বাংলাদেশ বিষয়াবলি – ডিসেম্বর ২০২৪

১ ডিসেম্বর২০২৪
♦ প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে অর্থনীতির শ্বেতপত্র জমা দেওয়া হয়।
৩ ডিসেম্বর২০২৪
♦ থাইল্যান্ডকে হারিয়ে প্রথমবারের মতো হকি জুনিয়র বিশ্বকাপ নিশ্চিত করে বাংলাদেশ অনূর্ধ্ব-২১ দল।
৫ডিসেম্বর২০২৪
♦ উপদেষ্টা পরিষদের সভায় কাজী নজরুল ইসলামকে জাতীয় কবি ঘোষণা করে গেজেট প্রকাশের অনুমোদন।
♦ জাতীয় মানবাধিকার কমিশন (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪ জারি।
৮ডিসেম্বর২০২৪
♦ ১১তম এসিসি অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ক্রিকেটে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ।
♦ Bangladesh Law Officers (Amendment) Ordinance, ২০২৪ অধ্যাদেশ জারি।
১০ডিসেম্বর২০২৪
♦ চতুর্থ অর্থনৈতিক শুমারি শুরু।
১১ডিসেম্বর২০২৪
♦ যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে দু’দিনব্যাপী ১১তম বাংলাদেশ-যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক সামরিক সংলাপ শুরু।
১২ডিসেম্বর২০২৪
♦ আওয়ামী মুসলিম লীগের প্রতিষ্ঠাতা সভাপতি মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ১৪৫তম জন্মবার্ষিকী।
১৩ ডিসেম্বর ২০২৪
♦ দ্রোহের কবি হেলাল হাফিজ মারা যান।
১৪ডিসেম্বর২০২৪
♦ চার দিনের সফরে ঢাকায় এসেছেন পূর্ব তিমুরের প্রেসিডেন্ট জোসে রামোস হোর্তা।
১৫ডিসেম্বর২০২৪
♦ যুক্তরাষ্ট্রের মহাকাশবিষয়ক সংস্থা নাসার প্রধান নভোচারী জোসেফ এম আকাবা ঢাকা এসেছেন।
১৬ডিসেম্বর২০২৪
♦ মহান বিজয় দিবসে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ‘জাতীয় ঐকমত্য গঠন কমিশন’ গঠনের ঘোষণা দেন।
১৯ডিসেম্বর২০২৪
♦ বাল্য ইকোনমিস্টের কান্ট্রি অব দ্য ইয়ার ২০২৪ খেতাবে ভূষিত হয় বাংলাদেশ।
২১ডিসেম্বর২০২৪
♦ গণঅভ্যুত্থানে শহিদ ও আহত ব্যক্তিদের প্রথম ধাপের খসড়া তালিকা প্রকাশ করে তথ্য অধিদপ্তর।
২৩ডিসেম্বর২০২৪
♦ বিডিআর হত্যাকাণ্ডের ঘটনায় সাত সদস্যের জাতীয় স্বাধীন তদন্ত কমিশন গঠন।
২৪ডিসেম্বর২০২৪
♦ উপদেষ্টা পরিষদের বৈঠকে সাইবার সুরক্ষা অধ্যাদেশ, ২০২৪- এর খসড়া অনুমোদন।
♦ উপদেষ্টা পরিষদ গণভবনে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর প্রতিষ্ঠার প্রস্তাব অনুমোদন।
২৫ডিসেম্বর২০২৪
♦ রাষ্ট্রীয় গণমাধ্যম বাংলাদেশ টেলিভিশনের ৬০ বছর পূর্তি।
২৮ডিসেম্বর২০২৪
♦ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রী ভোগান্তি কমাতে ‘ফাস্ট ট্র্যাক সার্ভিস’ নামে নতুন সেবা চালু।
৩১ডিসেম্বর২০২৪
♦ ‘জুলাই বিপ্লবের ঘোষণাপত্র’ প্রকাশ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি।
আলোচিত বাংলাদেশ
লোকান্তরে
এ এফ হাসান আরিফ (১০ জুলাই ১৯৪১-২০ ডিসেম্বর ২০২৪)
