বাংলাদেশ বিষয়াবলী – মার্চ ২০২৪
০১ মার্চ, ২০২৪
♦ জাতীয় বীমা দিবস কবে পালিত হয়?
উত্তর: ১ মার্চ।
♦ চলতি অর্থবছরের (২০২৩-২৪) ১ম ৭ মাসে প্রবাসীদের থেকে রেমিট্যান্স এসেছে –
উত্তর: ১ হাজার ২৯০ কোটি ডলার।
♦ বীমা দিবস-২০২৪ এর প্রতিপাদ্য বিষয় কী?
উত্তর: ‘করবো বীমা গড়বো দেশ, স্মার্ট হবে বাংলাদেশ’।
♦ বর্তমানে দেশে সর্বমোট কতটি বীমা প্রতিষ্ঠান রয়েছে?
উত্তর: ৮২ টি।
♦ প্রথম ব্যাংক হিসেবে ব্যাংকাস্যুরেন্স সেবা প্রদানের অনুমোদন পেয়েছে কোন ব্যাংক?
উত্তর: City Bank.
♦ বিপিএলে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়?
উত্তর: ফরচুন বরিশাল।
০২ মার্চ, ২০২৪
♦ বাংলাদেশের জাতীয় পতাকা দিবস কবে পালিত হয়?
উত্তর: ২ মার্চ।
♦ জয় বাংলা’ জাতীয় স্লোগান হিসেবে ঘোষিত হয় কবে?
উত্তর: ২ মার্চ, ২০২২।
♦ দেশের প্রথম নারী অর্থ প্রতিমন্ত্রীর নাম কী?
উত্তর: ওয়াসিকা আয়শা খান।
♦ বর্তমানে দেশের মন্ত্রিসভার মোট সদস্য সংখ্যা কত?
উত্তর: ৪৪ জন।
♦ জাতীয় ভোটার দিবস কবে?
উত্তর: ২ মার্চ।
♦ বিপিএল এর দশম আসরের চ্যাম্পিয়ন দলের নাম কী?
উত্তর: ফরচুন বরিশাল। (রানার্সআপ দল- কুমিল্লা ভিক্টোরিয়ান্স)
♦ দেশের হস্ত ও কারু শিল্পখাতে মোট প্রতিষ্ঠানের সংখ্যা কতটি?
উত্তর: ৭৩ হাজার ৫৪২ টি। (সূত্র: বিবিএস)
০৩ মার্চ, ২০২৪
♦ স্বাধীনতার ইশতেহার ঘোষণা করা হয় কবে?
উত্তর: ৩ মার্চ, ১৯৭১ (পল্টনের জনসভায়)।
♦ বাংলাদেশকে প্রথম স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে ঘোষণা করা হয় কবে?
ত্তর: ৩ মার্চ, ১৯৭১।
♦ ৩ মার্চ, ১৯৭১ সালে বঙ্গবন্ধুকে ‘জাতির জনক’ হিসেবে ঘোষণা করেন কে?
উত্তর: আ. স. ম. আব্দুর রব।
♦ বন বিভাগের ২০২৩ সালের শুমারি অনুযায়ী সুন্দরবনে ‘মায়াহরিণের’ সংখ্যা কতটি?
উত্তর: ৬৮৭টি।
♦ ‘আমার সোনার বাংলা’কে কবে বাংলাদেশের জাতীয় সংগীত হিসেবে স্বীকৃতি দেওয়া হয়?
উত্তর: ৩ মার্চ, ১৯৭১।
০৪ মার্চ, ২০২৪
♦ স্বাধীন বাংলাদেশে ১ টাকা ও ১০০ টাকার নোট প্রথম চালু হয় কবে?
উত্তর: ৪ মার্চ, ১৯৭২
♦ বাংলাদেশি লেখক, নাট্যকার ও সাংবাদিক আনিসুল হক কবে জন্মগ্রহণ করেন?
উত্তর: ৪ মার্চ, ১৯৬৫ সালে।
♦ বর্তমানে দেশে নদীবন্দর কয়টি?
উত্তর: ৪৬ টি।
♦ ২০২২-২৩ অর্থবছরে বাংলাদেশে মোট প্রবাসী আয়ের পরিমাণ কত?
উত্তর: ২ হাজার ১৬১ কোটি ডলার।
♦ বাংলাদেশ থেকে তুলাবিহীন বা নন-কটন পোশাক রপ্তানির হার কত?
উত্তর: ৩০ শতাংশ।
♦ রেডিও পাকিস্তান ঢাকা কেন্দ্র ‘ঢাকা বেতার কেন্দ্র’ এবং পাকিস্তান টেলিভিশন ‘ঢাকা টেলিভিশন’ হিসেবে সম্প্রচার শুরু করে কবে?
উত্তর: ৪ মার্চ, ১৯৭১।
০৫ মার্চ, ২০২৪
♦ কথাসাহিত্যিক অন্নদাশঙ্কর রায় কবে জন্মগ্রহণ করেন?
উত্তর: ১৯০৪ সালের ৫ মার্চ।
♦ চলতি ২০২৩-২৪ অর্থবছরের প্রথম আট মাসে পণ্য রপ্তানির মোট অর্থমূল্য কত?
উত্তর: ৩ হাজার ৮৪৫ কোটি ডলার।
♦ চলতি অর্থবছরের ১ম ৮ মাসে সর্বোচ্চ প্রবাস আয় এসেছে কোন মাসে?
উত্তর: ফেব্রুয়ারিতে (২১৬ কোটি ৬০ লাখ মার্কিন ডলার)।
♦ অনুমোদিত ‘কুয়াকাটা বিমানবন্দর’ কোথায় নির্মিত হবে?
উত্তর: কলাপাড়া-আমতলী।
♦ সরকার প্রথম বারের মতো দেশে কোন ব্যাংকিং আইন চালু করতে যাচ্ছে?
উত্তর: অফশোর ব্যাংকিং আইন।
০৬ মার্চ, ২০২৪
♦ যুগসন্ধিক্ষণের কবি বলা হয় কাকে?
উত্তর: ঈশ্বরচন্দ্র গুপ্ত (জন্ম: ৬ মার্চ, ১৮১২)।
♦ জাতীয় পাট দিবস কবে?
উত্তর: ৬ মার্চ।
♦ বাংলাদেশের মোট বৈদেশিক মুদ্রার কত শতাংশ পাট থেকে আসে?
উত্তর: প্রায় ৩ শতাংশ।
♦ ২০২২-২৩ অর্থ বছরে বাংলাদেশে কী পরিমাণ কাঁচা পাট উৎপাদিত হয়েছে?
