বাংলাদেশ বিষয়াবলী – এপ্রিল ২০২৪
০১এপ্রিল, ২০২৪
♦ মন্ত্রিসভার বৈঠকে ‘বিধবা ও স্বামী নিগৃহীত ভাতা কর্মসূচি বাস্তবায়ন নীতিমালা ২০২৪’-এর খসড়া নীতিগত অনুমোদন।
♦︎সর্বশেষ কোন ভাষায় বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’র মোড়ক উন্মোচন করা হয়েছে?
উত্তর: ভুটানের জংখা ভাষায়।
♦︎২০২৩ সালে জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহারের হার কত দাঁড়িয়েছে?
উত্তর: ৬২.১ শতাংশ। (সূত্র: বিবিএস)
♦︎একুশে ফেব্রুয়ারি প্রথম সংকলনের সম্পাদক কে ছিলেন?
উত্তর: হাসান হাফিজুর রহমান। (মৃত্যু: ০১ এপ্রিল, ১৯৮৩)
০২ এপ্রিল, ২০২৪
♦︎বিএমইটি-এর তথ্যমতে, ২০২৩ সালে কতটি দেশে বাংলাদেশি কর্মীদের কর্মসংস্থান হয়েছে?
উত্তর: ১৩৭টি দেশে।
♦︎ ২০২৩ সালে কতজন বাংলাদেশি কর্মীর বিভিন্ন দেশে কর্মসংস্থান হয়েছে?
উত্তর: ১৩ লক্ষ। [সূত্র: জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি)]
♦︎“কেরানীগঞ্জে গণহত্যা দিবস” পালিত হয় কবে?
উত্তর: ২রা এপ্রিল।
♦︎ বর্তমানে সারাদেশে কতজন নারীকে বিধবা ভাতা প্রদান করা হয়?
উত্তর: ২৫ লাখ ৭৫ হাজার নারীকে।
০৩ এপ্রিল, ২০২৪
♦︎ চলতি অর্থবছরে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা কত?
উত্তর: সাড়ে ৭ শতাংশ।
♦︎বিশ্বব্যাংকের পূর্বাভাস অনুযায়ী, ২০২৩-২৪ অর্থবছরে বাংলাদেশের প্রবৃদ্ধি কত হতে পারে?
উত্তর: ৫.৬ শতাংশ।
♦︎১ম বাংলাদেশি নারী হিসেবে বিশ্বব্যাংকের ‘বিকল্প নির্বাহী পরিচালক’ হিসেবে নিয়োগ পেয়েছেন কে?
উত্তর: শরিফা খান।
♦︎চলতি অর্থবছরে বাংলাদেশ সরকারের মোট কত কোটি ডলারের পণ্য রপ্তানির লক্ষ্যমাত্রা রয়েছে?
উত্তর: ৬ হাজার ২০০ কোটি টাকা।
০৪ এপ্রিল, ২০২৪
♦︎স্বাধীন বাংলাদেশকে মার্কিন যুক্তরাষ্ট্র স্বীকৃতি প্রদান করে কবে?
উত্তর: ৪ এপ্রিল, ১৯৭২।
♦︎চলতি অর্থবছরের মার্চ মাসের রপ্তানি আয়ের পরিমাণ কত?
উত্তর: ৫১০ কোটি ২৫ লাখ ডলার। (প্রবৃদ্ধি ১০ শতাংশ)
♦︎বাংলাদেশে উৎপাদিত ঔষধ রপ্তানি করা হয় বিশ্বের কতটি দেশে?
উত্তর: ১৫৭টি দেশে।
♦︎১ম বাংলাদেশি হিসেবে Forbes-এর বিলিয়নেয়ারদের তালিকায় স্থান পেয়েছেন কে?
উত্তর: সামিট গ্রুপের চেয়ারম্যান মুহাম্মদ আজিজ খান।
০৫ এপ্রিল, ২০২৪
♦︎দেশের প্রথম স্মার্ট কৃষক হতে চলেছেন কোন উপজেলার কৃষকেরা?
উত্তর: নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার।
♦︎ বর্তমানে বাংলাদেশে পরিবেশবান্ধব স্বীকৃতিপ্রাপ্ত কারখানার সংখ্যা কত?
উত্তর: ২১৪। (৮০টি প্লাটিনাম ও ১২০টি গোল্ড স্ট্যান্ডার্ডের)
♦︎২০২২ সালে রপ্তানি খাতে অবদানের জন্য কতজনকে CIP হিসেবে নির্বাচিত করেছে বাণিজ্য মন্ত্রণালয়?