সাবেক অ্যাটর্নি জেনারেল, অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ও তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা। তিনি কলকাতায় জন্মগ্রহণ করেন। তিনি ১৪ অক্টোবর ২০০১-৩০ এপ্রিল ২০০৫ পর্যন্ত বাংলাদেশের ১১তম অ্যাটর্নি জেনারেল ছিলেন। ২০০৮ সালের জানুয়ারি থেকে ২০০৯ সালের জানুয়ারি পর্যন্ত তিনি উপদেষ্টা ছিলেন। ৮ আগস্ট ২০২৪ অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে নিযুক্ত হন।
অধ্যাপক মোহাম্মদ হারুন-উর রশিদ (২৮ ডিসেম্বর ১৯৩৯-২৬ নভেম্বর ২০২৪)
বাংলা একাডেমির সাবেক মহাপরিচালক। তিনি ভারতের আসামের তিন সুকিয়ায় জন্মগ্রহণ করেন। তিনি ৬ ফেব্রুয়ারি ১৯৯১-১৯ মার্চ ১৯৯৫ পর্যন্ত বাংলা একাডেমির মহাপরিচালক হিসেবে দায়িত্ব দায়িত্ব পালন করেন।
প্রেম ও দ্রোহের কবি হেলাল হাফিজ
অভিমান, নৈঃসঙ্গ্য, প্রবল তীব্র আবেগে দোলায়িত এক কবিসত্তা। বিরহ-সংলাপে সাজানো দুর্দান্ত এক কাব্যময় কবি হেলাল হাফিজ ছিলেন ব্যতিক্রম। জীবনের অধিকাংশ সময় পার করেছেন নিঃসঙ্গতায়।
জন্ম: ৭ অক্টোবর, ১৯৪৮।
জন্মস্থান: নেত্রকোনার আটপাড়া উপজেলার বড়তলী গ্রামে।
পিতা: খোরশেদ আলী তালুকদার। মাতা: কোকিলা বেগম।
মৃত্যু: ১৩ ডিসেম্বর, ২০২৪।
সমাহিত: শহিদ বুদ্ধিজীবী কবরস্থান, মিরপুর।
শিক্ষা জীবন: ১৯৬৫ সালে এসএসসি এবং ১৯৬৭ সালে এইচএসসি পাস করেন। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগে ভর্তি হন।
কর্মজীবন: ১৯৭৫ সাল পর্যন্ত তিনি ছিলেন দৈনিক পূর্বদেশের সাহিত্য সম্পাদক। ১৯৭৬ সালে তিনি ‘দৈনিক দেশ’ পত্রিকার সাহিত্য সম্পাদক পদে যোগদান করেন। সর্বশেষ তিনি দৈনিক যুগান্তরে কর্মরত ছিলেন।
কাব্যগ্রন্থ: যে জ্বলে আগুন জ্বলে (১৯৮৬), কবিতা একাত্তর (২০১২), এক জীবনের জন্মজখম (২০১৯) এবং বেদনাকে বলেছি কেঁদোনা (২০১৯)।
উল্লেখযোগ্য কবিতাসমূহ: নিষিদ্ধ সম্পাদকীয়, নিরাশ্রয় পাঁচটি আঙুল, দুঃসময়ে আমার যৌবন, অস্ত্র সমর্পণ, অগ্নুৎসব, বেদনা বোনের মতো, ইচ্ছে ছিলো, প্রতিমা, অন্যরকম সংসার, নিখুঁত স্ট্রাটেজি, আমার সকল আয়োজন, হিরণবালা, দুঃখের আরেক নাম, প্রত্যাবর্তন, তীর্থ, অনির্ণীত নারী, অশ্লীল সভ্যতা, কবিতার কসম খেলাম, পরানের পাখি, মানবানল, যার যেখানে জায়গা, কবি ও কবিতা, ফেরীঅলা, উৎসর্গ, যেভাবে সে এলো, রাডার, যাতায়াত, যুগল জীবনী, লাবণ্যের লতা, তোমাকেই চাই, ভূমিহীন কৃষকের গান, কবুতর, নেত্রকোণা, তুমি ডাক দিলে, হিজলতলীর সুখ, রাখাল, ব্যবধান, কে, অমীমাংসিত, সন্ধি, ক্যাকটাস, তৃষ্ণা।
পদক-পুরস্কার
মুনীর চৌধুরী সম্মাননা
২০২৪ সালের মুনীর চৌধুরী সম্মাননা পান অভিনেত্রী ও সংগীতশিল্পী শিমূল ইউসুফ। আর মোহাম্মদ জাকারিয়া স্মৃতিপদক লাভ করেন প্রাচ্যনাট্যের অভিনেতা জাহাঙ্গীর আলম। মুনীর চৌধুরী সম্মাননার অর্থমূল্য ৫০,০০০ টাকা ও মোহাম্মদ জাকারিয়া স্মৃতি পদকের অর্থমূল্য ২৫,০০০ টাকা। শহিদ মুনীর চৌধুরী স্মরণে ১৯৮৯ সাল থেকে একজন করে প্রবীণ গুণীকে সম্মাননা এবং মোহাম্মদ জাকারিয়া স্মরণে ১৯৯৭ সাল থেকে একজন তরুণ গুণীকে পদক দেওয়া হয়।
বেগম রোকেয়া পদক