উত্তর: ৯৮ লাখ ৫৩ হাজার বেল।
♦ ২০২২-২৩ অর্থবছরে পাট ও পাটজাত পণ্যের রপ্তানি আয় কত?
উত্তর: ৯১ কোটি ২০ লাখ মার্কিন ডলার।
♦ বর্তমানে দেশে বৈদেশিক অনুদানে পরিচালিত বেসরকারি সংস্থার (NGO) সংখ্যা কত?
উত্তর: ২, ৬১২টি (দেশি সংস্থা ২,৩৪৪টি, বিদেশি সংস্থা-২৬৮টি)
০৭ মার্চ, ২০২৪
♦ ১৯৭১ সালের ৭ মার্চের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণটির সময়কাল কত?
উত্তর: প্রায় ১৮ মিনিট।
♦ বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণকে UNESCO ঐতিহাসিক দলিল হিসেবে স্বীকৃতি দেয় কবে?
উত্তর: ২০১৭ সালের ৩০ অক্টোবর।
♦ বিবিএস -এর তথ্য মতে দেশে মাথাপিছু দৈনিক চাল গ্রহণের পরিমাণ কত?
উত্তর: ৩২৮ দশমিক ৯ গ্রাম।
♦ আন্তর্জাতিক নারী দিবস, ২০২৪ এর প্রতিপাদ্য কী?
উত্তর: “নারীর সমঅধিকার, সমসুযোগ এগিয়ে নিতে হোক বিনিয়োগ”।
♦ D-8 জোটের বর্তমান সভাপতি দেশের নাম কী?
উত্তর: বাংলাদেশ।
০৮ মার্চ, ২০২৪
♦ ‘বঙ্গবন্ধু থেকে দেশরত্ন: অনুপ্রেরণার মহাকাব্য’ বইটির লেখক কে?
উত্তর: প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিপ্লব বড়ুয়া। (মুখবন্ধ- প্রধানমন্ত্রী শেখ হাসিনা)
♦ দেশের কত শতাংশ নারী ইন্টারনেট ব্যবহারের বাইরে?
উত্তর: প্রায় ৬৭ শতাংশ।
♦ বাংলাদেশের প্রথম নারী ক্রীড়াবিদ হিসেবে অলিম্পিয়ানে অংশগ্রহণ করেন কে?
উত্তর: কাজী শাহানা পারভীন
০৯ মার্চ, ২০২৪
♦ বাংলাদেশ সরকার কতজন নারীকে “সেরা জয়িতা পুরস্কার ২০২৩” প্রদান করেন?
উত্তর: ৫ জন।
♦ ‘আমার পণ’ বিখ্যাত কবিতাটি কার রচনা?
উত্তর: মদনমোহন তর্কালঙ্কার (মৃত্যু: ৯ মার্চ, ১৮৫৮)
♦ BBS-এর সর্বশেষ তথ্যমতে, প্রতিমাসে খাদ্য গ্রহণে গড় মাথাপিছু ব্যয় কত?
উত্তর: ১ হাজার ৮৫১ টাকা। (এটিই ‘ফুড পোভার্টি লাইন’ বা ‘খাদ্য দারিদ্র্যসীমা’)
♦ পাট উৎপাদনে বর্তমানে, বিশ্বে বাংলাদেশের অবস্থান কত?
উত্তর: দ্বিতীয়।
♦ বন বিভাগের সূত্র মতে, সুন্দরবনের বাংলাদেশ অঞ্চলের আয়তন কত?
উত্তর: ৬ হাজার ১৭ বর্গ কি.মি.।
১০ মার্চ, ২০২৪
♦ জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস কবে?
উত্তর: ১০ মার্চ।
♦ বিখ্যাত সাহিত্যিক সমরেশ মজুমদার কবে জন্মগ্রহণ করেন?
উত্তর: ১০ মার্চ, ১৯৪২।
♦ বর্তমানে সরকারি চাকরির কত শতাংশ নারীদের দখলে?
উত্তর: ২৯ শতাংশ।
♦ UGC- এর তথ্যমতে, বাংলাদেশে বর্তমান সরকারি, বেসরকারি ও আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় কয়টি?
উত্তর: ৫৫টি, ১১৪টি ও ৩টি।
১১ মার্চ, ২০২৪
দেশের তিন মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোন, রবি ও টেলিটককে উচ্চ গতির ইন্টারনেট সেবা দেওয়ার পঞ্চম প্রজন্মের প্রযুক্তি ফাইভ জি এর একীভূত (ইউনিফাইড) লাইসেন্স দেওয়া হয়।
♦ ভাষা আন্দোলনের পূর্বে পূর্ব পাকিস্তানে ‘রাষ্ট্রভাষা দিবস’ পালিত হতো কবে?
উত্তর: ১১ মার্চ।
♦ বাংলা শর্টহ্যান্ড লিপির উদ্ভাবক কে?
উত্তর: দ্বিজেন্দ্রনাথ ঠাকুর। (জন্ম: ১১ মার্চ, ১৮৪০)।
♦ অনূর্ধ্ব-১৬ সাফ নারী চ্যাম্পিয়নশিপ এর জয়ী দলের নাম কী?
উত্তর: বাংলাদেশ (প্রতিপক্ষ-ভারত)।
১২ মার্চ, ২০২৪
♦ ‘কালকূট’ কার ছদ্মনাম?
উত্তর: সমরেশ বসু (মৃত্যু: ১২ মার্চ, ১৯৮৮)।
♦ ত্রয়ী উপন্যাস ‘ভাওয়ালগড়ের উপাখ্যান’, ‘পদ্মা মেঘনা যমুনা’, ‘সংকর সংকীর্তন’ এর রচয়িতা কে?
উত্তর: আবু জাফর শামসুদ্দীন। (জন্ম: ১২ মার্চ, ১৯১১)
♦ নারী দিবসে কত জন উদ্যোক্তাকে সাহসিকা সম্মাননা পুরস্কার প্রদান করা হয়?
উত্তর: ৮ জনকে।
♦ ২০২৩-২৪ অর্থবছরের সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) প্রকল্পের সংখ্যা কতটি?
উত্তর: ১ হাজার ৪৮৮টি।
১৩ মার্চ, ২০২৪
♦ পল্লিকবি জসিম উদ্দীন কবে মৃত্যুবরণ করেন?
