বাংলাদেশ বিষয়াবলি – অক্টোবর ২০২৪

০১.১০.২০২৪

♦  দেশের সকল সুপারশপে পলিথিন ব্যাগ নিষিদ্ধ করা হয়।

০২.১০.২০২৪

♦  আইন কমিশনের প্রথম নারী চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান আপিল বিভাগের সাবেক বিচারপতি জিনাত আরা।

০৩.১০.২০২৪

♦  নির্বাচন, পুলিশ, বিচার বিভাগ, দুর্নীতি দমন ও জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করে প্রজ্ঞাপন জারি।

♦  উপদেষ্টা পরিষদ মালদ্বীপ ও কাতারের সঙ্গে বন্দি বিনিময় চুক্তির খসড়া অনুমোদন করে।

০৬.১০.২০২৪

♦  প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ‘সেনা সদর নির্বাচনী পর্ষদ-২০২৪’ এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

♦  সংবিধান সংস্কার কমিশন গঠন করে প্রজ্ঞাপন জারি।

০৭.১০.২০২৪

♦  জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ১১টি উন্নয়ন প্রকল্প অনুমোদন।

০৮.১০.২০২৪

♦  সুন্দরবন বাঘ জরিপ-২০২৪ এর ফলাফল ঘোষণা।

০৯.১০.২০২৪

♦  সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে নিয়োগপ্রাপ্ত ২৩ জন অতিরিক্ত বিচারপতির শপথ গ্রহণ অনুষ্ঠিত।

১৬.১০.২০২৪

♦  আটটি জাতীয় দিবস বাতিল করে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ।

১৭.১০,২০২৪

♦  জুলাই-আগস্টের গণহত্যার মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

১৯.১০.২০২৪

♦  বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন সময় জুলাই-আগস্টে সংগঠিত গণহত্যার তথ্য সংগ্রহে গণবিজ্ঞপ্তি জারি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।

২০.১০.২০২৪

♦  জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে নিয়োগ পান সালাহউদ্দিন নোমান চৌধুরী।

২১.১০.২০২৪

♦  ছাত্র-জনতার অভ্যুত্থানের প্রেক্ষাপটে গঠিত ‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন’কে একটি অরাজনৈতিক, স্বেচ্ছাসেবামূলক ও জনকল্যাণমূলক বেসরকারি সংস্থা অনুমোদন দেয় অন্তর্বর্তীকালীন সরকার।

২৩,১০.২০২৪

♦  ‘সন্ত্রাস বিরোধী আইন, ২০০৯’-এর ক্ষমতাবলে ছাত্র সংগঠন ‘বাংলাদেশ ছাত্রলীগ’কে নিষিদ্ধ সত্তা হিসেবে তালিকাভুক্ত করা করা হয়।

২৪.১০.২০২৪

♦ পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪ জারি।

আলোচিত বাংলাদেশ

নব-নিযুক্ত: বাংলাদেশ

BPSC’চেয়ারম্যান

৯ অক্টোবর, ২০২৪ ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক মোবাশ্বের মোনেমকে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (BPSC) চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়। একইসাথে কমিশনের সদস্য হিসেবে নিয়োগ দেওয়া হয়- সুজায়েত উল্লাহ, নূরুল কাদির, আমিনুল ইসলাম এবং নাজমুল আমিন মজুমদারকে। ১৫ অক্টোবর, ২০২৪ তারা শপথগ্রহণ করেন। মোবাশ্বের মোনেম BPSC’র ১৫তম চেয়ারম্যান। উল্লেখ্য, ৮ অক্টোবর ২০২৪ BPSC’র ১৪তম চেয়ারম্যান মো. সোহরাব হোসাইনসহ ১২ জন সদস্য পদত্যাগপত্র জমা দেন। বর্তমানে ১ জন সভাপতি এবং অন্যূন ৬ জন ও অনধিক ২০ জন সদস্যের সমন্বয়ে কমিশন গঠিত হবে।

মন্ত্রিপরিষদ সচিব

ড. শেখ আব্দুর রশিদ

♦ দায়িত্ব গ্রহণ: ১৬ অক্টোবর ২০২৪

♦ তিনি দেশের ২৫তম মন্ত্রিপরিষদ সচিব

♦ জন্ম: ৫ মে, ১৯৫৭ সাতক্ষীরা জেলায়

আইন কমিশনের চেয়ারম্যান

♦ বিচারপতি: জিনাত আরা

♦ নিয়োগ: ২ অক্টোবর ২০২৪

♦ তিনি আইন কমিশনের প্রথম নারী চেয়ারম্যান। তিনি আপিল বিভাগের দ্বিতীয় নারী বিচারপতি ছিলেন।

চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২ বছর

২৪ অক্টোবর, ২০২৪ উপদেষ্টা পরিষদের বৈঠকে ‘সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত, সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ, পাবলিক নন-ফাইন্যান্সিয়াল কর্পোরেশনসহ স্ব- শাসিত সংস্থাসমূহে সরাসরি নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ অধ্যাদেশ, ২০২৪-এর খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেয়।

♦ বাংলাদেশ সিভিল সার্ভিসের সকল ক্যাডারের চাকরিতে প্রবেশের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা ৩২ বছর নির্ধারিত হবে।

♦ বাংলাদেশ সিভিল সার্ভিসের আওতায় বহির্ভূত সকল সরকারি চাকরিতে প্রবেশের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা ৩২ বছর নির্ধারিত হবে।