উত্তর: ১৮৪ জন।
♦︎সর্বজনীন পেনশন ব্যবস্থায় বর্তমানে মোট স্কিম কতটি?
উত্তর: ৫টি।
♦︎আগামী বাজেটে ADB বাংলাদেশকে কী পরিমাণ অর্থ সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন?
উত্তর: ৪০ কোটি ডলার।
০৬ এপ্রিল, ২০২৪
♦︎ জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস কবে পালিত হয়?
উত্তর: ৬ এপ্রিল।
♦︎জাতীয় ক্রীড়া দিবস-২০২৪ এর মূল প্রতিপাদ্য কী?
উত্তর: ‘ক্রীড়াঙ্গনে উন্নয়ন, শেখ হাসিনার দর্শন’।
♦︎কলকাতা হাইকোর্টের ১ম মুসলিম বিচারপতির নাম কি?
উত্তর: সৈয়দ আমীর আলী। (জন্ম: ৬ এপ্রিল, ১৮৪৯)
♦︎বিশ্বব্যাংকে ১ম বাংলাদেশি নারী বিকল্প নির্বাহী পরিচালক কে?
উত্তর: শরিফা খান।
♦︎বাংলাদেশে গ্যাস উত্তোলনের জন্য আবেদনকৃত আইরিশ কোম্পানির নাম কি?
উত্তর: ট্যাল্লো।
১৩ এপ্রিল, ২০২৪
♦︎সোমালিয়ার জলদস্যুদের কবল থেকে বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহর নাবিকসহ ২৩ জন মুক্তি পায়।
১৫ এপ্রিল, ২০২৪
♦︎ বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী প্রবাসী আয়ে শীর্ষ জেলা কোনটি?
উত্তর: ঢাকা। (২য় চট্টগ্রাম)
♦︎কত ডলার মুক্তিপণ দিয়ে উদ্ধার করা হয়েছে বাংলাদেশের জাহাজ ‘এমভি আবদুল্লাহ’?
উত্তর: ৫০ লাখ ডলার।
♦︎প্রখ্যাত শিশুসাহিত্যিক দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার কবে জন্মগ্রহণ করেন?
উত্তর: ১৫ এপ্রিল, ১৮৭৭।
১৬ এপ্রিল, ২০২৪
♦︎এডিবি-এর তথ্যমতে, আগামী অর্থবছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধির হার কত হবে?
উত্তর: ৬.৬ শতাংশ।
♦︎OIC-এর পরবর্তী শীর্ষ সম্মেলন কোন দেশে অনুষ্ঠিত হবে?
উত্তর: গাম্বিয়া।
♦︎‘তিতাস একটি নদীর নাম’ উপন্যাসটির রচয়িতা কে?
উত্তর: অদ্বৈত মল্লবর্মণ। (মৃত্যু: ১৬ এপ্রিল, ১৯৫১)
♦︎একক বাজার হিসেবে বাংলাদেশের তৈরি পোশাকের সবচেয়ে বড় গন্তব্য-
উত্তর: মার্কিন যুক্তরাষ্ট্র।
♦︎কবি, উপন্যাসিক ও প্রাবন্ধিক আনোয়ার পাশা কবে জন্মগ্রহণ করেন?
উত্তর: ১৫ এপ্রিল, ১৯২৮।
১৭ এপ্রিল, ২০২৪
♦︎ঐতিহাসিক মুজিবনগর দিবস কবে পালিত হয়?
উত্তর: ১৭ এপ্রিল।
♦︎‘বৃত্রসংহার’ মহাকাব্যটি কে রচনা করেন?
উত্তর: হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়। (জন্ম: ১৭ এপ্রিল, ১৮৩৮)
১৮ এপ্রিল, ২০২৪
♦︎বাংলাদেশের সঙ্গে ব্যবসা ও যোগাযোগের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে ঢাকায় আলাদা ভিসা কেন্দ্র চালু করে চীনা দূতাবাস।
♦︎‘বিশ্ব ঐতিহ্য দিবস’ কবে পালিত হয়?
উত্তর: ১৮ এপ্রিল।
♦︎বাংলাদেশের সর্বশেষ পরিবেশবান্ধব সনদপ্রাপ্ত কারখানার নাম কি?
উত্তর: ফ্যাশন মেকারস লিমিটেড, গাজীপুর।
♦︎বর্তমানে দেশে মোট সবুজ কারখানার সংখ্যা কতটি?
উত্তর: ২১৫টি।
♦︎ অলিম্পিকে খেলা বাংলাদেশের প্রথম নারী ক্রীড়াবিদের নাম কি?