উত্তর: ১৯৭৬ সালের ১৩ মার্চ।
♦ সড়ক পরিবহন (সংশোধন) আইন, ২০২৪’-এর খসড়া নীতিগত অনুমোদন দেয় মন্ত্রিসভা।
♦ ২০২৩-২৪ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির জন্য কত টাকা বরাদ্দ রাখা হয়েছে?
উত্তর: ২ লাখ ৪৫ হাজার কোটি টাকা।
♦ ২০২২-২৩ অর্থবছরে বাংলাদেশ আমদানি ব্যয় কত?
উত্তর: ৬৫.২৯ বিলিয়ন ডলার।
♦ মুক্তিযুদ্ধের পর বাংলাদেশ থেকে ভারত সরকার কবে সৈন্য প্রত্যাহার করে?
উত্তর: ১২ মার্চ, ১৯৭২।
♦ মুক্তিযুদ্ধের সময় কত জন ভারতীয় সৈন্য শহিদ হন?
উত্তর: ১ হাজার ৬৬৮ জন।
♦ বাংলাদেশের ২য় পরমাণু বিদ্যুৎকেন্দ্র কোথায় নির্মাণ করা হবে?
উত্তর: পাবনা।
১৪ মার্চ, ২০২৪
♦ বিশ্ব কিডনি দিবস পালিত হয় কবে?
উত্তর: মার্চের দ্বিতীয় বৃহস্পতিবার।
♦ বিশ্ব পাই দিবস কবে?
উত্তর: ১৪ মার্চ।
♦ দেশের সর্ববৃহৎ বেসরকারি ও গ্রিন ইকোনমিক জোন কোনটি?
উত্তর: সিরাজগঞ্জ ইকোনমিক জোন।
♦ বৈশ্বিক জলবায়ু ঝুঁকি সূচকে বাংলাদেশের অবস্থান কত?
উত্তর: ৭ম।
♦ ২০২২-২৩ অর্থবছরে সবচেয়ে বেশি প্রবাসী আয় এসেছিল কোন দেশ থেকে?
উত্তর: সৌদি আরব
♦ ২০২৩-২৪ অর্থবছরের প্রথম আট মাসে সবচেয়ে বেশি প্রবাসী আয় এসেছে কোন দেশ থেকে?
উত্তর: সংযুক্ত আরব আমিরাত।
১৫ মার্চ, ২০২৪
♦ বিশ্ব ভোক্তা অধিকার দিবস কবে পালিত হয়?
উত্তর: ১৫ মার্চ।
♦ কথাসাহিত্যিক অন্নদাশঙ্কর রায় জন্মগ্রহণ করেন কবে?
উত্তর: ১৯০৪ সালের ১৫ মার্চ।
♦ দেশে প্রতিবছর কী পরিমাণ মানুষ খাদ্যবাহিত রোগে আক্রান্ত হয়?
উত্তর: প্রায় ২ কোটি ৬০ লক্ষ। [তথ্যসূত্র: বিআইডিএস]
♦ বর্তমানে দেশে ছাদে সৌরবিদ্যুৎ উৎপাদন ক্ষমতা কত?
উত্তর: ১৬০ মেগাওয়াট।
♦ লোনা পানির কুমিরকে বাংলাদেশে বিপন্ন প্রজাতি হিসেবে তালিকাভুক্ত করেছে কোন প্রতিষ্ঠান?
উত্তর: International Union for Conservation of Nature (IUCN)।
♦ ICT ডেভেলপমেন্ট ইনডেক্স (IDI) ২০২৩- সালে ১৬৯টি দেশের গড় স্কোর কত?
উত্তর: ৭২.৮।
♦ ICT ডেভেলপমেন্ট ইনডেক্স ২০২৩-এ বাংলাদেশের স্কোর কত?
উত্তর: ৬১.১।
১৬ মার্চ, ২০২৪
♦ ২০২৪ সালে কত জনকে স্বাধীনতা পুরস্কারে মনোনীত করেছে সরকার?
উত্তর: ১০ বিশিষ্টজনকে।
♦ বিশ্ব ভোক্তা অধিকার দিবস-২০২৪ এর প্রতিপাদ্য বিষয় কী?
উত্তর: “স্মার্ট বাংলাদেশ গড়ি, ভোক্তার স্বার্থে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করি”।
♦ বিবিএস-এর জরিপ অনুযায়ী দেশে মোট শিশু শ্রমিকের সংখ্যা কত?
উত্তর: ৩৫ লাখ ৩৬ হাজার ৯২৭ জন।
♦ সরকার কতটি খাতকে শিশুশ্রমের জন্য ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে?
উত্তর: ৪৩টি।
♦ বারোমাসি কাঁঠালের উদ্ভাবিত নতুন জাতের নাম কী?
উত্তর: বারি-৬।
♦ সম্প্রতি কতজন বাংলাদেশি প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেয়েছেন?
উত্তর: ২জন।
১৭ মার্চ, ২০২৪
♦ বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতির নাম কী?
উত্তর: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। (জন্ম: ১৭ মার্চ, ১৯২০)
♦ জাতীয় শিশু দিবস কবে পালিত হয়?
উত্তর: প্রতিবছর ১৭ মার্চ।
♦ বাংলাদেশে প্রথম শিশু দিবস পালন করা হয় কত সালে?
উত্তর: ১৯৯৬ সাল থেকে।
♦ ২০২২-২৩ অর্থবছরে বাংলাদেশ কত ডলারের চামড়া ও চামড়াজাত পণ্য রপ্তানি করেছে?
উত্তর: ১২২ কোটি ডলার।
♦ বর্তমানে দেশে পরিবেশবান্ধব কারখানার সংখ্যা কতটি?
উত্তর: ২১৩ টি।
♦ বর্তমানে দেশে অনুমোদিত পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা কতটি?
উত্তর: ১৬৯ টি।
♦ সোমালিয়ার জলদস্যুদের হাতে জিম্মি বাংলাদেশি জাহাজ ‘এমভি আব্দুল্লাহ’-র মালিকানা প্রতিষ্ঠানের নাম কী?
উত্তর: এস আর শিপিং লিমিটেড।
১৮ মার্চ, ২০২৪
♦ কবি বুদ্ধদেব বসু কবে মৃত্যুবরণ করেন?
উত্তর: ১৯৭৪ সালের ১৮ মার্চ।
♦ প্রখ্যাত সাহিত্যিক, সাংবাদিক ও রাজনীতিক আবুল মনসুর আহমেদ কবে মৃত্যুবরণ করেন?
উত্তর: ১৯৭৯ সালের ১৮ মার্চ।
♦ সর্বজনীন পেনশন কর্মসূচিতে নতুন কোন স্কিম চালু হতে যাচ্ছে?
