মূল্যে) | ১০০.০০ | ১০০.০০ | ৫.৭৮ | ৫.৮২ |
বাংলাদেশে বিদেশি বিনিয়োগ
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুসারে ২০২৩ সালে মোট বিদেশি বিনিয়োগ ৩,০০৪.৪০ মিলিয়ন মার্কিন ডলার।
বিনিয়োগে শীর্ষ ১০ দেশ:
দেশ | বিনিয়োগ (মি.মা.ড.) | দেশ | বিনিয়োগ (মি.মা.ডে) |
যুক্তরাজ্য | ৬১৩.৯৩ | নরওয়ে | ১৭৬.৮৭ |
নেদারল্যান্ডস | ৩৬৬.৯৬ | সিঙ্গাপুর | ১৬৯.৮১ |
যুক্তরাষ্ট্র | ৩১৪.৯০ | হংকং | ১৫৩.১৮ |
চীন | ২৫৯.৫৪ | ভারত | ১৩৩.২৪ |
দক্ষিণ কোরিয়া | ১৮১.৪৩ | জাপান | ৮২.০৩ |
বিশ্ব অভিবাসন প্রতিবেদন
· প্রকাশ: ৭ মে ২০২৪।
· প্রকাশক: আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (IOM)।
· প্রতিবেদনের শিরোনাম: World Migration Report 2024।
· প্রতিবেদনের ধরন: দ্বিবার্ষিক।
প্রতিবেদন অনুযায়ী:
২০২২ সালে রেমিটেন্স প্রাপ্তিতে ও উৎসে শীর্ষ ৮ দেশ (বিলিয়ন মার্কিন ডলার)
অবস্থান | প্রাপ্তিতে | উৎসে | ||
দেশ | রেমিটেন্স | দেশ | রেমিটেন্স | |
১. | ভারত | ১১১.২২ | যুক্তরাষ্ট্র | ৭৯.১৫ |
২. | মেক্সিকো | ৬১.১০ | সৌদি আরব | ৩৯.৩৫ |
৩. | চীন | ৫১.০০ | সুইজারল্যান্ড | ৩১.৯১ |
৪. | ফিলিপাইন | ৩৮.০৫ | জার্মানি | ২৫.৬০ |
৫. | ফ্রান্স | ৩০.০৪ | চীন | ১৮.২৬ |
৬. | পাকিস্তান | ২৯.৮৭ | কুয়েত | ১৭.৭৪ |
৭. | মিশর | ২৮.৩৩ | লুক্সেমবার্গ | ১৫.৫১ |
৮. | বাংলাদেশ | ২১.৫০ | নেদারল্যান্ডস | ১৫.৪১ |
অর্থনৈতিক স্বাধীনতা সূচক
· প্রকাশ: ফেব্রুয়ারি ২০২৪।
· প্রকাশক: The Heritage Foundation, যুক্তরাষ্ট্র।
· অন্তর্ভুক্ত দেশ: ১৭৬।
· সূচকের শিরোনাম: 2024 Index of Economic Freedom
সূচক অনুযায়ী–
· শীর্ষ দেশ: সিঙ্গাপুর।
· সর্বনিম্ন দেশ: উত্তর কোরিয়া।
· সার্কভুক্ত দেশের অবস্থান: ১০৮. ভুটান, ১১৬. বাংলাদেশ, ১২৬. ভারত, ১৩০. নেপাল, ১৪৭. পাকিস্তান, ১৪৯. শ্রীলঙ্কা ও ১৫৮. মালদ্বীপ।
মুক্ত গণমাধ্যম সূচক
· প্ৰকাশ: ৩ মে ২০২৪।
· প্ৰকাশক: ফ্রান্সভিত্তিক অলাভজনক সংস্থা Reporters Without Borders (RSF)।
· অন্তর্ভুক্ত দেশ: ১৮০টি।
· প্রতিবেদনের শিরোনাম: World Press Freedom Index 2024।
সূচক অনুযায়ী-
· সংবাদ মাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে শীর্ষ দেশ- নরওয়ে।
· সর্বনিম্ন দেশ: ইরিত্রিয়া।
· সার্কভুক্ত দেশের অবস্থান: ৭৪. নেপাল, ১০৬. মালদ্বীপ, ১৪৭. ভুটান, ১৫০. শ্রীলঙ্কা, ১৫২. পাকিস্তান, ১৫৯. ভারত ১৬৫. বাংলাদেশ ও ১৭৮. আফগানিস্তান।
বৈশ্বিক বাস্তুচ্যুত
· প্রকাশ: ১৪ মে ২০২৪।
· প্রকাশক: Internal Displacement Monitoring Centre (IDMC)।
প্রতিবেদনের শিরোনাম: Global Report on Internal Displacement 2024।
প্রতিবেদন অনুযায়ী-
· ২০২৩ সালে উদ্বাস্তুর সংখ্যা ৭.৫৯ কোটি।
– দুর্যোগের কারণে ৭৭ লাখ ও সংঘাত-সহিংসতার কারণে ৬.৮৩ কোটি মানুষ উদ্বাস্তু হয়।
বাস্তুচ্যুত (মিলিয়ন)
সংঘাত ও সহিংসতায় | দুর্যোগে | ||
দেশ | সংখ্যা | দেশ | সংখ্যা |
সুদান | ৯.১ মিলিয়ন | আফগানিস্তান | ১,৫০০,০০০ |
সিরিয়া | ৭.২ মিলিয়ন | পাকিস্তান | ১,২০০,০০০ |
গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র | ৬.৭ মিলিয়ন | ইথিওপিয়া | ৮৮১,০০০ |
কলম্বো | ৫.১ মিলিয়ন | তুর্কি | ৮৮২,০০০ |
ইয়েমেন | ৪.৫ মিলিয়ন | চীন | ৬৩৯,০০০ |
অন্যান্য দেশ | ৩৫.৭ মিলিয়ন | অন্যান্য দেশ | ২,৬০০,০০০ |
ডিজিটাল লেনদেনের বৈশ্বিক চিত্র
· প্রকাশক: বিশ্বব্যাংক।
· অন্তর্ভুক্ত দেশ: ১৫৭টি।
প্রতিবেদন অনুযায়ী–