♦ স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত সংস্থার ক্ষেত্রে স্ব স্ব নিয়োগ বিধিমালা প্রয়োজনীয় অভিযোজন-সাপেক্ষে প্রযোজ্য হবে।

♦ প্রতিরক্ষা কর্ম বিভাগসমূহ ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ক্ষেত্রে স্ব স্ব নিয়োগ বিধিমালা বহাল থাকবে।

বয়সসীমাবৃদ্ধিরপরিক্রমা

সরকারি চাকরির বয়স নির্ধারণের বিষয়টি শুরু হয় ব্রিটিশ ভারত তথা উপনিবেশিক আমল থেকে। ব্রিটিশ ভারতে ১৮৯৫ সালে ইন্ডিয়ান সিভিল সার্ভিস (ICS) পরীক্ষায় প্রবেশের সর্বনিম্ন বয়সসীমা নির্ধারণ করা হয় ২১ বছর। আর সর্বোচ্চ বয়সসীমা ছিল ২৩ বছর। পাকিস্তান আমলে ১৯৬২ সাল পর্যন্ত এ বয়সসীমা ২৪ বছর নির্ধারিত ছিল। পরে ১৯৬৩-১৯৭১ সাল পর্যন্ত বয়সসীমা ছিল ২৫ বছর। বাংলাদেশ স্বাধীনের পর ১৯৭২ সালে এ বয়স আরও দুই বছর বাড়িয়ে ২৭ বছর করা হয়। যুদ্ধের কারণে শিক্ষার্থীদের জীবন থেকে এক বছর হারিয়ে যাওয়ায় শিক্ষাজীবন শেষ করে চাকরিতে প্রবেশের বয়স বাড়ানো হয়। তবে বয়স বাড়ানোর সেই সময়ে বলা হয় যে সবকিছু স্বাভাবিকভাবে চলতে শুরু করলে বয়স পুনরায় ২৫ বছরে নামিয়ে আনা হবে, কিন্তু পরে আর সেটি করা হয়নি। এরপর আশির দশকে এরশাদ বিরোধী আন্দোলনে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে দীর্ঘ সেশন জট তৈরি হয়। এমন পরিস্থিতিতে ৩১ জুন ১৯৯১ তৎকালীন সংস্থাপন মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করে চাকরির বয়স ২৭ থেকে বাড়িয়ে ৩০ বছর করে। আর অবসরের বয়সসীমা ছিল ৫৭ বছর। ২১ সেপ্টেম্বর ১৯৯৮ তৎকালীন সংস্থাপন মন্ত্রণালয় এক আদেশের মাধ্যমে বীর মুক্তিযোদ্ধার সন্তানদের চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২ বছর নির্ধারণ করা হয়। ৩১ ডিসেম্বর ২০০৯ পরিপত্র জারি করে মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে অবসরের বয়সসীমা ৫৯ বছর করা হয়। ২৬ ডিসেম্বর ২০১১ অন্যান্য সরকারি কর্মচারীদের অবসরের বয়সসীমা ৫৭ থেকে ৫৯ করা হয়। ২৬ ফেব্রুয়ারি ২০১৩ সরকার আইন সংশোধন করে মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে অবসরের বয়সসীমা ৬০ বছর করা হয়।

১৮ জাতীয় দিবস বাতিল
১৬ অক্টোবর ২০২৪ সরকার ৮টি জাতীয় দিবস বাতিল করে প্রজ্ঞাপন জারি করে। দিবসগুলো হলো-
দিবসের নামতারিখ
ঐতিহাসিক ৭ মার্চ৭ মার্চ
জাতির পিতার জন্ম দিবস ও জাতীয় শিশু দিবস১৭ মার্চ
শহীদ ক্যাপ্টেন শেখ কামালের জন্মবার্ষিকী৫ আগস্ট
বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের জন্মবার্ষিকী৮ আগস্ট
জাতীয় শোক দিবস১৫ আগস্ট
শেখ রাসেল দিবস১৮ অক্টোবর
জাতীয় সংবিধান দিবস৪ নভেম্বর
স্মার্ট বাংলাদেশ দিবস১২ ডিসেম্বর

পদক-পুরস্কার

ইউনেস্কো-হামদান পুরস্কার

বিশ্বব্যাপী শিক্ষাদান এবং শেখার মানকে উন্নত করতে উদ্ভাবনী অনুশীলনগুলোকে বিশেষভাবে গুরুত্ব দেওয়ার জন্য প্রতি দুই বছর অন্তর ইউনেস্কোর পক্ষ থেকে ‘ইউনেস্কো-হামদান’ পুরস্কার বিতরণের আয়োজন করা হয়। ২০০৮ সালে শিক্ষক উন্নয়নের জন্য ইউনেস্কো-হামদান পুরস্কার প্রবর্তন করা হয়। ৪ অক্টোবর ২০২৪ বাংলাদেশ, ব্রাজিল এবং টোগো থেকে তিনটি উদ্ভাবনী প্রোগ্রাম শিক্ষক উন্নয়নের জন্য ইউনেস্কো-হামদান পুরস্কার বিজয়ী ঘোষণা করা হয়। যার একটি বাংলাদেশের উন্নয়ন সংস্থা ‘গুড নেইবারস বাংলাদেশ (GNB)’। এর মাধ্যমে প্রথমবারের মতো এ পুরস্কারটি অর্জন করল বাংলাদেশ। পুরস্কারের পরিমাণ ৩,০০,০০০ মার্কিন ডলার যা তিনজন বিজয়ীর মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া হয়।