উত্তর: প্রত্যয়।
১৯ মার্চ, ২০২৪
♦ বাংলাদেশ ও ভারতের মধ্যে ২৫ বছরের শান্তি ও মৈত্রী চুক্তি স্বাক্ষরিত হয় কবে?
উত্তর: ১৯৭২ সালের ১৯ মার্চ।
♦ প্রখ্যাত কবি, গীতিকার ও নাট্যকার সিকান্দার আবু জাফর কবে জন্মগ্রহণ করেন?
উত্তর: ১৯১৯ সালের ১৯ মার্চ।
♦ মহান মুক্তিযুদ্ধের প্রথম সশস্ত্র প্রতিরোধ দিবস কবে পালিত হয়?
উত্তর: ১৯ মার্চ।
♦ মুক্তিযুদ্ধে শহিদ বুদ্ধিজীবীর সর্বমোট সংখ্যা কত?
উত্তর: ৫৫৯ জন। (সূত্র: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়)
♦ নতুন করে (৪র্থ পর্বে) শহিদ বুদ্ধিজীবীর তালিকায় কতজন যুক্ত হচ্ছেন?
উত্তর: ১১৭ জন।
♦ ২০২২-২৩ অর্থবছরে মোট রেমিটেন্স এসেছে কত?
উত্তর: ২ হাজার ১৬১ কোটি ৭ লাখ মার্কিন ডলার।
♦ সম্প্রতি দেশের কোন দুটি বেসরকারি ব্যাংক একীভূত হয়েছে?
উত্তর: এক্সিম ব্যাংক ও পদ্মা ব্যাংক।
২০ মার্চ, ২০২৪
♦ বিশ্ব সুখ দিবস কবে পালিত হয়?
উত্তর: প্রতিবছর ২০ মার্চ।
♦ ২০২৪ সালের ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট অনুযায়ী, কোন দেশ বিশ্বের সবচেয়ে সুখী দেশ?
উত্তর: ফিনল্যান্ড। (টানা ৭ম বার)
♦ ২০২৪ সালের ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট অনুযায়ী, বাংলাদেশের অবস্থান কত?
উত্তর: ১২৯তম। (২০২৩ সালে বাংলাদেশের অবস্থান ছিল ১১৮ তম)
♦ কোন দুটি প্রতিষ্ঠান একত্রিত হয়ে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড (বিডিবিএল) পিএলসি গঠিত হয়েছিল?
উত্তর: বাংলাদেশ শিল্প ব্যাংক ও বাংলাদেশ শিল্প ঋণ সংস্থা। (২০১০ সালে)।
♦ কত সাল পর্যন্ত গবেষণার জন্য বিদেশ থেকে আসা অনুদান করমুক্ত করেছে NBR?
উত্তর: ২০২৭ সাল।
২১ মার্চ, ২০২৪
♦ ২০২৩ সালে বায়ুদূষণে শীর্ষ দেশের নাম কী?
উত্তর: বাংলাদেশ।
♦ দেশের ইতিহাসে প্রথমবারের মতো বিদেশি ঋণের পরিমাণ ১০০ বিলিয়ন ডলার ছাড়ায়।
♦ দেশের ১ম কমোডিটি এক্সচেঞ্জের অনুমোদন পেয়েছে কোন প্রতিষ্ঠান?
উত্তর: চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)।
♦ আন্তর্জাতিক বন দিবস কবে পালিত হয়?
উত্তর: প্রতিবছর ২১ মার্চ।
♦ ২০২৩-২৪ অর্থবছরের প্রথম ৮ মাসে কত ডলারের তৈরি পোশাক রপ্তানি হয়েছে?
উত্তর: ৩ হাজার ২৮৬ কোটি ডলারের।
♦ সম্প্রতি কোন ব্যক্তি সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সদস্য হিসেবে নিয়োগ পেয়েছেন?
উত্তর: অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে।
২২ মার্চ, ২০২৪
♦ বিশ্ব পানি দিবস কবে পালিত হয়?
উত্তর: প্রতিবছর ২২ মার্চ।
♦ মাস্টারদা সূর্য সেন কে ছিলেন?
উত্তর: ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের অন্যতম নেতা। (জন্ম: ২২ মার্চ,১৮৯৪)
♦ সর্বজনীন পেনশনের ‘প্রত্যয় স্কিম’ কবে থেকে কার্যকর হবে?
উত্তর: ২০২৪ সালের ১লা জুলাই থেকে।
♦ তিস্তায় পানির ঘাটতির কারণে ২০৩০ সালের মধ্যে দেশে চাল উৎপাদন কত শতাংশ হ্রাস পেতে পারে?
উত্তর: ৮ শতাংশ। (২০৫০ সালের মধ্যে ১৪ শতাংশ হ্রাস পেতে পারে) [সূত্র: IFPRI]
♦ সম্প্রতি কোন বাংলাদেশি ইউনেস্কোর ‘ট্রি অব পিস’ পুরস্কার পেয়েছেন?
উত্তর: ড. মুহাম্মদ ইউনূস।
২৩ মার্চ, ২০২৪
♦ আনুষ্ঠানিকভাবে ছয় দফা ঘোষণা করা হয় কবে?
উত্তর: ১৯৬৬ সালের ২৩ মার্চ।
♦ এ. কে. ফজলুল হক কবে লাহোর প্রস্তাব উত্থাপন করেন?
উত্তর: ১৯৪০ সালের ২৩ মার্চ। (একই দিন তাকে শেরে বাংলা উপাধি দেওয়া হয়)
♦ সুবাদার ইসলাম খানের প্রকৃত নাম কী ছিল?
উত্তর: শেখ আলাউদ্দিন চিশতি। (মোঘল সম্রাট জাহাঙ্গীর তাঁকে ইসলাম খান উপাধি দেন)
♦ ‘সাঁওতাল দম্পতি’ চিত্রকর্মটির চিত্রকর কে?
উত্তর: শিল্পাচার্য জয়নুল আবেদিন।
♦ দেশের ইতিহাসে প্রথমবারের মতো বিদেশি ঋণের পরিমাণ কত ছাড়ালো?
উত্তর: ১০০ বিলিয়ন ডলার।
২৪ মার্চ, ২০২৪
♦ বিশ্ব যক্ষ্মা দিবস কবে পালিত হয়?