সমাজ, নারীশিক্ষা ও নারীর ক্ষমতায়নে অসামান্য অবদানের জন্য ২০২৪ সালের বেগম রোকেয়া পদক লাভ করেন শিক্ষাবিদ এবং সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটির উপাচার্য পারভীন হাসান, শ্রমিক ও নারী অধিকারকর্মী এবং আলোকচিত্রী তাসলিমা আখতার, বাংলাদেশের প্রথম মহিলা আন্তর্জাতিক দাবা মাস্টার রাণী হামিদ এবং নারীপক্ষের প্রতিষ্ঠাতা শিরীন পারভিন হক। পুরস্কারপ্রাপ্ত নারীদের প্রত্যেককে একটি করে স্বর্ণপদক, একটি সার্টিফিকেট ও চার লাখ টাকার চেক দেওয়া হয়। ৯ ডিসেম্বর ২০২৪ বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের ১৪৪তম জন্ম ও ৯২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে এক অনুষ্ঠানে এ পদক প্রদান করা হয়।
অনন্যা সাহিত্য পুরস্কার
কবিতা ও সাহিত্যে বিশেষ অবদান রাখার জন্য ‘অনন্যা সাহিত্য পুরস্কার-১৪৩১’ লাভ করেন নুসরাত নুসিন ও নূরে জান্নাত। ২৩ নভেম্বর ২০২৪ আনুষ্ঠানিকভাবে এই পুরস্কার প্রদান করা হয়। উল্লেখ্য, বাংলা ১৪০১ সন (১৯৯৩ সাল) থেকে অনন্যা সাহিত্য পুরস্কার প্রবর্তন করা হয়।
বাংলা একাডেমি পুরস্কার
২৬ ডিসেম্বর ২০২৪ বাংলা একাডেমি পরিচালিত ছয়টি সাহিত্য পুরস্কার এবং সাম্মানিক ফেলোশিপ ২০২৪ ঘোষণা করা হয়। ২৮ ডিসেম্বর ২০২৪ বাংলা একাডেমির সাধারণ পরিষদের ৪৭তম বার্ষিক সভায় ৬টি পুরস্কার এবং সাম্মানিক ফেলোশিপ আনুষ্ঠানিকভাবে প্রদান করা হয়।
ফেলোশিপ প্রাপ্তরা– মঈদুল হাসান (মুক্তিযুদ্ধ); রিচার্ড এম ইটন (ইতিহাস); অধ্যাপক ডা. সায়েরা আখতার (চিকিৎসা বিজ্ঞান); ড. ফেরদৌসী কাদরী (বিজ্ঞান); সুগত চাকমা (ভাষা গবেষণা); শহিদুল আলম ও শম্ভু আচার্য (শিল্পকলা)।
৬টি সাহিত্য পুরস্কার
নাম | বিজয়ী | অর্থমূল্য (টাকা) |
সা’দত আলি আখন্দ সাহিত্য পুরস্কার | মোহাম্মদ হারুন-উর-রশিদ | ১ লাখ |
সাহিত্যিক মোহাম্মদ বরকতুল্লাহ প্রবন্ধ পুরস্কার | ড. ওয়াকিল আহমদ | ১ লাখ |
কবীর চৌধুরী শিশু সাহিত্য পুরস্কার | আবু সালেহ | ১ লাখ |
মমতাজউদদীন আহমদ নাট্যজন পুরস্কার | নায়লা আজাদ | ১ লাখ |
আবু রুশদ সাহিত্য পুরস্কার | নাসিমা আনিস | ১ লাখ |
রাবেয়া খাতুন কথাসাহিত্য পুরস্কার | সুশান্ত মজুমদার | ২ লাখ |
সমুন মজুমদার | ১ লাখ |
বিশ্বজুড়ে বাংলাদেশ
নিউজিল্যান্ডে হাইকমিশন
নিউজিল্যান্ডের রাজধানী ওয়েলিংটনে বাংলাদেশের হাইকমিশন স্থাপন করা হবে। ৫ ডিসেম্বর ২০২৪ উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সংক্রান্ত এক প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। এ অবস্থায় নিউজিল্যান্ডে বাংলাদেশের একটি মিশন স্থাপিত হলে তা দুই দেশের মধ্যে দ্বিপাক্ষীয় সম্পর্ক উত্তরোত্তর বৃদ্ধি পাবে।
BBC’র১০০নারীরতালিকায়রিক্তাবানু
ব্রিটিশ ব্রডকাস্টিং চ্যানেলের (BBC) ২০২৪ সালের প্রভাবশালী ১০০ নারীর তালিকায় স্থান পেয়েছে বাংলাদেশি রিক্তা আক্তার বানু। ৩ ডিসেম্বর ২০২৪ এ বছরের জন্য বিশ্বের ১০০ জন অনুপ্রেরণাদায়ী ও প্রভাবশালী নারীর তালিকা প্রকাশ করে BBC। বিজ্ঞান, স্বাস্থ্য ও প্রযুক্তি বিভাগে স্থান পায় বাংলাদেশের রিক্তা আক্তার বানু। বাংলাদেশের রিক্তা বানু একজন নার্স ও একটি প্রতিবন্ধী স্কুলের প্রতিষ্ঠাতা।