দেশজুড়ে

দেশে নদী বন্দর এখন ৫৩টি

৯ সেপ্টেম্বর ১৯৬০ তৎকালীন পূর্ব পাকিস্তানে (বর্তমান বাংলাদেশে) প্রথম ৬টি স্থানকে নদী বন্দর ঘোষণা করা হয়। সর্বশেষ ১৪ অক্টোবর ২০২৪ প্রজ্ঞাপন জারি করে কুড়িগ্রামের চিলমারী নদী বন্দরকে দেশের ৫৩তম নদী বন্দর ঘোষণা করা হয়।

সর্বশেষ ঘোষিত ৪টি নদী বন্দর

নামপ্রজ্ঞাপন জারিগেজেট প্রকাশ
৫০. ভোলাগঞ্জ নদী বন্দর (সিলেট)৩১ জুলাই ২০২৪৬ আগস্ট ২০২৪
৫১. গোয়াইনঘাট নদী বন্দর (সিলেট)১ অক্টোবর ২০২৪৭ অক্টোবর ২০২৪
৫২. সিলেট নদী বন্দর (সিলেট)৮ অক্টোবর ২০২৪১৫ অক্টোবর ২০২৪
৫৩. চিলমারী নদী বন্দর (কুড়িগ্রাম)১৪ অক্টোবর ২০২৪১৬ অক্টোবর ২০২৪

রাষ্ট্র সংস্কারে আরও ৪ কমিশন গঠন

রাষ্ট্র সংস্কারে আরও চারটি কমিশন গঠন করেছে সরকার। ১৭ অক্টোবর ২০২৪ উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত হয়। এর আগে নির্বাচন ব্যবস্থা, পুলিশ, বিচার বিভাগ, জনপ্রশাসন, সংবিধান ও দুর্নীতি দমন বিষয়ে সংস্কারের জন্য ছয়টি কমিশন গঠন করা হয়। এসব কমিশন ইতোমধ্যে কাজ শুরু করেছে।

চার কমিশন ও প্রধানের নাম

কমিশনপ্রধানপরিচিতি
স্বাস্থ্য সংস্কার কমিশনঅধ্যাপক ডা. এ কে আজাদ খানজাতীয় অধ্যাপক ও সমাজসেবক
গণমাধ্যম সংস্কার কমিশনকামাল আহমেদসাংবাদিক
শ্রমিক অধিকার সংস্কার কমিশনসৈয়দ সুলতানউদ্দিন আহমেদবাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ-বিলসের নির্বাহী পরিচালক
নারী বিষয়ক কমিশনশিরীন পারভীন হকনারীপক্ষের প্রতিষ্ঠাতা ও গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা প্রয়াত ডা. জাফরুল্লাহ চৌধুরীর স্ত্রী

নতুন স্তন্যপায়ী প্রাণী

সম্প্রতি বাংলাদেশের বন্যপ্রাণী তালিকায় একটি স্তন্যপায়ী প্রাণী যোগ হয়। এর নাম দেওয়া হয় ‘বড় পাতানাক বাদুড়’। এর ইংরেজি নাম Great Roundleaf Bat এবং বৈজ্ঞানিক নাম Hipposideros armiger প্রখ্যাত বন্যপ্রাণী গবেষক, লেখক ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মনিরুল খান বাংলাদেশে সর্বপ্রথম এ বাদুড়ের ছবিটি তার ক্যামেরায় ধারণ করেন। বাদুড়টি মাথা থেকে লেজ পর্যন্ত ৯৮ মিলিমিটার, ঊর্ধ্ববাহুর দৈর্ঘ্য ৯০ মিলিমিটার এবং লেজ প্রায় ৫০ মিলিমিটার। মুখের দুই পাশে চার জোড়া করে সংযুক্ত লিফলেট দেখে অন্য বাদুড়ের জাত থেকে এটি আলাদা করা যায়। হিমালয়ান বড় পাতানাক বাদুড় ভারতের আসাম, মিজোরাম ও পশ্চিমবঙ্গে দেখা যায়। এছাড়া মিয়ানমার, থাইল্যান্ড, এছাড়া মালয়েশিয়ায় এ বাদুড় নথিভুক্ত হয়।

পাকিস্তানি পণ্য লাল তালিকামুক্ত

২৯ সেপ্টেম্বর ২০২৪ বাংলাদেশে পাকিস্তান থেকে আগত সকল ধরনের পণ্য অ্যাসাইকুডা ওয়ার্ল্ড পদ্ধতির ‘রেড লেন’ থেকে অবমুক্ত ঘোষণা করে জাতীয় রাজস্ব বোর্ড (NBR)। পাকিস্তানের অনুরোধে দেশটি থেকে আনা পণ্যগুলো ‘লাল তালিকামুক্ত’ করার পদক্ষেপ নেয় অন্তর্বর্তীকালীন সরকার। শুধুমাত্র পাকিস্তানের পণ্য ‘রেড লেনে’ ছিল। ২০০৯ সালে নিরাপত্তার কথা বলে পাকিস্তান থেকে আমদানি করা অধিকাংশ পণ্য ‘লাল তালিকাযুক্ত’ করে জাতীয় রাজস্ব বোর্ড (NBR)। এর আগে পাকিস্তান থেকে আগত সকল পণ্যের চালান ন্যাশনাল সিলেকটিভ ক্রাইটেরিয়া কর্তৃক শতভাগ কায়িক পরীক্ষার জন্য নির্বাচিত হয়। দেশে উৎপাদনমুখী পণ্যের কাঁচামাল হিসেবে পাকিস্তানি তুলা, সুতা ও কাপড়ের চাহিদা রয়েছে। দেশটির শিশুখাদ্য, জুস, কাটলারি ও অস্ত্রোপচার সরঞ্জামেরও বড় বাজার রয়েছে বাংলাদেশে।