উত্তর: প্রতিবছর ২৪ মার্চ।
♦ চতুর্থ ধাপে ১১৮ জন শহিদ বুদ্ধিজীবীর তালিকা প্রকাশ করে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।
♦ সরকার কোন মাসের মধ্যে AI নিয়ে নতুন আইনের খসড়া তৈরি করে?
উত্তর: সেপ্টেম্বর।
♦ চলতি মৌসুমে সারাদেশে মোট পাট চাষের লক্ষ্যমাত্রা কত নির্ধারণ করেছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর?
উত্তর: ৭,৬৭,৩০০ হেক্টর জমিতে উৎপাদন প্রত্যাশা ১,০১,৮২,৫০০ বেল।
♦ সম্প্রতি ICC-এর প্যানেলে কতজন বাংলাদেশি নারী আম্পায়ার যুক্ত হয়েছেন?
উত্তর: চারজন। (আন্তর্জাতিক ম্যাচ রেফারি হিসেবে যুক্ত হয়েছে একজন)
২৫ মার্চ, ২০২৪
♦ কবে ২৫ মার্চ কে গণহত্যা দিবস পালনের প্রস্তাব জাতীয় সংসদে গৃহীত হয়?
উত্তর: ২০১৭ সালের ১১ মার্চ।
♦ চার দিনের সফরে ঢাকা পৌঁছেন ভুটানের রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুক।
♦ নতুন করে আরও কতজন শহিদ বুদ্ধিজীবীর নাম প্রকাশ করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়?
উত্তর: ১১৮ জন।
♦ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এখন পর্যন্ত চার পর্বে মোট কতজন শহিদ বুদ্ধিজীবীর নাম প্রকাশ করেছে?
উত্তর: ৫৬০ জন।
♦ ভুটানের সাথে বাংলাদেশ সরকারের মোট কতটি সমঝোতা স্মারক স্বাক্ষর হবে?
উত্তর: ৩টি।
♦ বাংলাদেশের সর্বশেষ পরিবেশ বান্ধব কারখানার নাম কী?
উত্তর: এপিএস নিট কম্পোজিট লিমিটেড, গাজীপুর। (বর্তমানে দেশের সর্বমোট পরিবেশ বান্ধব কারখানার সংখ্যা ২১৪ টি)
২৭ মার্চ, ২০২৪
♦ বিবিএসের তথ্যানুসারে, ২০২৩ সালের হিসেবে বর্তমানে দেশে মানুষের গড় আয়ু কত?
উত্তর: ৭২ দশমিক ৩ বছর।
♦ BBS এর সর্বশেষ রিপোর্ট অনুযায়ী বর্তমানে দেশের মোট জনসংখ্যা কত?
উত্তর: ১৭ কোটি ২৯ লাখ ২০ হাজার।
♦ সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং (সানেম) -এর জরিপ অনুযায়ী দেশে বর্তমানে দারিদ্রের হার কত?
উত্তর: ২০.৭ শতাংশ।
♦ সানেমের- ২০২৩ সালের জরিপ অনুযায়ী দেশের কোন বিভাগে দারিদ্র্যের হার সবচেয়ে বেশি?
উত্তর: বরিশাল- ৩২.৫ শতাংশ (সবচেয়ে কম সিলেটে ৮.৯ শতাংশ)।
♦ ২০২৩ সালে প্রতি হাজারে কতজন মানুষ শহর ছেড়ে গ্রামে গিয়েছে?
উত্তর: ১৪ জন (তথ্যসূত্র: বিবিএসের সর্বশেষ প্রতিবেদন)।
২৮ মার্চ, ২০২৪
♦ চলতি অর্থবছরে BRRI-এর মোট চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা কত?
উত্তর: ৪ কোটি ১২ লাখ টন।
♦ বাংলাদেশ সরকার নিজস্ব অর্থায়নে কত সালে জলবায়ু তহবিল গঠন করে?
উত্তর: ২০০৯ সালে।
♦ বাংলাদেশে ১ম ক্রেডিট কার্ড চালু করে কোন ব্যাংক?
উত্তর: স্ট্যান্ডার্ড চাটার্ড ব্যাংক।
♦ কত সালে বাংলাদেশে প্রথম ATM যন্ত্র স্থাপিত হয়?
উত্তর: ১৯৯২ সালে।
♦ বাংলাদেশ ব্যাংক ২০২৫ সালের মধ্যে দেশের সব ধরনের লেনদেন কত শতাংশ ক্যাশলেস/ডিজিটাল মাধ্যমে আনার লক্ষ্য ঠিক করেছে?
♦ উত্তর: ৩০ শতাংশ।
২৯ মার্চ, ২০২৪
♦ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্যের নাম কী?
উত্তর: অধ্যাপক ডা. দীন মোঃ নূরুল হক। (১২তম)
♦ সম্প্রতি পাটের পলিথিন প্রকল্পে কত টাকা বরাদ্দ পেয়েছেন বিজ্ঞানী ড. মোবারক আহমদ খান?
উত্তর: ১০০ কোটি টাকা।
♦ সম্প্রতি একনেক সভার অনুমোদিত ১০টি প্রকল্প বাস্তবায়নে মোট কত ব্যয় ধরা হয়েছে?
উত্তর: ৮ হাজার ৪২৫ কোটি ৫২ লাখ টাকা।
♦ বাংলাদেশের ১ম নারী ভাস্করের নাম কী?
উত্তর: নভেরা আহমেদ। (তিনি ১৯৩৯ সালের ২৯ মার্চ জন্মগ্রহণ করেন)
♦ কত সালে ওয়ার্ল্ড হেরিটেজ কমিটি সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্যের অংশ হিসেবে ঘোষণা করে?
উত্তর: ১৯৯৭ সালে। (এই বনকে কেন্দ্র করে তাদের ওয়ার্কিং প্লান তৈরি হয় ১৯৮২ সালে)
♦ দেশের কোন জেলায় ‘ভুটানিজ বিশেষায়িত অর্থনৈতিক অঞ্চল’ বাস্তবায়িত হবে?
উত্তর: কুড়িগ্রামে।
♦ কত সাল নাগাদ চীনের সাথে মুক্তবাণিজ্য চুক্তি করতে চায় বাংলাদেশ?
উত্তর: ২০২৬ সাল।
৩০ মার্চ, ২০২৪
♦ স্বাধীন বাংলাদেশে প্রথম মুদ্রার নকশাকারীর নাম কী?
উত্তর: শিল্পী কে জি মুস্তাফা।
♦ বাংলাদেশের মুদ্রা ব্যবস্থার প্রাচীনতম (এখন পর্যন্ত আবিষ্কৃত) নিদর্শনের নাম কী?