UNHCR’রভাইসপ্রেসিডেন্ট
৯ ডিসেম্বর ২০২৪ বাংলাদেশ জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের (UNHCR) ভাইস প্রেসিডেন্ট পদে নির্বাচিত হয়। নির্বাচিত ভাইস প্রেসিডেন্ট হিসেবে জেনেভায় জাতিসংঘ এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থায় বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ১ জানুয়ারি-৩১ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত মানবাধিকার কাউন্সিলের ব্যুরোতে কাজ করবেন।
গণিতের বিশ্বমঞ্চে ৬ স্বর্ণ
২৮ নভেম্বর-১ ডিসেম্বর ২০২৪ কাতারের রাজধানী দোহায় অনুষ্ঠিত হয় World Mathematic Teams Championship (WMTC)। এতে বাংলাদেশ থেকে অংশ নেয় ৫টি টিম- দ্য বেঙ্গল হেক্সাগন, দ্য রয়েল সিক্স অব বেঙ্গল, দ্য ডেল্টা সিক্স, দ্য বেঙ্গল হেক্সা ও দ্য বেঙ্গল ট্রাইনোমিয়াল। প্রতিযোগিতায় প্রথমবারে অংশ নিয়েই ৬টি স্বর্ণ, ১১টি রৌপ্য, ৭টি ব্রোঞ্জ পদক এবং ৩টি মেরিট সম্মাননা লাভ করে বাংলাদেশ।
ছায়াপথ আবিষ্কারক দলে বাংলাদেশের লামিয়া
যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের (JWST) তথ্য ও ছবি ব্যবহার করে ‘ফায়ারফ্লাই স্পার্কল’ নামের একটি নতুন গ্যালাক্সি বা ছায়াপথ আবিষ্কার করেন বিজ্ঞানীরা। তাদের এ দলে রয়েছেন বাংলাদেশি জ্যোতির্বিজ্ঞানী ড. লামিয়া আশরাফ মওলা। তিনি ২০২০ সাল থেকে JWST’র কানাডীয় দলের সঙ্গে থেকে কাজ করছেন।
মুহিতের ‘থরং’ শিখর জয়
বাংলাদেশি পর্বতারোহী এম এ মুহিত হিমালয়ের ‘থরং’ শিখরে আরোহণ করেন। ৫ নভেম্বর, ২০২৪ প্রায় ২,৪০০ ফুট পাথুরে পথ ও খাড়া হিমবাহ পেরিয়ে ‘থরং’য়ের শীর্ষে নিজের পদচিহ্ন আঁকেন মুহিত। হিমালয় পর্বতমালার নেপালের অংশে অন্নপূর্ণা অঞ্চলে অবস্থিত ‘থরং’ পর্বত শিখরের উচ্চতা ২০,১৫৭ ফুট।
নেচার সাময়িকীতে মুহাম্মদ ইউনূস
৯ ডিসেম্বর ২০২৪ প্রভাবশালী ব্রিটিশ সাময়িকী নেচারের ওয়েবসাইটে ২০২৪ সালের সেরা ১০ ব্যক্তিত্বের তালিকা প্রকাশ করে। প্রতিবেদনে বলা হয়, বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও চিকিৎসার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখে কীভাবে গবেষকেরা আমাদের পৃথিবীকে গড়ছেন, তার স্বীকৃতি এই তালিকা। তালিকায় বাংলাদেশ থেকে স্থান পান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। নেচার তাকে Nation Builder বা ‘জাতির কারিগর’ আখ্যা দিয়ে তার সম্পর্কে প্রতিবেদন প্রকাশ করে। সাময়িকীটি তাদের প্রতিবেদনের শিরোনাম করে The revolutionary economist who became the unlikely leader of Bangladesh (বৈপ্লবিক অর্থনীতিবিদ থেকে বাংলাদেশের নেতা)।
বৈশ্বিক জোটের সদস্য বাংলাদেশ