ই-সনদ পাবেন শিক্ষক নিবন্ধনধারীরা

৮ অক্টোবর ২০২৪ বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (NTRCA)-এর নতুন সিদ্ধান্ত অনুযায়ী, অনলাইনে নির্ধারিত প্রক্রিয়া শেষ করে সনদ তুলতে পারবেন নিবন্ধনধারীরা। অর্থাৎ, NTRCA-এন ওয়েবসাইটে থাকা লিঙ্কের মাধ্যমে নিবন্ধিত প্রার্থীরা তাদের ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে ই-সনদ ডাউনলোড করতে পারবেন। এ লিঙ্ক দেবে মোবাইল ফোন নেটওয়ার্ক সেবাদাতা প্রতিষ্ঠান টেলিটক। ২০০৫ সালে যাত্রা শুরু করে NTRCA। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে এন্ট্রি লেভেলের শিক্ষক নিয়োগের প্রার্থী বাছাই ও সুপারিশের দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান NTRCA।

দেশের প্রথম অনলাইন বাস টার্মিনাল

২৭ সেপ্টেম্বর ২০২৪ কক্সবাজার সমুদ্রসৈকতে ভ্রমণে আসা পর্যটকদের ভোগান্তি লাঘব, শহরের পরিবহণ খাতে শৃঙ্খলা রক্ষা, যানজট নিরসন, ট্রাফিক অব্যবস্থাপনারোধ এবং যাত্রী সাধারণের হয়রানি রোধে দেশে প্রথমবারের মতো চালু হয় ‘অনলাইন বাস টার্মিনাল’ সেবা। এ সেবা চালু করেছে কক্সবাজার জেলা পুলিশ ও ট্রাফিক বিভাগ। যার ওয়েব ঠিকানা www.obtcoxsbazar.com। অনলাইন বাস টার্মিনাল নামের এ ওয়েব ঠিকানা ব্যবহার করে পর্যটকসহ যেকোনো যাত্রী দেশের যেকোনো প্রান্ত থেকে নিজের পছন্দমতো টিকিট সংগ্রহ করে নির্বিঘ্নে যাতায়াত করতে পারবেন। পাশাপাশি বাসের ফিটনেস যাচাইসহ চালকদের তদারকি, মালিকদের জবাবদিহি নিশ্চিত করে যাত্রীসেবার মানোন্নয়ন, নিরাপত্তা জোরদার ও সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থা নিশ্চিত করা সম্ভব হবে।

বিমানবন্দরের চারপাশ নীরব এলাকা

২৯ সেপ্টেম্বর ২০২৪ শব্দদূষণ নিয়ন্ত্রণে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ও তৎসংলগ্ন ৩ কিমি এলাকাকে Silent Zone বা ‘নীরব এলাকা’ হিসেবে ঘোষণা করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (DNCC)। বিমানবন্দর এলাকায় সিঙ্গেল ইউজ ২ প্লাস্টিক ও হর্নের ব্যবহার বন্ধের লক্ষ্যে এমন পদক্ষেপ নেওয়া হয়। এ সাইলেন্ট জোনের এলাকা বিমানবন্দরের উত্তর এবং দক্ষিণ উভয় দিকের নির্ধারিত অঞ্চল যা স্কলাস্টিকা স্কুল থেকে হোটেল লা মেরিডিয়ান পর্যন্ত প্রসারিত। ১ অক্টোবর, ২০২৪ থেকে এ নিয়ম কার্যকর হয়।

ক্ষুদ্রঋণ হয়ে যাচ্ছে ক্ষুদ্র অর্থায়ন

ক্ষুদ্রঋণ আইন পরিবর্তনের মাধ্যমে ‘ক্ষুদ্রঋণ’ শব্দটিই আর থাকবে না। আইন পরিবর্তনের ফলে ‘ক্ষুদ্র অর্থায়ন’ হবে। বিদ্যমান ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানগুলোকে পরিচালনা ও নিয়ন্ত্রণের জন্য যে ক্ষুদ্রঋণ নিয়ন্ত্রক সংস্থা (Microcredit Regulatory Authority-MRA) রয়েছে, সেই নামেরও পরিবর্তন হবে। প্রতিষ্ঠানটির নতুন নাম হবে ক্ষুদ্র অর্থায়ন নিয়ন্ত্রক সংস্থা। তবে সংক্ষিপ্ত নাম পূর্বেরটিই থাকছে। সংস্থাটির প্রধান পদ এখন নির্বাহী ভাইস চেয়ারম্যান, ‘ভাইস’ শব্দটি বাদ দিয়ে পদটির নতুন নাম হচ্ছে নির্বাহী চেয়ারম্যান। এসব পরিবর্তনসহ আরও কিছু পরিবর্তন নিয়ে MRA আইন-২০০৬ এবং MRA বিধিমালা-২০১০ নতুন করে সাজানো হবে। নির্বাহী ভাইস চেয়ারম্যান হবেন অন্যূন যুগ্ম সচিব পদমর্যাদার কেউ। আইনের পাশাপাশি বেশ কিছু পরিবর্তন আসছে বিধিমালায়ও। খসড়ায় বলা হয়, সনদ নেওয়ার সময় উল্লেখ করা শর্তগুলোর যেকোনো একটা ভঙ্গ করলে ক্ষুদ্র অর্থায়ন প্রতিষ্ঠানের সনদ বাতিল হবে। সনদ বাতিলের পর বর্তমানে ৩০ দিন সময় পাওয়া যায় আপিলের জন্য।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ঢাকা সফর