উত্তর: মহাস্থান শিলালিপি।
♦ BBS প্রতিবেদন অনুযায়ী ২০২২ সালে দেশে পরিবার প্রধান অবিবাহিত নারীর হার কত?
উত্তর: প্রায় ১৭ শতাংশ।
♦ BBS এর ২০২২ সালের খানা আয়-ব্যয় জরিপ অনুযায়ী, জাতীয় দারিদ্র্যের হার কত?
উত্তর: ১৮.৭ শতাংশ।
♦ ‘ঠাকুরমার ঝুলি’, ‘ঠাকুরদাদার ঝুলি’ প্রভৃতি রূপকথার বই সম্পাদনা করেন কে?
উত্তর: দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার। (মৃত্যু: ৩০ মার্চ, ১৯৫৭)
♦ ঐতিহাসিক ‘ঢাকা গেইটের’ নির্মাতা কে?
উত্তর: মোঘল সেনাপতি মীর জুমলা। (মৃত্যু: ৩০ মার্চ, ১৬৬৩)
♦ ইপিবি-এর তথ্যানুসারে ২০২২-২৩ অর্থবছরে তৈরি পোশাক রপ্তানির আয় কত?
উত্তর: ৪ হাজার ৭৩৯ কোটি ডলার।
♦ দেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা কত?
উত্তর: প্রায় ১৩ কোটি। (সূত্র: BTRC.)
৩১ মার্চ, ২০২৪
♦ ফরিদপুরের ভাঙ্গা থেকে যশোরের রূপদিয়া পর্যন্ত প্রথম পরীক্ষামূলক ট্রেন চলাচল করে কবে?
উত্তর: ৩০ মার্চ, ২০২৪।
♦ ‘একাত্তরের গণহত্যা’ ভাস্কর্যটি কোথায় অবস্থিত?
উত্তর: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (ভাস্কর- রাসা)।
♦ জাহাজ নির্মাণ শিল্পে বিশ্বে বাংলাদেশের অবস্থান কত?
উত্তর: ১৩তম।
♦ শিপ রেকিংয়ে বিশ্বে বাংলাদেশের অবস্থান কত?
উত্তর: ৩য়।
♦ পৃথিবীর মোট জাহাজের কত শতাংশ জাহাজ ভাঙা বাংলাদেশে সম্পাদিত হয়?
উত্তর: ২৪.৮ শতাংশ।
আলোচিত বাংলাদেশ
পদক-পুরস্কার
স্বাধীনতা পুরস্কার
বাংলাদেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা স্বাধীনতা পুরস্কার। ১৯৭৭ সালে এ পুরস্কার প্রবর্তন করা হয়। পুরস্কারপ্রাপ্তদেরকে ১৮ ক্যারেট মানের ৫০ গ্রাম স্বর্ণ দ্বারা নির্মিত একটি পদক, ৫ লক্ষ টাকা ও একটি সম্মাননাপত্র প্রদান করা হয়। জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ ২০২৪ সালে ১০ জন ব্যক্তি ‘স্বাধীনতা পুরস্কার’ লাভ করেন। ২৫ মার্চ, ২০২৪ বিজয়ীদের পুরস্কার হস্তান্তর করা হয়। এবারের বিজয়ীরা হলেন-
স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ: কাজী আব্দুস সাত্তার, বীর মুক্তিযোদ্ধা ফ্লাইট সার্জেন্ট মো: ফজলুল হক (মরণোত্তর) ও বীর মুক্তিযোদ্ধা শহিদ আবু নঈম মো: নজিব উদ্দীন খাঁন (খুররম) (মরণোত্তর)।
বিজ্ঞান ও প্রযুক্তি: ড. মোবারক আহমদ খান।
চিকিৎসাবিদ্যা: ডা: হরিশংকর দাশ।
সংস্কৃতি: মোহাম্মদ রফিকউজ্জামান।
ক্রীড়া: ফিরোজা খাতুন।
সমাজসেবা/জনসেবা: অরন্য চিরান, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডাঃ মোল্লা ওবায়েদুল্লাহ বাকী ও এস.এম. আব্রাহাম লিংকন।
জয়িতা পুরস্কার ২০২৩
সমাজের নানা প্রতিকূলতা ও বাধা অতিক্রম করে বিভিন্ন ক্ষেত্রে সাফল্য অর্জনের স্বীকৃতি হিসেবে পাঁচ নারী জাতীয় পর্যায়ে ‘সেরা জয়িতা পুরস্কার ২০২৩’ লাভ করেন। পুরস্কারপ্রাপ্তরা হলেন- আনারকলি (অর্থনীতি), কল্যাণী মিঞ্জি (শিক্ষা ও কর্মসংস্থান), কমলি রবি দাশ (সফল মা), জাহানারা বেগম (নিপীড়ন প্রতিরোধ) এবং পাখি দত্ত হিজড়া (সামাজিক উন্নয়ন)। ৮ মার্চ, ২০২৪ পুরস্কারপ্রাপ্ত প্রত্যেককে এক লাখ টাকার চেক, ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়।
রিপোর্ট-সমীক্ষা
বাংলাদেশ স্যাম্পল ভাইটাল স্ট্যাটিসটিক্স ২০২৩
২৪ মার্চ, ২০২৪ বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (BBS) ‘বাংলাদেশ স্যাম্পল ভাইটাল স্ট্যাটিসটিক্স’-এর প্রাথমিক প্রতিবেদন প্রকাশ করে। এ পরিসংখ্যানের মাধ্যমে দেশের মানুষের জন্ম, মৃত্যু, আয়ুষ্কাল, বিয়ের মতো নানান বিষয়ের তথ্য উঠে আসে।
• প্রাক্কলিত জাতীয় জনসংখ্যা ১ জুলাই ২০২৩ পর্যন্ত।
• জনশুমারি ২০১১-এর ভিত্তিতে: ১৭২.৯২ মিলিয়ন (• পুরুষ: ৮৪.৮৫ মিলিয়ন; • মহিলা: ৮৮.০৭ মিলিয়ন)
• জনশুমারি ২০২২-এর ভিত্তিতে: ১৭১.০০ মিলিয়ন (• পুরুষ: ৮৩.৯১ মিলিয়ন; • মহিলা: ৮৭.০৯ মিলিয়ন)
• জনসংখ্যার স্বাভাবিক বৃদ্ধির হার (RNI): ১.৩৩%