ক্ষুধা ও দারিদ্র্যের বিরুদ্ধে বৈশ্বিক জোট Global Alliance Against Hunger and Poverty গঠনের লক্ষ্যে একটি বহুপাক্ষিক চুক্তি যা ব্রাজিলের ফেডারেল সরকারকর্তৃক খসড়া তৈরি করা হয়। ২৪ জুলাই ২০২৪ ব্রাজিলের রিও ডি জেনেরিওতে একটি কূটনৈতিক সম্মেলনে G20 দেশ এবং আন্তর্জাতিক সংস্থাগুলো দ্বারা গৃহীত হয়। ১৮ নভেম্বর ২০২৪ G20 নেতাদের শীর্ষ সম্মেলনের সময় ৮২টি দেশ এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থা দ্বারা নথিটি অনুমোদন করা হয়। একই দিন উদ্বোধনী সদস্য হিসেবে জোটটির মর্যাদাপূর্ণ বোর্ড অব চ্যাম্পিয়ন্সের অন্যতম দেশ হিসেবে বাংলাদেশের নাম ঘোষণা করা হয়।
ইকোনমিস্টের বর্ষসেরা বাংলাদেশ
প্রতিবছরের মতো এবারও বছরের সেরা দেশ নির্বাচন করে দ্য ইকোনমিস্ট। সেই ফলাফল অনুযায়ী, ২০২৪ সালের বর্ষসেরা দেশ বাংলাদেশ। ১৯ ডিসেম্বর ২০২৪ এ বিষয়ে প্রকাশিত দ্য ইকোনমিস্টের প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। সেরা দেশ বেছে নেওয়ার ক্ষেত্রে চূড়ান্ত তালিকায় ছিল পাঁচটি দেশ। বাংলাদেশ ছাড়াও সিরিয়া, আর্জেন্টিনা, দক্ষিণ আফ্রিকা ও পোল্যান্ড ছিল এই তালিকায়। যেখানে বর্ষসেরা দেশ নির্বাচিত হয় বাংলাদেশ এবং রানার্সআপ হয় সিরিয়া।
দেশের খবর
দেশে নদ-নদীর সংখ্যা ১,১৫৬
১০ ডিসেম্বর ২০২৪ পানিসম্পদ মন্ত্রণালয় ও নৌ পরিবহন মন্ত্রণালয় দেশের মধ্যে দিয়ে প্রবাহিত ১,১৫৬টি নদ-নদীর খসড়া তালিকা প্রকাশ করে। আগামী পহেলা বৈশাখে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। খসড়া তালিকায় ৩৬৫টি এমন নদীর নাম যুক্ত করা হয়, যেগুলো ২০১১ সালে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড কর্তৃক প্রকাশিত ৪০৫টি নদী এবং ২০২৩ সালে জাতীয় নদী রক্ষা কমিশন কর্তৃক প্রস্তুতকৃত ১,০০৮টি নদী তালিকায় ছিল না। ২০১১ সালের তালিকায় থাকা ১৮টি নদী এবং ২০২৩ সালের তালিকায় থাকা ২২৪টি নদীর নাম পানিসম্পদ মন্ত্রণালয়ের তালিকায় রাখা হয়নি। এ বিষয়ে আরও অধিকতর যাচাই-বাছাই করা হবে। এটিকে খসড়া তালিকা হিসেবে ধরে বাদ পড়া নদীগুলোকে ভবিষ্যতে অন্তর্ভুক্ত করা হবে। বিভাগীয় কমিশনারদের পাঠানো তালিকা অনুযায়ী, নদ-নদীর সংখ্যা ১,৪৮০টি। অধিকতর যাচাইয়ের পর এক বিভাগে বয়ে যাওয়া নদীর সংখ্যা হলো ১,১২৩টি, দুই বিভাগে ২৭টি, তিন বিভাগে ৪টি এবং চার বিভাগে দুটি করে মোট ১,১৫৬টি প্রবাহিত নদ-নদীর সংখ্যা পাওয়া যায়।
ছাত্র-জনতার অভ্যুত্থানে শহিদের তালিকা
২১ ডিসেম্বর ২০২৪ জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে শহিদ ও আহত ব্যক্তিদের নামের তালিকা চূড়ান্ত করার লক্ষ্যে প্রথম ধাপের খসড়া তালিকা প্রকাশ করা হয়। প্রথম ধাপের খসড়া তালিকায় শহিদ ৮৫৮ জন এবং আহতের সংখ্যা ১১,৫৫১ জন।
জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর
১৮ ডিসেম্বর ২০২৪ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজমের সভাপতিত্বে মন্ত্রণালয়ের সভাকক্ষে ‘জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর’ প্রতিষ্ঠায় আন্তঃমন্ত্রণালয়ের এক সভা অনুষ্ঠিত হয়। জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস ও স্মৃতি সংরক্ষণ, গণঅভ্যুত্থানে শহিদদের পরিবার এবং আহত ছাত্র-জনতার পুনর্বাসনসহ গণঅভ্যুত্থানের আদর্শ ও চেতনাকে রাষ্ট্রীয় ও জাতীয় জীবনে সুপ্রতিষ্ঠিত করতে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে এ অধিদপ্তর প্রতিষ্ঠা করা হবে।