উত্তর: কাজী শাহানা পারভীন।
♦︎সম্প্রতি কোন বাংলাদেশি টাইম ম্যাগাজিনের করা বিশ্বের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় স্থান পেয়েছে-
উত্তর: মেরিনা তাবাসুম। (তিনি একজন স্থপতি)
১৯ এপ্রিল, ২০২৪
♦︎বাংলাদেশ কত তারিখে এলডিসি থেকে উত্তরণ হবে?
উত্তর: ২৪ নভেম্বর, ২০২৬।
♦︎কতসাল পর্যন্ত বাংলাদেশ ইউরোপীয় ইউনিয়নে GSP-র আওতায় শুল্ক সুবিধা পাবে?
উত্তর: ২০২৯ সাল।
♦︎জাতিসংঘ-সিডিপি’র মূল্যায়নে এলডিসি থেকে উত্তরণের পথে বাংলাদেশের সামনে কতটি চ্যালেঞ্জ রয়েছে?
উত্তর: ৪টি।
♦︎জৈবপ্রযুক্তি ব্যবহার কবে দেশে তৈরি হওয়া প্রথম ‘বায়োলজিক ওষুধ’ এর নাম কি?
উত্তর: ‘ইরাইথ্রোপোয়েটিন’।
♦︎বাংলাদেশের সবচেয়ে প্রাচীন শিল্পকর্মগুলো হলো-
উত্তর: টেরাকোটা বা পোড়ামাটির ফলক।
২০ এপ্রিল, ২০২৪
♦︎ঐতিহাসিক কুসুম্বা শাহী মসজিদ কোথায় অবস্থিত?
উত্তর: নওগাঁর মান্দা উপজেলায়।
♦︎দেশে বর্তমানে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা কত?
উত্তর: প্রায় ১৩ কোটি। (সূত্র: বিটিআরসি)
♦︎‘কারাগারের রোজনামচা’ সর্বশেষ কোন ভাষায় অনূদিত হয়েছে?
উত্তর: আরবি। (অনুবাদক: ড. আব্দুস সালাম)
♦︎বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ কোন সেক্টরে যুদ্ধ করেছেন?
উত্তর: ১নং সেক্টরে।
২১ এপ্রিল, ২০২৪
♦︎বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা ফোরাম চুক্তির (টিকফা) বৈঠক ঢাকায় অনুষ্ঠিত।
♦︎এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) জলবায়ুসহিষ্ণু পানি ব্যবস্থাপনার উন্নয়নে বাংলাদেশকে কত ডলার ঋণ দেবে?
উত্তর: ৭ কোটি ১০ লাখ ডলার।
♦︎বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতুর মোট দৈর্ঘ্য কত?
উত্তর: ৪ দশমিক ৮ কিলোমিটার।
♦︎বঙ্গবন্ধু রেলসেতুর মোট নির্মাণ ব্যয় কত?
উত্তর: ১৬ হাজার ৭৮১ কোটি টাকা।
♦︎কত সালে ঐতিহাসিক পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি স্বাক্ষর হয়?
উত্তর: ১৯৯৭ সালে।
♦︎কত সালের মধ্যে রাজস্ব সংগ্রহের অর্থ শতভাগ ক্যাশলেস পদ্ধতিতে করতে চায় জাতীয় রাজস্ব বোর্ড (NBR)?
উত্তর: ২০৪১ সাল।
২২ এপ্রিল, ২০২৪
♦︎ বিশ্ব ধরিত্রী দিবস কবে পালিত হয়?
উত্তর: প্রতিবছর ২২ এপ্রিল।
♦︎কাতারের আমিরের সাথে বাংলাদেশের কতটি চুক্তি ও সমঝোতা স্মারক সাক্ষর হতে পারে?
উত্তর: ১১টি।
২৩ এপ্রিল, ২০২৪
♦︎বিশ্ব ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী বর্তমানে বাংলাদেশে স্মার্টফোন ব্যবহারকারীর হার কত?
উত্তর: ৫১.৭৭%।
♦︎বাংলাদেশে প্রতি ১০০ জনের মধ্যে কতজন ইন্টারনেট ব্যবহার করেন?
উত্তর: ৩৯ জন। (সূত্র: বিশ্বব্যাংক)
♦︎ বিখ্যাত চলচ্চিত্রকার সত্যজিৎ রায় কবে মৃত্যুবরণ করেন?
উত্তর: ২৩ এপ্রিল, ১৯৯২।
♦︎ সর্বজনীন পেনশন কর্তৃপক্ষ দেশের কতজনকে এই পেনশন স্কিমের আওতায় আনায় লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে?