৪ অক্টোবর ২০২৪ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৫৮ সদস্যের প্রতিনিধিদল নিয়ে অবতরণ করেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যকার সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে সংক্ষিপ্ত সফরে ঢাকায় আসেন তিনি। প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান। প্রায় এক দশক পর মালয়েশিয়ার কোনো প্রধানমন্ত্রী বাংলাদেশ সফর করলেন। সর্বশেষ ১৭ নভেম্বর ২০১৩ সরকারি সফরে ঢাকায় আসে মালয়েশিয়ার তৎকালীন প্রধানমন্ত্রী নাজিব রাজাক। প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে ১৮,০০০ বাংলাদেশি শ্রমিকের মালয়েশিয়ায় যাওয়ার বিষয়ে আলোচনা হয়। এছাড়াও বৈঠকে আঞ্চলিক সহযোগিতার ক্ষেত্রে আসিয়ানে বাংলাদেশের ‘সেক্টরাল ডায়ালগ পার্টনার’ হওয়ার বিষয়টিও বিশেষভাবে গুরুত্ব পায়।

ভারত হয়ে আসবে নেপালের বিদ্যুৎ

৩ অক্টোবর ২০২৪ নেপাল থেকে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানির জন্য ভারত ও নেপালের সঙ্গে একটি ঐতিহাসিক ত্রিপক্ষীয় চুক্তি সই করে বাংলাদেশ। চুক্তির আওতায় ১৫ জুন-১৫ নভেম্বর পর্যন্ত পাঁচ মাসের জন্য নেপাল থেকে ভারত হয়ে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ পাবে বাংলাদেশ। বাংলাদেশের বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (BPDB), নেপালের বিদ্যুৎ কর্তৃপক্ষ (NEA) এবং ভারতের এনটিপিসি বিদ্যুৎ ব্যবসা নিগম লিমিটেডের (NVVN) প্রতিনিধিরা চুক্তি সই করেন। ভারতের মুজাফফরপুরের মিটারিং পয়েন্টসহ ধলকেবর-মুজাফফরপুর ৪০০ কেভি ট্রান্সমিশন লাইনের মাধ্যমে বাংলাদেশে নেপালের বিদ্যুৎ রপ্তানি করা হবে। ধলকেবার থেকে মুজাফফরপুর পর্যন্ত ট্রান্সমিশন লাইনে কোনো প্রযুক্তিগত ক্ষতি হলে তার ক্ষতিপূরণ বা মেরামতের খরচ NEA বহন করবে।

ড্রোন যুগে বাংলাদেশ

৩ অক্টোবর ২০২৪ বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) সঙ্গে ড্রোন উৎপাদন সংক্রান্ত একটি চুক্তি করে ‘স্কাই বিজ’ লিমিটেড। কৃষিক্ষেত্রে কীটনাশক স্প্রে, অগ্নিনির্বাপণ, দুর্যোগপূর্ণ এলাকায় ত্রাণ কার্যক্রমে সফলতা বাড়াতে ড্রোন উৎপাদন করবে বলে জানায় দেশীয় কোম্পানি স্কাই বিজ লিমিটেড। উৎপাদন শুরু হবে ২০২৫ সালের শুরুতে। স্কাই বিজের প্যারেন্ট কোম্পানি সুনামকো এটায়ার্স। ফিক্সড ও রোটারি উইংয়ের আরও ১০টি মডেলের ড্রোনের উৎপাদনে যাবে; যেগুলোতে ভিন্ন ভিন্ন পেলোড, এনডোরেন্স থাকবে। প্রতিষ্ঠানটি বিভিন্ন মডেলের ৭৩১৪টি আনম্যান্ড এরিয়াল ভেহিকলের (UAV) বার্ষিক উৎপাদন ও রপ্তানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। চট্টগ্রামের মিরসরাই বেপজা ইকোনমিক জোনে ৪৫.৯৫ মিলিয়ন মার্কিন ডলার বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫৫০ কোটি টাকা বিনিয়োগ করবে।