সুইডিশ দূতাবাসে শেনজেন ভিসা
১০ ডিসেম্বর, ২০২৪ বহুজাতিক ভিসা প্রসেসিং সার্ভিস সংস্থা VFS Global ঢাকায় সুইডিশ দূতাবাসের সহযোগিতায় সুইডেনসহ ইউরোপের ৮টি দেশের ভিসা দেওয়া শুরু করে। দেশগুলো হলো- বেলজিয়াম, ফিনল্যান্ড, আইসল্যান্ড, লাটভিয়া, লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস, পোল্যান্ড ও স্লোভেনিয়া। ১৭ ডিসেম্বর ২০২৪ ঢাকায় VFS Global সুইডেনে শেনজেন ভিসার জন্য আবেদন শুরু করার সাথে বন্ধ হয়ে যায় ওয়াক- ইন আবেদন।
জাতীয় কবির রাষ্ট্রীয় স্বীকৃতি
জাতীয় কবি হিসেবে কাজী নজরুল ইসলামের নাম মানুষের মুখে মুখে থাকলেও রাষ্ট্রীয় স্বীকৃতি ছিল না। ৫ ডিসেম্বর, ২০২৪ সেই স্বীকৃতি দেওয়ার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তী-কালীন সরকার। উল্লেখ্য, ১৫ ডিসেম্বর, ১৯২৯ কলকাতার আলবার্ট হলে একটি সংবর্ধনা অনুষ্ঠানে সর্বভারতীয় বাঙালিদের পক্ষ থেকে নজরুলকে ‘জাতীয় কবি’ হিসেবে ঘোষণা করা হয়। এরপর ২৪ মে ১৯৭২ বঙ্গভবনে সংবর্ধনা অনুষ্ঠানে তৎকালীন রাষ্ট্রপতি তাঁকে বাংলাদেশের জাতীয় কবি হিসেবে অভিহিত করেন। সেই থেকে মুখে মুখে তিনি জাতীয় কবি হয়ে আছেন। কিন্তু সরকারিভাবে তাঁকে জাতীয় কবি হিসেবে ঘোষণা করে কোনো প্রজ্ঞাপন বা গেজেট প্রকাশ করা হয়নি। বাংলাদেশের দুটি আইনে জাতীয় কবি হিসেবে নজরুলের নাম উল্লেখ করা হয়। একটি হলো ৭ মে ২০০৬ জাতীয় সংসদে পাস করা ‘জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় আইন, ২০০৬’ এবং দ্বিতীয়টি হলো ১২ ফেব্রুয়ারি ২০১৮ পাস করা ‘কবি নজরুল ইনস্টিটিউট আইন, ২০১৮’। কবি নজরুল ইনস্টিটিউট আইনের ২ ধারায় তাঁকে জাতীয় কবি হিসেবে সংজ্ঞায়িত করা হয়।
যমুনা রেলসেতুতে পরীক্ষামূলক ট্রেন
২৬ নভেম্বর, ২০২৪ যমুনা নদীর বুকে দেশের নবনির্মিত দীর্ঘতম রেলসেতু দিয়ে পরীক্ষামূলক ট্রেন চলাচল করে। পরীক্ষামূলক চালু হলেও ট্রেনের পূর্ণগতি পেতে আরও সময় লাগবে। প্রথমে ঘণ্টায় ১০ কিলোমিটার পরে ২০ কিলোমিটার ও শেষে ৪০ কিলোমিটার গতিতে ট্রেন চালানো হয় সেতু দিয়ে। ২০২৫ সালের জানুয়ারিতে সেতুটি ট্রেন চলাচলের জন্য খুলে দেওয়া হবে। দেশের এই দীর্ঘতম রেল সেতু দিয়ে প্রতিদিন বিরতিহীনভাবে কমপক্ষে ৮৮টি ট্রেন দ্রুতগতিতে চলাচল করতে পারবে।
পূর্ব তিমুরের প্রেসিডেন্টের বাংলাদেশ সফর
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের আমন্ত্রণে ১৪-১৭ ডিসেম্বর ২০২৪ পূর্ব তিমুরের প্রেসিডেন্ট হোসে রামোস হোর্তা বাংলাদেশ সফর করেন। এটি দেশটির রাষ্ট্রপ্রধান পর্যায়ের প্রথম সরকারি সফর। ১৫ ডিসেম্বর ২০২৪ দুই দেশের মধ্যে কূটনৈতিক ও অফিসিয়াল পাসপোর্টধারীদের জন্য ভিসা অব্যাহতি সংক্রান্ত চুক্তি এবং Bilateral Consultatión Mechanism (BCM) প্রতিষ্ঠা সংক্রান্ত সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়। ভিসা অব্যাহতি চুক্তির আওতায় দুই দেশের কূটনৈতিক পাসপোর্টধারীরা ভিসা ছাড়াই একে অপরের দেশে প্রবেশ, অবস্থান এবং প্রস্থান করতে পারবেন।
২০২৪ সালে বাংলাদেশ সফর
ব্যক্তি | সময়কাল |
ভুটানের রাজা জিগমে খেসার নামাগিয়েল ওয়াংচুক | ২৫-২৮ মার্চ ২০২৪ |
কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি | ২২-২৩ এপ্রিল ২০২৪ |
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম | ৪ অক্টোবর ২০২৪ |
রেল নেটওয়ার্কে দেশের ৪৯তম জেলা
২৪ ডিসেম্বর ২০২৪ দেশের ৪৯তম জেলা হিসেবে রেল নেটওয়ার্কে যুক্ত হয় নড়াইল। এদিন খুলনা থেকে নড়াইল হয়ে পদ্মা সেতু দিয়ে ঢাকার পথে যুক্ত হয় নতুন ট্রেন ‘জাহানাবাদ এক্সপ্রেস’। আর ঢাকার কমলাপুর থেকে নড়াইল হয়ে যশোরের বেনাপোল রুটে যুক্ত হয় ‘রূপসী বাংলা’ এক্সপ্রেস। জাহানাবাদ এক্সপ্রেস চালুর ফলে পদ্মা সেতু হয়ে খুলনা থেকে ঢাকার দূরত্ব কমে ২১২ কিলোমিটার। আগে খুলনা থেকে ঢাকার দূরত্ব ছিল ৪৩০ কিলোমিটার। এখন পদ্মা সেতু হয়ে এ রুটের দূরত্ব হয়েছে ১৯৯ কিলোমিটার। এছাড়া ঢাকা থেকে খুলনার পথে দুটি আন্তঃনগর ট্রেন ‘সুন্দরবন এক্সপ্রেস’ ও ‘চিত্রা এক্সপ্রেস’ চলাচল করে। এর মধ্যে সুন্দরবন এক্সপ্রেস পদ্মা সেতু হয়ে এবং চিত্রা এক্সপ্রেস বঙ্গবন্ধু সেতু হয়ে চলাচল করছে। ১ নভেম্বর ২০২৩ থেকে ঢাকা-খুলনা রুটে ‘নকশীকাঁথা’ নামে একটি কমিউটার ট্রেন চলছে। অন্যদিকে ঢাকা থেকে বেনাপোল রুটে ‘বেনাপোল এক্সপ্রেস’ চলাচল করত বঙ্গবন্ধু সেতু হয়ে। এটি এখন পদ্মা সেতু হয়ে ভাঙ্গা, ফরিদপুর, রাজবাড়ী, দর্শনা ও যশোর হয়ে বেনাপোলে যায়।
জেনে নিন
বর্তমানে দেশে মোট ৪৯টি জেলা রেল নেটওয়ার্কের অন্তর্ভুক্ত রয়েছে।
১০ অক্টোবর ২০২৩ মুন্সীগঞ্জ, মাদারীপুর ও শরীয়তপুর দেশের রেল নেটওয়ার্কে যুক্ত হয়।
১ নভেম্বর ২০২৩ দেশের ৪৭তম জেলা হিসেবে রেল নেটওয়ার্কে যুক্ত হয় বাগেরহাট
১১ নভেম্বর ২০২৩ দেশের ৪৮তম জেলা হিসেবে রেল নেটওয়ার্কে যুক্ত হয় কক্সবাজার।
২৪ ডিসেম্বর ২০২৪ দেশের ৪৯তম জেলা হিসেবে রেল নেটওয়ার্কে যুক্ত হয় নড়াইল।
বর্তমানে দেশের ১৫টি জেলায় রেল নেটওয়ার্ক নেই। জেলাগুলো হলো- সাতক্ষীরা, মাগুরা, বরিশাল, ঝালকাঠি, পটুয়াখালী, বরগুনা, পিরোজপুর, ভোলা, মেহেরপুর, মানিকগঞ্জ, লক্ষ্মীপুর, শেরপুর, রাঙ্গামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি জেলা।
দেশের একমাত্র বরিশাল বিভাগের কোনো জেলাতেই রেলপথ নেই।
সুখী: প্রথম ডিজিটাল স্বাস্থ্যসেবা প্ল্যাটফর্ম
২৮ নভেম্বর ২০২৪ স্বাস্থ্যসেবাকে প্রতিটি মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে গ্রামীণ ডিজিটাল হেলথকেয়ার সলিউশন নিয়ে আসে দেশের প্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল স্বাস্থ্যসেবা প্ল্যাটফর্ম ‘সুখী’ অ্যাপ। ঘরে বসেই দেশের সেরা চিকিৎসকদের সঙ্গে টেলিমেডিসিন পরামর্শ, ল্যাব টেস্ট করানো, ঔষধের হোম ডেলিভারি, অ্যাম্বুলেন্স ও ব্লাড ব্যাংকের জরুরি সেবা গ্রহণ করা যাবে এই এক অ্যাপ থেকেই। অ্যাপটির মূল লক্ষ্য শহর ও গ্রামের মধ্যে স্বাস্থ্যসেবার ব্যবধান দূর করে সহজে ও সাশ্রয়ী মূল্যে প্রত্যন্ত এলাকায় সেবা পৌঁছে দেওয়া। এ অ্যাপটি Google Play এবং App Store থেকে ডাউনলোড করা যাবে। এছাড়াও www.shukhee.com ও ১০৬৫৭ নম্বরে কল করে সহজেই সেবা নেওয়া যাবে।
জাতিসংঘ পার্ক খুলছে
অবশেষে পুনরায় সবার জন্য খুলবে বন্দরনগরী চট্টগ্রামের জাতিসংঘ পার্ক। চট্টগ্রাম শহরের কেন্দ্রে ৬৯ একর আয়তনের পাঁচলাইশ আবাসিক এলাকাটি গণপূর্ত অধিদপ্তরের। ১৯৫৪ সালে আবাসিক এলাকাটির জন্য জমি বরাদ্দ দেয় সংস্থাটি। এর মাঝে ২.১৭ একর আয়তনের এই উদ্যানের নাম শুরুতে ছিল ‘পাঁচলাইশ পার্ক’। ১৯৮৮ সালে গণপূর্ত অধিদপ্তর সংস্কার ও ব্যবস্থাপনার জন্য পার্কের দায়িত্ব দেয় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের হাতে। ২০০২ সালে পার্কের নামকরণ করা হয় ‘জাতিসংঘ পার্ক’।
দেশের প্রথম উপকূলীয় নদীবন্দর
১০ ডিসেম্বর ২০২৪ প্রজ্ঞাপন জারি করে সন্দ্বীপকে দেশের প্রথম উপকূলীয় নদীবন্দর ঘোষণা করা হয়। এ নিয়ে দেশে নদীবন্দরের সংখ্যা ৫৩টি। প্রজ্ঞাপনে ভূ-ভাগের সীমানার বর্ণনা দিয়ে বলা হয়, সন্দ্বীপ দ্বীপের চারপাশের তীরের সাধারণ ভরাকটালের সময় সর্বোচ্চ পানি সমতল থেকে ভূ-ভাগের দিকে ৫০ মিটার পর্যন্ত এর সীমানা বিস্তৃত। সন্দ্বীপ উপকূলীয় এলাকার ওই সীমানার মধ্যে খালগুলো নদীবন্দরের সীমানার আওতাভুক্ত হবে।
সর্বশেষ ঘোষিত ৫টি নদীবন্দর-
নাম | প্রজ্ঞাপন জারি | গেজেট প্রকাশ |
৪৯. রাজশাহী নদীবন্দর | ২৯ এপ্রিল ২০২৪ | ৩০ এপ্রিল ২০২৪ |
৫০. ভোলাগঞ্জ নদীবন্দর | ৩১ জুলাই ২০২৪ | ৬ আগস্ট ২০২৪ |
৫১. গোয়াইনঘাট নদীবন্দর | ১ অক্টোবর ২০২৪ | ৭ অক্টোবর ২০২৪ |
৫২. সিলেট নদীবন্দর | ৮ অক্টোবর ২০২৪ | ১৫ অক্টোবর ২০২৪ |
৫৩. সন্দ্বীপ উপকূলীয় নদীবন্দর | ১০ ডিসেম্বর ২০২৪ | ১১ ডিসেম্বর ২০২৪ |
দেশের GI পণ্য এখন ৫১টি
২০২৪ সালের ডিসেম্বরে পেটেন্ট, শিল্প-নকশা ও ট্রেডমার্কস অধিদপ্তর (DPDT) আরও ৮টি GI পণ্যের স্বীকৃতি দেয়। এ নিয়ে দেশের GI পণ্য এখন ৫১টি।
নাম | আবেদন |
৪৪. শেরপুরের ছানার পায়েস | ১৫ জানুয়ারি ২০২৪ |
৪৫. সিরাজগঞ্জের লুংগি | ৬ মার্চ ২০২৪ |
৪৬. গাজীপুরের কাঁঠাল | ২০ মার্চ ২০২৪ |
৪৭ কিশোরগঞ্জের রাতা বোরা ধান | ২১ মে ২০২৪ |
৪৮ অষ্টগ্রামের পনির | ২১ মে ২০২৪ |
৪৯ বরিশালের আমড়া | ২৫ ফেব্রুয়ারি ২০২৪ |
৫০. কুমারখালীর বেডশিট | ২৩ মে ২০২৪ |
৫১. দিনাজপুরের বেদানা লিচু | ১২ ফেব্রুয়ারি ২০২৪ |
গতসংখ্যারবাকিঅংশ
২৭নভেম্বর২০২৪
¨ খেলাপি ঋণ বিষয়ে নীতিমালা জারি করে কেন্দ্রীয় ব্যাংক।
২৮নভেম্বর২০২৪
¨ বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি (বিশেষ বিধান) (রহিতকরণ) অধ্যাদেশ, ২০২৪ জারি।
৩০নভেম্বর২০২৪
¨ খুলনায় বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধজাহাজ ‘বানৌজা বিষখালী’র কমিশনিং অনুষ্ঠিত।