উত্তর: ১০ কোটি।
২৪ এপ্রিল, ২০২৪
♦︎বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী হিসেবে থাইল্যান্ড সফরে যান শেখ হাসিনা।
♦︎বাংলাদেশ-কাতারের মধ্যে কতটি চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে?
উত্তর: ১০টি।
২৫ এপ্রিল, ২০২৪
♦︎বিশ্বের মোট চিংড়ির কত ভাগ বাংলাদেশে উৎপাদিত হয়?
উত্তর: ২.৫ ভাগ।
♦︎দেশের জিডিপিতে প্রবাসীদের অর্জিত রেমিট্যান্সের অবদান কত?
উত্তর: ৬ শতাংশের বেশি।
♦︎‘অফশোর ব্যাংকিং আইন, ২০২৪’ বিল সংসদে পাশ হয় কবে?
উত্তর: ৫ মার্চ, ২০২৪।
২৮ এপ্রিল, ২০২৪
♦︎শেখ জামাল কবে জন্মগ্রহণ করেন?
উত্তর: ২৮ এপ্রিল, ১৯৫৪।
♦︎ কতটি শিল্প খাত উৎপাদন খাতের কর অবকাশ সুবিধা পাচ্ছে?
উত্তর: ৩৩টি শিল্প খাত।
♦︎আয়কর আইন অনুযায়ী, উৎপাদন খাতের কর অবকাশ সুবিধা শেষ হবে কবে?
উত্তর: জুন, ২০২৫।
♦︎বাংলাদেশে নিয়োজিত থাইল্যান্ডের রাষ্ট্রদূতের নাম কি?
উত্তর: মাকাওয়াদি সুমিতমোর।
২৯ এপ্রিল, ২০২৪
♦︎একটি দেশের জাতীয় আয় পরিমাপ করা হয় কয়টি ভাবে?
উত্তর: ৩ ভাবে। (উৎপাদন পদ্ধতি, আয় পদ্ধতি ও ব্যয় পদ্ধতি)।
♦︎দেশে প্রথম কবে থেকে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার শুরু হয়?
উত্তর: ১৯৫৭ সাল। (কাপ্তাই পানি বিদ্যুৎকেন্দ্রের মাধ্যমে)
♦︎বর্তমানে নবায়নযোগ্য জ্বালানি থেকে বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা কত?
উত্তর: ১ হাজার ২২৬ মেগাওয়াট।
♦︎বর্তমানে কতটি বিদ্যুৎ কেন্দ্র নবায়নযোগ্য জ্বালানি থেকে বিদ্যুৎ উৎপাদন করছে?
উত্তর: ১২টি।
♦︎বর্তমানে দেশে সৌর বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা কত?
উত্তর: ৯৯২ মেগাওয়াট।
৩০ এপ্রিল, ২০২৪
♦︎দেশে আমদানিসহ সম্মিলিত বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা কত?
উত্তর: ২৫ হাজার ৯০৩ মেগাওয়াট।
♦︎দেশের জিডিপিতে পর্যটন খাতের অবদান কত?
উত্তর: ৩ দশমিক ৩ শতাংশ।
♦︎ফ্রিল্যান্সিং খাতের সঙ্গে জড়িত কর্মীসংখ্যার দিক থেকে বাংলাদেশের অবস্থান কত?
উত্তর: দ্বিতীয় (বৈশ্বিক মোট সংখ্যার ১৬ শতাংশ)।
আলোচিত বাংলাদেশ
দেশের খবর
দেশের প্রথম ওষুধ শিল্প পার্ক
২০২৪ সালের মে মাসে একমি ল্যাবরেটরিজের চার ধরনের কাঁচামাল উৎপাদন শুরুর মাধ্যমে দেশের প্রথম API শিল্প পার্কের কার্যক্রম শুরু হবে। দেশীয় ওষুধশিল্পের প্রসার, প্রতিযোগিতামূলক বাজার সৃষ্টি, পণ্যের বৈচিত্র্যকরণ, ওষুধের মান উন্নয়নে গবেষণা এবং সর্বোপরি প্রয়োজনীয় কাঁচামাল যেন বাংলাদেশেই উৎপাদন করা যায়- সে লক্ষ্যে ২০০৮ সালে ‘এপিআই শিল্প পার্ক স্থাপনের প্রকল্প হাতে নেওয়া হয়। দেশে এ ধরনের বিশেষায়িত পার্ক এটিই প্রথম। ৬ নভেম্বর ২০১৮ প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় ২১৬ একর জমির ওপর Active Pharmaceutical Ingredients (API) শিল্প পার্ক প্রকল্পের উদ্বোধন করেন।
দেশের প্রথম ই-বর্জ্য ব্যবস্থাপনা প্লান্ট
দেশে বছর বছর লাখ লাখ সেলফোন, কম্পিউটার, ল্যাপটপ, টেলিভিশন, রেফ্রিজারেটর, ওয়াশিং মেশিন, এয়ারকন্ডিশনার, ফটোকপি মেশিনসহ ইলেকট্রনিক সরঞ্জাম অকেজো হয়ে যায়। এসব ইলেকট্রনিক সরঞ্জামের পরিবেশসম্মত ও আনুষ্ঠানিক ব্যবস্থাপনা নেই। ২০৩০ সালে ই- বর্জ্যের বার্ষিক পরিমাণ দাঁড়াবে প্রায় ১৬ লাখ টন। দেশে এখনো ই-বর্জ্য ব্যবস্থাপনার পূর্ণাঙ্গ রিসাইকেলিং সিস্টেম গড়ে ওঠেনি। এসব দিক বিবেচনায় রেখে দেশে প্রথম ই-বর্জ্য ব্যবস্থাপনা প্লান্ট নির্মাণ করা হচ্ছে গাজীপুরের কালিয়াকৈর হাই-টেক পার্কে। পরিবেশসংক্রান্ত বিষয়ে সরকারের সক্ষমতা বাড়ানোর জন্য বিশ্বব্যাংকের অর্থায়নে Bangladesh Environmental Sustainability and Transformation (BEST) নামে একটি প্রকল্পের কাজ চলমান।
প্রথম ম্যালেরিয়া টিকা বান্দরবানে
২০৩০ সাল নাগাদ ম্যালেরিয়া নির্মূলের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। তবে সারা দেশের মধ্যে পার্বত্য তিন জেলায় ম্যালেরিয়ার সংক্রমণ বেশি। বিশেষ করে বান্দরবান জেলায় ম্যালেরিয়ার সংক্রমণ সবচেয়ে বেশি। ম্যালেরিয়ার নির্মূলের নতুন টিকার কার্যকারিতা নিয়ে একটি গবেষণা কার্যক্রমের উদ্যোগ নেওয়া হয় পার্বত্য জেলা বান্দরবানে। ১ এপ্রিল ২০২৪ জানানো হয় বান্দরবান জেলার লামা ও আলীকদম উপজেলার ১০০টি গ্রামের প্রায় ১০,০০০ মানুষকে ২০২৫ সালে থেকে চার ধাপে বিনামূল্যে ম্যালেরিয়ার টিকা ও ওষুধ প্রদান করা হবে।
নতুন আমদানি-রপ্তানি আইন
বাংলাদেশের আমদানি ও রপ্তানি (নিয়ন্ত্রণ) আইন, ১৯৫০ আর থাকছে না। বহু আলোচনা-সমালোচনার পরিপ্রেক্ষিতে অবশেষে ৭৫ বছর পর যুগোপযোগী করে নতুন আইন প্রণয়ন করা হচ্ছে। এটির নাম ‘আমদানি ও রপ্তানি আইন, ২০২৪’। নতুন আইনে পণ্যের সঙ্গে সেবা খাত যুক্ত হবে। তবে বিদ্যমান আইনের মতো এবার ‘নিয়ন্ত্রণ’ শব্দটি রাখা হচ্ছে না। সেবা অন্তর্ভুক্ত করে ১ এপ্রিল ২০২৪ মন্ত্রিসভা ‘আমদানি ও রপ্তানি আইন, ২০২৪’ এর খসড়ার নীতিগত অনুমোদন করে। নতুন আইনানুযায়ী, সেবা আমদানি ও রপ্তানির ক্ষেত্রে বাণিজ্য মন্ত্রণালয়ের অনুমোদন নিতে হবে।
নতুন দিগন্তে বাংলাদেশ-ভুটান সম্পর্ক
২৫ মার্চ ২০২৪ চার দিনের সফরে বাংলাদেশে আসেন ভুটানের রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াচুক। একই দিন বাংলাদেশের সঙ্গে নতুন করে তিনটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেন। নতুন সমঝোতা স্মারকগুলো হলো- কুড়িগ্রামে বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা, থিম্পুতে একটি বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিট স্থাপন এবং ভোক্তা অধিকার বিষয়ে প্রযুক্তিগত সহযোগিতা। এছাড়া সাংস্কৃতিক বিনিময়ের আরেকটি সমঝোতা স্মারকও নবায়ন করা হয়। এর আগে, ২০১৩ সালে বাংলাদেশ সফরে আসেন রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুক।
ভুটানের বিশেষ অর্থনৈতিক অঞ্চল
কুড়িগ্রাম সদর উপজেলার ধরলা নদীর পূর্ব পাড়ে চর মাধবরাম এলাকায় ভুটানের বিশেষ অর্থনৈতিক অঞ্চল করা হবে। কুড়িগ্রাম সদর উপজেলার ধরলা নদীর পূর্ব পাড়ে কুড়িগ্রাম-ভূরুঙ্গামারী সড়কের পাশে চর মাধবরাম গ্রামে। ১৩৩.৯২ একর জমি অর্থনৈতিক অঞ্চল স্থাপনের জন্য বেজার কাছে হস্তান্তর করা হয়েছে। বাংলাদেশ-ভুটানের যৌথ উদ্যোগে জিটুজিভিত্তিক হবে বিশেষ এ অর্থনৈতিক অঞ্চল। এ জন্য আরও ৮৬ একর ব্যক্তিমালিকানাধীন জমি অধিগ্রহণের প্রস্তুতি চলছে। কুড়িগ্রামের সোনাহাট স্থলবন্দর থেকে ভুটানের দূরত্ব ১৫০ কি.মি.। এছাড়া জেলার চিলমারী নৌবন্দরের কার্যক্রম এর সঙ্গে যুক্ত করে এই বিশেষ অঞ্চলকে আরও গতিশীল করার উদ্যোগ নেওয়া হয়।
বিশ্ব মঞ্চে বাংলাদেশ
বাইডেন প্রশাসনে বাংলাদেশি
যুক্তরাষ্ট্রের National Infrastructure Advisory Council (NIAC) বা ন্যাশনাল সিকিউরিটি এডুকেশন বোর্ডের (NSEB) সদস্য হিসেবে দেশটির প্রেসিডেন্ট জো বাইডেনের মনোনয়ন পান বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক এম ওসমান সিদ্দিক। ২২ মার্চ ২০২৪ তাকে মনোনয়ন দেওয়া হয়। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাদশ উপাচার্য অধ্যাপক ড. এম ওসমান গণির সন্তান এবং সাবেক শিক্ষামন্ত্রী ড. ওসমান ফারুকের ভাই।
কোরআন প্রতিযোগিতায় প্রথম
সেনেগালের রাজধানী ডাকারে অনুষ্ঠিত ১১তম আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন বাংলাদেশের প্রতিযোগী হাফেজ কারী আবু রায়হান। ৭ এপ্রিল ২০২৪ এ প্রতিযোগিতার চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়। এবারের আসরে বিশ্বের ৩০টি দেশের ৫৫ জন প্রতিযোগী অংশ নেন। উল্লেখ্য, শিশু ক্বারী হিসেবে খ্যাতি পাওয়া হাফেজ আবু রায়হান ২০১৮ সালে কাতারে অনুষ্ঠিত টেলিভিশন ভিত্তিক রিয়েলিটি শো তিজানুন নূর তথা জিম টিভিতে আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন।
ইয়াং গ্লোবাল লিডার্স
বিশ্ব অর্থনৈতিক ফোরামের (WEF) ইয়াং গ্লোবাল লিডার্সের তালিকায় স্থান পান বাংলাদেশের সামিট গ্রুপের পরিচালক আজিজা আজিজ খান। তিনি সামিট গ্রুপের চেয়ারম্যান আজিজ খানের মেয়ে। সম্প্রতি WEF ২০২৪ সালের জন্য বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি হিসেবে সারা বিশ্বের ৯০ জন ইয়াং গ্লোবাল লিডার্সের তালিকা প্রকাশ করে। তালিকায় রয়েছে দক্ষিণ এশিয়ার ১১ জন। তাদের মধ্যে আজিজা আজিজ খান একজন। প্রতিবছর রাজনীতি, ব্যবসা, শিক্ষা, গণমাধ্যম ও কলা শাখায় বিশেষ অর্জন ও অবদান রাখা তরুণদের নিয়ে এ তালিকা করে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম। এ তালিকায় থাকতে হলে বয়স হতে হবে ৪০-এর কম।
TIME’র প্রভাবশালীর তালিকায় মেরিনা তাবাস্সুম
১৭ এপ্রিল ২০২৪ মার্কিন সাময়িকী TIME বিশ্বের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকা প্রকাশ করে। এবারের তালিকায় স্থান পান বাংলাদেশের মেরিনা তাবাসুম। তিনি একজন স্থপতি তিনি উদ্ভাবক শ্রেণিতে তালিকায় স্থান পান। তার সঙ্গে তালিকায় থাকা প্রভাবশালী ব্যক্তিদের মধ্যে রয়েছেন রাশিয়ার ইউলিয়া নাভালনায়া, শান্তিতে নোবেলজয়ী ইরানের মানবাধিকার কর্মী নার্গিস মোহাম্মদি, পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্কসহ অনেকে। ভারতের চলচ্চিত্র অভিনেত্রী আলিয়া ভাট শিল্পী শ্রেণিতে এ তালিকায় স্থান পান।
কলেরা শনাক্ত কর্মসূচি
কলেরা সংক্রমণ বেড়ে যাওয়া ঠেকাতে ৫ এপ্রিল ২০২৪ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) কলেরা শনাক্ত কর্মসূচি চালুর উদ্যোগ নেয়। এ কর্মসূচিতে WHO’র অংশীদার হিসেবে রয়েছে আন্তর্জাতিক টিকা সহায়তা সংস্থা Global Alliance for Vaccines and Immunization (GAVI), জাতিসংঘের শিশু নিরাপত্তা ও অধিকার বিষয়ক সংস্থা ইউনিসেফ এবং কলেরা প্রতিরোধ সংক্রান্ত বৈশ্বিক সংস্থা গ্লোবাল টাস্কফোর্স অন কলেরা কন্ট্রোল। দ্রুত কলেরা শনাক্ত কর্মসূচি বিশ্বের উচ্চ ঝুঁকিপূর্ণ ১৪টি দেশে চালু হচ্ছে। দেশগুলো হলো- ক্যামেরুন, গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গো, ইথিওপিয়া, মালাবি, মোজাম্বিক, নেপাল, নাইজেরিয়া, পাকিস্তান, সিয়েরা লিওন, সিরিয়া, সোমালিয়া, উগান্ডা, জাম্বিয়া এবং জিম্বাবুয়ে। তবে সবার আগে দ্রুত কলেরা পরীক্ষার সরঞ্জাম (কিট) পাবে মালাবি। ২০২৩ সালের প্রাথমিক তথ্য অনুযায়ী, বিশ্বজুড়ে ৭ লাখের বেশি কলেরা রোগী শনাক্ত হয়।
কাতারের আমিরের বাংলাদেশ সফর
২২ এপ্রিল ২০২৪ দু’দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকায় আসেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। এর আগে ২০০৫ সালে কাতারের তখনকার আমির হামাদ বিন খলিফা আল থানি রাষ্ট্রীয়ভাবে বাংলাদেশ সফর করেন। ২৩ এপ্রিল ২০২৪ বাংলাদেশ ও কাতারের মধ্যে ৫টি চুক্তি এবং ৫টি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়।
♦︎চুক্তি: পারস্পরিক বিনিয়োগ উন্নয়ন ও সুরক্ষা, দ্বৈতকর পরিহার ও কর ফাঁকি প্রতিরোধ, আইনগত বিষয়ে সহযোগিতা, সমুদ্রপথে পণ্য পরিবহন এবং যৌথ ব্যবসা পরিষদ গঠন সংক্রান্ত চুক্তি।
♦︎সমঝোতা স্মারক: কূটনৈতিক প্রশিক্ষণে সহযোগিতা, উচ্চশিক্ষা ও বৈজ্ঞানিক গবেষণা, যুব ও ক্রীড়া ক্ষেত্রে সহযোগিতা, জনশক্তি ও কর্মসংস্থান এবং বন্দর ব্যবস্থাপনা সংক্রান্ত সমঝোতা স্মারক।