শিল্পাচার্য জয়নুলের বিশ্বায়ন

২৬ সেপ্টেম্বর ২০২৪ যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত নিলামে বাংলাদেশের শিল্পাচার্য জয়নুল আবেদিনের চিত্রকর্ম বিপুল দামে বিক্রি হয়। নিলামকারী প্রতিষ্ঠান সদবি’স আয়োজিত এ নিলামের মধ্য দিয়ে বর্তমান চিত্রবিশ্বে আবার নতুনভাবে আলোচিত হন জয়নুল। যে তিনটি ছবির মধ্য দিয়ে ছবির বাজারে জয়নুলের পুর্নমূল্যায়ন হয়, সেগুলো তার ‘মাস্টারপিস’ নয়। বরং মাস্টারপিস আঁকার প্রস্তুতিস্বরূপ যে স্কেচগুলো আঁকা হয়, অমন ছবি। এটি প্রথম বাংলাদেশের কোনো মাস্টার শিল্পীর কাজ ছয় ডিজিটের মূল্যে বিক্রি হয়। ‘মডার্ন অ্যান্ড কনটেমপোরারি সাউথ এশিয়ান আর্ট’ শিরোনামের অধীন জয়নুলের ‘শিরোনামহীন’ একটি কালি-তুলিতে আঁকা স্কেচ ৬,৯২,০৪৮ মার্কিন ডলারের সমমূল্যে বিক্রি হয়, টাকায় যা ৮,২৯,০৮,৩১৯ টাকার সমান। ১৯৭৩ সালে আঁকা ‘মনপুরা ৭০’-এর পাশাপাশি একই শিরোনামে বেশ কয়েকটি স্কেচ আঁকেন জয়নুল, যার একটি হলো এ শিরোনামহীন ছবিটি।

সুন্দরবনে বাঘ এখন ১২৫টি

বাঘের একমাত্র আশ্রয়স্থল সুন্দরবনে বাঘ এখন ১২৫টি। ৮ অক্টোবর ২০২৪ বন বিভাগ থেকে আনুষ্ঠানিকভাবে বাঘের সংখ্যা এবং এ বিষয়ে প্রতিবেদন প্রকাশ করা হয়। ২০২৩ সালের জানুয়ারি থেকে ২০২৪ সালের মার্চে সুন্দরবনে এ জরিপ পরিচালনা করা হয়। বনের ২,২৪০ বর্গকিলোমিটার এলাকাজুড়ে এ জরিপ চালানো হয়। সেখানে স্থাপন করা হয় মোট ৬৫৭টি ক্যামেরা ফাঁদ। এসব ক্যামেরায় ৮৪টি বাঘের ছবি শনাক্ত করে আর বাকি ৪১টি শনাক্ত করা হয় বাঘের পায়ের ছাপ ছাপ (পাগমার্ক) চিহ্নিত করে। ৮৪টি বাঘের মধ্যে ২১টি নারী ও ৬২টি পুরুষ বাঘ রয়েছে। ১৯৭৫ সালে সুন্দরবনে প্রথমবারের মতো বাঘ শুমারি অনুষ্ঠিত হয়। ২০০৪ সালে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (UNDP) সহায়তায় বন বিভাগ পাগমার্ক (পায়ের ছাপ) পদ্ধতির ওপর ভিত্তি করে পরিচালিত জরিপে ৪৪০টি রয়েল বেঙ্গল টাইগার গণনা করে। এর আগে ২০১৮ সালে ক্যামেরা ট্র্যাপিং পদ্ধতির মাধ্যমে বাঘ শুমারি করে বন বিভাগ জানায়, সুন্দরবনে বাঘের সংখ্যা ১১৪টি। বর্তমানে মাত্র ১৩টি দেশে বাঘের অস্তিত্ব টিকে রয়েছে।

ক্যামেরা ট্র্যাপিং

Camera Trapping একটি গবেষণামূলক এবং পর্যবেক্ষণমূলক পদ্ধতি, যা মূলত বন্যপ্রাণীর চলাফেরা এবং আচরণ বিশ্লেষণের জন্য ব্যবহৃত হয়। এতে ক্যামেরা সেন্সরসহ একটি যন্ত্র ব্যবহার করা হয় যা একটি Motion বা Infrared Sensor দিয়ে সজ্জিত থাকে। প্রাণীদের উপস্থিতি টের পেলেই স্বয়ংক্রিয়ভাবে ছবি বা ভিডিও ধারণ করে। এই ক্যামেরাগুলো সাধারণত বনে বা প্রাণীদের প্রাকৃতিক পরিবেশে স্থাপন করা হয়, যেখানে মানুষ সহজে প্রবেশ করতে পারে না বা প্রাণীদের বিরক্ত না করেই তাদের ছবি সংগ্রহ করা যায়। ক্যামেরা ট্রাপিং (Trail Camera) পদ্ধতিটি বন্যপ্রাণী সংরক্ষণ, বন্যপ্রাণীর সংখ্যা নির্ধারণ, আচরণ পর্যবেক্ষণ এবং বিরল বা বিপন্ন প্রজাতির শনাক্তকরণের ক্ষেত্রে কার্যকর।

বিশ্বাঙ্গন

দেশের প্রথম নারী রেসার

১৯-২২ সেপ্টেম্বর ২০২৪ ভিয়েতনামে আয়োজিত ‘এশিয়ান অটো জিমখানা চ্যাম্পিয়নশিপ ২০২৪’-এ মিক্সড ডাবল বিভাগের দ্বিতীয় পর্বে ষষ্ঠ স্থান অর্জন করেন বাংলাদেশি কাশফিয়া আরফা। এছাড়াও বাংলাদেশের প্রথম ও একমাত্র নারী রেসারের খেতাব অর্জন করেন তিনি। ১৭ অক্টোবর ২০২৪ মালয়েশিয়ায় নারীদের সলো ইভেন্টে মালয়েশিয়ায় নারীদের সলো ইভেন্টে ভিয়েতনামি প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে নবম স্থান লাভ করেন। এরপর ২৩ অক্টোবর ২০২৪ স্পেনের উদ্দেশ্যে পাড়ি জমান তিনি। সেখানে অংশগ্রহণ করেন পৃথিবীর সবচেয়ে বড় রেসিং প্রতিযোগিতা FIA মোটরগেমস ২০২৪-এ। এ প্রতিযোগিতার অটো স্ল্যালোম ক্যাটাগরিতে অংশগ্রহণ করেন সদ্য উচ্চমাধ্যমিক গণ্ডি পেরানো নবীন এ রেসার। দেশের প্রথম ও একমাত্র নারী রেসিং ড্রাইভার এবং ইন্টারন্যাশনাল অটোমোবাইল ফেডারেশন (FIA) এএসএন জাতীয় রেসিং লাইসেন্সের হোল্ডার তিনি।