• ধর্মভিত্তিক জনসংখ্যা: • মুসলিম ৮৯.০৩%; • হিন্দু ৯.৫৮%; • বৌদ্ধ ১.০৯%; • খ্রিষ্টান ০.২৪%; • অন্যান্য.০৫%
• জনসংখ্যার ঘনত্ব (প্রতি বর্গ কি.মি.): ১,১৭১ জন
• লিঙ্গানুপাত: ৯৬.৩
• প্রজনন হার (প্রতি হাজার নারীর বিপরীতে): ২.১৭
• স্থূল জন্মহার (প্রতি হাজারে/জন): ১৯.৪।
• স্থূল মৃত্যুহার (প্রতি হাজারে/জন): ৬.১
• প্রত্যাশিত আয়ুষ্কাল: ৭২.৩ বছর (• পুরুষ: ৭০.৮ বছর; • মহিলা: ৭৩.৮ বছর)
• সাক্ষরতার হার (%) (৭ বছর+): ৭৭.৯ (• পুরুষ: ৮০.১ বছর; • মহিলা: ৭৫.৮ বছর)
• সাক্ষরতার হার (%); (১৫ বছর ও তদূর্ধ্ব): ৭৫.৬ (• পুরুষ: ৭৮.৬ বছর; • মহিলা: ৭২.৮ বছর)
• পাঁচ বছরের কমবয়সি শিশু মৃত্যুহার (প্রতি হাজারে) ৩৩ জন
• ১৮ বছরের কম বয়সি মেয়ের বিবাহের হার ৪১.৬%
• জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহারকারীর হার ৬২.১%।
চূড়ান্ত ভোটার তালিকা
২ মার্চ, ২০২৪ বাংলাদেশ নির্বাচন কমিশন চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করে। হালনাগাদ তালিকা অনুযায়ী ভোটার সংখ্যা ১২,১৮,৫০,১৬০।
ভোটারের তালিকা হালনাগাদের তথ্যসমূহ:
ক্যাটাগরি | ২ মার্চ, ২০২৩ | ২ মার্চ, ২০২৪ |
পুরুষ | ৬,০৪,৪৫,৭২৪ | ৬,২১,৪৪,৫৮৭ |
মহিলা | ৫,৮৭,০৪,৮৭৯ | ৫,৯৭,০৪,৬৪১ |
হিজড়া | ৮৩৭ | ৯৩২ |
মোট | ১১,৯১,৫১,৪৪০ | ১২,১৮,৫০,১৬০ |
দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন
• শুরু: ৩০ জানুয়ারি ২০২৪
• শেষ: ৫ মার্চ, ২০২৪
• কার্যদিবস: ২২
• বিল পাস: ২টি
• ৫ মার্চ, ২০২৪ জাতীয় সংসদে ‘আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) (সংশোধন) বিল, ২০২৪’ ও ‘অফশোর ব্যাংকিং বিল, ২০২৪’ পাস হয়।
বুড়িমারী এক্সপ্রেস চালু
১২ মার্চ, ২০২৪ লালমনিরহাটের- বুড়িমারী স্থলবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রার মাধ্যমে উদ্বোধন করা হয় বুড়িমারী এক্সপ্রেস ট্রেনটির। নতুন এ ট্রেনটি তিনবিঘা করিডোর এক্সপ্রেস নামে চালু হওয়ার কথা থাকলেও ২০২৩ সালে এটির নাম পরিবর্তন করে বুড়িমারী এক্সপ্রেস নাম চূড়ান্ত করে রেলপথ মন্ত্রণালয়। বুড়িমারী-ঢাকা রেলপথ ৬০০ কি.মি. দীর্ঘ। এটিই দেশের সবচেয়ে দীর্ঘ রেলপথ। বুড়িমারী রেলওয়ে স্টেশন থেকে ট্রেনটি চালু হওয়ায় ভারত, ভুটান ও নেপালের সঙ্গে যোগাযোগ সহজ হবে।
শহিদ বুদ্ধিজীবী স্বীকৃতি পাচ্ছেন ১১৮ জন
২৪ মার্চ, ২০২৪ চতুর্থ দফায় ১১৮ জন শহিদ বুদ্ধিজীবীর তালিকা প্রকাশ করে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়। এতে মোট স্বীকৃতিপ্রাপ্ত শহিদ বুদ্ধিজীবীর সংখ্যা দাঁড়ায় ৫৬০-এ। ২৭ মে, ২০২১ প্রথম শহিদ বুদ্ধিজীবীদের তালিকা প্রকাশ করা হয়।
ক্রম | প্রজ্ঞাপন জারি | গেজেট প্রকাশ | বুদ্ধিজীবী |
প্রথম | ৭ এপ্রিল, ২০২১ | ২৭ মে, ২০২১ | ১৯১ |
দ্বিতীয় | ২৯ মে, ২০২২ | ২০ জুন, ২০২২ | ১৪৩* |
তৃতীয় | ৮ ফেব্রুয়ারি, ২০২৪ | ১৫ ফেব্রুয়ারি, ২০২৪ | ১০৮ |
[* দ্বিতীয় ধাপের তালিকায় ৩২২ নম্বর সিরিয়াল উল্লেখ নেই।]
২০০ বছরের পুরোনো মসজিদ
নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার নিভৃত পল্লী হাতিমণ্ডলা গ্রামে ব্রিটিশ আমলের প্রায় ২০০ বছরের পুরোনো এক মসজিদের সন্ধান পাওয়া যায়। বর্তমানে এর আশপাশের জমি কবরস্থান হিসেবে ব্যবহার করছে স্থানীয়রা। কবরস্থান সংস্কারের জন্য বনজঙ্গল কেটে পরিষ্কার করতে গেলে এই মসজিদ উদ্ধার করেন এবং এর ভেতরে একটি কোরআন শরিফ খুঁজে পান। এ মসজিদের আয়তন অনেক ছোট। মাত্র পাঁচ থেকে সাতজন একসাথে জামায়াতে নামাজ আদায় করতে পারেন। উদ্ধার হওয়া এ মসজিদের নতুন নামকরণ করা হয় ‘আল নূর জামে মসজিদ’।
সম্প্রসারিত মন্ত্রিসভা
১ মার্চ, ২০২৪ বাংলাদেশ সরকারের মন্ত্রিসভায় আরও সাতজন নতুন প্রতিমন্ত্রী স্থান পায়। এর মধ্যে ৪ জন সংরক্ষিত নারী আসনে নির্বাচিত সংসদ সদস্য। এর আগে ১১ জানুয়ারি, ২০২৪ মন্ত্রিসভায় প্রধানমন্ত্রীসহ ২৬ পূর্ণমন্ত্রী ও ১১ জন প্রতিমন্ত্রী নিয়ে যাত্রা শুরু করে। মন্ত্রিসভায় মোট মন্ত্রী: ৪৪ (পূর্ণমন্ত্রী: ২৬; প্রতিমন্ত্রী: ১৮) । বিশেষ তথ্য- মন্ত্রিসভায় নারী মন্ত্রী: ৮ (পূর্ণমন্ত্রী ২ ও প্রতিমন্ত্রী ৬); টেকনোক্র্যাট মন্ত্রী: ২।