♦︎আমিরের নামে সড়ক: ২৩ এপ্রিল ২০২৪ মিরপুরের কালশী এলাকার বালুর মাঠে নির্মিতব্য পার্ক ও মিরপুর ইসিবি চত্বর থেকে কালশী উড়ালসড়ক পর্যন্ত সড়কটি কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির নামে নামকরণ করা হয়।
প্রধানমন্ত্রীর থাইল্যান্ড সফর
২৪-২৯ এপ্রিল ২০২৪ প্রধানমন্ত্রী শেখ হাসিনা থাইল্যান্ড সফর করেন। দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের পর বাংলাদেশের কোনো প্রধানমন্ত্রীর থাইল্যান্ডে এটিই প্রথম সফর। সফরকালে দুই দেশের মধ্যে একটি চুক্তি, ৩ টি সমঝোতা স্মারক (MoU) ও একটি আগ্রহপত্র বা Letter of Intent (LOI) স্বাক্ষরিত হয়। এছাড়া প্রধানমন্ত্রী জাতিসংঘের এশিয়া ও প্যাসিফিকের অর্থনৈতিক ও সামাজিক কমিশন (ESCAP)-এর ৮০তম অধিবেশনে যোগ দেন।
♦︎ চুক্তি: সরকারি পাসপোর্টধারীদের ভিসা অব্যাহতি চুক্তি।
♦︎ সমঝোতা স্মারক: জ্বালানি সহযোগিতা, পর্যটন খাতে সহযোগিতা এবং শুর সংক্রান্ত পারস্পরিক সহযোগিতা বিষয়ক সমঝোতা স্মারক।
♦︎ আগ্রহপত্র: মুক্তবাণিজ্য সংক্রান্ত।
বাংলাদেশের পোশাক শিল্প
পোশাক রপ্তানির যুগে বাংলাদেশ
সত্তরের দশকের শেষের দিকে রপ্তানিমুখী খাত হিসেবে তৈরি পোশাকের শিল্পের উন্নয়ন ঘটতে থাকে। ২৮ জুলাই ১৯৭৮ রিয়াজ গার্মেন্টস লিমিটেডের স্বত্বাধিকারী মোহাম্মদ রিয়াজউদ্দিন ১০,০০০ শার্ট ফরাসি ক্রেতা হলান্ডার ফ্রঁসের কাছে রপ্তানি করেন। সেটিই ছিল বাংলাদেশ থেকে প্রথম পোশাক রপ্তানি। ১৯৮০’র দশকের গোড়ার দিকে বাংলাদেশের তৈরি পোশাক নিয়মিতভাবে ইউরোপ ও আমেরিকাতে রপ্তানি হতে শুরু করে। ১৯৯১-৯২ অর্থবছরে তৈরি পোশাক রপ্তানি প্রথমবারের মতো বিলিয়ন বা ১০০ কোটি ডলার ছাড়িয়ে যায়। স্বাধীনতার সময় যে পোশাক খাতের কোনো অস্তিত্বই ছিল না, সেই খাতটি এখন দেশের মোট পণ্য রপ্তানি আয়ের ৮০% যোগান দিচ্ছে যা মোট জিডিপির ১৬%। একক দেশ হিসেবে বাংলাদেশি তৈরি পোশাকের বড় বাজারগুলো যুক্তরাষ্ট্র, জার্মানি, যুক্তরাজ্য, স্পেন, ফ্রান্স, ইতালি, জাপান, নেদারল্যান্ডস, কানাডা, ডেনমার্ক, অস্ট্রেলিয়া, বেলজিয়াম ইত্যাদি। জোট হিসাবে ধরলে ইউরোপীয় ইউনিয়ন (EU) হলো বাংলাদেশি পোশাকের বড় গন্তব্য।
তৈরি পোশাক রপ্তানি (মিলিয়ন মা.ড.)
অর্থ বছর | নিটওয়্যার | ওভেন গার্মেন্টস | মোট |
২০১৮-১৯ | ১৬,৮৮৮.৫৪ | ১৭,২৪৪.৭৩ | ৩৪,১৩৩.২৭ |
২০১৯-২০ | ১৩,৯০৮.০০ | ১৪,০৪১.১৯ | ২৭,৯৪৯.১৯ |
২০২০-২১ | ১৬,৯৬০.০৩ | ১৪,৪৯৬.৭ | ৩১,৪৫৬.৭৩ |
২০২১-২২ | ২৩,২১৪.৩২ | ১৯,৩৯৮.৮৪ | ৪২,৬১৩.১৬ |
২০২২-২৩ | ২৫,৭৩৮.২০ | ২১,২৫৩.৪১ | ৪৬,৯৯১.৬১ |
সুবর্ণ রুই
২০২০ সালে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের (BFRI) বিজ্ঞানীরা দীর্ঘ এক যুগ গবেষণার মাধ্যমে রুই মাছের চতুর্থ প্রজন্মের নতুন জাত উদ্ভাবন করেন। রুই মাছের নতুন এ জাতটি দ্রুত বর্ধনশীল, স্থানীয় জাতের চেয়ে ২০.১২% অধিক উৎপাদনশীল, খেতে সুস্বাদু, দেখতে লালচে ও আকর্ষণীয় এবং অন্তঃপ্রজনন সমস্যামুক্ত। রুই মাছের এ জাতটিকে ‘সুবর্ণ রুই’ হিসেবে নামকরণ করে BFRI ।