· ডিজিটাল লেনদেনের তালিকায় শীর্ষে ডেনমার্ক ও আইসল্যান্ড। দেশ দু’টির সব মানুষ ডিজিটাল লেনদেনের আওতায় রয়েছে।
· ডিজিটাল লেনদেনের তালিকায় সর্বনিম্নে জিবুতি; দেশটিতে এখনো ডিজিটাল লেনদেন ব্যবস্থা চালু হয়নি।
· ডিজিটাল লেনদেনে বাংলাদেশের অবস্থান ১০২তম।
· শতভাগ জনগোষ্ঠী ইন্টারনেট ব্যবহার করেন, এমন দেশ- সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, কাতার, কুয়েত, আইসল্যান্ড ও বাহরাইন।
· বাংলাদেশের ১৫ বছরের বেশি বয়সি জনগোষ্ঠীর ৪৫ শতাংশ ডিজিটাল লেনদেনের সঙ্গে যুক্ত।
· বাংলাদেশের ৫.৩৫ লাখ মানুষ ডিজিটাল লেনদেন করেন।
· বাংলাদেশে প্রাপ্তবয়স্ক ৩৯% মানুষ ইন্টারনেট ব্যবহার করেন। এর মধ্যে মোবাইলে ইন্টারনেট ৩২% বাকি ৭% ব্রডব্যান্ড।
বেস্ট কান্ট্রিস ফর হায়ারিং ফ্রিল্যান্সার: ২০২৪
· প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৪।
· প্ৰকাশক: CEOWORLD magazine।
· অন্তর্ভুক্ত দেশ: ৩০টি।
প্রতিবেদন অনুযায়ী-
· শীর্ষ দেশ: যুক্তরাষ্ট্র ।
· সর্বনিম্ন দেশ: নাইজেরিয়া ।
· বাংলাদেশের অবস্থান ২৯ তম।
মতপ্রকাশের স্বাধীনতা সূচক
· প্রকাশ: ২১ মে ২০২৪।
· প্রকাশক: ব্রিটিশ আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা Article 19।
· অন্তর্ভুক্ত দেশ: ১৬১টি।
প্রতিবেদন অনুযায়ী-
· শীর্ষ দেশ: ডেনমার্ক।
· সর্বনিম্ন দেশ উত্তর কোরিয়া ।
· বাংলাদেশের অবস্থান ১২৮তম।
পুলিৎজার পুরস্কার
পুলিৎজার পুরস্কারের মাধ্যমে যুক্তরাষ্ট্রভিত্তিক সাংবাদিক ও লেখকদের সম্মাননা দেওয়া হয়। ৬ মে ২০২৪ ঘোষণা করা হয় ২০২৪ সালের পুলিৎজার পুরস্কার প্রাপ্তদের নাম। ২০২৪ সালের বিজয়ী-
সাংবাদিকতা:
· পাবলিক সার্ভিস: ProPublica
· ব্রেকিং নিউজ রিপোর্টিং: Lookout Santa Cruz
· তদন্তমূলক প্রতিবেদন: The New York Times
· ব্যাখ্যামূলক প্রতিবেদন: The New Yorker
· স্থানীয় প্রতিবেদন: City Bureau & Invisible Institute
· জাতীয় প্রতিবেদন: Reuters
· আন্তর্জাতিক প্রতিবেদন: The New York Times
· ফিচার রচনা: The New York Times
· ভাষ্য: The Washington Post
· সমালোচনা: Los Angeles Times
· সম্পাদকীয় রচনা: The Washington Post
· সচিত্র প্রতিবেদন এবং মন্তব্য: The New Yorker
· ব্রেকিং নিউজ আলোকচিত্র: Reuters
· ফিচার আলোকচিত্র: Associated Press (AP)
· অডিও রিপোর্টিং: Invisible Institute & USG Audio
সাহিত্য
· কল্পকাহিনি: Night Watch (জায়ান এন ফিলিপস)
· নাটক: Primary Trust (ইবোনি বুথ)
· ইতিহাস: No Right to an Honest Living: The Struggles of Boston’s Black Workers in the Civil War Era(Jacqueline Jones)
· জীবনী: King: A Life (জোনাথান ইগ)
· আত্মজীবনী: Liliana’s Invincible Summer: A Sister’s Search for Justice (ক্রিস্টিনা রিভেরা গার্জা)
· কবিতা: Tripas: Poems (ব্র্যান্ডন সম)
· সাধারণ নন-ফিকশন: A Day in the Life of Abed Salama: Anatomy of a Jerusalem Tragedy (নাথান থ্রল)
· সংগীত: Adagio (For Wadada Leo Smith), [Tyshawn Sorey]।
পদক-পুরস্কার
আরব বুকার পুরস্কার
সংযুক্ত আরব আমিরাতের আবুধাবির সংস্কৃতি ও পর্যটন মন্ত্রণালয়ের অর্থায়নে ২০০৭ সাল থেকে International Prize for Arabic Fiction (IPAF) দেওয়া শুরু হয়। আরব বিশ্বে এটিই সাহিত্যের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার। ইসরায়েলি কারাগারে বসে লেখা A Mask, the Color of the Sky শীর্ষক বইয়ের জন্য ২০২৪ সালের আরব বুকার পুরস্কার লাভ করেন ফিলিস্তিনি বন্দি বাসিম খানদাকজি। এ পুরস্কারের অর্থমূল্য ৫০,০০০ মার্কিন ডলার।
আন্তর্জাতিক বুকার পুরস্কার
২৩ মে ২০২৪ ঘোষণা করা হয় ২০২৪ সালের আন্তর্জাতিক বুকার পুরস্কার। Kairos উপন্যাসের জন্য ২০২৪ সালের আন্তর্জাতিক বুকার পুরস্কার লাভ করেন লেখক জেনি এরপেনবেক (জার্মানি) ও অনুবাদক মাইকেল ম্যান। এবারই প্রথম জার্মানির কোনো ব্যক্তি এ পুরস্কার লাভ করে। ২০০৫ সাল থেকে ইন্টারন্যাশনাল বুকার পুরস্কার দেওয়া হয়। পুরস্কারের অর্থমূল্য ৫০,০০০ পাউন্ড, যা লেখক ও অনুবাদক উভয়ের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া হয়।
বিশ্বজুড়ে
রাশিয়ার প্রধানমন্ত্রী
১০ মে ২০২৪ রাশিয়ার নতুন প্রধানমন্ত্রী হিসেবে মিখাইল মিশুস্তিনের নাম ঘোষণা করেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। দেশটির ক্ষমতাসীন ‘ইউনাইটেড রাশিয়া পার্টি’ সর্বসম্মতিক্রমে মিশুস্তিনকে প্রধানমন্ত্রী পদের জন্য মনোনয়ন দেওয়ার পর পার্লামেন্টের নিম্নকক্ষ ডুমায় ৪২৪ ভোটের মধ্যে ৩৮৩ ভোট পান তিনি। এর আগে ৭ মে ২০২৪ রাশিয়ার প্রেসিডেন্ট হিসেবে পঞ্চমবারের মতো শপথ নেন ভ্লাদিমির পুতিন। মিখাইল মিশুস্তিন এর আগে রাশিয়ার কর বিভাগের প্রধান হিসেবে দ্বায়িত্ব পালন করেন। ৫৩ বছর বয়সি মিশুস্তিন ১৯৯৯ সাল থেকে আমলা হিসেবে দায়িত্বরত আছেন।
EU পার্লামেন্টে নতুন বিল
২৪ এপ্রিল ২০২৪ পোশাক খাতের শ্রমিকদের অধিকার নিশ্চিত করতে ইউরোপীয় ইউনিয়নের (BBD) পার্লামেন্ট ভবন ফ্রান্সের স্ট্রাসবার্গে Corporate Sustainability Due Diligence Directive (CSDDD) আইনটি পাস হয়। সাভারের রানা প্লাজা ধসের ১১ বছর পূর্তিতে আইনটি নিয়ে ভোট হয়। ফলে প্রথমবারের মতো সরবরাহ ব্যবস্থায় কমপ্লায়েন্স না মানার দায় আমদানিকারকদের নিতে হবে এবং এখন থেকে সরবরাহ লাইনে নিরাপদ কর্মপরিবেশ, মানবাধিকার এবং ন্যায্য মজুরি নিশ্চিত করবেন ক্রেতারা। ইইউ পার্লামেন্টে এ আইনের পক্ষে ভোট পড়ে ৩৭৪টি, ভোট দানে বিরত ছিল ১৯টি আর বিপক্ষে ভোট পড়েছে ২৩৫টি। দেশে-বিদেশে ইইউর যেসব প্রতিষ্ঠানের বার্ষিক ন্যূনতম বিক্রি ৪৫০ মিলিয়ন ইউরো এবং কর্মীর সংখ্যা ১০০০ এর উপরে তারা নতুন এ আইনের আওতায় পরবে। যেসব করপোরেট এ আইন মানবে না তাদের বার্ষিক মুনাফার ৫% জরিমানা গুনতে হবে। নতুন আইনটি পাস হলেও সদস্য রাষ্ট্রের সাথে আলোচনা শেষে আইনটি কার্যকর হতে আরও দুই বছর সময় লাগবে।
ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্ন কলম্বিয়ার
ফিলিস্তিনের গাজায় হামলার কারণে ২ মে, ২০২৪ ইসরায়েলের সঙ্গে সকল ধরনের কূটনৈতিক সম্পর্ক আনুষ্ঠানিকভাবে ছিন্ন করে কলম্বিয়া। আন্তর্জাতিক বিচার আদালতে (ICJ) ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ আনা দক্ষিণ আফ্রিকার পক্ষে যোগ দেয় দেশটি। গাজায় নির্বিচারে মানুষ হত্যার পরিপ্রেক্ষিতে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে দক্ষিণ আমেরিকার আরেক দেশ বলিভিয়া। সেসময় কলম্বিয়া, চিলি ও হন্ডুরাসসহ দক্ষিণ আমেরিকার আরও কয়েকটি দেশ ইসরায়েল থেকে তাদের রাষ্ট্রদূতদের প্রত্যাহার করে নেয়।
ইসরায়েলের সাথে বাণিজ্যিক সম্পর্ক স্থগিত
২ মে ২০২৪ গাজায় নির্বিচার আগ্রাসন ও মানবাধিকারের আন্তর্জাতিক আইন লঙ্ঘন করার অভিযোগ তুলে ইসরায়েলের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক স্থগিত করে তুর্কিয়ে। তুর্কিয়ের বাণিজ্য মন্ত্রণালয় জানায় ইসরায়েল সরকার গাজায় পর্যাপ্ত মানবিক সাহায্য প্রবাহের অনুমতি না দেওয়া পর্যন্ত তুর্কিয়ে কঠোর এবং সিদ্ধান্তমূলকভাবে এই নতুন পদক্ষেপ বাস্তবায়ন করবে। এর আগে গত ৯ এপ্রিল ২০২৪ তুর্কিয়ে ইসরায়েলে ৫৪টি পণ্যের রপ্তানি বন্ধ ঘোষণা করে। ১৬ মে ২০২৪ এ প্রেক্ষাপটে আঙ্কারার সাথে মুক্তবাণিজ্য চুক্তি বাতিল ও তুর্কি পণ্যে শতভাগ আমদানি শুল্ক আরোপের ঘোষণা দেয় ইসরায়েলের বাণিজ্য মন্ত্রণালয়। প্রথম মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ হিসেবে ১৯৪৯ সালে ইসরায়েলকে স্বীকৃতি দেয় তুর্কিয়ে।