প্রথম বাংলাদেশি আয়রন লেডি

১২ অক্টোবর মালয়েশিয়ার লাংকাউইতে অনুষ্ঠিত হয় কঠিনতম ট্রায়াথলন (সাঁতার, সাইক্লিং ও দৌড়ের সমন্বয়ে ক্রীড়া) আয়রনম্যানের দুই ফরম্যাটের প্রতিযোগিতা। এতে প্রথম বাংলাদেশি নারী হিসেবে ১৮-২৪ বছর বয়স গ্রুপে অংশ নেয় মারিয়া ফেরদৌসী আক্তার। অর্ধ-দূরত্বের অর্থাৎ আয়রনম্যান ৭০.৩ প্রতিযোগিতায় অংশ নিয়ে সফল হন মারিয়া। এ নারী ট্রায়াথলেট ৮ ঘণ্টা ১৮ মিনিট ২৬ সেকেন্ড সময় নিয়ে সম্পন্ন করেন ১.৯ কিমি সাঁতার, ৯০ কিলোমিটার সাইক্লিং ও ২১.১ কিমি দৌড়। আয়রনম্যান প্রতিযোগিতার আয়োজন করে ওয়ার্ল্ড ট্রায়াথলন কর্পোরেশন (WTC)। দেশের প্রথম নারী হিসেবে মারিয়া আয়রনম্যান ৭০.৩ সম্পন্ন করার মধ্য দিয়ে ২০২৫ সালে স্পেনে অনুষ্ঠেয় আয়রনম্যান ৭০.৩ বিশ্ব চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণের যোগ্যতা অর্জন করেন।

টাইম ১০০-এর তালিকায় নাহিদ ইসলাম

যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সাময়িকী টাইম-এর ‘টাইম ১০০ নেক্সট ২০২৪’-এর তালিকায় স্থান করে নেয় অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পরিচিত এই মুখ তালিকাটিতে ‘লিডারস’ ক্যাটাগরিতে স্থান পায়। ২ অক্টোবর ২০২৪ টাইমের ওয়েবসাইটে বিশ্বের বিভিন্ন ক্ষেত্রে উদীয়মান প্রভাবশালীর তালিকাটি প্রকাশ করা হয়। পঞ্চমবারের মতো এই তালিকা প্রকাশ করা হয়। এতে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা ১০০ ব্যক্তিকে পাঁচ ক্যাটাগরিতে তুলে ধরা হয়। লিডারস ক্যাটাগরিতে নাহিদ ইসলাম ছাড়াও অন্যদের মধ্যে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রা ও যুক্তরাষ্ট্রের রিপাবলিকান পার্টির ‘কো চেয়ার’ লরা ট্রাম্প স্থান পান।

গণহত্যার বিচার পুনর্গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল

১৯৭১ সালে মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য ২০১০ সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করা হয়। ২০২৪ সালের জুলাই ও আগস্টে সংঘটিত গণহত্যার বিচারের জন্য সেই ট্রাইব্যুনাল পুনর্গঠিত করে অন্তর্বর্তীকালীন সরকার।

ICT পুনর্গঠন ও কার্যক্রম শুরু

সম্প্রতি জুলাই ও আগস্টে সংঘটিত গণহত্যার বিচার শুরু করার জন্য ১৪ অক্টোবর ২০২৪ আইন মন্ত্রণালয় তিন সদস্যের ট্রাইব্যুনাল পুনর্গঠন করে প্রজ্ঞাপন জারি করে। প্রজ্ঞাপনে হাইকোর্টের বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারকে ICT’র চেয়ারম্যান এবং হাইকোর্ট বিভাগের বিচারপতি শফিউল আলম মাহমুদ ও অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মোহিতুল হক এনাম চৌধুরীকে সদস্য হিসেবে নিয়োগ দেওয়া হয়। ১৭ অক্টোবর ২০২৪ পুনর্গঠিত ICT’র কার্যক্রম শুরু হয়। একইদিন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ ৪৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে ICT। একই সাথে ১৮ নভেম্বরের মধ্যে শেখ হাসিনাকে গ্রেপ্তার করে এ ট্রাইব্যুনালে উপস্থিত করার জন্য নির্দেশ দেওয়া হয়। ১৯ অক্টোবর ২০২৪ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা ১ জুলাই- ৫ আগস্ট ২০২৪ সময়কালে গণহত্যার ঘটনায় তথ্য চেয়ে বিভিন্ন পত্রিকায় গণবিজ্ঞপ্তি জারি করে।

প্রসিকিউটর

♦ প্রধান প্রসিকিউটর: অ্যাডভোকেট মোহাম্মদ তাজুল ইসলাম

♦ প্রসিকিউটর: মো: মিজানুল ইসলাম, গাজী মোনাওয়ার হুসাইন তামিম, বি এ এম সুলতান মাহমুদ, আবদুল্লাহ আল নোমান ও মো: সাইমুম রেজা তালুকদার।