বিশ্বমঞ্চে বাংলাদেশ
আন্তর্জাতিক সাহসী নারী পুরস্কার
মার্কিন পররাষ্ট্র দপ্তর ২০০৭ সালে আন্তর্জাতিক সাহসী নারী পুরস্কার (International Women of Courage Award) প্রবর্তন করে। যারা শান্তি, বিচার, মানবাধিকার, লৈঙ্গিক সমতা এবং নারীর ক্ষমতায়নে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেন তাদের এ পুরস্কার দেওয়া হয়। ৪ মার্চ, ২০২৪ বিভিন্ন দেশের ১১ জন নারীকে এ সম্মানে ভূষিত করা হয়। এর মধ্যে ষষ্ঠ বাংলাদেশি হিসেবে আন্তর্জাতিক সাহসী নারী পুরস্কার লাভ করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ফাওজিয়া করিম ফিরোজ। অন্য পাঁচ বাংলাদেশি হলেন- নাদিয়া শারমিন (২০১৫), সারা হোসেন (২০১৬), শারমিন আক্তার (২০১৭), রাজিয়া সুলতানা (২০১৯) ও সৈয়দা রিজওয়ানা হাসান (২০২২)।
NAE সদস্য বাংলাদেশি অধ্যাপক
তৃতীয় বাংলাদেশি হিসেবে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল একাডেমি অব ইঞ্জিনিয়ারিং (NAE) সদস্য নির্বাচিত হন যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশি প্রফেসর ড. তাহের সাইফ। NAE সদস্য নির্বাচিত হওয়াকে ইঞ্জিনিয়ারিংয়ে সর্বোচ্চ পেশাগত পুরস্কার হিসেবে বিবেচনা করা হয়। জীববিজ্ঞান ও ম্যাটেরিয়াল সায়েন্সের অ্যাপ্লিকেশন দিয়ে ক্ষুদ্র স্কেলে পদার্থের যান্ত্রিক বৈশিষ্ট্যগুলিকে চিহ্নিত করার জন্য তিনি এ পুরস্কার পান। এর আগে ১৯৭৩ সালে স্থপতি ড. ফজলুর রহমান খান এবং ২০০১ সালে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের এ পুরস্কার পান ড. ফজলে হুসেইন।
রাশিয়ায় বিশ্ব যুব উৎসবে বাংলাদেশি
১-৭ মার্চ ২০২৪ রাশিয়ায় বিশ্বের ১৮০টি দেশের যুব প্রতিনিধিদের নিয়ে অনুষ্ঠিত হয় ওয়ার্ল্ড ইয়ুথ ফেস্টিভ্যাল ২০২৪। বৈশ্বিক এ আয়োজনে বাংলাদেশ থেকে অংশগ্রহণ করে ৯৫ জন তরুণ-তরুণী। কয়েক ধাপে যাচাই-বাছাইয়ের পর মূল পর্বে জায়গা করে নেন ২০ জন। এদের মধ্যে বাংলাদেশ থেকে যায়গা করে নেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (RUET) তড়িৎ ও ইলেকট্রনিকস বিভাগের শিক্ষার্থী কৌশিক আহমেদ। এর ফলে তিনি মূলত উত্তর মেরুর উরাল পর্বত ও আর্কটিক অঞ্চল ভ্রমণ করবেন। উত্তর মেরু বরফে ঢাকা এক দুর্গম এলাকা।
সোমালিয়ার জলদস্যু
লোহিত সাগর ও আরব সাগরের তীরে অবস্থিত সোমালিয়া। হর্ন অব আফ্রিকার এ দেশের নামটি শোনামাত্র মানসপটে ভেসে ওঠে পণ্যপরিবাহী জাহাজ লুটপাট, নাবিকদের অপহরণ, মুক্তিপণ আদায় ইত্যাদি সব দুর্ধর্ষ কর্মকাণ্ডের ভয়ংকর চিত্রপট। সর্বশেষ ভারত মহাসাগরে এমভি আবদুল্লাহ নামে একটি বাংলাদেশি জাহাজ অপহরণের মধ্য দিয়ে আবার আলোচনায় উঠে আসে এ দেশটি।
জলদস্যুদের কবলে বাংলাদেশ
১২ মার্চ, ২০২৪ ভারত মহাসাগরে সোমালিয়ার জলদস্যুদের কবলে পড়ে বাংলাদেশের জাহাজ ‘এমভি আবদুল্লাহ’। জাহাজটি মোজাম্বিক থেকে দুবাইয়ে যাচ্ছিল। জাহাজটি চট্টগ্রামের কবির গ্রুপের মালিকানাধীন। গ্রুপটির সহযোগী প্রতিষ্ঠান এস আর শিপিং লিমিটেড এ জাহাজ পরিচালনা করে। জাহাজে থাকা ২৩ বাংলাদেশি নাবিক জলদস্যুদের হাতে জিম্মি ছিল। ৩১ দিন পর ১৩ এপ্রিল মুক্ত হলেন সোমালিয়ান জলদস্যুদের কবলে থাকা বাংলাদেশি ২৩ নাবিক এবং জাহাজ এমভি আবদুল্লাহ। বাংলাদেশি কোনো জাহাজের সোমালিয়ার জলদস্যুদের কবলে পড়ার ঘটনা এটিই প্রথম নয়। ৫ ডিসেম্বর ২০১০ আরব সাগরে সোমালিয়ান জলদস্যুদের কবলে পড়ে একই প্রতিষ্ঠানের জাহাজ ‘এমভি জাহান মনি’। এক মাসেরও বেশি সময় ২৫ নাবিক ও প্রধান প্রকৌশলীর স্ত্রীসহ মোট ২৬ জন মানুষ সমুদ্রে ছিলেন। পরবর্তীতে নানা প্রক্রিয়া শেষে ১৪ মার্চ, ২০১১ জিম্মিদের মুক্তি দেওয়া হয়। ১৫ মার্চ, ২০১১ তারা বাংলাদেশে ফিরে আসেন।