ইউরোপীয় পার্লামেন্ট নির্বাচন ২০২৪
৬-৯ জুন ২০২৪ অনুষ্ঠিত হবে ২০২৪ সালের ইউরোপীয় পার্লামেন্টের দশম নির্বাচন। ইউরোপের ২৮টি দেশের প্রায় ৪০ কোটি জনগণ পাঁচ বছরের জন্য তাদের ইউরোপীয় পার্লামেন্টের প্রতিনিধিদের নির্বাচিত করবেন। ১৯৫২ সালে গঠিত ইউরোপীয় পার্লামেন্ট ১৯৭৯ সালে প্রথম সরাসরি নির্বাচন অনুষ্ঠিত হয়। এটি বিশ্বের বৃহত্তম আন্তঃরাষ্ট্রীয় গণতান্ত্রিক প্রতিনিধিত্বমূলক আইনসভা। ইউরোপীয় ইউনিয়নের তিনটি প্রধান ইনস্টিটিউটের মধ্যে ইউরোপীয় পার্লামেন্ট অন্যতম। এ ছাড়া বাকি দুটি হলো- ইউরোপীয় কমিশন এবং ইউরোপীয় কাউন্সিল। ইউরোপীয় পার্লামেন্ট বা পার্লামেন্টের সদস্যরা মূলত জোটভুক্ত দেশগুলোর জনগণের প্রতিনিধিত্ব করে।
আসন বণ্টন
ইউরোপীয় পার্লামেন্টের আসন ভাগ করা হয় ভোটারের আনুপাতিক নীতির উপর ভিত্তি করে, যাতে প্রতিটি দেশের জনসংখ্যার আকার বিবেচনায় নেওয়া হয়। ২০২৪ সালে ইউরোপীয় পার্লামেন্ট নির্বাচনে ১২টি দেশের মধ্যে ১৫টি অতিরিক্ত আসন ভাগ করা হয়। এ নিয়ে সর্বমোট আসন হবে ৭২০টি। তবে ইউরোপীয় পার্লামেন্টের সদস্য সংখ্যা ৭৫০ এর বেশি হতে পারে না। বর্তমানে ইউরোপীয় পার্লামেন্ট সদস্য ৭০৫ জন। একটি দেশের সর্বনিম্ন ৬ জন থেকে সর্বোচ্চ ৯৬ জন পর্যন্ত সদস্য হতে পারে।
ফিলিস্তিনকে স্বীকৃতি
জাতিসংঘের পূর্ণ সদস্যপদের প্রস্তাব পাস
১০ মে ২০২৪ ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়াসহ দেশটিকে জাতিসংঘের পূর্ণ সদস্য করার পক্ষে একটি প্রস্তাব পাস হয়। ফিলিস্তিন ২০১২ সাল থেকেই জাতিসংঘের অ-সদস্য পর্যবেক্ষক রাষ্ট্র হিসেবে রয়েছে। কিন্তু এর ফলে তারা পূর্ণ সদস্যের সুযোগ সুবিধা পায় না। সৌদি আরব ও ফিলিস্তিনের আনা এই প্রস্তাবের পক্ষে ভোট পড়ে ১৪৩টি, আর বিপক্ষে ভোট দেয় ৯টি রাষ্ট্র। ২৫টি রাষ্ট্র ভোট প্রদানে বিরত থাকে।
স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি
২ মে ২০২৪ ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো এবং ৭ মে ২০২৪ বাহামাস ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়। এর আগে ১৯ এপ্রিল ২০২৪ বার্বাডোস এবং ২২ এপ্রিল ২০২৪ জ্যামাইকা দেশটিকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছিল। অন্যদিকে ইউরোপের ৩টি দেশ- স্পেন, আয়ারল্যান্ড ও নরওয়ে ২৮ মে ২০২৪ এর মধ্যে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দেয়।
স্মার্ট ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা
১ মে ২০২৪ ভারতের ওড়িশা উপকূলে এপিজে আবদুল কালাম দ্বীপ থেকে সাবমেরিন বিধ্বংসী স্মার্ট ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালায় দেশটির ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (DRDO) এটির নাম ‘সুপারসনিক মিসাইল অ্যাসিস্টেড রিলিজ অব টর্পেডো’ (SMART)। এটি মূলত দেশীয় প্রযুক্তিতে তৈরি সাবমেরিন বিধ্বংসী অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র। ওড়িশা উপকূলে একটি ‘গ্রাউন্ড মোবাইল লঞ্চার’ থেকে ‘SMART’ উৎক্ষেপণ করা হয়। শব্দের চেয়ে বেশি গতিবেগ সম্পন্ন (সুপারসনিক) ‘SMART’ দ্রুতগতিতে নিশানা করতে পারে সাবমেরিনকে। এতে যুদ্ধ পরিস্থিতিতে শত্রুপক্ষের মোকাবিলায় সুবিধা হবে ভারতীয় নৌসেনাদের। কঠিন জ্বালানি চালিত ‘SMART’-এর প্রথম পরীক্ষা হয় ২০২৩ সালে।
বিশ্বের বৃহত্তম নবায়নযোগ্য বিদ্যুৎকেন্দ্র
ভারতের গুজরাট রাজ্যের খাভদা এলাকায় তৈরি হচ্ছে বিশ্বের বৃহত্তম নবায়নযোগ্য বিদ্যুৎকেন্দ্র। এশিয়ার দ্বিতীয় ধনী ব্যক্তি গৌতম আদানির সংস্থা ‘আদানি গ্রিন এনার্জি লিমিটেড’ এটি তৈরি করছে। এর নাম দেওয়া হয় খাভদা নবায়নযোগ্য শক্তি পার্ক। এ উৎপাদন কেন্দ্রে সৌরশক্তি ও বায়ুশক্তি উৎপাদিত হবে। এখানে মোট ৩০,০০০ মেগাওয়াট বিদ্যুৎ তৈরির লক্ষ্যমাত্রা রয়েছে। কাজ শুরুর ১২ মাসের মধ্যে ২,০০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়। এ প্রকল্পে মোট ২৪ লাখ সোলার মডিউল লাগানো হবে। এ বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রটি তৈরি হচ্ছে মোট ৫৩৮ বর্গ কিলোমিটার এলাকা নিয়ে। ২০৭০ সালের মধ্যে ভারতকে শূন্য কার্বন নিঃসরণকারী দেশ হিসেবে গড়ে তোলার কথা ২০২১ সালে ঘোষণা করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
নতুন যুদ্ধাস্ত্র সাবমেরিন ড্রোন
ঘোস্ট শার্ক ও মান্টা রে নামের দুটি সাবমেরিন ড্রোন সম্প্রতি প্রশান্ত মহাসাগরে মোতায়েন করে যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়া। এসব ড্রোনকে বলা হয় আনক্রুড আন্ডারওয়াটার ভেহিকেল বা UUV। ২০২৪ সালের এপ্রিলে অস্ট্রেলিয়া যখন ঘোস্ট শার্ক এর প্রোটোটাইপ প্রকাশ্যে আনে, তখন দাবি করা হয়, এটি বিশ্বের সবচেয়ে অত্যাধুনিক সামুদ্রিক ড্রোন। সবার অগোচরে এবং অনেক দূরে সমুদ্রে নিরাপত্তার ক্ষেত্রে নৌবাহিনীকে বড় ধরনের সাহায্য করবে এ সামুদ্রিক ড্রোন। এ ড্রোন নজরদারি ও গোয়েন্দা তথ্য সংগ্রহের পাশাপাশি হামলা চালাতেও সক্ষম। অপরদিকে ১ মে ২০২৪ যুক্তরাষ্ট্রের দ্য ডিফেন্স অ্যাডভান্সড রিসার্চ প্রোডাক্টস এজেন্সি মান্টা রে’র প্রোটোটাইপ তৈরি করে। মান্টা রে’র বিশেষত্ব হলো এটি প্রয়োজনে যেকোনো ধরনের অস্ত্র বহনে সক্ষম। এ ছাড়া এর বিভিন্ন অংশ আলাদা করে নেওয়া যায়। এতে করে যেকোনো স্থানে এটি মোতায়েন করা সম্ভব।
রাশিয়ার গোপন অস্ত্র ‘টোবোল‘
পোল্যান্ড ও লিথুয়ানিয়া সীমান্তে কালিনিনগ্রাদে রয়েছে রুশ নৌবাহিনীর অন্যতম প্রধান ঘাঁটি। বাল্টিক সাগরের এ অঞ্চল দিয়ে যাওয়ার সময় প্রায়ই উড়োজাহাজ Global Positioning System (GPS) সহ অন্য বেতার তরঙ্গ কাজ করে না। ‘টোবোল’ নামে একটি অস্ত্র বৈদ্যুতিক সিগন্যাল ব্যাহত করছে। আর রাশিয়াই এ অস্ত্র গোপনে ব্যবহার করছে বাল্টিক সাগরের ওপর। রাশিয়াজুড়ে এমন ১০টি টোবোলের অস্তিত্ব রয়েছে বলে দাবি করা হয়। ন্যাটোর ক্ষেপণাস্ত্রের হাত থেকে নিজের ঘাঁটিগুলো রক্ষা করতেই ‘টোবোল’ তৈরি করে রাশিয়া। শত্রুপক্ষ যদি আকাশপথে ক্ষেপণাস্ত্র হামলার পরিকল্পনা করে, তবে ‘টোবোল’ দিয়ে তা রুখে দেওয়া সম্ভব হবে।
চীনের অত্যাধুনিক রণতরীর যাত্রা
১ মে ২০২৪ চীনের সবচেয়ে আধুনিক রণতরি ‘দ্য ফুজিয়ান’ প্রথমবারের মতো সমুদ্রে নামে। সাংহাই থেকে পূর্ব চীন সাগরের উদ্দেশ্যে নেমে এ রণতরীটি পরীক্ষামূলক অভিযান শুরু করে। যুক্তরাষ্ট্রের সঙ্গে সামরিক প্রতিযোগিতার অংশ হিসেবে এ রণতরি নির্মাণ করে চীন। এটি চীনের নিজেদের নির্মাণ করা তৃতীয় রণতরি। জিয়াংনান শিপইয়ার্ডে ফুজিয়ানকে নির্মাণ করতে। মোট ছয় বছর সময় লাগে। ২০২২ সালে এ যুদ্ধজাহাজের উদ্বোধন হলেও এবারই প্রথম সমুদ্রে পাঠানো হয়। চীনের নৌবাহিনীর অপর দুই রণতরি শানডং ও লিয়াওনিং এর চেয়ে অনেক বেশি ভার বইতে পারে ফুজিয়ান।
দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট রাইসি নিহত
মধ্যপ্রাচ্যের চলমান চরম উত্তেজনার মধ্যেই আকস্মিক এক হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি, পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আন্দোল্লাহিয়ানসহ ৯ জনের মর্মান্তিক মৃত্যু হয়। রাইসির মৃত্যু ইরানের জন্য বিরাট এক ধাক্কা। ইব্রাহিম রাইসি ক্ষমতায় আসার পর ইসরায়েলের বৈরিতা ও যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা মোকাবিলায় প্রতিবেশীদের পাশাপাশি চীন ও রাশিয়ার সঙ্গে সম্পর্ক উন্নয়নে বিশেষভাবে মনোযোগ দেন।
হেলিকপ্টার দুর্ঘটনার প্রেক্ষাপট
১৯ মে ২০২৪ আজারবাইজানের সীমান্তবর্তী এলাকায় দুই দেশের যৌথভাবে নির্মিত একটি বাঁধ উদ্বোধন করতে যান। ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। সেখান থেকে ১৭০ কিলোমিটার দূরে ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশের রাজধানী তাবরিজের উদ্দেশে যাত্রা করেন ইব্রাহিম রাইসি, পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আন্দোল্লাহিয়ান ও তাদের সঙ্গে থাকা অন্য কর্মকর্তারা। ৫৮ কিলোমিটার যাওয়ার পর ভারজাগান এলাকায় দুর্গম পাহাড়ে প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টারটি বিধ্বস্ত হলে সকলেই মারা যান। তবে এই বহরের অন্য দুটি হেলিকপ্টার নিরাপদে অবতরণ করে। প্রেসিডেন্ট রাইসি যে হেলিকপ্টারে ফিরছিলেন, সেটি যুক্তরাষ্ট্রের তৈরি ‘বেল-২১২’ মডেলের। ভিয়েতনাম যুদ্ধের সময় ব্যাপকভাবে ব্যবহার করা ‘ইউএইচ-১এন’ হেলিকপ্টারের বেসামরিক সংস্করণ এটি। ফ্লাইট গ্লোবালের হিসাবে, দেশটির বিমানবাহিনী ও নৌবাহিনীর কাছে এ মডেলের ১০টি হেলিকপ্টার রয়েছে।
বিপ্লবী থেকে প্রেসিডেন্ট
ইরানের প্রভাবশালী নেতাদের একজন ছিলেন ইব্রাহিম রাইসি। বর্ণাঢ্যময় কর্মজীবন ছিল তার। রাইসি রাজনৈতিক দিক থেকে শিয়া ইসলামি কট্টরপন্থার সমর্থক। বিশ্ব নবীর রক্ত সম্পর্কিত উত্তরাধিকার দাবি জানিয়ে সব সময় কালো রঙের পাগড়ি পরিধান করতেন তিনি। ধারণা করা হতো, তিনি একদিন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনির উত্তরসূরি হবেন।
জন্ম ও কর্মজীবন: ১৪ ডিসেম্বর ১৯৬০ উত্তর-পূর্ব ইরানের পবিত্র শহর মাশহাদে তার জন্ম। ছোটবেলা থেকেই তিনি ধর্মীয় অনুশাসনের মধ্যে বড় হন। তিনি মোতাহারি বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট ডিগ্রি অর্জন করেন। তিনি মাত্র ২০ বছর বয়সে তেহরানের পার্শ্ববর্তী শহর কারাজের প্রসিকিউটর-জেনারেল নিযুক্ত হন। এরপর ২৫ বছর বয়সে তেহরানে ডেপুটি প্রসিকিউটর হিসেবে নিয়োগ পান। ১৯৮৯-১৯৯৪ সাল পর্যন্ত তেহরানের প্রসিকিউটর-জেনারেলের দায়িত্ব পালন করেন। ২০০৪ সাল থেকে তিনি জুডিশিয়াল অথরিটির উপপ্রধানের দায়িত্ব পালন করেন। ২০১৪ সালে যুক্তরাষ্ট্র তার বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে নিষেধাজ্ঞা দেয়। ৭ মার্চ ২০১৯ ইরানের প্রধান বিচারপতির দায়িত্ব গ্রহণ করেন।
প্রেসিডেন্ট: ২০১৭ সালে প্রেসিডেন্ট পদে নির্বাচন করেন ইব্রাহিম রাইসি। কিন্তু রাইসিকে হারিয়ে নির্বাচনে জয়ী হন তৎকালীন প্রেসিডেন্ট হাসান রুহানি। তবে ২০২১ সালে দ্বিতীয় দফায় নির্বাচন করে ইরানের প্রেসিডেন্ট নির্বাচিত হন। ৩ আগস্ট, ২০২১ তিনি প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
মহাকাশ ও বিজ্ঞান-প্রযুক্তি
পাকিস্তানের প্রথম চন্দ্র-স্যাটেলাইট
পাকিস্তান নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো চাঁদে স্যাটেলাইট পাঠায়। চাঁদের কক্ষপথে পৌঁছেও গেছে দেশটির প্রথম চন্দ্র-উপগ্রহ আই-কিউব কামার ‘iCube- Qamar’। সেখান থেকে চাঁদের ছবি তুলে পাঠায় উপগ্রহটি। শুধু চাঁদ নয়, কক্ষপথে সূর্যের ছবিও তুলে পাঠায় আই-কিউব কামার। ৩ মে ২০২৪ চাঁদের উদ্দেশে যাত্রা শুরু করে চীনের তৈরি চ্যাং ই-৬। ৮ মে ২০২৪ এ উপগ্রহকে চাঁদের কক্ষপথে নামিয়ে দেয় চ্যাং ই-৬।
সবচেয়ে শক্তিশালী সৌরঝড়
১০ মে ২০২৪ পৃথিবীতে দুই দশকের বেশি সময়ের মধ্যে ‘সবচেয়ে শক্তিশালী’ সৌরঝড় আঘাত হানে। এতে তাসমানিয়া থেকে শুরু করে যুক্তরাজ্যের আকাশে বর্ণিল আলো বা মেরুজ্যোতি (অরোরা) দেখা যায়। সূর্য থেকে প্লাজমা এবং চৌম্বক ক্ষেত্র বেরিয়ে আসার ঘটনাকে করোনাল ম্যাস ইজেকশন CME বলা হয়। এ নির্গমন পরে পরিণত হয় ‘প্রচণ্ড’ ভূ-চৌম্বকীয় ঝড়ে। ২০০৩ সালের অক্টোবরে কথিত ‘হ্যালোইন স্টর্ম’- এর পরে পৃথিবীতে এত শক্তিশালী সৌরঝড় আঘাত হানার ঘটনা এটিই প্রথম।
6G’র যুগে বিশ্ব
বিশ্বে ফাইভজি প্রযুক্তি বিশ্বব্যাপী সংযোগের জন্য সবচেয়ে উন্নত হলেও এবার বিশ্বের প্রথম 6G ডিভাইস তৈরি করে জাপান। এটি একটি প্রোটোটাইপ, যা ৩০০ ফুটেরও বেশি দূরত্বে প্রতি সেকেন্ডে ১০০ জিবিপিএস গতিতে ডেটা প্রেরণ করতে পারে। এটি বর্তমান 5G প্রযুক্তির তুলনায় ২০ গুণ উন্নত বলে দাবি করা হয়। 6G প্রোটোটাইপ ১০০ গিগাহার্জ ব্যান্ড ব্যবহার করে ১০০ জিবিপিএস পর্যন্ত গতি অর্জন করতে পারে।
বাংলাদেশে AI প্রযুক্তির ল্যাপটপ
২৮ এপ্রিল ২০২৪ প্রথমবারের মতো দেশে ২টি কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) সম্পন্ন প্রযুক্তির ল্যাপটপ অবমুক্ত করে গিগাবাইট বাংলাদেশ। গেমার, ভিডিও এডিটর, কন্টেন্ট ক্রিয়েটরসহ ভারি কাজের জন্য এ দুই ল্যাপটপ ব্যবহার করা যাবে। নতুন এ দুই ল্যাপটপ হলো ইন্টেল ১৪ প্রজন্মের অরাস গেমিং ১৬ এক্স একেজি এবং অরাস গেমিং ১৬ এক্স এএসজি। পারফরমেন্স বিবেচনায় ল্যাপটপগুলো বিএমডব্লিউ মানের।
বাংলাদেশ সরকারের ক্লাউড সেবা
যুক্তরাষ্ট্রভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান ওরাকলের ক্লাউড সেবা এখন বাংলাদেশ থেকেই পাওয়া যাবে। সরকারের ১৪টি মন্ত্রণালয়ের ডেটা সংরক্ষণের সেবা দিয়ে ‘বাংলাদেশ গভর্নমেন্ট ক্লাউড’ নামে শুরু হয় ওরাকলের এ ক্লাউড সেবা। ৬ মে ২০২৪ যুক্তরাষ্ট্রভিত্তিক প্রযুক্তি কোম্পানি ওরাকলের সহায়তায় দেশের সরকারি ক্লাউড সেবা ‘বাংলাদেশ গভর্নমেন্ট ক্লাউড’ আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে।
আবিষ্কার ও চিকিৎসা বিজ্ঞান
মেলানোমা টিকার প্রথম পরীক্ষা
সবচেয়ে মারাত্মক ধরনের ত্বকের ক্যান্সার ‘মেলানোমা’র বিরুদ্ধে বিশ্বের প্রথম ‘ব্যক্তিকেন্দ্রিক’ এমআরএনএ টিকার গুরুত্বপূর্ণ পরীক্ষা শুরু করেন যুক্তরাজ্যের চিকিৎসাবিদরা। এমআরএনএ-৪১৫৭ (ভি৯৪০) নামে পরিচিত টিকাটি বর্তমানে প্রচলিত কিছু কভিড টিকার মতো একই প্রযুক্তি ব্যবহার করে তৈরি। এটির এখন চূড়ান্ত পর্যায়ে তৃতীয় ধাপের পরীক্ষা চলছে। টিকাটি ব্যক্তিকেন্দ্রিক, যার অর্থ পৃথক রোগীর প্রয়োজন অনুযায়ী এটির গঠন পরিবর্তন করা হয়।
টি-২০ বিশ্বকাপ ২০২৪
· আয়োজন: নবম।
· সময়কাল: ১-২৯ জুন ২০২৪
· স্বাগতিক: যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজ
· ভেন্যু: ৯টি
· অংশগ্রহণকারী দল: ২০টি।
· ম্যাচ: ৫৫টি
· খেলার ফরম্যাট: গ্রুপ পর্ব, সুপার ৮ ও নকআউট
· উদ্বোধনী ম্যাচ: যুক্তরাষ্ট্র-কানাডা (গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়াম, টেক্সাস, যুক্তরাষ্ট্র)
· ফাইনাল ম্যাচ: কেনসিংটন ওভাল, ব্রিজ টাউন, বার্বাডোস।
বিশ্বকাপের ২০ দল:
আয়োজক দেশ হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজ স্বয়ংক্রিয়ভাবে বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করে। ২০২২ সালের টি-২০ বিশ্বকাপে শীর্ষ ৮ দল ও ১৪ নভেম্বর ২০২২ আইসিসির র্যাংকিং তালিকার আরও দুটি দল সরাসরি বিশ্বকাপের মূলপর্বে খেলবে। এছাড়া আইসিসির আঞ্চলিক বাছাইপর্ব থেকে বাকি আট দল বিশ্বকাপে খেলার সুযোগ পায়। মূলপর্বে উত্তীর্ণ ২০টি দলকে চারটি গ্রুপে ভাগ করা হবে, যেখানে প্রতি গ্রুপে পাঁচটি করে দল।
A: ভারত, পাকিস্তান, আয়ারল্যান্ড, কানাডা ও যুক্তরাষ্ট্র
B: ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নামিবিয়া, স্কটল্যান্ড ও ওমান
C: ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড, পাপুয়া নিউগিনি, আফগানিস্তান ও উগান্ডা
D: দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, বাংলাদেশ, নেদারল্যান্ডস ও নেপাল।
প্রতিটি গ্রুপের শীর্ষ দুটি দল সুপার ৮ পর্বে উন্নীত হবে। এই পর্বে উন্নীত দলগুলিকে প্রতি গ্রুপে চারটি দল নিয়ে তৈরি দুটি গ্রুপে ভাগ করা হবে এবং প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ দুটি দল নকআউট পর্বে খেলার যোগ্যতা অর্জন করবে, যেখানে দু’টি সেমিফাইনাল এবং একটি ফাইনাল থাকবে।
বিশ্বকাপের ভেন্যু:
ভেন্যু | স্টেডিয়াম | |
ওয়েস্ট ইন্ডিজ | অ্যান্টিগুয়া অ্যান্ড বার্বুডা | স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়াম |
বার্বাডোস | কেনসিংটন ওভাল | |
গায়ানা | প্রাদেশিক স্টেডিয়াম | |
সেন্ট লুসিয়া | ড্যারেন সামি ক্রিকেট গ্রাউন্ড | |
সেন্ট ভিনসেন্ট অ্যান্ড দ্য গ্রানাডাইন্স | আর্নোস ভালি স্টেডিয়াম | |
ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো | ব্রায়ান লারা ক্রিকেট একাডেমি | |
যুক্তরাষ্ট্র | লডারহিল, ফ্লোরিডা | সেন্ট্রাল ব্রোওয়ার্ড পার্ক |
ইস্ট মিডায়, নিউইর্য়ক | নাসাউ কান্ট্রি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম | |
গ্র্যান্ড প্রেইরি, টেক্সাস | গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়াম |
গ্রুপ পর্বে বাংলাদেশের ৪ ম্যাচ
তারিখ | প্রতিপক্ষ | ভেন্যু |
৮ জুন | শ্রীলঙ্কা | টেক্সাস |
১০ জুন | দক্ষিণ আফ্রিকা | নিউইয়র্ক |
১৩ জুন | নেদারল্যান্ডস | সেন্ট ভিনসেন্ট অ্যান্ড দ্য গ্রানাডাইন্স |
১৭ জুন | নেপাল | সেন্ট ভিনসেন্ট অ্যান্ড দ্য গ্রানাডাইন্স |
· যুক্তরাষ্ট্র প্রথমবারের মতো টি-২০ বিশ্বকাপ আয়োজন করে।
· এবারের বিশ্বকাপে অভিষেক ৩ দেশ- যুক্তরাষ্ট্র, কানাডা ও উগান্ডা।
· এবারের আসরে সর্বশেষ ২০তম দল হিসেবে জায়গা করে নেয় উগান্ডা।
· এবার টি-২০ বিশ্বকাপে সর্বাধিক ২০টি দল অংশগ্রহণ করবে।
· কানাডা ৪ বার ওয়ানডে বিশ্বকাপে অংশগ্রহণ করলেও এবারই প্রথম টি-২০ বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করে।
লাল সবুজের সারথি
· ব্যাটার: তানজিদ হাসান তামিম, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ
· উইকেট কিপার: লিটন দাস, জাকের আলী
· অলরাউন্ডার: সাকিব আল হাসান, সৌম্য সরকার, রিশাদ হোসেন, শেখ মেহেদী হাসান
· অধিনায়ক: নাজমুল হোসেন শান্ত
· রিজার্ভ: হাসান মাহমুদ, আফিফ হোসেন
· বোলার: তাসকিন আহমেদ (সহ-অধিনায়ক), মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, তানভীর ইসলাম।