তদন্ত সংস্থার কর্মকর্তা

♦ কো-অর্ডিনেটর: মো. মাজহারুল হক এবং মুহাম্মদ শহিদুল্যাহ চৌধুরী

♦ অন্যান্য কর্মকর্তা: মো. আলমগীর, মোহা. মনিরুল ইসলাম, মো. জানে আলম, সৈয়দ আবদুর রউফ, মো. ইউনুছ, মো. মাসুদ পারভেজ, মুহাম্মদ আলমগীর সরকার ও মো. মশিউর রহমান।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুন্যাল গঠন

২৪ জানুয়ারি ১৯৭২ যুদ্ধাপরাধীদের বিচারের লক্ষ্যে Bangladesh Collaborators (Special Tribunals) Order, 1972 [বাংলাদেশ দালাল (বিশেষ ট্রাইব্যুনালস) আদেশ, ১৯৭২) জারি করা হয়। এ দালাল আইনের অধীনে ৩৭ হাজারেরও বেশি ব্যক্তিকে গ্রেপ্তার করে আদালতে তাদের বিচারকার্য শুরু করা হয়। পরবর্তীতে আন্তর্জাতিক আইন অনুযায়ী, গণহত্যা, মানবতাবিরোধী অপরাধ, যুদ্ধাপরাধ এবং অন্যান্য অপরাধে অভিযুক্ত ব্যক্তিদের আটক, বিচার এবং শাস্তি প্রদানের লক্ষ্যে ২০ জুলাই, ১৯৭৩ ‘আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনালস) আইন’ পাস করা হয়। যুদ্ধাপরাধী হিসেবে দালালদের বিচার করার ঘোষণা দেওয়া সত্ত্বেও ১৬ ডিসেম্বর, ১৯৭৩ স্বাধীনতার দ্বিতীয় বর্ষপূর্তিতে তাদের প্রতি সাধারণ ক্ষমা ঘোষণা করা হয়। তবে হত্যা, ধর্ষণ, অগ্নিসংযোগ ইত্যাদি অপরাধমূলক কাজে জড়িত ব্যক্তিদের এ সাধারণ ক্ষমার বাইরে রাখা হয়। ৩১ ডিসেম্বর, ১৯৭৫ দালাল আইন বাতিল করা হয়। ২৯ জানুয়ারি, ২০০৯ জাতীয় সংসদে যুদ্ধাপরাধীদের বিচারের প্রস্তাব সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। ২৫ মার্চ, ২০১০ যুদ্ধাপরাধীসহ মানবতাবিরোধী অপরাধের বিচার করতে প্রথম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করা হয়। ২২ মার্চ, ২০১২ ট্রাইব্যুনাল-২ নামে আরেকটি ট্রাইব্যুনাল গঠন করা হয়। ১৫ সেপ্টেম্বর, ২০১৫ ট্রাইব্যুনাল-১ ও ২ একীভূত করে আবার একটি ট্রাইব্যুনাল করা হয়। এ আদালত থেকে ৫৫ মামলার রায় হয়; দণ্ডিত ১৩১ আসামির মধ্যে ৯১ জনকে দেওয়া হয় মৃত্যুদণ্ড। এছাড়া মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত আরও কয়েকজনের বিচার ট্রাইব্যুনালে চলমান ছিল।

চার সংশোধনী

তমজাতীয় সংসদে পাসরাষ্ট্রপতির স্বাক্ষরসংশোধনীর বিষয়বস্তু
প্রথম৯ জুলাই ২০০৯১৪ জুলাই ২০০৯ব্যক্তি ও গোষ্ঠীকে বিচারের আওতায় আনা হয়।
দ্বিতীয়১৩ জুন ২০১২১৯ জুন ২০১২এক ট্রাইব্যুনাল থেকে অন্য ট্রাইব্যুনালে মামলা স্থানান্তরের বিধান যুক্ত।
তৃতীয়১৮ সেপ্টেম্বর ২০১২২৪ সেপ্টেম্বর ২০১২আপিলের সময়সীমা ৬০ দিনের পরিবর্তে ৩০ দিন করা হয়।
চতুর্থ১৭ ফেব্রুয়ারি ২০১৩১৮ ফেব্রুয়ারি ২০১৩রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিলের বিধান যুক্ত করা হয়।

২৬.১০.২০২৪

♦ বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি নির্বাচিত হন তাবিথ আউয়াল।

২৮.১০.২০২৪

♦ জুলাই-আগস্টের ছাত্র-জনতার অভ্যুত্থানের ইতিহাস সংরক্ষণ, শহীদ ও আহতদের পূর্ণাঙ্গ তালিকা চূড়ান্তকরণ, আহতদের চিকিৎসা এবং তাদের পরিবারকে সহায়তায় ‘বিশেষ সেল’ গঠন করে সরকার।

♦ বাংলা একাডেমির সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন আবুল কাসেম ফজলুল হক।

২৯.১০.২০২৪

♦ দুই দিনের সফরে ঢাকায় পৌঁছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার টুর্ক।

৩১.১০.২০২৪

♦‘ নির্বাচন কমিশন গঠনের জন্য ৬ সদস্যের সার্চ কমিটি গঠন করে প্রজ্ঞাপন জারি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *